Tag: Debit Card

Debit Card

  • WhatsApp Payment Update: হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন কেনাকাটা, কাটতে পারবেন সিনেমার টিকিট

    WhatsApp Payment Update: হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন কেনাকাটা, কাটতে পারবেন সিনেমার টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িতে বসেই অনলাইনে জিনিসপত্র কেনাকাটায় বিপ্লব এসেছে ভারতে। নিত্য দিন নয়া নয়া সুযোগের দরজা খুলে যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ হয়ে গেল হোয়াটসঅ্যাপের নামও। সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, অন্যান্য শপিং অ্যাপ-এর মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চ্যাট করার সাথে সাথে সহজেই কেনাকাটা করা যাবে। ওই পোস্টে জানানো হয়েছে, ব্যবহারকারীরা এবার UPI অ্যাপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। এই আপডেটটি (WhatsApp Payment Update) ব্যবহার করে জিনিসপত্র কেনাকাটা যেমন করা যাবে, তেমনি সিনেমার টিকিট পর্যন্ত বুক করা যাবে।

    কী জানিয়েছে হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে?

    হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, অন্যান্য অনেক শপিং অ্যাপের মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ব্যবহারকারীরা সহজেই চ্যাট করার সাথে সাথে কেনাকাটাও করতে পারবেন। যেমন অন্য কোনও শপিং অ্যাপে আপনি আপনার পছন্দের জিনিস কার্ট করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপও এবার থেকে এই কার্ট অপশন দেবে, যেখানে আপনি আপনার জিনিস কার্ট করে রাখতে পারবেন। আর ঠিক ভারতের অন্যান্য UPI অ্যাপের মতো ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসগুলি কিনতে পারবেন (WhatsApp Payment Update)। 

    ভারতে কতজন এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট (WhatsApp Payment Update) ব্যবহার করেন?

    বিশেষজ্ঞদের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু তার মধ্যে মাত্র ১০০ মিলিয়ন মানুষ এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করেন। ঠিক এই কারণে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারগুলি যোগ করতে চলেছে (WhatsApp Payment Update) কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড শপিং Jio Mart এবং চেন্নাই ও বেঙ্গালুরু মেট্রো সিস্টেমে ব্যবহার করা হত। কিন্তু এবার নতুন ফিচার পেমেন্টের জন্য আরও অনেক অপশন পেতে চলেছে হোয়াটসঅ্যাপ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Credit Card: তবে কি ক্রেডিট কার্ডের নয়া নিয়ম কার্যকর হবে অক্টোবর মাসে?

    Credit Card: তবে কি ক্রেডিট কার্ডের নয়া নিয়ম কার্যকর হবে অক্টোবর মাসে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রেডিট কার্ড (Credit Card) নিয়ে একাধিক নতুন নিয়মের ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। ১ জুলাই থেকেই ক্রেডিট কার্ডের এই পরিবর্তন আনার কথা ঘোষণা করা হয়। তবে একাধিক নিয়ম বদলের জন্য সম্প্রতি আরও কিছু সময় দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, ক্রেডিট কার্ডে পরিবর্তন আনার সময় ১ জুলাই থেকে বাড়িয়ে ১ অক্টোবর করা হল।

    আরও পড়ুন: ব্যবহার করেন ডেবিট-ক্রেডিট কার্ড! জানুন আরবিআইয়ের নয়া নিয়ম

    তবে ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে জানেন কি?

    আরবিআই-এর  নতুন নিয়ম অনুসারে, আপনি যদি ক্রেডিট কার্ড ইস্যু করার পর ৩০ দিনের মধ্যে সেটি অ্যাক্টিভেট না করেন, তবে ব্যাঙ্ক বা যেই সংস্থা থেকে কার্ডটি ইস্যু করা হয়েছে সেখান থেকে কার্ড ব্যবহারকারীর কাছে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড চাওয়া হবে কার্ডটি অ্যাক্টিভ করার জন্য। সেইসময়ে যদি কার্ড ব্যবহারকারী কার্ডটি অ্যাক্টিভ করার অনুমতি না দেয়, তবে সাত দিনের মধ্যে সেটি বন্ধ করে দেওয়া হবে। তবে এতে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। আবার ক্রেডিট লিমিট বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও কার্ড ইস্যু করার ব্যাঙ্ক বা সংস্থাকে গ্রাহকের থেকে অনুমতি নিতে হবে।

    আরও পড়ুন: এবার ক্রেডিট কার্ডও আসছে UPI পেমেন্টের আওতায়! কী বলছে RBI?

    এপ্রিল মাসেও ক্রেডিট-ডেভিট কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল। আর এই নিয়মগুলো সমস্ত ব্যাঙ্ক কে মেনে চলার নির্দেশ দিয়েছে আরবিআই। আরও জানানো হয়েছে যে ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল আগের মাসের ১০ তারিখ থেকে পরের মাসের ১১ তারিখ পর্যন্ত থাকবে। এছাড়াও ক্রেডিট কার্ডের বিলিং পেমেন্টের বিস্তারিত বিষয় গ্রাহকের মেলে পাঠাতে হবে এবং এতে দেরী করা চলবে না। ব্যাঙ্কগুলোকে এদিকেও নজর রাখতে হবে যে গ্রাহকদের বিল মেটানোর সময় যাতে দেওয়া হয়, কমপক্ষে গ্রাহকরা যেন হাতে ১৫ দিনের মত সময় পান। এছাড়াও গ্রাহকরা ঠিক সময়ে বিলিং-এর বিভিন্ন তথ্য পাচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে বলা হয়েছে আরবিআই-এর তরফ থেকে।

  • RBI on Card Payment: ব্যবহার করেন ডেবিট-ক্রেডিট কার্ড! জানুন আরবিআইয়ের নয়া নিয়ম

    RBI on Card Payment: ব্যবহার করেন ডেবিট-ক্রেডিট কার্ড! জানুন আরবিআইয়ের নয়া নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: দৈনন্দিন জীবনে কেনাকাটা বা লেনদেনের ক্ষেত্রে এখন প্রায় সবাই ডেবিট কার্ড (Debit Card) বা ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করেন। নগদ টাকার বিনিময়ে বিকিকিনির বদলে অনলাইন পেমন্ট (Online Payment) করতেই স্বচ্ছন্দ এই প্রজন্ম। তবে অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যাতেও পড়তে হয়। কার্ডের নিরাপত্তা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। এবার কার্ডের নিরাপত্তার কথা মাথায় রেখে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম (New Rule) চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI)। 

    আগামী ১ জুলাই থেকে সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ডে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) লেনদেনের টোকেনাইজেশন লাগু করছে। টোকেনাইজড কার্ড (Tokenized Card) লেনদেন তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করছে আরবিআই কর্তৃপক্ষ। তার মূল কারণ হল, লেনদেন প্রসেসিংয়ের সময় প্রকৃত কার্ডের ডিটেইলস মার্চেন্টের সঙ্গে শেয়ার করা হয় না।

    আগামী ১ জুলাই থেকে গ্রাহকদের কার্ডের বিবরণ সংরক্ষণে মানা হবে বিধিনিষেধ। মার্চেন্ট, পেমেন্ট অ্যাগ্রিগেটর, পেমেন্ট গেটওয়ে এবং অ্যাকোয়ারিং ব্যাঙ্কগুলি আর গ্রাহকদের কার্ডের বিবরণ সেভ করতে পারবে না। ব্যবসায়িক সংস্থাগুলির ক্ষেত্রে, যারা এই ধরনের ডেটা সেভ করেছে, তাদের সেগুলি উড়িয়ে দিতে হবে। বদলে চালু হবে টোকেনাইজেশন।

    আরও পড়ুন: বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে বড় জয় ভারতের, হল চুক্তিও

    টোকেনাইজেশন (Tokenization) হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কার্ডের বিবরণ একটি অনন্য কোড (UAC) বা টোকেনের মাধ্যমে প্রতিস্থাপিত হয়। এর ফলে কার্ডের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ না করেই অনলাইনে কেনাকাটা করা যায়।

    টোকেনাইজড কার্ড তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করা হচ্ছে কারণ লেনদেন প্রসেসিংয়ের সময় প্রকৃত কার্ডের বিশদ বিবরণ মার্চেন্টের সঙ্গে শেয়ার করা হয় না। লেনদেন ট্র্যাকিং এবং রিকনসিলিয়েশনের উদ্দেশ্যে কার্ড নম্বরের শেষ চারটি সংখ্যা এবং কার্ড প্রদানকারীর নাম সংরক্ষণ করা যেতে পারে। একটি টোকেনের জন্যও গ্রাহকের সম্মতি এবং OTP-ভিত্তিক ভেরিফিকেশন করতে হয়। ক্রেডিট, ডেবিট কার্ড টোকেনাইজেশনের সময়সীমা ৩০ জুন, ২০২২ করা হয়েছে।

LinkedIn
Share