Tag: dilip on abhishek

dilip on abhishek

  • Dilip Ghosh: ‘‘ওনার লোকেরা বোম ফাটিয়ে মানুষ মারবে আর উনি ক্ষতিপূরণ দেবেন’’! মমতাকে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: ‘‘ওনার লোকেরা বোম ফাটিয়ে মানুষ মারবে আর উনি ক্ষতিপূরণ দেবেন’’! মমতাকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ বাজি কারখানার বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার এগরার খাদিকুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি সাংসদ বলেন, ‘‘ওনার লোকেরা বোমা ফাটিয়ে মানুষ মারবে। আর উনি গিয়ে প্যাকেজ দেবেন।’’ বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতির কটাক্ষ, ‘‘বোমা সরবরাহের হাব হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। প্রতিটি ব্লকে ব্লকে বোমার কারখানা তৈরি হচ্ছে। সেই বোমা সারা বাংলায় ছড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও পশ্চিমবঙ্গ থেকে বোমা সাপ্লাই হচ্ছে। এ রাজ্য আফগানিস্তান-সিরিয়ায় পরিণত হয়েছে।’’

    খাদিকুলে ক্ষমাপ্রার্থী মমতা

    এদিন মেদিনীপুরের এগরায় খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই ঘটনায় আমরা খুবই দুঃখিত। এগরার ঘটনায় আমাদের চোখ খুলে দিয়েছে। অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।’’ যদিও, এই ঘটনার গোটা দায় পুলিশ ও গোয়েন্দা বিভাগেরর ওপরই চাপিয়ে হাত ঝেড়ে ফেলার চেষ্টা করেন খোদ পুলিশমন্ত্রী। মমতা দাবি করেন, ‘‘গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের ইন্টেলিজেন্স যদি সঠিক সময় কাজ করত, তাহলে এই ঘটনা ঘটত না।’’

    অভিষেককেও একহাত দিলীপের (Dilip Ghosh)

    শুক্রবার, তৃণমূলের নব জোয়ার যাত্রায় গিয়ে জঙ্গলমহলের প্রাণ কেন্দ্র ঝাড়গ্রামের গড় শালবনিতে ইট বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ এই নিয়ে মমতা-অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘আপনারা একবার সাঁওতাল ক্ষেপাচ্ছেন, একবার কুড়মি ক্ষেপাচ্ছেন। আপনাদের ওপর গোর্খারা ক্ষেপে আছে। রাজবংশীরা ও মতুয়ারা ক্ষেপে আছে। আপনাদের চালাকির রাজনীতির ফল এবার ভুগতে হচ্ছে।’’ কয়েক দিন আগে, অভিষেক যেতেই তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন স্থানীয়রা। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে আক্রমণ করে দিলীপ (Dilip Ghosh) বলেন, ‘‘লোকে কেন আপনাদের আক্রমণ করছে? কেন চোর বলছে?’’ জবাব দেওয়ার ঢঙে নিজেই বলেন, ‘‘মানুষ আজ অত্যাচারে জর্জরিত হয়ে গেছে। তাই এমন হচ্ছে৷’’

    আরও পড়ুন: ‘‘কুড়মিদের বিষয়ে শহরের রাজপুত্ররা কী জানবে’’! অভিষেককে তুলোধনা দিলীপের

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘‘কুড়মিদের বিষয়ে শহরের রাজপুত্ররা কী জানবে’’! অভিষেককে তুলোধনা দিলীপের

    Dilip Ghosh: ‘‘কুড়মিদের বিষয়ে শহরের রাজপুত্ররা কী জানবে’’! অভিষেককে তুলোধনা দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ি ঘেরাও করার জন্য কুড়মিদের উস্কে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনও জানিয়েছিলেন, তিনি প্রয়োজনে সব রকম সাহায্য করবেন। ২৪ ঘণ্টার মধ্যেই এবার খোদ জঙ্গলমহলে কুড়মিদের বিক্ষোভের সম্মুখীন হতে হল অভিষেককে। শুক্রবার শালবনীতে ভাঙচুর চালানো হয় তাঁর কনভয়ে থাকা গাড়ির। অভিযোগের আঙুল উঠেছে কুড়মিদের দিকেই।

    কুড়মিদের উস্কছিলেন অভিষেকই!

    এই বিষয়ে শনিবার প্রতিক্রিয়া জানালেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত সপ্তাহে কুড়মিদের উস্কে দেওয়ার জন্য কার্যত তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে তুলোধনা করলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘‘হিংসার আশ্রয় নিয়ে আন্দোলনকে কেউ সমর্থন করে না। আমরা নিন্দা করি। কিন্তু দুই দিন আগেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা দিলীপ ঘোষের বাড়ি আক্রমণ করুন, আমি সবরকম সহযোগিতা করব। তখন কুড়মিদের উস্কে দিতে খুব মজা লাগছিল না!’’

    কী বলেছিলেন অভিষেক?

    বৃহস্পতিবার, ‘নব জোয়ার’ কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়ার শিমুলিয়ায় বক্তব্য রাখতে গিয়ে কুড়মিদের উদ্দেশে অভিষেক বলেছিলেন, ‘‘আপনারা আন্দোলন করুন। প্রয়োজন হলে যান দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ি ঘেরাও করুন। যা যা সমর্থন লাগবে আমি দেব। লড়াইয়ে কাঁধ মেলাতে যাব। সমর্থন মানে, গায়ে গতরে খাটব।’’ তার ২৪ ঘণ্টার মাথায় এবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূল সাংসদকে। এনিয়ে দিলীপ বলেন, ‘‘আমার বাড়িতে যখন হামলা চলল, তখন তৃণমূল নেতারা উস্কানি দিয়েছিলেন। কিন্তু কেউ প্রতিবাদ করেননি। আজ তাঁরা বুঝতে পারছেন।’’

    আরও পড়ুন: ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলা, ভাঙচুর মন্ত্রীর গাড়িও

    অভিষেক ‘শহুরে রাজপুত্র’, কটাক্ষ দিলীপের

    অভিষেকের জঙ্গলমহল সফরকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেন, ‘‘এত রাতের বেলা কেন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? জঙ্গলমহেলর মানুষ শান্তিপ্রিয় সন্ধে বেলা বাড়ি চলে যায়। ওনার দরকার কী আছে জঙ্গলমহলে যাওয়ার। জেলায় জেলায় বোমা বিস্ফোরণ বন্ধ করার ক্ষমতা নেই। তা না করে জঙ্গলমহলের গরিব মানুষকে গিয়ে চমকাচ্ছেন। কিছু তো করতে পারবেন না। চুপচাপ বেড়ালের মতো পালিয়ে আসতে হবে।’’ এদিন অভিষেককে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘‘আমি জঙ্গলমহলের ছেলে। আমি জানি কে আছে না আছে, ওখানে। উনি তো কালীঘাটের ছেলে, উনি কী করে বুঝবেন, কুড়মিরা কী খায়, কী করে থাকে। আমি জানি তাঁদের অভাব-অভিযোগ। ৫০ বছর ধরে বঞ্চনা হয়েছে। সে সব কথা শহরে বড় হওয়া রাজপুত্ররা জানেন না।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share