Tag: Dimitri Petratos

Dimitri Petratos

  • ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

    ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াই। ওড়িশার (ISL 2023-24) কাছে প্রথম পর্বে ১-২ গোলে হেরেছে মোহনবাগান। সরাসরি ফাইনালে উঠতে হলে যুবভারতীতে আগামী রবিবার অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে শুভাশিসদের। তবে এক গোলের ব্যবধানে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে। কিন্তু সরাসরি ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চায় সবুজ-মেরুন। তার জন্য মোহনবাগান ফুটবলারদের ভরসা যুবভারতীর শব্দব্রহ্ম। অধিনায়ক শুভাশিস বসু বলছিলেন, ‘‘আমরা ঘুরে দাঁড়াবোই। কলকাতায় নিজেদের দর্শকদের সামনে জিতে আইএসএলের ফাইনালে উঠব।’’ জনির কথায়, ‘‘সমর্থকরাই আমাদের অনুপ্রেরণা। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে যেমন যুবভারতীর গ্যালারি ভর্তি ছিল, একই ছবি দেখতে চাই ওড়িশা-দ্বৈরথেও।’’ 

    হাবাসের পরিকল্পনা

    চলতি মরশুমে তিনটে খেতাব জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান। তার জন্য রবিবার মোহন শিবিরের কাছে মরণ বাঁচন ম্যাচ। ওড়িশা-গাঁট টপকাতেই হবে। আন্তোনিয়ো লোপেস হাবাস থেকে জনি কাউকো— সকলেই আত্মবিশ্বাসী নির্ধারিত ৯০ মিনিটেই ওড়িশাকে হারিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে। হাবাস বললেন, ‘‘একটা গোল করলেই ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আমাদের লক্ষ্য ৯০ মিনিটের মধ্যে দু’গোল করে সরাসরি ফাইনালে যাওয়ার। তবে অতিরিক্ত সময়ে খেলার জন্যও মানসিক ভাবে প্রস্তুত হয়ে নামতে হবে।’’ তবে রক্ষণ নিয়ে বিরক্ত হাবাস বলেন, ‘‘রক্ষণে অনেক ভুল হয়েছে। ফুটবলারদের মধ্যে দূরত্ব প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এই কারণেই দ্বিতীয় গোল হজম করতে হয়েছিল। কৃষ্ণের সঙ্গে হেক্তর যখন বল দখলের লড়াই করছিল, তখন ওর প্রয়োজন ছিল এক জন সেন্ট্রাল মিডফিল্ডারের সহায়তা। কিন্তু ওর ২৫ গজের মধ্যে কেউ ছিল না।’’ 

    ফিরছেন হামিল

    বৃহস্পতিবার থেকে যুবভারতীতে (ISL 2023-24) ফিরতি দ্বৈরথের প্রস্তুতি শুরু করেছেন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। ওড়িশা ম্যাচে প্রথম একাদশে খেলা ফুটবলার-রা হাল্কা অনুশীলন করেই উঠে যান। বাকিদের নিয়ে ঘণ্টা দেড়েক প্রস্তুতি সারলেন তিনি। নির্বাসন কাটিয়ে ব্রেন্ডন হামিল ফিরছেন। তাঁকে অনুশীলন ম্যাচে জেসন কামিংসদের বিরুদ্ধে খেলিয়ে দেখে নিলেন সবুজ-মেরুনের কোচ। 

    রয় কৃষ্ণকে আটকানোর ছক

    যুবভারতীতে রয় কৃষ্ণকে আর গোল করতে না দেওয়াই লক্ষ্য মোহনবাগানের। কলিঙ্গ স্টেডিয়ামে গত ম্যাচে ৩৯ মিনিটে হেক্টর ইউতসের ভুলেই গোল করে ওড়িশা এফসি-র জয় নিশ্চিত করেছিলেন মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। ওড়িশার কাছে ১-২ গোলে হারের জন্য স্পেনীয় ডিফেন্ডার ইউতসেকেই কাঠগড়ায় তুলছেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু এবার অন্য ছক কষছেন হেক্টর। লা লিগায় লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমা-দের বিরুদ্ধে খেলা সবুজ-মেরুন তারকার হুঙ্কার, ‘‘যুবভারতীতে কৃষ্ণ আর গোল করতে পারবে না।’’ নিজের ভুল শুধরে নেওয়ার চ্যালেঞ্জ তাঁর গলায়। সবুজ-মেরুন তারকা দিমিত্রি পেত্রাতোসের মুখেও একই সুর। তিনি বলেন, ‘‘যুবভারতীতে ম্যাচে আমরাই এগিয়ে থাকব। রবিবার আমাদের অন্যরূপ দেখবেন।’’

    টিকিটের চাহিদা

    তৃতীয়বার ভারত সেরা হওয়ার লড়াই মোহনবাগানের সামনে। একটা ম্যাচের ফল দেখে এখনই হতাশ হতে নারাজ সমর্থকেরা। তাই দল পিছিয়ে থাকলেও রবিবার যুবভারতীতে টিকিটের চাহিদা কমেনি। টিকিটের জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন মোহনবাগান কর্তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2023-24: ডার্বি জিতে আইএসএল টেবিলের শীর্ষে মোহনবাগান, চাপ বাড়ল ইস্টবেঙ্গলের

    ISL 2023-24: ডার্বি জিতে আইএসএল টেবিলের শীর্ষে মোহনবাগান, চাপ বাড়ল ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট। আর ম্যাচ হেরে আইএসএল-এ একেবারে খাদের কিনারায় চলে গেল ইস্টবেঙ্গল। সুপার সিক্সে ওঠার লড়াইটা আরও কঠিন হয়ে গেল লাল-হলুদের কাছে। সবুজ-মেরুনের হয়ে গোল করলেন জেসন কামিংস, লিস্টন কোলাসো ও দিমিত্রি পেত্রাতোস।

    লিগ টেবিলের শীর্ষে

    ১৭টি ম্যাচের শেষে মোহনবাগানের ঝুলিতে আছে ৩৬ পয়েন্ট। গোলপার্থক্যে (১৫) মুম্বই সিটি এফসির থেকে এগিয়ে আছে তারা। জিতেছে ১১টি ম্যাচে। তিনটি ম্যাচে ড্র করেছে। হেরেছে তিনটি ম্যাচে। ইতিমধ্যেই প্লে-অফে উঠে গিয়েছে সবুজ-মেরুন। অন্যদিকে, আপাতত আইএসএলের পয়েন্ট তালিকার ১০ নম্বরে আছে লাল-হলুদ বাহিনী। ১৯টি ম্যাচের শেষে ঝুলিতে আছে ১৮ পয়েন্ট। চারটি ম্যাচে জিতেছে। ড্র করেছে ছ’টি ম্যাচে। ন’টি ম্যাচে হেরে গিয়েছে। গোলপার্থক্য -২।

    ম্যাচ আপডেট

    এ দিন ম্যাচের শুরুতে আগে আক্রমণ করেছিল ইস্টবেঙ্গলই। ছ’মিনিটের মাথায় বল নিয়ে ঢুকে পড়েছিলেন নাওরেম মহেশ। কিন্তু তাঁর ক্রস ক্লিয়ার হয়ে যায়। সামলে নিয়ে পর পর দু’বার আক্রমণ করে মোহনবাগান। খেলার কিছুটা বিপরীতেই ১২ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। মোহনবাগানের হয়ে খেলার ২৮মিনিটের মাথায় প্রথম গোল করেন জেসন কামিংস। এর ১০ মিনিট পরেই দ্বিতীয় গোল। এবার বল জালে জড়ান লিস্টন। ফের দশ মিনিটের ব্যবধানে মোহনবাগানের তৃতীয় গোল আসে। বক্সে লিস্টন ঢোকার মুখে তাঁকে ফেলে দেন নন্দকুমার। পেনাল্টি পায় মোহনবাগান।  পেনাল্টিতে গোল করায় সুখ্যাতি রয়েছে পেত্রাতোসের। সপাটে শটে প্রভসুখনকে পরাস্ত করেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে মোহনবাগান একটু হালকা মেজাজেই খেলে। তাই পাঁচ গোল খেতে হয়নি ইস্টবেঙ্গলকে। ৫৩ মিনিটের মাথায় বাঁ দিক থেকে ওঠা ক্লেটনের পাস বুকে রিসিভ করে চলতি বলেই বাঁ পায়ে শট করেন ক্রেসপো। মোহনবাগান গোলকিপার বিশালের কিছু করার ছিল না। গোল পায় লাল-হলুদ। ক্ষণিকের জন্য হলেও ইস্টবেঙ্গল গ্যালারি আশায় বুক বাঁধে। যদিও প্রথমার্ধের ৩ গোল দ্বিতীয়ার্ধে শোধ করা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের। 

    ম্যাচের নায়ক

    ধীরে ধীরে সবুজ-মেরুনের ডার্বির নায়ক হয়ে উঠছেন পেত্রাতোস। গোল এবং অ্যাসিস্ট ছাড়াও গোটা ম্যাচে বিভিন্ন ভাবে ব্যস্ত রাখলেন ইস্টবেঙ্গলের রক্ষণকে। এদিন ম্যাচের সেরার পুরস্কার নিয়ে পেত্রাতোস বলেন, ‘‘প্রথমার্ধে ৩ গোলের পর আমরা জয় নিয়ে নিশ্চিত ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা কৌশল নিয়েছিলাম আর অলআউট খেলব না। কারণ তাতে অনেক ফাঁকা জমি তৈরি হয়। আমরা ইতিহাস নয়, চেয়েছিলাম তিন পয়েন্ট তুলে আনতে। আমি ব্যক্তিগত সাফল্য নয়, বরং সবসময় চাই দল আরও একবার আইএসএল চ্যাম্পিয়ন হোক। সেই লক্ষ্য নিয়ে শুধু আমি নই, দলের বাকিরাও মাঠে নামে।’’ ডার্বিতে এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডের মোট গোল হয়ে গেল ৮টি। এর আগে ডার্বিতে গোল সংখ্যা বেশি ছিল রয় কৃষ্ণের, তিনি সাম্প্রতিক অতীতে ১২টি গোল করেছিলেন।  

    আরও পড়ুন: ১১২ বছর পর ইতিহাস ভারতের! ধর্মশালা টেস্টে ইংল্যান্ডকে ইনিংসে হারাল রোহিতরা

    এই ম্যাচে পেত্রাতেস ছাড়াও তিন কাঠির নীচে খুব ভাল খেলেছেন বিশাল কাইথ। মোহনবাগানের জয়ের নেপথ্যে তাঁর বড় ভূমিকা রয়েছে। ১৩ মিনিটের মাথায় ক্লেটন সিলভার পেনাল্টি বাঁচান বিশাল। তা না হলে এগিয়ে যেত ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে পাঁচ গজ দূর থেকে ক্লেটনের হেড বাঁচান তিনি। বিশেষজ্ঞদের মতে, এটি এই মরসুমের সেরা সেভ। তা ছাড়া ম্যাচে বেশ কয়েকটি ভাল বল বাঁচান মোহনবাগান গোলরক্ষক। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ISL 2023-24: জামশেদপুরকে তিন গোলে হারিয়ে লিগের দু’নম্বরে উঠে এল মোহনবাগান

    ISL 2023-24: জামশেদপুরকে তিন গোলে হারিয়ে লিগের দু’নম্বরে উঠে এল মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে জামশেদপুর এফসিকে একপ্রকার খড়কুটোর মত উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সবুজ মেরুনের বিদেশি ত্রিফলার আক্রমণে দিশেহারা হয়ে গেল খালেদ জামালের দল। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুর করা গোলে ৩-০ গোলে ম্যাচ জিতল মোহনবাগান। এই জয়ের ফলে আইএসএল (ISL 2023-24) পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এল তারা। অ্যান্তোনিও লোপেজ হাবাসের লক্ষ্য এবার শীর্ষস্থান। সামনে শুধুই ওড়িশা। লড়াই যদিও কঠিন। এর জন্য সব ম্যাচই জিততে হবে তাদের।

    দুরন্ত ছন্দে মোহনবাগান

    শুক্রবার যুবভারতীতে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। এ দিন সাত মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস। দ্বিতীয়ার্ধে, ৬৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন তাঁর স্বদেশীয় বিশ্বকাপার জেসন কামিন্স। দু’জনেরই মোট গোলের সংখ্যা দাঁড়াল সাত (ISL 2023-24)। ৮০ মিনিটের মাথায় তৃতীয় গোল করে দলের দশম জয় সুনিশ্চিত করেন পরিবর্ত হিসেবে নামা আলবানীয় স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। এ দিন প্রথমার্ধে দুই দল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে কলকাতার দ্বিতীয় গোল করার পরই খেলা থেকে কার্যত হারিয়ে যায় জামশেদপুর এফসি। প্রথমার্ধে দু’টি শট লক্ষ্যে রাখলেও দ্বিতীয়ার্ধে একটিও শট গোলে রাখতে পারেনি তারা। কামিন্সের গোলের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরিই নিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। নতুন বছরে লিগে (ISL 2023-24) এই প্রথম হারল ইস্পাতনগরীর দল। অন্য দিকে, ২০২৪-এ এই নিয়ে টানা ছয়টি আইএসএল ম্যাচে অপরাজিত রইল সবুজ-মেরুন বাহিনী, যার মধ্যে চারটিতে জয়।

    লিগ টেবিলে কে কোথায়

    সাপ-লুডোর খেলা চলছে লিগ (ISL 2023-24) টেবিলে। চলতি লিগের দশম জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি-কে টপকে টেবলের দু’নম্বরে চলে এল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। একটি ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে দু’পয়েন্ট এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছে ওড়িশা এফসি। তবে মোহনবাগানের সমান সংখ্যক ম্যাচ খেলে ৩২ পয়েন্ট পেয়ে মুম্বইয়ের দল রয়েছে তিন নম্বরে। শনিবার পঞ্জাব এফসি-কে হারাতে পারলে মুম্বই সিটি এফসি ফের মোহনবাগানকে পিছনে ফেলে পৌঁছে যাবে দু’নম্বরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

    ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নিতেই মেজাজে সবুজ-মেরুন। আইএসএল-এ (ISL 2023-24) জয়ের ধারাও বজায় রাখল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শনিবার যুবভারতীতে পিছিয়ে পড়েও নর্থ ইস্ট ইউনাইটেডকে ৪-২ ব্যবধানে হারাল মোহনবাগান।  দলের জার্সিতে গোল পেলেন যথাক্রমে লিস্টন কোলাসো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, ও সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুটি গোল করেন টম জুরিক। আজকের এই জয়ের দরুন এবারের আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল হাবাসের ছেলেরা। 

    ম্যাচে শুধুই মোহনবাগান

    এদিন ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান তরুণ উইঙ্গার লিস্টন কোলাসো। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে দলকে এগিয়ে দেন অজি তারকা জেসন কামিন্স। যারফলে, প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে মোহনবাগান। নর্থইস্টকে জায়গাই দেয়নি। গোল না করলেও মোহনবাগানের নেপথ্যনায়ক জনি কাউকো। চারটি গোলের মধ্যে তিনটি গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে তাঁর। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট। জুরিচ দ্বিতীয় গোল করেন। বক্সের মধ্যে জুরিচকে পাস দিয়েছিলেন নেস্তর আলবিয়াখ। জুরিক বল নিজের পায়ে রাখেন। সময় নিয়ে জোরালো শটে গোল করেন। এগিয়ে যেতে সময় নেয়নি মোহনবাগান। কামিংস পাস দেন পেত্রাতোসকে। তাঁর সামনে ছিলেন শুধু বিপক্ষের গোলকিপার মিরশাদ মিচু। ঠান্ডা মাথায় মিরশাদকে পরাস্ত করে গোল করেন পেত্রাতোস। চার মিনিট পরে মোহনবাগানের চতুর্থ গোল সাহাল সামাদের। এই জয়ের ফলে শীর্ষস্থানে থাকার লড়াইয়ে এবার ওড়িশা এফসি-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল তারা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: এএফসি কাপে দুরন্ত শুরু মোহনবাগানের! ওড়িশাকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন

    Mohun Bagan: এএফসি কাপে দুরন্ত শুরু মোহনবাগানের! ওড়িশাকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন

    মাধ্যম নিউজ ডেস্ক: দুরন্ত জয় দিয়ে এএফসি কাপ (AFC Cup 2023) অভিযান শুরু করল মোহনবাগান (Mohun Bagan)। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ৪-০ ব্যবধানে হারাল জুয়ান ফেরেন্দোর দল। সবুজ-মেরুন ব্রিগেডের আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না সের্জিয়ো লোবেরার ফুটবলারেরা। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।

    শুরু থেকেই আধিপত্য মোহনবাগানের

    ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউ গোলমুখ খুলতে পারেনি। সবুজ মেরুন একটিমাত্র শট তেকাঠির মধ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের ৪৩ মিনিটের মাথায় মোড় ঘুরে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হুগো বুমোসকে ফাউল করায় ওড়িশার ডিফেন্ডার মুর্তাদা ফল দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। সাহাল আব্দুল সামাদকে বাজে ফাউল করে ম্যাচের ১০ মিনিটের মাথাতেই তিনি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগানকে (Mohun Bagan) এগিয়ে দেন সাহাল। দলের দ্বিতীয় গোলেও অবদান রয়েছে সাহালের। তাঁর শক্তিশালী শট ধরতে পারেননি অমরিন্দর। তাঁর হাত থেকে ছিটকে আসা বলে পা ঠেকিয়ে গোল করতে ভুল করেননি ফাঁকায় দাঁড়িয়ে থাকা পেত্রাতোস। মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি ৭৯ মিনিটে করেন পরিবর্ত হিসাবে নামা লিস্টন কোলাসো। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন পেত্রাতোস।

    আরও পড়ুন: বধূ নির্যাতনের মামলায় মিলল জামিন, বিশ্বকাপের আগে স্বস্তি পেলেন মহম্মদ শামি

    প্রত্যাশা জাগিয়েও হার

    এশিয়ান গেমসে (Asian Games 2023) গ্রুপ এ-র প্রথম ম্যাচে মঙ্গলবার চিনের বিরুদ্ধে নেমেছিল ভারত। কার্যত বিনা প্রস্তুতিতেই নামতে হয় ব্লু টাইগার্সদের। সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিঙ্গান শুরু থেকেই খেলেন।  প্রথমার্ধের পারফরম্যান্স ভরসা দেওয়ার মতোই ছিল। পিছিয়ে পড়ে ভারত। তাতেও হার মানেনি। ২৪ মিনিটে আয়ুষ ছেত্রী ভুল পাসে বল পায় প্রতিপক্ষ। গোলকিপার গুরমিত তাঁকে আটকাতে মরিয়া চেষ্টা করেন। পেনাল্টি পায় চিন। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য সেভ করেন গুরমিত। প্রথমার্ধের অ্যাডেড টাইমে রাহুল কেপির বিশ্বমানের গোল। ডান দিক থেকে প্রচণ্ড গতিতে উঠছিলেন। এমন জায়গা থেকে প্রথম পোস্টে বল রাখা! পোস্টের ইনসাইড লেগে জালে জড়ায় বল।দ্বিতীয়ার্ধে সব হিসেব ওলট-পালট হয়ে যায়। ১-১ স্কোর লাইন থেকে ১-৫ ব্যবধানে হার মানে ভারত। ২১ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ সুনীলদের।

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share