Tag: dilip ghosh mamata banerjee

dilip ghosh mamata banerjee

  • Dilip Ghosh: ‘‘ওনার লোকেরা বোম ফাটিয়ে মানুষ মারবে আর উনি ক্ষতিপূরণ দেবেন’’! মমতাকে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: ‘‘ওনার লোকেরা বোম ফাটিয়ে মানুষ মারবে আর উনি ক্ষতিপূরণ দেবেন’’! মমতাকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ বাজি কারখানার বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার এগরার খাদিকুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি সাংসদ বলেন, ‘‘ওনার লোকেরা বোমা ফাটিয়ে মানুষ মারবে। আর উনি গিয়ে প্যাকেজ দেবেন।’’ বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতির কটাক্ষ, ‘‘বোমা সরবরাহের হাব হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। প্রতিটি ব্লকে ব্লকে বোমার কারখানা তৈরি হচ্ছে। সেই বোমা সারা বাংলায় ছড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও পশ্চিমবঙ্গ থেকে বোমা সাপ্লাই হচ্ছে। এ রাজ্য আফগানিস্তান-সিরিয়ায় পরিণত হয়েছে।’’

    খাদিকুলে ক্ষমাপ্রার্থী মমতা

    এদিন মেদিনীপুরের এগরায় খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই ঘটনায় আমরা খুবই দুঃখিত। এগরার ঘটনায় আমাদের চোখ খুলে দিয়েছে। অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।’’ যদিও, এই ঘটনার গোটা দায় পুলিশ ও গোয়েন্দা বিভাগেরর ওপরই চাপিয়ে হাত ঝেড়ে ফেলার চেষ্টা করেন খোদ পুলিশমন্ত্রী। মমতা দাবি করেন, ‘‘গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের ইন্টেলিজেন্স যদি সঠিক সময় কাজ করত, তাহলে এই ঘটনা ঘটত না।’’

    অভিষেককেও একহাত দিলীপের (Dilip Ghosh)

    শুক্রবার, তৃণমূলের নব জোয়ার যাত্রায় গিয়ে জঙ্গলমহলের প্রাণ কেন্দ্র ঝাড়গ্রামের গড় শালবনিতে ইট বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ এই নিয়ে মমতা-অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘আপনারা একবার সাঁওতাল ক্ষেপাচ্ছেন, একবার কুড়মি ক্ষেপাচ্ছেন। আপনাদের ওপর গোর্খারা ক্ষেপে আছে। রাজবংশীরা ও মতুয়ারা ক্ষেপে আছে। আপনাদের চালাকির রাজনীতির ফল এবার ভুগতে হচ্ছে।’’ কয়েক দিন আগে, অভিষেক যেতেই তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন স্থানীয়রা। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে আক্রমণ করে দিলীপ (Dilip Ghosh) বলেন, ‘‘লোকে কেন আপনাদের আক্রমণ করছে? কেন চোর বলছে?’’ জবাব দেওয়ার ঢঙে নিজেই বলেন, ‘‘মানুষ আজ অত্যাচারে জর্জরিত হয়ে গেছে। তাই এমন হচ্ছে৷’’

    আরও পড়ুন: ‘‘কুড়মিদের বিষয়ে শহরের রাজপুত্ররা কী জানবে’’! অভিষেককে তুলোধনা দিলীপের

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share