Tag: dgca sends notice to air india

dgca sends notice to air india

  • Air India: জবাব দিতে দেরি কেন? এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করল ডিজিসিএ

    Air India: জবাব দিতে দেরি কেন? এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করল ডিজিসিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক অভিযোগ, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ঘিরে। সম্প্রতি এক বয়স্ক মহিলার উপর একজন যাত্রী প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এবার এক অভিযোগ, এক ব্যক্তি মত্ত অবস্থায় বিমানের টয়লেটে ধূমপান করছিলেন। অন্য এক যাত্রী আবার মত্ত অবস্থায় এক মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন বলে খবর। ডিজিসিএর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে,  গত ৬ ডিসেম্বর AI-142 বিমানে দুটি ঘটনা ঘটেছে। 

    রিপোর্ট চাইল ডিজিসিএ

    ডিজিসিএ জানিয়েছে, প্যারিস থেকে দিল্লির দিকে আসছিল ওই বিমানটি। সেই সময় একজন মাতাল যাত্রী টয়লেটে সিগারেট খাচ্ছিলেন। তিনি ধরাও পড়ে যান। এদিকে তিনি ক্রু মেম্বারদের কথাও শুনতে চাননি বলে অভিযোগ। ডিজিসিএ আর একটি বিবৃতিতে জানিয়েছে, এই বিমানেই অপর এক যাত্রী মত্ত অবস্থায় তাঁর পাশের মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দেন। তখন ওই মহিলা যাত্রী শৌচালয়ে গিয়েছিলেন।

    আরও পড়ুন: মুক্তি পেল ‘পাঠান’- এর ট্রেলার, উন্মাদনা নেট পাড়ায়

    এই দুই বিষয় নিয়ে এয়ার ইন্ডিয়াকেও এক হাত নিয়েছে ডিজিসিএ। তাদের বক্তব্য রিপোর্ট না চাইলে এনিয়ে কিছু বলছে না বিমান সংস্থা। ডিজিসিএর দাবি, বিমান সংস্থা দেরি করে জবাব দিচ্ছে। এ বিষয়ে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যে যাত্রী অপর মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন তাঁকে আলাদা করে রাখা হয়েছিল। এরপর দিল্লি এয়ারপোর্টে বিমানটি আসার পরে তাঁকে হেফাজতে পাঠানো হয়। তিনি ওই মহিলা সহযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। অন্যদিকে ওই মহিলাও প্রথমে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। পরে অবশ্য় তিনি আর লিখিতভাবে কিছু জানাতে চাননি। তবে টয়লেটে যে যাত্রী ধূমপান করেছিলেন তাঁকে কী করেছে বিমান সংস্থা এনিয়ে বিশেষ কিছু জানা যায়নি। এনিয়ে বিমান সংস্থা আর কিছু জানায়নি। তবে বার বার একই ধরনের ঘটনার জেরে এবার অত্যন্ত কড়া দৃষ্টিভঙ্গি নিচ্ছে এয়ার ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share