Tag: delhi vote

  • Delhi Assembly Election 2025: ৭০ আসনে ভোট শুরু দিল্লিতে, ভোটারদের বিশেষ আর্জি প্রধানমন্ত্রীর

    Delhi Assembly Election 2025: ৭০ আসনে ভোট শুরু দিল্লিতে, ভোটারদের বিশেষ আর্জি প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হল দিল্লির ভোটগ্রহণ পর্ব (Delhi Assembly Election 2025)। বুধবার সকাল ৭টা থেকেই বুথে-বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৭০টি বিধানসভা আসনে ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। রাজধানীর ক্ষমতার রাশ কার হাতে থাকবে আজ তা ঠিক করছেন দিল্লিবাসী। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বুধ সকালে দিল্লিবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে সকলকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেছেন, ‘আগে ভোট দান, তারপর বিশ্রাম।’

    প্রধানমন্ত্রী মোদির বার্তা

    হাইভোল্টেজ প্রচার শেষে নির্ধারিত সময়ে ভোট শুরু হয়েছে রাজধানীতে। সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ৮ শতাংশ। দিল্লির (Delhi Assembly Election 2025) মোট ১৪ হাজার বুথে চলছে ভোটগ্রহণ। মোট ৭০ টি আসনের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ফলাফল জানা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে সরগরম দিল্লির রাজনীতি। আক্রমণ, বিরোধীদের পাল্টা আক্রমণ সবমিলিয়ে জমে উঠেছে দিল্লির লড়াই। এদিন ভোটদান প্রক্রিয়া শুরুর ঠিক আগে দিল্লির ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) লেখেন, ‘‘আজ দিল্লি বিধানসভা নির্বাচনের সব আসনে ভোটগ্রহণ হবে। আমি দিল্লির ভোটারদের পূর্ণ উদ্যম নিয়ে গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি । তাঁরা যেন নিজেদের মূল্যবান ভোট দেন। প্রথমবার ভোটে দিতে যাওয়া যুব প্রজন্মের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে ভোটদান, তারপর বিশ্রাম।’’

    প্রতিশ্রুতির বন্যা

    ভোট গ্রহণ (Delhi Assembly Election 2025) শুরু হতেই আপ-এর বিদায়ী বিধায়ক ও ওখলার প্রার্থী আমানাতুল্লাহ খানের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ ওঠে। অন্য দিকে, আপ-এর অন্য এক বিদায়ী বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় সঙ্গম বিহার থানায়। এক মহিলা তাঁর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন। এবারের ভোটে কংগ্রেস, বিজেপি, আপ— সকলেই নিজেদের ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে। আম আদমি পার্টি ঘোষণা করেছে, তাদের সরকার জিতে হ্যাটট্রিক করলে প্রতি মাসে মহিলাদের ২ হাজার ১০০ টাকা করে দেওয়া হবে। পড়ুয়াদের নিখরচায় বাস যাত্রা এবং মেট্রোর ভাড়ায় ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, পুরোহিত ও গ্রন্থীদের মাসে ১৮ হাজার টাকা করে দেওয়ার কথাও বলেছে আপ। বিজেপির প্রতিশ্রুতি, কোনও চালু সরকারি প্রকল্প বন্ধ হবে না। মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। গরিবদের জন্য ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার, হোলি ও দিওয়ালিতে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে। কংগ্রেস আবার যুবদের চাকরি ছাড়াও, মহিলা ও বয়স্কদের জন্য নানা ঘোষণা করেছে।

  • Delhi Vote: দিল্লি নির্বাচনে ঘরে বসে ভোট দিলেন ৬,৯৮০ জন ভোটার

    Delhi Vote: দিল্লি নির্বাচনে ঘরে বসে ভোট দিলেন ৬,৯৮০ জন ভোটার

    মাধ্যম নিউজ ডেস্ক: কড়া নাড়ছে দিল্লির বিধানসভা নির্বাচন (Delhi Vote)। ভোট ঘিরে তুঙ্গে চলছে প্রস্তুতি। গত শনিবারই নির্বাচন কমিশন জানিয়েছিল, দিল্লিতে এবারের ভোটে ঘর থেকেই ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছে ৭ হাজার ৫৫২ জন ভোটার। ঘরে বসেই ভোট দিতে পারবেন ৮৫ বছরের ঊর্ধ্ব প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। তথ্য বলছে, গত ৩১ জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই ঘর থেকে ভোটারদের ৯২ শতাংশই ভোট দিয়ে ফেলেছেন। তাঁদের মধ্যে ৫,৯৮২ জন প্রবীণ নাগরিক ও ৯৯৮ জন বিশেষভাবে সক্ষম ভোটার (Delhi Vote)।

    ২০৬টি নির্বাচনী আধিকারিকদের টিম মোতায়েন করা হয়েছে

    জানা গিয়েছে, ভোটদানের প্রক্রিয়াকে নির্বিঘ্ন ও সুবিধাজনক করতেই কমিশনের এমন পদক্ষেপ নিয়েছে। প্রবীণ নাগরিকদের ভোটদানে উৎসাহ প্রদানে কমিশন বাড়ি বসেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে। জানা গিয়েছে, নির্বাচনী আধিকারিক, নিরাপত্তা আধিকারিকরা সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে সম্পূর্ণভাবে গোপনীয়তা বজায় রেখেই ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করাচ্ছেন। ইতিমধ্যে কমিশন জানিয়েছে, দিল্লির (Delhi Vote) ১১ জেলার মোট ৭০ বিধানসভা কেন্দ্র এলাকায় ২০৬টি নির্বাচনী আধিকারিকদের টিম মোতায়েন করা হয়েছে এই কাজে।

    মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত আবেদনকারীর ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে

    যেসমস্ত ভোটারদের (Delhi Vote) বাড়িতে নির্বাচনী আধিকারিকরা যাচ্ছেন, তাঁদের ফোনে আগে থেকেই এ সংক্রান্ত এসএমএস পাঠানো হচ্ছে। নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে ভোটদানের প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিওগ্রাফিও করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামীকাল মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত আবেদনকারীর ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে, যেসমস্ত প্রবীণ নাগরিকরা বুথে গিয়ে ভোট দিতে চান, তাঁদের ক্ষেত্রে ৮ হাজার ৭১৫ জন ভলান্টিয়ার ও ৪ হাজার ২১৮টি হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হচ্ছে। নির্বাচনের দায়িত্বে থাকা সকল আধিকারিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থাও থাকছে জানিয়েছে নির্বাচন কমিশন (Home Voting Facility Service)। ইতিমধ্যেই এই কাজে ২৬ হাজার পোস্টাল ব্যালট ফর্ম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ১৬ হাজার আধিকারিক ইতিমধ্যেই ভোটদান করেছেন। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ৭০ আসনের ভোটের ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি।

  • PM Modi: ‘‘খসে পড়ছে ঝাড়ুর কাঠি, দিল্লিকে ধ্বংস করেছে আপ’’, তোপ মোদির

    PM Modi: ‘‘খসে পড়ছে ঝাড়ুর কাঠি, দিল্লিকে ধ্বংস করেছে আপ’’, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট মুখী দিল্লিতে রবিবারই জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জনসভার নাম ছিল ‘দিল্লি সংকল্প সমাবেশ’, সেখানেই আম আদমি পার্টিকে এক হাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদির কটাক্ষ, ‘‘বিগত ১১ বছর ধরে আম আদমি পার্টি গোটা দিল্লিকে ধ্বংস করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভোটের আগেই ঝাড়ুর প্রতিটা কাঠি খসে পড়ছে। আম আদমি পার্টির নেতারা দল ছাড়ছেন। তাঁরা জানেন যে মানুষ আম আদমি পার্টির ওপরে ক্ষুদ্ধ। তাঁরা এই দলকে ঘৃণাও করেন।’’ তিনি আরও বলেন, ‘‘আরকে পুরমে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ এখানে একসঙ্গে বসবাস করেন।’’

    ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নতুন বসন্ত আসছে

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘বসন্ত পঞ্চমীর আগমনের সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলাতে শুরু করে ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নতুন বসন্ত আসছে, এবার দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে চলেছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়েই বলেন, ‘‘নির্বাচনী লড়াইয়ে মোদির গ্যারান্টি এবং আম আদমি পার্টির মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে লড়াই হবে।’’ তিনি বলেন, ‘‘আমি বিকশিত ভারতের স্বপ্ন পূরণের জন্য ভারতের চারটি স্তম্ভের কথা বলেছি। এগুলি হল- কৃষক, মহিলা, যুবক এবং দরিদ্র।’’ গতকালের বাজেট তিনি আরও বলেন, ‘‘আম আদমি পার্টির লোকেরা স্বাস্থ্য পরিষেবা ওষুধ এবং হাসপাতাল নিয়েও দুর্নীতি করেছে। আমি দিল্লির মানুষকে আশ্বাস দিচ্ছি যারা দিল্লিকে লুট করেছে, তাদেরকে উপযুক্ত জবাব দিতেই হবে।’’

    ভাষণে আসে বাজেট প্রসঙ্গও

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দিল্লিতে বিজেপি সরকার তৈরি হওয়ার পর রাজধানী অঞ্চলের যাঁরা বিক্রেতা রয়েছেন, দোকানদার রয়েছেন তাঁদেরকে ক্রেডিট কার্ড দেওয়া হবে।’’ অন্যদিকে, এদিন দিল্লি জনসভাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মুখে শোনা যায় এবছরের কেন্দ্রীয় বাজেটের প্রশংসাও। তিনি বলেন, ‘‘ভারতের ইতিহাসে এটি হল সবচেয়ে বড় মধ্যবিত্ত-বান্ধব বাজেট।’’  মোদি বলেন, ‘‘ভারতের উন্নয়নে আমাদের মধ্যবিত্তদের বিশাল ভূমিকা রয়েছে। কেবলমাত্র বিজেপি মধ্যবিত্তদের সম্মান করে এবং যাঁরা কর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেন, তাঁদেরকে পুরস্কৃত করে।’’

LinkedIn
Share