Tag: Date Maha Shivratri 2025

  • Maha Shivratri 2025: বুধবার মহাশিবরাত্রি, কখন লাগছে তিথি? থাকবে কতক্ষণ?

    Maha Shivratri 2025: বুধবার মহাশিবরাত্রি, কখন লাগছে তিথি? থাকবে কতক্ষণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ২৬ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি (Maha Shivratri 2025)। শাস্ত্র অনুযায়ী, দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল এই তিথিতেই। আবার শিবপুরাণ অনুযায়ী, মহাদেব যেদিন শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই দিনই ছিল ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি। প্রসঙ্গত, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রির (Shivratri) ব্রত। দলে দলে ভক্তরা পুণ্য ও মোক্ষ লাভের আশায় শিবের মাথায় জল ঢালেন। শাস্ত্রবিদরা বলছেন, যত ব্রত আছে সকল ব্রতের শ্রেষ্ঠ হল মহাশিবরাত্রি (Maha Shivratri 2025)। ভক্তদের বিশ্বাস, এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা, অন্ধকার দূর হয়। পূরণ হয় মনের সকল বাসনা।

    কখন শুরু হচ্ছে তিথি? থাকবে কতক্ষণ?

    বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

    চতুর্দশী তিথি আরম্ভ: ২৬ ফেব্রুয়ারি বা ১৪ ফাল্গুন, বুধবার

    সময়: সকাল ১১টা ১০ মিনিট

    চতুর্দশী তিথি শেষ: ১৫ ফাল্গুন বা ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার

    সময়: সকাল ৮টা ৫৫ মিনিট

    গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

    চতুর্দশী তিথি আরম্ভ: ১৩ ফাল্গুন বা ২৬ ফেব্রুয়ারি, বুধবার

    সময় সকাল: ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড

    চতুর্দশী তিথি শেষ: ১৪ ফাল্গুন বা ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার

    সময়: সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ড

    ব্রত পালনের রয়েছে বিশেষ কিছু নিয়ম

    শিবরাত্রির (Maha Shivratri 2025) ব্রত পালনের রয়েছে বিশেষ কিছু নিয়ম। এই ব্রত পালন শুরু করা হয় ঠিক শিবরাত্রির আগের দিন। ব্রত শেষ হয় শিবরাত্রির পরের দিন। শাস্ত্রবিদরা জানাচ্ছেন, ব্রত শুরু হওয়ার আগের দিন থেকেই ভক্তদের নিরামিষ খেতে হবে। এরপর মহাশিবরাত্রির দিন উপবাস থাকতে হবে। গঙ্গাজল, দুধ, ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চার বার স্নান করাতে হবে। ব্রতের নিয়ম অনুযায়ী, মহাদেবকে অর্পণ করতে হবে বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, অপরাজিতা (নীল) ফুল এবং ফল-মিষ্টি। শিবরাত্রির (Maha Shivratri 2025) পরের দিন কোনও ধর্মপ্রাণ মানুষকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ভোজন করিয়ে এই ব্রত উদ্‌যাপন করা হয়।

LinkedIn
Share