Tag: Department of Defense

Department of Defense

  • CIA News: মার্কিন গুপ্তচর সংস্থা CIA-র শীর্ষ পদে ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলচন্দানি

    CIA News: মার্কিন গুপ্তচর সংস্থা CIA-র শীর্ষ পদে ভারতীয় বংশোদ্ভূত নন্দ মুলচন্দানি

    মাধ্যম নিউজ ডেস্ক:  মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টালিজেন্স এজেন্সি বা সিআইএ (Central Intelligence Agency)-এর  শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নন্দ মুলচন্দানি (Nand Mulchandani)। সদ্য সিআইএ মুখ্য প্রযুক্তি আধিকারিক (Chief Technology Officer) নামে একটি নতুন পদ তৈরি করেছে। সেই পদেই সর্বপ্রথম দায়িত্ব পেলেন দিল্লির স্কুলে পড়াশোনা করা নন্দ। CIA-এর সংশ্লিষ্ট পদে তাঁর নিয়োগের বিষয়টি দিন কয়েক আগেই ঘোষণা করা হয়। একটি ব্লগে সংস্থার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন ডিরেক্টর উইলিয়াম জে বার্নস (William J Burns)। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সিলিকন ভ্যালিতে প্রতিরক্ষা বিভাগের (Department of Defense) গুরুত্বপূর্ণ পদে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নন্দর। CIA-এর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    অন্যদিকে, ডিরেক্টর উইলিয়াম জে বার্নস জানিয়েছেন, “আমি যেদিন থেকে সংস্থার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকেই প্রযুক্তিগত দিকটিকে আরও উন্নত করার বিষয়ে মনোনিবেশ করেছি। আমাদের নতুন এই CTO পদটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন্দ যে আমাদের সঙ্গে যোগদান করেছেন, তাতে আমি ভীষণ খুশি। ওঁর দীর্ঘ অভিজ্ঞতা আমাদের সংস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
    CIA-এর ওই বিবৃতিতেই বলা হয়েছে, নবনিযুক্ত CTO-কে প্রধানত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করতে হবে। গোটা বিশ্বে নিত্যনতুন যা কিছু আবিষ্কার করা হচ্ছে (প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত) সেই সমস্ত বিষয়গুলি কাজে লাগিয়ে কীভাবে মার্কিন গুপ্তচর সংস্থার কর্মপদ্ধতি আরও ভালো করা যায়, সেদিকেই নজর দিতে হবে নন্দকে। নতুন দায়িত্ব প্রসঙ্গে নন্দ জানিয়েছেন, মার্কিন গুপ্তচর সংস্থা যাতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির পূর্ণ সদ্ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করবেন তিনি। CIA-তে যোগ দেওয়াটা তাঁর কাছে অত্যন্ত সম্মানের বলে জানিয়েছেন নন্দ মুলচন্দানি।

    প্রসঙ্গত, দিল্লির স্কুলে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা করার পর কম্পিউটার সায়েন্স এবং অঙ্ক নিয়ে স্নাতকস্তরের পাঠ শেষ করেন নন্দ। পরবর্তীতে স্ট্যানফোর্ড থেকে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের ডিগ্রি লাভ করেন। পাশাপাশি, হার্ভার্ড থেকেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি করেন নন্দ। CIA-তে যোগ দেওয়ার আগে পর্যন্ত DoD (Department of Defense)-এর CTO পদেই ছিলেন তিনি। ফলে অভিজ্ঞ এই ব্যক্তির হাতে দায়িত্ব দিয়ে লাভবান হবে মার্কিন গুপ্তচর সংস্থা, এমনটাই অনুমান।

LinkedIn
Share