Tag: Delhi Fire

Delhi Fire

  • Delhi Fire: মধ্যরাতে দিল্লির শিশু হাসপাতালে আগুন, মৃত্যু ৭ সদ্যোজাতের! জখম বেশ কয়েকজন

    Delhi Fire: মধ্যরাতে দিল্লির শিশু হাসপাতালে আগুন, মৃত্যু ৭ সদ্যোজাতের! জখম বেশ কয়েকজন

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির এক শিশু হাসপাতালে শনিবার মধ্যরাতে আগুন (Delhi Fire) লাগায় দগ্ধ হয়ে মৃত্যু হল সাত সদ্যোজাতের। দমকল গিয়ে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেক শিশুকেই উদ্ধার করা হয়। পরবর্তীকালে চিকিৎসা চলাকালীনই ছয়জনের মৃত্যু হয়। রবিবার সকালেই মৃত্যুর খবর মিলেছে আরেকটি শিশুরও। প্রসঙ্গত, শনিবার রাতেই ১২ জন শিশুকে উদ্ধার করা হয়েছিল। তখনই ছয়জনের মৃত্যু হয় হাসপাতালে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, দুটি বিল্ডিংয়ে আগুন লেগেছিল। হাসপাতাল ও তার পার্শ্ববর্তী একটি বহুতলের দোতলায় আগুন ছড়িয়ে পড়ে।

    পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ঘটনা

    জানা গিয়েছে, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার ঘটনা এটি। সেখানকার একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দমকলকে ফোন করা হয় এবং আগুন (Delhi Fire) লাগার কথা বলা হয়। তবে হাসপাতালে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত তা বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন পৌঁছায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে ‘রেমাল’, শুরু বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস

    আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা

    হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শনিবার রাতেই অনেক সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল এবং দমকল কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে। আগুন লাগার ঘটনায় আতঙ্কে উদ্বেগে দিশেহারা (Delhi Fire) হয়ে পড়েন অভিভাবকরাও। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁদেরও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Fire: নববর্ষের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন, জীবন্ত দগ্ধ ২ প্রবীণা

    Delhi Fire: নববর্ষের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন, জীবন্ত দগ্ধ ২ প্রবীণা

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন (Delhi Fire)। জীবন্ত দগ্ধ দুই মহিলা। একজনের বয়স ৮২ বছর, অন্যজনের ৯২। রবিবার ভোরে ঘটনাটি ঘটে দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায়। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় রয়েছে অন্তরা বৃদ্ধাশ্রম।

    আগুন…

    সূত্রের খবর, এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই বৃদ্ধাশ্রম থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়দের কয়েকজন। শুরু হয় চিৎকার চেঁচামেচি। বৃদ্ধাশ্রমের আবাসিকরাও আর্ত চিৎকার করতে থাকেন। এদিকে দাবানলের মতো দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। চলে আগুনের সঙ্গে মানুষের লড়াই। দমকল উদ্ধার করে ১৩ জন আবাসিককে। বৃদ্ধাশ্রমে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধাশ্রমে (Old Age Home) চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়। তবে মূলত প্রবীণ নাগরিকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় ‘অন্তরা’।

    আরও পড়ুন: নববর্ষের সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল, বহু হতাহতের আশঙ্কা

    শনিবার ছিল বর্ষ শেষের রাত। উন্মাদনায় মেতেছিল গোটা দিল্লি। রাতভর চলেছে হইহুল্লোড়। বিস্তর ফেটেছে বাজি। তবে কীভাবে ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগল, তা জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে আগুন। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধাশ্রমের চতুর্থতলায় আগুন (Delhi Fire) লেগেছিল। পুলিশের এক প্রবীণ আধিকারিক বলেন,  আগুন নেভানোর পরে দুটি পোড়া দেহ উদ্ধার হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) জানান, ক্রাইম এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টিমকে অকুস্থলে আসতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন আগুনের গ্রাস থেকে যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে ম্যাক্স হাসপাতাল সাকেতে। আর বাকি ১২ জনকে নিয়ে যাওয়া হয়েছে অন্তরার ওখলা শাখায়। আগুন (Delhi Fire) লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

LinkedIn
Share