Tag: Delhi University

Delhi University

  • Delhi University: জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম থেকে মুসলিম সংরক্ষণ বন্ধের কথা ভাবছে দিল্লি বিশ্ববিদ্যালয়

    Delhi University: জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম থেকে মুসলিম সংরক্ষণ বন্ধের কথা ভাবছে দিল্লি বিশ্ববিদ্যালয়

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ক্লাস্টার ইনোভেশন সেন্টার জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI) বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে প্রস্তাবিত একটি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে মুসলিম কোটা (Muslim Reservation) বাতিলের সুপারিশ করার পরিকল্পনা করছে। এই যৌথ প্রোগ্রামের অধীনে মেটা ইউনিভার্সিটি কনসেপ্টে মাস্টার অফ সায়েন্স ইন ম্যাথমেটিকস এডুকেশন কোর্স অফার করা হয়।

    যৌথ উদ্যোগ (Delhi University)

    ২০১৩ সালে শুরু হওয়া এই প্রোগ্রামটি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া (JMI) বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ উদ্যোগ। বর্তমানে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামসের মাধ্যমে ভর্তি নেওয়া হয়। এখানে মুসলিম প্রার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের কৌশল অনুসরণ করা হয়। সব মিলিয়ে ৩০টি আসনের মধ্যে ১২টি আসন উন্মুক্ত বিভাগে নির্ধারিত, ৬টি আসন অনগ্রসর শ্রেণির জন্য বরাদ্দ, ৪টি আসন সাধারণ মুসলিম জনগণের জন্য সংরক্ষিত, ৩টি আসন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য, ২টি তফসিলি জাতির জন্য, এবং অবশিষ্ট ৩টি আসন তফসিলি উপজাতি, মুসলিম অনগ্রসর শ্রেণি, এবং মুসলিম নারীদের জন্য এক একটি করে বরাদ্দ করা হয়েছে।

    কী বলছেন কর্মকর্তারা?

    এক কর্মকর্তা বলেন, “বর্ণভিত্তিক সংরক্ষণের অংশ হিসেবে সুবিধাবঞ্চিতদের জন্য কোটার বিষয়টি আলাদা একটি প্রসঙ্গ।” তিনি জানান, বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে। পরিচালনা পর্ষদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরেই এই প্রস্তাব উপাচার্যের বিবেচনার জন্য পেশ করা হবে। সাম্প্রতিক বছরগুলিতে এমএসসি (Delhi University) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হয়েছে। সমস্ত ভর্তির কাজ জামিয়ার পরিবর্তে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ক্লাস্টার ইনোভেশন সেন্টারের এক কর্তা জানান, এখন যেহেতু ভর্তি পরিচালিত হচ্ছে ডিইউ দ্বারা, তাই ডিইউয়ের সংরক্ষণ নীতিটি গ্রহণ করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

    আরও পড়ুন: দেউলিয়া হয়ে যাবে আমেরিকা? এ কী শোনালেন ইলন মাস্ক!

    প্রসঙ্গত, যে মেটা ইউনিভার্সিটি কনসেপ্টের অংশ হিসেবে এমএসসি প্রোগ্রামটি চালু হয়েছে, সেটি ভারতের উচ্চশিক্ষায় একটি রূপান্তরকারী পরিবর্তনের ইঙ্গিত দেয় (Muslim Reservation)। এই উদ্যোগটি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ এবং দক্ষতা একত্রিত করে উন্নত মানের রিসোর্স তৈরি করে (Delhi University)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Delhi University Admission: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে

    Delhi University Admission: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়  (Delhi University) সোমবার স্নাতক বিষয়ের ভর্তির তারিখ ১২ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রথম আসন বরাদ্দের তালিকা ১৮ অক্টোবর প্রকাশিত হবে। আসন বরাদ্দের তিনটি রাউন্ড করা হবে  অন্তিমে রাউণ্ডে সিট বরাদ্দ করা হবে।

    দিল্লী ইউনিভার্সিটি গত মাসে ৭০ হাজার আসন ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়। এবছর দ্বাদশ শ্রেণীর রেজাল্টের পরিবর্তে ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল।১২ সেপ্টেমর এক সাথেই সিট বরাদ্দের সাথে সাথে ভর্তি নেওয়া হবে ছাত্রটিকে। তিন ধাপে পরিচালিত এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে সিএসএএস (Common Seat Allocation System)। আবেদনপত্র জমা, বিষয় নির্বাচন এবং সবশেষে আসন বরাদ্দ ও ভর্তি। সোমবার এই পোর্টালটি বন্ধ হবার কথা থাকলেও আরও দুদিন সময় বাড়ানো হয়েছে।

    সোমবার রাত ৮ টা পর্যন্ত এই পোর্টালে ২ লক্ষ ১৫ হাজার চারশো ছিয়াশি জন ছাত্র নিজের নাম নথিভুক্ত করেছে।

    [tw]


    [/tw]

    শুক্রবার দিল্লী ইউনিভার্সিটি একটি সিমুলেটেড তালিকা প্রকাশ করবে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা কোন কলেজে চান্স পেতে পারে তার সম্ভাব্য ধারণা পেয়ে যাবে। যদিও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের তাঁদের পছন্দগুলি পরিবর্তনের সুযোগ দেবে। সংশোধন করার জন্য দিল্লী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী পোর্টাল বুধবার বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এর পরে আর নতুন করে কোনও সংশোধনের সুযোগ থাকবে না ছাত্রদের হাতে।

    আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন

    বিশ্ববিদ্যালয় OBC-NCL, EWS, SC, ST, সংখ্যালঘু, PwBD এবং CW প্রার্থীদের জন্য পুনরায় নথি আপলোড করার সুবিধা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ক্ষেত্রে আপলোড করা নথির ভিত্তিতে সিট বরাদ্দ হলেও কলেজে নির্দিষ্ট দিনে শারীরিক ভাবে কাগজপত্র ভেরিফিকেশনের সময় কেউ ভুল তথ্য বা উপযুক্ত নথি দেখাতে না পারলে তার ভর্তি বাতিল করে হবে।

    প্রথম রাউন্ড ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। বরাদ্দকৃত আসন গ্রহণের প্রক্রিয়া ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে।এর পর ধাপে ধাপে চলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Manipur Violence: মণিপুরে সেনার ক্যাম্পে সন্তান প্রসব মহিলার! জাতিগত দ্বন্দ্বের ছায়া পড়ল রাজধানীতেও

    Manipur Violence: মণিপুরে সেনার ক্যাম্পে সন্তান প্রসব মহিলার! জাতিগত দ্বন্দ্বের ছায়া পড়ল রাজধানীতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতিগত হিংসায় জ্বলছে মণিপুর (Manipur Violence)। তার মধ্যেই অসম রাইফেলসের (Assam Rifles) ডাক্তারদের সহযোগীতায় বাচ্চা প্রসব করলেন ক্যাম্পে আটকে পড়া এক মহিলা। সম্প্রতি হিংসা বিধ্বস্ত মণিপুর (Manipur) থেকে ভারতীয় সেনা (Indian Army) ও অসম রাইফেলসের (Assam Rifles) জওয়ানরা দুই গর্ভবতী মহিলাকে (pregnant woman) নিরাপদে উদ্ধার করে (safely rescued) নিজেদের হেফাজতে চিকিৎসা করছিলেন। ইতিমধ্যেই তাঁরা দুটি সন্তান প্রসব করেছেন। 

    সেনার মানবিক মুখ

    মণিপুরের জাতিগত সংঘর্ষের (Manipur Violence) জেরে বেশ কিছু এলাকা এখনও থমথমে। তাই বাসিন্দাদের উদ্ধার করে রাখা হয়েছে বিভিন্ন ক্যাম্পে। তাঁদের মধ্যেই একজন হলেন এস্থার হোনথা। বর্তমানে মন্ত্রীপুখরি (Mantripukhri ) ক্যাম্পে রয়েছেন তিনি। সি-সেকশন পদ্ধতির মাধ্যমে ক্যাম্পের মধ্যেই ফুটফুটে একটি বাচ্চার জন্ম দিয়েছেন ৩৮ বছরের ওই মহিলা। সম্প্রতি ক্যাম্পে থাকা দুই গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার পর সদ্যোজাতদের মঙ্গল (godspeed) ও সৌভাগ্য (good luck) কামনা করে রবিবার একটি ভিডিও (Video) পোস্ট করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) পক্ষ থেকে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতীয় সেনার মানবিক মুখের প্রশংসায় মুখর নেটিজেনরা।

    মণিপুরের দ্বন্দ্বের ছায়া দিল্লিতেও

    এরই মধ্যে মণিপুরের জাতিগত দ্বন্দ্বের (Manipur Violence) ছায়া পড়ল রাজধানীতেও (Manipur Violence)। দিল্লি বিশ্ববিদ্যালয়ে (Delhi University) মণিপুরের দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়েছে। জানা গিয়েছে কুকি ও মেইতেই সম্প্রদায়ের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে তা বেশি দূর গড়ায়নি। দু’পক্ষেরই বক্তব্য, থানা অভিযোগ নেয়নি। পুলিশের বক্তব্য থানাতে দু পক্ষকে বসিয়ে মিটমাট করে দেওয়ার চেষ্টা হয়। কারও গুরুতর আঘাত লাগেনি। ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ দুই দল ছাত্রকেই মিলে মিশে থাকার পরামর্শ দিয়েছে।

    আরও পড়ুন: কেরলে নৌকাডুবিতে মৃত ২১! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    এদিকে, মণিপুরে (Manipur Violence) নতুন করে বড় ধরনের সংঘর্ষের খবর না থাকলেও প্রশাসন ঝুঁকি নিচ্ছে না। সেখানে বিপুল সংখ্যায় র‍্যাফ, বিএসএফ, সিআইএসএফ, এবং সিআরপির জওয়ানদের নিয়ে যাওয়া হয়েছে। আছে অসম রাইফেলস। অসমের দুটি বিমান ঘাঁটি থেকে ছোট বিমান উড়িয়ে বিমান বাহিনীও পরিস্থিতির দিকে নজর রাখছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CUET: আর নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, স্নাতকোত্তরের জন্য কুয়েটেই ভরসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের

    CUET: আর নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নয়, স্নাতকোত্তরের জন্য কুয়েটেই ভরসা দিল্লি বিশ্ববিদ্যালয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা, ‘দিল্লি ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট’ বা ডুয়েট। পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই স্নাতকোত্তর স্তরের ভর্তি পুরোটাই হবে কুয়েট থেকে। অর্থাৎ যারা দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপন দেখছেন তাদেরকে অবশ্যই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় (CUET) পাশ করতে হবে। দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রবেশিকা পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে ১০ জনের একটি দল গঠন করা হয়েছিল। সেই দলই সিদ্ধান্ত নিয়েছে। 

    এই মুহূর্তে কী নিয়মে নেওয়া হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি?

    এই মুহূর্তে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ থেকে পাশ করা পড়ুয়াদের মেধার ভিত্তিতে ৫০ শতাংশ আসনে ভর্তি নেওয়া হয়। বাকি ৫০% আসনে ভর্তি নেওয়া হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে। 

    এখন থেকে কীভাবে নেওয়া হবে প্রবেশিকা পরীক্ষা?

    নতুন নিয়মে যে ৫০% আসনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নেওয়া হয় মেধার ভিত্তিতে, তা একই থাকবে। বাকি ৫০%- এ পড়ুয়াদের নেওয়া হবে কমন ইউনিভার্সিটি এনটান্স টেস্টের (CUET) ভিত্তিতে। 

    আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন! এবার কি সুপ্রিম দুয়ারে যাবে রাজ্য সরকার?

    ১-১২ সেপ্টেম্বর দেশের ৫০০টি শহর এবং দেশের বাইরের ১৩টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৩.৫৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। দেশের প্রথম সারির ৬৬টি বিশ্ববিদ্যালয় কুয়েটের মাধ্যমে পরীক্ষার্থীদের ভর্তি নেয়। এর মধ্যে রয়েছে বহু কেন্দ্রীয়  বিশ্ববিদ্যালয়।  

    কুয়েট পিজির ফল প্রকাশের পরেই বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ইউজিসি। ইউজিসি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে। যাতে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া আরও সহজ হয়। 

    দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার (CUET 2022) মাধ্যমে ভর্তির জন্য পোর্টাল (Portal) চালু করেছে। সেই পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। দেশজুড়ে প্রায় ৬.১৪ লক্ষ পড়ুয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার আবেদন করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • DU Merit List: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন

    DU Merit List: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন

    মাধ্যমে নিউজ ডেস্ক: এই মুহূর্তে উচ্চ শিক্ষার পড়ুয়া নিজেদের কলেজ, পছন্দের বিষয় বাছতে ব্যস্ত। কলেজ এবং বিষয় ঠিক করে বাছাটা অত্যন্ত জরুরি। তাদের ভর্তির আবেদন প্রক্রিয়ার এই পছন্দ তালিকার বিষয়টি অত্যন্ত জরুরি। কারণ প্রার্থীদের জন্য আসন বরাদ্দ করা হবে তাদের তালিকাভুক্ত পছন্দের ভিত্তিতে এবং দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) তাদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর (CUET) ভিত্তিতে যে মেধা তালিকা প্রকাশ করবে তার ভিত্তিতে। মেধা তালিকায় তাদের অবস্থানের ভিত্তিতে, একজন প্রার্থীকে তাদের তালিকায় সর্বোচ্চ সম্ভাব্য পছন্দ বরাদ্দ করা হবে।
     
    এই পছন্দ তালিকা তৈরির প্রক্রিয়াটি ১০ ​​অক্টোবর পর্যন্ত চলবে। কোন কলেজ এবং কোন প্রোগ্রামে সবথেকে বেশি আবেদন করেছেন পড়ুয়ারা এখানে তালিকা রয়েছে। এখানে ৫০টি কলেজ এবং প্রোগ্রামের একটি তালিকা (DU Merit List) রয়েছে যা এখন পর্যন্ত সর্বাধিক সংখ্যক প্রার্থী তাদের পছন্দ হিসেবে তালিকাভুক্ত করেছেন। এই তালিকায় দেখা যাবে, মোট কতবার একটি প্রোগ্রামকে পছন্দ করেছেন পড়ুয়ারা।    

    1 Ramjas College B.Com 35295
    2 Kirori Mal College B.Com 35246
    3 Sri Venketeswara College B.Com 33634
    4 Delhi College of Arts and Commerce B.Com 33044
    5 Shaheed Bhagat Singh College B.Com 31279
    6 Hans Raj College B.Com (Hons.) 31033
    7 Shri Ram College of Commerce B.Com (Hons.) 30928
    8 Hindu College B.Com (Hons.) 30795
    9 Hindu College B.A. (Hons.) English 30630
    10 Atma Ram Sanatan Dharma College B.Com 30625
    11 Hans Raj College B.A. (Hons.) English 30320
    12 Sri Guru Gobind Singh College of Commerce B.Com 29844
    13 Dyal Singh College B.Com 29753
    14 St. Stephen’s College B.A. (Hons.) English 29562
    15 Ramjas College B.Com (Hons.) 29165
    16 Kirori Mal College B.Com (Hons.) 29127
    17 Sri Guru Tegh Bahadur Khalsa College B.Com 29110
    18 Motilal Nehru College B.Com 28908
    19 Aryabhatta College B.Com 28715
    20 Sri Venketeswara College B.Com (Hons.) 28224
    21 Kirori Mal College B.A. (Hons.) English 28220
    22 Hindu College B.A. (Hons.) Political Science 27915
    23 Ramanujan College B.Com 27831
    24 Ramjas College B.A. (Hons.) English 27303
    25 Dr. Bhim Rao Ambedkar College B.Com 26910
    26 Delhi College of Arts and Commerce B.Com (Hons.) 26754
    27 Shivaji College B.Com 26371
    28 Ram Lal Anand College B.Com 26191
    29 Kirori Mal College B.A. (Hons.) Political Science 26178
    30 Ramjas College B.A. (Hons.) Political Science 25806
    31 Sri Venketeswara College B.A. (Hons.) English 25756
    32 Shaheed Bhagat Singh College B.Com (Hons.) 25727
    33 Satyawati College B.Com 25567
    34 Sri Aurobindo College (Day) B.Com 25454
    35 Sri Guru Gobind Singh College of Commerce B.Com (Hons.) 25048
    36 Atma Ram Sanatan Dharma College B.Com (Hons.) 25006
    37 Zakir Husain Delhi College B.Com 24839
    38 P.G.D.A.V. College B.Com 24806
    39 Shyam Lal College B.Com 24672
    40 Sri Guru Nanak Dev Khalsa College B.Com 24430
    41 Sri Venketeswara College B.A. (Hons.) Political Science 24375
    42 Deen Dayal Upadhyaya College B.Com (Hons.) 24053
    43 Delhi College of Arts and Commerce B.A. (Hons.) English 23853
    44 Sri Guru Tegh Bahadur Khalsa College B.Com (Hons.) 23780
    45 Dyal Singh College B.Com (Hons.) 23445
    46 Hindu College B.A. (Hons.) History 23375
    47 Hans Raj College B.A. (Hons.) History 22998
    48 Motilal Nehru College B.Com (Hons.) 22984
    49 Atma Ram Sanatan Dharma College B.A. (Hons.) English 22938
    50 Delhi College of Arts and Commerce B.A. (Hons.) Political Science 22794

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • CUET Score 2022: কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করল দিল্লি বিশ্ববিদ্যালয় 

    CUET Score 2022: কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করল দিল্লি বিশ্ববিদ্যালয় 

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার (CUET 2022) মাধ্যমে ভর্তির জন্য পোর্টাল (Portal) চালু করেছে। সেই পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা একটি ফর্ম পূরণ করে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং তার অধিনস্থ কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্যে আবেদন করতে পারেন। ফর্মের জন্যে শিক্ষার্থীকে দিতে হবে ২৫০ টাকা। প্রতিটি বিভাগে আবেদন করার জন্যে ১০০ টাকা করে দিতে হবে। দিল্লি বিশ্ববিদ্যালয় এবার সংরক্ষিত উপজাতির পড়ুয়াদের জন্যে ৩০% আসন সংরক্ষিত রেখেছে। শিক্ষক ফোরাম সংরক্ষিত বিভাগের অধীনে ভর্তির বিবরণ চাওয়া এবং সংরক্ষিত বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ করার পরে এই সিদ্ধান্ত নেয় দিল্লি বিশ্ববিদ্যালয়। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে জেইই অ্যাডভান্সডের ফল, জয়জয়কার বাংলার

    দেশজুড়ে প্রায় ৬.১৪ লক্ষ পড়ুয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার আবেদন করেছেন। পোর্টালটির নাম দেওয়া হয়েছে CSAS-2022। তিনটি ধাপে পরিচালিত হবে এই পোর্টাল। প্রথম ধাপে, শিক্ষার্থীদের দিল্লি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপে অগ্রাধিকার পূরণ হবে এবং তৃতীয় ধাপে আসন বরাদ্দ-কাম-ভর্তি।   

    দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের CSAS-2022 আবেদনপত্রের মাধ্যমেই আবেদন করতে হবে। CSAS-2022-এ আবেদনের ক্ষেত্রে CUET (UG)-2022-এর আবেদন নম্বর বাধ্যতামূলক। CUET (UG)-2022-এর সময় আবেদনকারীর জমা দেওয়া ব্যক্তিগত বিবরণ, ছবি এবং স্বাক্ষর ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে CSAS-2022-এর আবেদনপত্রে চলে আসবে। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    ইসিএ এবং স্পোর্টস কোটার শিক্ষার্থীদের ট্রায়াল ১০ অক্টোবরের পরে অনুষ্ঠিত হতে পারে এবং সম্ভবত ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। 

    দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক যোগেশ সিং, CSAS-2022 পোর্টাল চালু করার সময় জানিয়েছিলেন, যে এই বছর ৬৭টি কলেজ/বিভাগ/কেন্দ্র জুড়ে ৭৯টি ইউজি প্রোগ্রামে ভর্তি করা হবে, যার মধ্যে ২০৬টি কম্বিনেশন রয়েছে। পাশাপাশি রয়েছে বিএ প্রোগ্রাম। এই প্রথম কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তি নিচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলি।

    ভিসি যোগেশ সিং বলেন, “আমরা এমনভাবে নীতিমালা তৈরি করেছি যাতে জটিলতা কমানো যায়, তবুও আমরা মিড-এন্ট্রির ব্যবস্থাও করেছি যাতে কোনও কারণে বাদ পড়া আবেদনকারীরাও সুযোগ পেতে পারে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share