Tag: Delhi Accident

Delhi Accident

  • Delhi Drag Case: দিল্লির সুলতানপুরীর ঘটনায় এবার গ্রেফতার গাড়ির মালিক, এখনও অধরা ১

    Delhi Drag Case: দিল্লির সুলতানপুরীর ঘটনায় এবার গ্রেফতার গাড়ির মালিক, এখনও অধরা ১

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শেষ দিনে এক দুর্ঘটনার ভয়ঙ্করতায় কেঁপে উঠল রাজধানী দিল্লি। সুলতানপুরীতে এক তরুণীকে গাড়িতে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা (Delhi Drag Case) ঘটে। এবার এই মামলায় শুক্রবার গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আশুতোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িতে তরুণীকে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িটির মালিক আশুতোষ। ঘটনার পরই পালিয়ে যান তিনি। এর আগে এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।  অঙ্কুশ নামের এক অভিযুক্ত এখনও ফেরার বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। 

    বৃহস্পতিবার আগে থেকে গ্রেফতার করা ৫ জনকে আদালতে হাজির করানো হয়। অভিযুক্তদের (Delhi Drag Case) ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর ওইদিনই গাড়ির মালিককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। 

    কী ঘটে? 

    প্রসঙ্গত, বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীর রাস্তা দিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের অঞ্জলি সিংহ (Delhi Drag Case) নামে এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী নিধি। একটি গাড়ি ওই স্কুটিতে ধাক্কা মারে। অঞ্জলি ছিটকে গিয়ে ওই গাড়ির তলায় পড়ে যান। এই অবস্থাতেই তাঁকে ১৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ওই তরুণীর। এরপরে ওই গাড়ির তলা থেকে তরুণীর দেহ সরিয়ে ফেলে দিয়ে পালান অভিযুক্তরা। ঘটনার বিভৎসতায় কেঁপে উঠেছে গোটা দেশ। 

    আরও পড়ুন: “টাকা ফেরত পেতে চাইলে আমাকে জানান কাকে দিয়েছিলেন”, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় 

    পরবর্তীতে অঞ্জলির দেশের ময়নাতদন্ত (Delhi Drag Case) করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, অঞ্জলির সারা দেহে ধুলো লেগেছিল। তরুণীর দেহে পোড়া দাগ রয়েছে। এই ধরনের দাগকে ‘ব্রাশ বার্ন’ বলা হয়। গাড়িটি চলতে থাকায় রাস্তার সঙ্গে চামড়ায় ঘষা লেগে এই পোড়া দাগ তৈরি হয়েছে। পায় ৪০টি ক্ষত রয়েছে দেহে। তবে যৌন হেনস্থার কোনও প্রমাণ পাওয়া যায়নি শরীরে। ঘটনাটিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

     

     

    ইতিমধ্যে ঘটনায় খুনের অভিযোগ করেছেন সেই স্কুটিতে আরও এক তরুণী নিধির মা। স্কুটিতে ইচ্ছে করে ধাক্কা দেয় ওই গাড়িটি। নিধিও ছিটকে পড়ে। কিন্তু কোনওভাবে পালিয়ে যায়। যদিও এখনও খুনের অভিযোগে কোনও মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Accident: দিল্লি কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা! পুলিশের নজরে আরও দুই ব্যক্তি

    Delhi Accident: দিল্লি কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা! পুলিশের নজরে আরও দুই ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতে দিল্লির অঞ্জলি সিং-এর ভয়াবহ মৃত্যুর ঘটনায় এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার, দিল্লি পুলিশ জানায়, এই ঘটনায় তাদের সন্দেহভাজনের তালিকায় উঠে এসেছে আরও দুই ব্যক্তির নাম। এমনকী জানা গিয়েছে, এই দুই ব্যক্তি প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন। ইতিমধ্যেই গাড়ির সওয়ারি পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার সাগরপ্রীত হুডা জানিয়েছেন, এই দুই সন্দেহভাজন হলেন আশুতোষ এবং অঙ্কুশ নামের ব্যক্তি। তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে অঞ্জলির মত্ত হয়ে গাড়ি চালানোর নিধির দাবিকে মিথ্যে বলেছেন অঞ্জলির মা।

    অঞ্জলি সিং-এর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

    সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত পাঁচজনের নাম অমিত খান্না, দীপক খান্না, মিঠুন, কৃষাণ এবং মনোজ মিত্তাল। আর এদেরকেই সাহায্য করার চেষ্টা করছিলেন ওই সন্দেহভাজন দুই ব্যক্তি। সাগরপ্রীত হুডা বলেন, “আমরা পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরার সময় আমরা জানতে পেরেছি, এই ঘটনায় আরও দুই ব্যক্তি জড়িত আছে। আমাদের দল তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। অপর দুই অভিযুক্তের নাম আশুতোষ এবং অঙ্কুশ খান্না। তারা ওই পাঁচজনকে রক্ষা করার চেষ্টা করেছিলেন ও প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন।”

    হুডা আরও জানিয়েছেন, মামলার তদন্তের জন্য দিল্লি পুলিশের মোট ১৮ টি দল গঠন করা হয়েছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট দাখিল করার চেষ্টা করছে। তিনি জানিয়েছেন, অঞ্জলি সিং-এর বান্ধবী, ঘটনার অন্যতম সাক্ষী নিধির বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর সঙ্গে অভিযুক্তদের কোনও যোগসূত্র এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

    আরও পড়ুন:দিল্লি কি সর্দি! ঠান্ডায় জবুথবু রাজধানী, পারদ নামল ২.৫ ডিগ্রিতে

    নিধির দাবি অস্বীকার অঞ্জলির মায়ের

    অঞ্জলির বন্ধু নিধি দাবি করেছিলেন, অঞ্জলি মত্ত হয়ে স্কুটি চালাচ্ছিলেন। এবার তাঁর এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিলেন অঞ্জলির মা রেখা দেবী। তাঁর অভিযোগ, নিধি মিথ্যা কথা বলছেন। তাঁর মেয়েকে খুনের চক্রান্তে সে-ও শামিল ছিলেন বলে দাবি করেছেন তিনি। আবার অঞ্জলির পারিবারিক চিকিৎসক জানান, তাঁর ময়নাতদন্তের রিপোর্টে মদ খাওয়ার সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। অঞ্জলির মায়েরও দাবি, তিনি তাঁর মেয়েকে কোনও দিন মদ খেয়ে বাড়ি আসতে দেখেননি। উল্টে নিধির বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

    ক্ষতিপূরণ অঞ্জলির পরিবারকে

    এই ঘটনার পর দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বুধবার অঞ্জলির বাড়িতে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে অঞ্জলির পরিবারকে ১০ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অঞ্জলির মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ফলে পরবর্তীতে এই ঘটনায় আর কী কী তথ্য বেরিয়ে আসে, সেটিই এখন দেখার।

  • Delhi Accident: মর্মান্তিক! তরুণীকে ধাক্কা মেরে ১২ কিমি পথ ‘টেনে হিঁচড়ে’ নিয়ে গেল গাড়ি! তারপর…

    Delhi Accident: মর্মান্তিক! তরুণীকে ধাক্কা মেরে ১২ কিমি পথ ‘টেনে হিঁচড়ে’ নিয়ে গেল গাড়ি! তারপর…

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতে দিল্লিতে ভয়াবহ ঘটনা। বছরের প্রথম দিনেই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল দিল্লি। রবিবার দিল্লির সুলতানপুরী এলাকায় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বছর ২০-এর এক তরুণীর। পুলিশ সূত্রে খবর, মহিলার স্কুটিকে ধাক্কা দেয় একটি গাড়ি। শুধু তাই নয়, দুর্ঘটনার পর মহিলাকে টেনে-হিঁচড়ে প্রায় বারো কিলোমিটার পথ নিয়ে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

    কী ঘটেছিল?

    সূত্রের খবর অনুযায়ী, রবিবার ভোররাতে একটি স্কুটার নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে। এরপর, তরুণীর পা গাড়ির নীচে আটকে গেলে সেই অবস্থাতেই না থেমে গাড়িটি ১০ থেকে ১২ কিলোমিটার চলতে থাকে। পথেই মৃত্যু হয় তরুণীর। তরুণীর স্কুটারে ধাক্কা মারার পরও তারা গাড়ি থামায়নি। কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়িটি থেকে আলাদা হয়। এদিকে ভোর ৩টে বেজে ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে একজন জানান যে, একটি গাড়ি তরুণীকে ছেঁছড়ে নিয়ে যাচ্ছে। পরে ভোর ৪টে ১১ মিনিটে আরও একটি ফোন আসে। সেই সময় বলা হয়, রাস্তায় তরুণীর নগ্ন দেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর রবিবার দিল্লি পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করে। ভয়ঙ্কর ঘটনার সময় গাড়িটিতে মোট ৫ জন ছিল।

    অন্যদিকে মৃতার মা অভিযোগ করেছেন, গাড়িতে থাকা যুবকরা তাঁর মেয়েকে যৌন হেনস্থা করেছে। মৃতার কাকা জানিয়েছেন, তাঁদের তরুণীর মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। কোথায় দুর্ঘটনা ঘটেছে, সেটাও দেখানো হয়নি তাঁদের। তিনি জানিয়েছেন, এই মামলাটি নির্ভয়া মামলার মত। অভিযুক্তরা খারাপ কিছু করার চেষ্টা করেছিল। তাঁরা বিচার চায়।

    এদিকে অভিযুক্তদের দাবি, একটি স্কুটি তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবে তারা নাকি বুঝতে পারেনি যে তাদের গাড়ির নীচে তরুণীর দেহ আটকে গিয়েছে।

    ভয়াবহ ঘটনায় প্রতিক্রিয়া

    এদিকে ঘটনা প্রসঙ্গে ট্যুইট করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর লেখেন, “কাঞ্ঝাওয়ালা- সুলতানপুরী অপরাধের ঘটনা শুনে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। অপরাধীদের ভয়ঙ্কর অপরাধপ্রবণতা দেখে আমি স্তম্ভিত। দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছি। অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।”

    দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল দাবি করেছেন, গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করা হবে। চালক মত্ত অবস্থায় ছিল কিনা তা জানতেও পরীক্ষা করা হবে।

  • Delhi Accident: দিল্লিতে ফুটপাতে থাকা তিন শিশুকে ধাক্কা বেসামাল গাড়ির, সিসিটিভি ফুটেজে ভয়ঙ্কর দৃশ্য

    Delhi Accident: দিল্লিতে ফুটপাতে থাকা তিন শিশুকে ধাক্কা বেসামাল গাড়ির, সিসিটিভি ফুটেজে ভয়ঙ্কর দৃশ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের রাজধানীতে আবার ঘটল হিট অ্যান্ড রানের ঘটনা! দুর্ঘটনার (Delhi Accident) শিকার তিন শিশু। রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছিল তিন শিশু। হঠাৎ করেই বেসামাল গাড়ি উঠে যায় ফুটপাতে। গাড়িটি ছিল একটি মারুতি গাড়ি। গাড়ির চাকায় পিষ্ট হয় ওই তিন শিশু। ঘটনাটি ঘটেছে দিল্লির গুলাবিবাগ এলাকায়। এই মর্মান্তি ঘটনার ভিডিও ওই এলাকার সিসিটিভিতে ধরা পড়েছে।  

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির (Delhi Accident) প্রতাপনগরের বাসিন্দা গাজেন্দ্রর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে ওই তিন শিশু। বয়স যথাক্রমে ১০ বছর, ৬ বছর এবং ৪ বছর। নিয়ন্ত্রণ হারিয়েই গজেন্দ্রর গাড়িটি ফুটপাতে চলে আসে এবং সেই গাড়ির ধাক্কায় তিন শিশু গুরুতর আহত হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। আহত শিশুদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা এখন চিকিৎসাধীন। বর্তমানে তারা বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় ইতিমধ্যে গজেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গালুরুর পরিবার

    কী ঘটে?     

    প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,দুর্ঘটনাটি ঘটে সকাল নটার সময়। সিসিটিভি (Delhi Accident) ফুটেছে দেখা গিয়েছে, গুলাবি বাগের লীলাওয়াতি স্কুলের পাশ দিয়ে মারুতি ব্রিজা গাড়িটি চালিয়ে আসছিলেন গজেন্দ্র। দ্রুতগতিতে আসা গাড়িটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। তারপরই ফুটপাতে দাঁড়িয়ে থাকা তিন শিশুকে ধাক্কা মারে গাড়িটি। গুরুতর আহত হয় ওই তিন শিশু। স্থানীয় বাসিন্দারাই তাদের হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে, গজেন্দ্রর গাড়ি ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, এলাকার বাসিন্দারা গজেন্দ্রকে পুলিশের হাতে তুলে দেন।

     

    গজেন্দ্র মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ এক প্রত্যক্ষদর্শীর। তাঁর কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। গজেন্দ্রকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share