Tag: Darjeeling Municipality

Darjeeling Municipality

  • Darjeeling: দার্জিলিং বেড়াতে গেলে এবার পর্যটকদের মাথা পিছু দিতে হবে কর

    Darjeeling: দার্জিলিং বেড়াতে গেলে এবার পর্যটকদের মাথা পিছু দিতে হবে কর

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিং (Darjeeling) ঘুরতে গেলে দিতে হবে পর্যটকদের মাথা পিছু কর। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিং পুরসভা। এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে হোটেল এবং পর্যটন ব্যবসায়ীদেরও জানানো হয়েছে। ইতিমধ্যে করের কূপন হোটেলগুলিতে পৌঁছে দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগেও এই করের ব্যবস্থা ছিল। মাঝে বন্ধ ছিল। সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং পুরসভাকে জঞ্জাল মুক্ত রাখতে এই কর নেওয়া হবে। অবশ্য পর্যটন ব্যবসায়ী এবং হোটেল মালিকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তবে কর শুধুমাত্র পুরসভা এলাকার মধ্যেই কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।

    পুরসভার বক্তব্য (Darjeeling)

    ফের কর বিষয়ে দার্জিলিং পুরসভার পুরপ্রধান দীপেন ঠাকরি বলেন, “শহরের জঞ্জাল সাফ করার জন্য কর নেওয়া হবে। এই কর কোনও নতুন বিষয় নয়। জিএনএলএফ-এর সময় এবং বিমল গুরুংয়ের সময়ও এই কর গ্রহণের চলছিল। মাঝখানে সাময়িক বন্ধ ছিল। তবে গত ৩০ বছর ধীরে এই কর নেওয়ার ব্যবস্থা চালুছিল। পাহাড়ের জঞ্জাল পরিষ্কার করে জনস্বাস্থ্যকে ঠিকঠাক রাখা এবং পুরসভার পরিষেবা আরও ভালো রাখতেই এই কর নেওয়া হবে। করের অঙ্ক আগের পরিমাণই ২০ টাকাই রাখা হয়েছে।” এই সিদ্ধান্তের বিষয়ে আরও তিনি বলেন, “সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগে এই করের হিসাব রাখা হতো না, এবার থেকে নিয়ম মেনে টেন্ডার ডেকে কাজ করা হবে।”

    পর্যটন উন্নয়ন সংযোগকারী সংস্থার বক্তব্য

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলেপমেণ্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যনাল বলেন, “আমাদের সঙ্গে পুরসভা (Darjeeling) কোনও রকম আলোচনা না করেই সিদ্ধান্ত গ্রহণ করেছে।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগেও কর নেওয়া হতো। মাঝে কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল। এখন শুধুমাত্র বিজ্ঞাপন পেয়েছি। বিস্তৃত বিবরণ পাইনি। সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে আলোচনা করলে ভালো হতো।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Darjeeling Municipality: সুপ্রিম দুয়ারে হামরো পার্টি! দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট কালই, নির্দেশ হাইকোর্টের

    Darjeeling Municipality: সুপ্রিম দুয়ারে হামরো পার্টি! দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট কালই, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিং পুরসভায় অনাস্থা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে হামরো পার্টি (Hamro Party)। সোমবার, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে (Jalpaiguri Circuit Bench) হামরো পার্টির আর্জি খারিজ হতেই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন অজয় এডওয়ার্ড (Ajay Edward)। সূ্ত্রের খবর, আইনজীবীদের সঙ্গে আলোচনার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

    হামরো পার্টির আবেদন খারিজ

    প্রথম বার নির্বাচনে লড়েই গত ফেব্রুয়ারি মাসে দার্জিলিং পুরসভা দখল করে চমকে দিয়েছিল ‘গ্লেনারিজ’ (Glenary’s) কর্তা অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। কিন্তু দলের মধ্য়ে ফাটল ধরায় আপাতত তাদের হাত থেকে পুরসভা হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার, কলকাতা হাইকোর্টও জানিয়ে দেয়, আগামী ২৮ ডিসেম্বরই দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট হবে। হামরো পার্টির আবেদন খারিজ করে এ দিন এই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। গত নির্বাচনে দার্জিলিং পুরসভার ৩২টি আসনের মধ্যে অজয় এডওয়ার্ডের হামরো পার্টির ঝুলিতে এসেছিল ১৮ আসন। অন্যদিকে, অনিত থাপার BGPM  জিতেছিল ৯টি আসন, তৃণমূল কংগ্রেস ২টি এবং বাকি ৩টি আসন পেয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা (GJM)। 

    আরও পড়ুন:কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি

    পুরসভা দখলের পথে প্রজাতান্ত্রিক মোর্চা পার্টি

    বর্তমান পরিস্থিতিতে হামরো পার্টি থেকে ৬ জন কাউন্সিলর প্রজাতান্ত্রিক মোর্চা পার্টিতে যোগ দেয়। ফলে প্রজাতান্ত্রিক মোর্চা পার্টির সংখ্যা দাঁড়ায় ১৪ জন। প্রজাতান্ত্রিক মোর্চা পার্টির দাবি, তৃণমূল কংগ্রেসের ২ জন তাদের বাইরে থেকে সমর্থন করবে। ফলে প্রজাতান্ত্রিক মোর্চার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জন। তাই তারা দার্জিলিং পুরসভার হামরো পার্টির চেয়ারম্যান রিতেশ পোরতেলের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব আনে। ২৮ ডিসেম্বর সেই অনাস্থা প্রস্তাবে দিন ধার্য হয়েছে। সেই অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে এবং তার স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন পুরসভার চেয়ারম্যান। সেই আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন, ২৮শে ডিসেম্বরই দার্জিলিং পুরসভার অনাস্থা প্রস্তাবের বৈঠক সংঘটিত হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,পুরসভায় বদল এখন সময়ের অপেক্ষা। শীঘ্রই পুরসভা দখল করতে পারে অনিত থাপার (Anit Thapa) প্রজাতান্ত্রিক মোর্চা। গত ২৪ নভেম্বর কার্শিয়াঙে হামরো পার্টির পাঁচ কাউন্সিলর যোগ দেন BGPM দলে। তার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারায় অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। এদিকে দুই তৃণমূল কাউন্সিলরও BGPM-কে বাইরে থেকে সমর্থন দেওয়ার ঘোষণায় আরও টলমলে অজয় এডয়ার্ডের পার্টির ভবিষ্যত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share