Tag: Delhi weather

Delhi weather

  • Weather Report: হোলিতে গরম বাড়বে ৯ রাজ্যে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    Weather Report: হোলিতে গরম বাড়বে ৯ রাজ্যে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: রঙের উৎসবে হু হু করে বাড়বে গরম। সতর্কবাণী শুনিয়েছে হাওয়া অফিস (Weather Report)। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দেশের নয়টি রাজ্যে সোমবার হোলির দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে। প্রতিবছরই মার্চ মাসে হোলি উৎসব পালিত হয়। তবে চলতি বছরে অস্বস্তিকর ব্যাপক গরমের সম্ভাবনার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের কারণেই এই ভাবে তাপমাত্রা বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। চলতি দশকে সবথেকে উষ্ণতম হতে চলেছে এই দোল। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও শুনিয়েছে হাওয়া অফিস।

    গরমে পুড়বে রাজধানী

    মৌসম ভবনের পূর্বাভাস জানাচ্ছে, রাজধানী দিল্লিতে ন্যূনতম তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকতে পারে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়াও (Weather Report) বইতে পারে। যার গতিবেগ হবে ২০ থেকে ৩০ কিলোমিটার।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া

    হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতায় দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার পরিষ্কার আকাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Report)। আগামী তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে মঙ্গলবারের পরে হালকা বৃষ্টি হওয়ার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    অন্যদিকে, দক্ষিণবঙ্গের ২৪ ও ২৫ মার্চ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া উত্তর ২৪ পরগনা জেলায়। অন্যদিকে, ২৫ মার্চ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলায়। উত্তর ২৪ পরগনা জেলায় আগামী দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গে (Weather Report) একাধিক জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গ

    রবিবার দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হালকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের সঙ্গে বইবে (Weather Report)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Delhi Weather: দিল্লি কি সর্দি! ঠান্ডায় জবুথবু রাজধানী, পারদ নামল ২.৫ ডিগ্রিতে

    Delhi Weather: দিল্লি কি সর্দি! ঠান্ডায় জবুথবু রাজধানী, পারদ নামল ২.৫ ডিগ্রিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমালয়ের পাহাড়ি শহরগুলো গ্রীষ্মকালীন সময়ে পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র থাকে এখানকার শীতল আবহাওয়ার কারণে। কিন্তু শীতকালের দিল্লি এখন হিমালয়ের পাহাড়ের শহরগুলিকেও ছাপিয়ে গেছে শৈত্য প্রবাহের কারণে। উষ্ণতার পারদ এতটাই নামছে দিল্লিতে (Delhi Weather), যে বৃহস্পতিবার দেশের রাজধানীর একাধিক জায়গায় তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে বড়দিনের পরবর্তী সময়ে রাজস্থানের কিছু শহরের তাপমাত্রা শূন্য ডিগ্রিতেও নেমে গেছিল রাত্রিতে।

    আরও পড়ুন: রাজ্যে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর হদিশ মিলল, আক্রান্ত ৪

    দিল্লির বিভিন্ন জায়গার তাপমাত্রা (Delhi Weather) কত নামল

    বৃহস্পতিবার এই মরসুমের সবথেকে শীতলতম দিন (Delhi Weather) ছিল দিল্লিতে। এদিন রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরের মতো এলাকায় পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতে উজোয়ায় তাপমাত্রা ছিল ২.৩°। দিল্লি লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। কনকনে ঠান্ডা, হিমেল হাওয়াতো চলছেই তার পাশাপাশি বৃহস্পতিবার বেলা পর্যন্ত ঘন কুয়াশা ছিল দিল্লিতে (Delhi Weather)। যার ফলে কাছের জিনিসও ভালোভাবে ধেখা যাচ্ছিল না। স্বাভাবিকভাবেই এর প্রভাব যান চলাচলেও পড়ছে, অল্প দূরের জিনিস যখন দেখা যাচ্ছেনা তখন হেডলাইট জ্বালিয়েই গাড়ি চালাতে হয়েছে চালকদের। ব্যস্ততম দিল্লির পালম এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছিল ২৫ মিটারে। আবহাওয়া অফিসের খবর আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় থাকবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ উত্তর এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল। যদিও এখন পর্যন্ত বিমানবন্দর থেকে যা খবর পাওয়া যাচ্ছে,তাতে দিল্লি বিমানবন্দর থেকে সমস্ত বিমানই স্বাভাবিক নিয়মেই ওঠানামা করছে। যদিও ১২টি মতো ট্রেন দেরিতে চলছে এবং দুটি ট্রেনের সময় সারণী বদল করা হয়েছে ঘন কুয়াশার কারণে।

    আরও পড়ুন: যোগী রাজ্যে মাদ্রাসার পড়ুয়ারা পড়বে এনসিইআরটি-র সিলেবাস, কবে থেকে জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share