Tag: devbhoomi

devbhoomi

  • IRCTC: ট্রেনে মোট ১০ দিন ও ১১ রাত, কলকাতা থেকে দেবভূমি পরিদর্শন করাবে রেল, ভাড়া জেনেন?

    IRCTC: ট্রেনে মোট ১০ দিন ও ১১ রাত, কলকাতা থেকে দেবভূমি পরিদর্শন করাবে রেল, ভাড়া জেনেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইআরসিটিসির (IRCTC) তরফে ভারত গৌরব বিশেষ ট্রেনের সূচনা সম্পর্কে জানানো হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইআরসিটিসি-র জেনারেল ম্যানেজার মনোজ কুমার সিং জানিয়েছেন, “আইআরসিটিসি এবং উত্তরাখণ্ড পর্যটন দফতর যৌথভাবে এই ট্রেন চালাবে। মোট যাত্রাপথ ১১ রাতের। ভাড়া ৩৮ হাজার টাকা। কলকাতা থেকেই ছাড়া হবে এই ট্রেন।”

    কলকাতা থেকে নৈনিতাল বা আলমোড়া যাবে ট্রেন (IRCTC)

    ট্রেনে (IRCTC) করে অনেক জায়গায় ভ্রমণ করতে গেলে বারবার গাড়ি পাল্টাতে যাত্রীদের ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়। এবার থেকে এক সঙ্গে অনেক জায়গায় ভ্রমণের সুবিধা দেবে ভারতীয় রেল। ট্রেন পথে ভ্রমণের আনন্দকে আরও সুন্দর, মসৃণ, নিরাপদ এবং ঝঞ্ঝাটমুক্ত করতে রেল বিশেষ ব্যবস্থা করেছে। কলকাতা থেকে নৈনিতাল বা আলমোড়ার মতো জায়গায় যাবে একটি ট্রেন। এখন আর গাড়ি বদল করতে হবে না। ট্রেনে বসেই সবটা প্রত্যক্ষ করা যাবে। এই যাত্রা পথ অনেক পর্যটক বা ভ্রমণবিলাসীদের কাছে খুব আনন্দদায়ক হবে। ইতিমধ্যে যাত্রী মহলে খুব উচ্ছ্বাস ব্যক্ত করা হয়েছে।

    ৩ টায়ার এসি ক্লাসে নিয়ে যাওয়া হবে

    আইআরসিটিসির (IRCTC) পক্ষ থেকে সংস্থার জেনারেল ম্যানেজার মনোজ কুমার সিং বলেন, “আইআরসিটিসি এবং উত্তরাখণ্ড পর্যটন দফগত যৌথভাবে এই ট্রেন চালাবে। মোট ১০ দিন  এবং ১১ রাত ট্রেনে কাটিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন ট্রেনের যাত্রীরা। ৩ টায়ার এসি ক্লাসে নিয়ে যাওয়া হবে ওই যাত্রীদের। মূলত দেবভূমি নামে পরিচিত স্থানগুলিকে বোঝায়। এই সব ধর্মীয় পবিত্র স্থানগুলিতে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে।”

    আরও পড়ুনঃ ভোটের প্রচারে মহিলাদের বিরুদ্ধে কুমন্তব্য! কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের

    দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা প্যাকেজ

    আইআরসিটিসি-র (IRCTC) প্যাকেজটির নামকরণ করেছে ‘দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা (EZUBG14)। যেখানে ট্রেনটি ৩ ডিসেম্বর কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে। তাতে পরিষেবাগুলির মধ্যে রয়েছে ট্রেনে ভ্রমণ। সেই সঙ্গে থাকবে বোর্ডের বাইরে নিরামিষ খাবারের সঙ্গে উপলব্ধ হোম স্টে, গেস্ট হাউস, বাজেট হোটেলে থাকার ব্যবস্থা। একই ভাবে থাকবে এবং নন-এসি বা এসি সড়ক পরিবহণ। এই প্যাকেজের যাত্রাপথের মধ্যে রয়েছে তানকপুর-চম্পাওয়াত বা লোহাঘাট-চৌকোরি-আলমোড়া-নৈনিতাল-ভীমতাল-কলকাতা-বর্ধমান-আসানসোল-ঝাঝা-বরাউনি-হাজিপুর-গোরখপুর-লখনউ স্টেশন। সব জায়গায় থাকার ব্যবস্থা থাকবে। পূর্ব রেলওয়ে অফিস থেকে জানা গিয়েছে, প্রাপ্তবয়স্ক এবং পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য স্ট্যান্ডার্ড প্যাকেজের মূল্য ৩০,৯২৫ টাকা এবং ডিলাক্স প্যাকেজের মূল্য ৩৮,৫৩৫ টাকা। আরও বিস্তৃত ভাবে জানার জন্য একটি হেল্পলাইন নম্বর প্রদান করা হয়েছে যা হল- 8595904074/75। সেই সঙ্গে এই বিষয়ে আরও জানতে ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে। ওয়েবসাইট হল-www.irctctourism.com।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pithoraghar: দেবভূমি পিথরাগড়ে পুজো দিয়ে একাধিক জনমুখী প্রকল্প উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

    Pithoraghar: দেবভূমি পিথরাগড়ে পুজো দিয়ে একাধিক জনমুখী প্রকল্প উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ভোরে উঠেই উত্তরাখণ্ডে পৌঁছে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ পুজো দেবেন পিথরাগড়ের (Pithoraghar) আদি কৈলাশ এবং যোগেশ্বর ধামে। সকালে মা পার্বতীর মন্দির ধামে গিয়ে বেশ খানিকটা সময় ধ্যানে বসলেন তিনি। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভার কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা এবং উদ্বোধন করবেন মোদি।

    উত্তরাখণ্ড সফর মোদির (Pithoraghar)?

    প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ডে (Pithoraghar) গিয়ে মন্দির ধামে পুজো দিয়ে বেশ কিছু সরকারি প্রকল্পের কথা ঘোষণা করবেন বলে জানা গেছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রায় ৪২০০ কোটি টাকার নতুন প্রকল্পের সূচনা করবেন মোদি। প্রকল্পের মধ্যে রয়েছে ৭৬ কোটি টাকার গ্রামীণ রাস্তা, ২৫ টি সেতু। রাজ্যের মধ্যে ১৫টি ব্লকে বিডিও অফিসের উদ্বোধন করবেন তিনি। সেই সঙ্গে রয়েছে আকর্ষণীয় আরও কিছু জনমুখী প্রকল্প। লোকসভা ভোটের আগে উত্তরাখণ্ডে মোদি এখন কল্পতরু বলে মনে করছেন রাজ্যের একাংশের মানুষ।

    মোদি কি বলেন?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেবভূমি উত্তরাখণ্ডে (Pithoraghar) যাওয়ার কথা নিজের এক্স ট্যুইটারে ট্যুইট করে বলেন, “দেবভূমি উত্তরা খণ্ডে যাচ্ছি, এই পাহাড়ি রাজ্যের উন্নয়নের জন্য ভারত সরকার দৃঢ় প্রতিবদ্ধ। ঘোষণা হবে বেশ কিছু সরকারি প্রকল্প। দেবদর্শন এবং পূজাপাঠের মধ্যে দিয়ে আজকের দিনটি কাটবে।”

    গুরুত্ব পাবে মূর্তি শিল্প 

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টা ৩০ মিনিটে পার্বতী কুণ্ড মন্দিরে পুজো দেওয়ার পর, মোদি মন্দিরে বেশ সময় ধ্যান করেন। যোগেশ্বর ধাম দর্শন নিয়ে বেশ উৎসাহী ছিলেন তিনি। উল্লেখ্য ইতিপূর্বে দেশের কোনও প্রধানমন্ত্রী এই মন্দিরে প্রবেশ করেননি। তিনি পৌঁছে ঠাকুরের কাছে পুজো দিয়ে মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন। এরপর সকাল ৯ টা ৩০ মিনিটে পিথরাগড়ের গুঞ্জ গ্রামে (Pithoraghar) পৌঁছান মোদি। স্থানীয় এই এলাকার অনেক মানুষ তামা দিয়ে মূর্তি তৈরির কাজ করে থাকেন। স্থানীয় মানুষের পেশা এবং শিল্প কর্মের প্রধান কাজ হল ধাতব মূর্তি নির্মাণ শিল্প। এরপর তিনি একটি প্রদর্শনী পরিদর্শন করেন। আজ এখানে তাঁকে তামার তৈরি মূর্তি উপহার দেওয়া হবে বলে জানা গেছে। মোদির এই যাত্রায় মূর্তি শিল্প আরও উজ্জীবিত হবে বলে মনে করা হচ্ছে। ফলে দেবভূমিতে ভক্ত সমাগম আরও বৃদ্ধি পাবে। 

    এছাড়াও ইন্দো-তিব্বত সীমান্তে ইন্দো-তিব্বত পুলিশ এবং সীমান্ত সড়ক সংস্থার সঙ্গে বিশেষ বৈঠক করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী চম্পাওয়াতে একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিশেষ ব্লক, নৈনিতালের হলদওয়ানি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ হকি গ্রাউন্ড এবং রুদ্রপুরে একটি ভেলোড্রোম স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share