মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই এলাকা। শনিবার সন্ধ্যায় তৃণমূলের (TMC) প্রার্থী বাছাই নিয়ে বিবাদের জেরে সিতাই বিধানসভার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেস কর্মী লিপ্টন হক। এমনটাই দাবি তাঁর পরিবারের লোকজনের। হামলাকারীরাও সকলে তৃণমূল করেন বলে জানা গিয়েছে। হামলার জেরে জখম ওই তৃণমূল (TMC) কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে, সিটি স্ক্যানের জন্য কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় তৃণমূলের দলীয় কোন্দল একেবারে প্রকাশ্যে চলে আসে।
ঠিক কী কারণে এই হামলা?
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ঠিক হয়ে গিয়েছে। ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২৫৩ নম্বর বুথে লিপ্টন হক সম্ভাব্য তৃণমূলের (TMC) প্রার্থী। আর ২৫২ নম্বর বুথে রুল আমিন নামে এক তৃণমূল কর্মীকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর ভাই বাপ্পা হক বলেন, রুল আমিন আমাদের বুথের নয়। তাঁকে পাশের বুথে প্রার্থী করা হয়েছে। আর তিনি আমাদের বুথে দাঁড়াতে চাইছেন। আমার দাদাকে দল প্রার্থী করেছে। এটা ওরা মেনে নিতে পারছে না। বাজারের কাছেই আমাদের বাড়ি। দাদা বাজার করতে বের হতেই ওকে গুলি করা হয়। তাঁকে শেষ করতেই ওরা এই হামলা চালিয়েছে। আমরা পুলিশ-প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।
কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?
তৃণমূলের (TMC) দিনহাটা-১ নম্বর ব্লকের কিষাণ ক্ষেতমজুর ইউনিয়নের ব্লক সভাপতি নবীন করিম মিঁয়া বলেন, দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। হামলাকারীরাও তৃণমূল করে। এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। আচমকা কেন এভাবে হামলা চালানো হল, বুঝতে পারছি না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ-প্রশাসনের কী বক্তব্য?
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, একটি গণ্ডগোল হয়েছে। তবে, সেখানে কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি। বিষয়টি জানার পরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।