Tag: Delhi court summons Leena Manimekalai

Delhi court summons Leena Manimekalai

  • Kaali poster row: কালী পোস্টার বিতর্কে আদালতের সমন লীনাকে! নিজের মন্তব্যে অনড় পরিচালক

    Kaali poster row: কালী পোস্টার বিতর্কে আদালতের সমন লীনাকে! নিজের মন্তব্যে অনড় পরিচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: কালী পোস্টার বিতর্কে আরও সমস্যায় লীনা মণিমাকেলাই (Kaali filmmaker Leena Manimekalai)। কালী তথ্যচিত্রের নির্দেশক লীনার বিরুদ্ধে এবার সমন জারি করল দিল্লির এক আদালত। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়। সেই মামলার জেরে এ বার পরিচালককে তলব করল দিল্লির তিস হাজারি আদালত। সমন গিয়েছে লীনা মণিমেকলাইয়ের নামে। পাশাপাশি অবিলম্বে এই ছবি বন্ধের নির্দেশ মিলেছে উপরমহল থেকে। তবে বিচারক অভিষেক কুমার জানান, আদালত এ নিয়ে কোনও আদেশ দেওয়ার আগে শুনানি হওয়া প্রয়োজন। তাই আগামী ৬ অগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

    হিন্দু দেবী মা কালীর অপমানের অভিযোগ উঠেছে Kaali তথ্যচিত্রের পরিচালকের উপর। ছবির পোস্টারে দেখা গিয়েছে কালীর (Kaali Movie Row) বেশে এক তরুণী, তাঁর হাতে জ্বলন্ত সিগারেট। এই তথ্যচিত্রের পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে যায় গোটা দেশে। এই পোস্টারের বিরুদ্ধে দিল্লি কোর্টের দ্বারস্থ আইনজীবী রাজ গৌরব। তাঁর দাবি, কালী তথ্যচিত্রের পোস্টারে কালী বেশী অভিনেত্রীর ধূমপানের ছবি হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছে।

    আরও পড়ুন: পোস্টার বিতর্কের মধ্যেই মোদির মুখে কালীকথা, তৃণমূলকে জবাব?

    হিন্দু দেবীকে অশালীন ভাবে চিত্রিত করার অভিযোগে লীনার তৈরি তথ্যচিত্রের পোস্টার এবং প্রচার ভিডিয়োর বিরুদ্ধে মামলা দায়ের করেছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও। পোস্টারে ঠোঁটে জ্বলন্ত সিগারেট, হাতে এলজিবিটি-র সাতরঙা পতাকাধারী ‘কালী’কে মেনে নিতে পারেননি ভারতীয় হিন্দু সমাজ। তাঁরা ভক্তিরসে সিক্ত এবং অসুর নিধনে ব্যস্ত দেবী কালীরই আরাধনা করেন। 

    গত ২ জুন ট্যুইটারে নিজের ডকুমেন্টারির এই পোস্টার ট্যুইট করেছিলেন লীনা। বিতর্কের মধ্যেও নিজের মন্তব্যে অনড় তিনি। প্রতিদিন এই বিতর্কের জেরে অন্তত ২ লাখ অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় হুমকি পাচ্ছেন বলে দাবি করেন কানাডা নিবাসী চিত্র পরিচালক। লীনা ট্যুইটে দাবি করেন, “আমার কালী ভিন্ন। তিনি একজন মুক্ত চিন্তাধারার মানুষ। তিনি সকলকে কাছে টেনে নিতে জানেন।” 

LinkedIn
Share