Tag: Delhi flood

Delhi flood

  • Delhi Flood: ফের বিপদসীমা পেরিয়ে ফুঁসছে যমুনা! উদ্বিগ্ন দিল্লিবাসী

    Delhi Flood: ফের বিপদসীমা পেরিয়ে ফুঁসছে যমুনা! উদ্বিগ্ন দিল্লিবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে (Delhi Flood) যমুনার জল ফের বিপদসীমা অতিক্রম করেছে বলে খবর মিলেছে। হরিয়ানা থেকে জল ছাড়ার কারণেই এই জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার সকালেও জলস্তর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০৫.৯৬ মিটারে। সন্ধ্যা নাগাদ এই জলস্তর ২০৬.৯৭ মিটের পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে দিল্লি সরকার সতর্কতা জারি করেছে হরিয়ানা থেকে ২ লাখ কিউসেক জল ছাড়ার কারণে (Delhi Flood)। কেন্দ্রীয় সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গিয়েছে।

    কয়েক সপ্তাহ ধরেই ফুঁসছিল যমুনা

    বিগত কয়েক সপ্তাহ ধরেই যমুনা ফুঁসছে (Delhi Flood)। লালকেল্লা, সুপ্রিম কোর্টেও পৌঁছে যায় যমুনার জলোচ্ছ্বাস। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এদিন ফের জলস্তর বাড়তে শুরু করেছে। দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বারবার উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন। হরিয়ানা ছাড়াও হিমাচলের জল ছাড়ার কারণেও দিল্লিতে বন্যা পরিস্থিতি হয় বলে আগেই জানিয়েছিল বিশেষজ্ঞ মহল। শনিবার থেকেই নীচু অঞ্চলে বসবাসরত দিল্লির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। রবিবার দিল্লির তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং পাশাপাশি হাল্কা বৃষ্টিতে ভিজবে রাজধানী (Delhi Flood), এমনটাই জানিয়েছে মৌসম ভবন। 

    নয়ডার হিন্দন নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে

    অন্যদিকে নয়ডার হিন্দন নদীতে জলস্তরের ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে শনিবার। যোগী পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। অন্যদিকে গাজিয়াবাদের ১ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে হিন্দন নদীর জলস্তর বৃদ্ধির কারণে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Flood: জলমগ্ন লালকেল্লা, সুপ্রিম কোর্ট চত্বর! যমুনার জলে ডুবল রাজঘাট, উদ্বেগে দিল্লি সরকার

    Delhi Flood: জলমগ্ন লালকেল্লা, সুপ্রিম কোর্ট চত্বর! যমুনার জলে ডুবল রাজঘাট, উদ্বেগে দিল্লি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি, ধস, বন্যা! বিপর্যস্ত প্রায় গোটা উত্তর ভারত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের অবস্থা ভয়াবহ। দিল্লিতে বন্যা পরিস্থিতি (Delhi Flood)। মৌসম ভবনের পূর্বাভাস, ১৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির জেরে বন্যা এবং দুর্ঘটনায় এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। গত কয়েক দিনের বৃষ্টিতে সব থেকে বেশি মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে। সেখানে মারা গিয়েছেন ৯১ জন। বৃষ্টির জেরে উত্তরপ্রদেশে মারা গিয়েছেন ১৪ জন, উত্তরাখণ্ডে মারা গিয়েছেন ১৬ জন, পঞ্জাবে ১১ জন, হরিয়ানায় ১৬ জন।  হিমাচলের লাহৌল, স্পিতিতে পাঁচ দিন আটকে থাকার পর বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে ২৫৬ জন পর্যটককে। সাংলা এবং কিন্নরে আটকে থাকা ১০০ জন পর্যটককে হেলিকপ্টারে করে তুলে আনা হয়েছে।

    বন্যা পরিস্থিতি দিল্লিতে

    ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। লালকেল্লা, রাজঘাট জলমগ্ন। জল ঢুকেছে সুপ্রিম কোর্টেও। যার জেরে উদ্বিগ্ন দিল্লির প্রশাসন। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একটি যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে যমুনার জল শহরের দিকে বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির (Delhi Flood) কিছু এলাকায় পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হতে পারে বলেও জানিয়েছে প্রশাসন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেনার সাহায্য চেয়েছেন। রাজধানীর কোথাও কোমর পর্যন্ত আবার কোথাও বুক পর্যন্ত জল। রাস্তাঘাটে জল জমায় যানচলাচলও বন্ধ হয়েছে। 

    আরও পড়ুুন: মণিপুর নিয়ে প্রস্তাব পাশ ইইউ পার্লামেন্টে, “ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন”, বলল বিদেশমন্ত্রক

    নজর রাখছেন প্রধানমন্ত্রী

    দিল্লির বন্যা পরিস্থিতির (Delhi Flood)  উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বৃহস্পতিবার ফ্রান্স সফরে গিয়েছেন তিনি। কিন্তু সেখান থেকেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিল্লির পরিস্থিতির খোঁজ নিয়েছেন বলে সরকারি সূত্রে খবর। ১৬ জুলাই, রবিবার পর্যন্ত রাজধানীর সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। বেসরকারি সংস্থাগুলিতে বাড়ি থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) পরামর্শ দিয়েছেন কেজরিওয়াল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share