Tag: Digha agannath temple

  • Puri: নাম বিতর্ক সত্ত্বেও কেন হাজির দিঘায়? পুরীর দ্বৈতাপতি বরখাস্ত ৩০ দিনের জন্য, সিদ্ধান্তকে স্বাগত শুভেন্দুর

    Puri: নাম বিতর্ক সত্ত্বেও কেন হাজির দিঘায়? পুরীর দ্বৈতাপতি বরখাস্ত ৩০ দিনের জন্য, সিদ্ধান্তকে স্বাগত শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে (Ramakrushna Dasmohapatra) ৩০ দিনের জন্য বরখাস্ত করা হল। জগন্নাথ ধাম লেখা থাকা সত্ত্বেও তিনি কেন দিঘার মন্দিরে উদ্বোধনে হাজির ছিলেন! এই মর্মে তাঁর কাছ লিখিত জবাব চায় পুরীর মন্দির কর্তৃপক্ষ। সেই মতো সেবায়ত রামকৃষ্ণ জবাবও দেন বলে জানা গিয়েছে। তবে উত্তরে খুশি নয় পুরীর মন্দির কর্তৃপক্ষ। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হল। কঠোর পদক্ষেপ করা হল তাঁর বিরুদ্ধে। পুরীর মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    বরখাস্ত হওয়ার ফলে কী কী করতে পারবেন না রামকৃষ্ণ দাস?

    জানা যাচ্ছে, আগামী এক মাস ধরে, রামকৃষ্ণ দাস মহাপাত্র (Ramakrushna Dasmohapatra) মন্দিরে প্রবেশ করতে পারবেন না। অথবা কোনও পুজো বা সেবায় অংশগ্রহণ করতে পারবেন না। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাদ্দি সাংবাদিকদের জানিয়েছেন, সেবায়েতের বিরুদ্ধে মন্দিরের মর্যাদা লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই গোটা ঘটনার তদন্ত অরবিন্দ পাদ্ধি নিজেই করেছেন বলে জানা গিয়েছে। এরপরেই সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এমন ব্যবস্থা নেওয়া হয়। পুরীর মন্দির প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, যারা চিরাচরিত নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের প্রবীণ সেবায়েতকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

    সমাজমাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী

    এক্স হ্যান্ডলে শুভেন্দু লেখেন, “দিঘা জগন্নাথ কালচারাল সেন্টার বিতর্কে অনৈতিকভাবে জড়িত থাকায় দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রের বিরুদ্ধে পদক্ষেপকে স্বাগত জানাই। পুরীর (Puri) মহাপ্রভু শ্রী জগন্নাথ ধামের পবিত্র রীতি-নিয়ম পালনের বিষয়ে তিনিই সব জানান। পরে স্থানীয় প্রশাসন অপপ্রচার শুরু করে। দিঘা সাংস্কৃতিক কেন্দ্রকে পুরীর জগন্নাথ ধামের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ধর্মীয় ভাবাবেগে রামকৃষ্ণ দাস মহাপাত্র আঘাত করেছেন।” এরপর শুভেন্দু লেখেন, “এই দ্বৈতাপতিকে সাসপেন্ড করে কঠোর বার্তা দেওয়া হয়েছে। সনাতনী সম্প্রদায় এই সিদ্ধান্তে নিশ্চিতভাবে খুশি হবে।”

LinkedIn
Share