Tag: Delhi Earthquake

Delhi Earthquake

  • Earthquake in Delhi: উৎস নেপাল, তীব্রতা ৬.২! জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, পার্শ্ববর্তী এলাকা

    Earthquake in Delhi: উৎস নেপাল, তীব্রতা ৬.২! জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, পার্শ্ববর্তী এলাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভরদুপুরে কেঁপে উঠল দিল্লি (Earthquake in Delhi)। কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলেও।

    কম্পনের উৎসস্থল নেপাল

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। অর্থাৎ, মাঝারি মানের কম্পন। কিন্তু, ২৬ মিনিট পর, অর্থাৎ ২টো ৫১ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে দিল্লি। এবার কম্পনের মাত্রা ছিল ৬.২। অর্থাৎ, দ্বিতীয় কম্পনটা শক্তিশালী ছিল (Earthquake in Delhi)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের ভাতেখোলা থেকে দু’কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার গভীরে। জানা গিয়েছে, ৪০ সেকেন্ড ধরে হয়েছে কম্পন। সে কারণে ভূমিকম্পেরর তীব্রতা এত বেশি।

    আতঙ্কে দিল্লিবাসী নামলেন রাস্তায়

    শক্তিশালী কম্পন হলেও, দিল্লি তথা উত্তর ভারতের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। তবে, ভূমিকম্পের ফলে দিল্লিবাসীদের (Earthquake in Delhi) মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ বহুতলের বাসিন্দারা অনুভব করেন সবার আগে। তড়িঘড়ি নিচে নেমে আসেন অনেকেই। দিল্লির পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে। রাস্তায় লোকজনের ভিড় জমে যায়। অনেকেই আবার এই কম্পনের সময়ের নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। 

    দিল্লি পুলিশের সাবধানবাণী

    ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে দিল্লি পুলিশ লেখে, ‘‘আপনারা বিল্ডিং-এর বাইরে বেরিয়ে আসুন। নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করুন। অযথা ভয় পাবেন না, লিফট ব্যবহার করবেন না। জরুরি পরিস্থিতে যোগাযোগ করার জন্য নম্বরও দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে।’’ দিল্লির পাশাপাশি, উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভব করেন নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদের বাসিন্দারাও।

    আগেও কেঁপেছে দিল্লি

    প্রসঙ্গত, রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির (Earthquake in Delhi) প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশে। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে সাত কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে। তার আগে, গত অগাস্ট মাসেই কেঁপে উঠেছিল দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। জানা যায়, রাতের ওই ভূমিকম্পটি হয় আফগানিস্তানে। উৎসস্থল ছিল হিন্দুকুশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। তারই প্রভাব পড়ে রাজধানী শহর সহ উত্তর ভারত জুড়ে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake: ২ মিনিট ধরে কাঁপল দিল্লি! আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব উত্তর ভারতে

    Earthquake: ২ মিনিট ধরে কাঁপল দিল্লি! আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব উত্তর ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আতঙ্কের রাত কাটাল দিল্লিবাসী। আফগানিস্তানের ভূমিকম্পের (Afghanistan Quake) জোরালো প্রভাব পড়েছে দিল্লি সহ গোটা উত্তর ভারতে। প্রায় ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারত। সঙ্গে একের পর এক আফটারশক। কেবলমাত্র দিল্লিই নয়, কম্পন অনুভূত হয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানাতেও। 

    কাঁপল আফগানিস্তান

    মঙ্গলবার রাত ১০টা ১৭ মিনিট নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন নয়ডা অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান লাগোয়া হিন্দুকুশ এলাকায়। প্রায় দুই মিনিট ধরে সেই কম্পন স্থায়ী হয় বলে জানা গিয়েছে। ভারত ছাড়াও পাকিস্তান,  তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন, আফগানিস্তান ও কিরঘিজস্তানেও কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের জুর্ম শহর থেকে দক্ষিণ-পূর্বে ৪০ কিলোমিটার দূরে। পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তের মাঝামাঝি জায়গায় ভূমিকম্পের কারণে আফগানিস্তানে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  ১৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

    আরও পড়ুন: “দুর্নীতির টাকাতে কেউ বিশ্বভ্রমণ করেছেন, কেউ চোখের ট্রিটমেন্ট”! বিস্ফোরক সুকান্ত

    মধ্যরাত পর্যন্ত রাস্তায়

    ভূমিকম্পের উৎসস্থল মূলত আফগানিস্তান হলেও টানা ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারতের একাধিক শহর। আতঙ্কে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন বহু মানুষ। দিল্লিবাসীরা সমাজমাধ্যমে তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ বলেছেন, তাঁদের বহুতল ভূমিকম্পে দুলতে শুরু করেছিল। ফলে প্রাণের ভয়ে ১১ তলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে রাস্তায় নেমে এসেছেন বাসিন্দারা। ছোট শিশুকে কাঁথায় জড়িয়ে ঘর ছেড়ে ছুটতে দেখা গিয়েছে কাউকে। কেউ আবার ঘরে দাঁড়িয়েই সিলিং ফ্যান এবং অন্যান্য আসবাবপত্র কেঁপে ওঠার ভিডিয়ো রেকর্ড করেছেন। 

    গত বছরের শেষভাগ থেকেই দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী (Delhi)। এবারের ভূমিকম্পও সেইরকম হচ্ছে বলেই ভেবেছিলেন বাসিন্দারা। কিন্তু কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পরও যখন কম্পন অনুভূত হয়, তখনই বিপদ আঁচ করেন। তড়িঘড়ি বাড়ি ছেড়ে নীচে নেমে আসেন বাসিন্দারা। এরপর সারা রাতই কেটেছে আতঙ্কে। ফের ভূমিকম্প হতে পারে, এই ভয়ে অনেকে মধ্যরাত অবধি রাস্তাতেই বসে থাকেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লির মাটি, কাঁপল উত্তরাখণ্ডও

    Delhi Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লির মাটি, কাঁপল উত্তরাখণ্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পে (Delhi Earthquake) কেঁপে উঠল দিল্লি-সহ উত্তরভারতের বেশ কিছু এলাকা। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কম্পন অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, পিথোরাগড় ও আলমোড়াও আজ দুপুরের ভূমিকম্পে কেঁপে ওঠে। কম্পন এতটাই জোড়ালো ছিল যে অনেকেই ভয়ে বাড়ি এবং অফিসের বাইরে বেরিয়ে আসেন। প্রায় ২৫ সেকেন্ড অনুভূত হয় কম্পন। এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি।   

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, মঙ্গলবার দুপুর ২.২৮ মিনিটে ভূমিকম্প (Delhi Earthquake) হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে।

     


      

    সম্প্রতি বার বার কেঁপেছে ভারত 

    এর আগে ৫ জানুয়ারিও দিল্লি-এনসিআরে বেশ জোড়ালো ভূমিকম্প (Delhi Earthquake) অনুভূত হয়েছিল। সেই সময় জম্মু-কাশ্মীরও কেঁপে ওঠে। তখন ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯। সেই সময় ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।   

    বছরের প্রথম দিনেও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প (Delhi Earthquake) অনুভূত হয়েছিল। পয়লা জানুয়ারি রাত ১১টা ২৮ মিনিটে, মেঘালয়ের নংপোহে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নংপোহ ভূমি থেকে ১০ কিলোমিটার দূরে। এর আগে বছরের শেষে ২৭-২৮ ডিসম্বর রাতে আড়াই ঘণ্টার মধ্যে উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে নেপাল পর্যন্ত বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম কম্পন অনুভূত হয় নেপালের বাগলুং জেলায়। এরপর দ্বিতীয় কম্পন অনুভূত হয় খুঙ্গার আশেপাশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।

    আরও পড়ুন: যখন বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, তখনই স্রোতের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জোম্যাটোর     

    প্রসঙ্গত, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ভূমিকম্পের (Delhi Earthquake) ভিত্তিতে গোটা দেশকে পাঁচটি অঞ্চলে ভাগ করেছে। দেশের ৫৯ শতাংশই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা। পঞ্চম জোনটি ভূমিকম্পের জন্যে সবচেয়ে বিপজ্জনক এবং সক্রিয় হিসাবে বিবেচনা করা হয়। এই জোনের রাজ্য এবং অঞ্চলগুলিতে ধ্বংসের সম্ভাবনা সর্বাধিক। পঞ্চম জোনের মধ্যে রয়েছে দেশের ১১ শতাংশ। চতুর্থ জোনে রয়েছে ১৮ শতাংশ। তৃতীয় ও দ্বিতীয় জোনে ৩০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে ঝুঁকি প্রবণ হল চতুর্থ ও পঞ্চম জোনের এলাকাগুলি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi Earthquake: বছরের প্রথম দিনই ভূমিকম্পে কাঁপল দিল্লি, ট্যুইটারে ট্রেন্ড করল ‘হিলা দিয়া’

    Delhi Earthquake: বছরের প্রথম দিনই ভূমিকম্পে কাঁপল দিল্লি, ট্যুইটারে ট্রেন্ড করল ‘হিলা দিয়া’

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম দিনই কেঁপে উঠল দেশের রাজধানীর মাটি। ভূমিকম্পে (Delhi Earthquake) আতঙ্ক ছড়াল দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। কম্পনটির এপিসেন্টার ছিল হরিয়ানা। ভূকম্পটির কেন্দ্র মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। এর আগে ১২ নভেম্বর দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তখন কম্পনটির গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার নীচে। সেই সময় রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৫। 

    আরও পড়ুন: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি 

    গত কয়েকমাস ধরেই একাধিক বার কেঁপেছে দিল্লি (Delhi Earthquake) এনসিআর। তবে বর্ষবরণের উৎসবে মগ্ন থাকায় এদিন অনেকেই কম্পন অনুভব করতে পারেননি। উল্লেখ্য, উত্তর ভারতের হিমালয়ের কোলের রাজ্যগুলিতে প্রায়ই ভূমিকম্প হয়। গত কয়েক বছরে কম্পনের জেরে মারাত্মক ক্ষতি হয়েছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ-সহ একাধিক রাজ্য। বিশেষজ্ঞদের দাবি, হিমালয় অঞ্চলে বারবার ভূমিকম্প হওয়ায় বিপদের মুখে পড়ছে দিল্লি। ভবিষ্যতে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

    আর এই কম্পন অনুভূত হওয়ার পরই মিমে মজে উঠলেন নেট নাগরিকরা। ট্যুইটারে ট্রেন্ড করল ‘হিলা দিয়া’। দেখে নিন কিছু সেরা মিম।

     


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share