Tag: Disney

Disney

  • Reliance-Disney: রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল ডিজনি, যৌথভাবে ৭০,৪৭২ কোটির বিনোদন ব্যবসা

    Reliance-Disney: রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল ডিজনি, যৌথভাবে ৭০,৪৭২ কোটির বিনোদন ব্যবসা

    মাধ্যম নিউজ ডেস্ক: রিলায়েন্সের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধছে ডিজনি (Reliance-Disney)। ৭০,৪৭২ কোটি টাকার বিনোদন ব্যবসা এবার এক সঙ্গে হবে। মুকেশ আম্বানির অংশই এই যৌথ ব্যবসায়ী সংস্থার মধ্যে বেশি পরিমাণে থাকবে। তাঁদের শেয়ার ৬৩ শতাংশ। একই ভাবে ডিজনির ভাগ থাকবে ৩৭ শতাংশ। এই প্রসঙ্গে মুকেশ আম্বানি বলেন, “দেশের বিনোদন জগতের জন্য এই চুক্তি ইতিহাস তৈরি করবে। ডিজনিকে রিলায়েন্স সব সময় সম্মান দিয়েছে এবং আশা করি আগামী দিনে আমরা সঙ্গে আরও কাজ করতে পারব।”

    ওটিটি প্লাটফর্ম আরও বেশি শক্তপোক্ত (Reliance-Disney)

    এবার দেশের ওটিটি প্লাটফর্ম আরও বেশি শক্তপোক্ত হল। ভারতে (Reliance-Disney) ব্যবসা করতে গেলে এবার থেকে আর ডিজনিকে কাঠখড় পোড়াতে হবে না। বিনোদনের ব্যবসায় বিগত কয়েক বছরে খুব একটা লাভ করতে পারেনি ডিজনি। সরাসরি ক্রিকেট সম্প্রচার দেখানোর স্বত্ব কেনার ক্ষেত্রেও ডিজনিকে বেগ পেতে হয়েছিল। বিশেষ করে ওটিটির ব্যবসায় মার খাচ্ছিল ডিজনি। তবে ওয়াকিবহল মহল মনে করছেন, এশিয়ার মধ্যে সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধায় ডিজনির পক্ষে অনেকটাই ভালো কাজ হয়েছে। তাঁদের শেয়ার কম হলেও ব্যবসায় ব্যাপক লাভ হবে।

    শীর্ষে থাকবেন মুকেশের স্ত্রী নীতা আম্বানি

    এই গাঁটছড়া বাঁধার কথা ডিজনি (Reliance-Disney) এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দুই সংস্থার পক্ষ থেকেই জানানো হয়েছে। দুই সংস্থা যৌথভাবে নতুন যে সংস্থা তৈরি করবে তার মাথায় থাকবেন মুকেশের স্ত্রী নীতা আম্বানি। এই গাঁটছড়ার মোট আর্থিক ব্যবসা প্রায় ৭০ হাজার ৪৭২ কোটি টাকার। মুকেশ আম্বানির সংস্থা এখন ১১ হাজার ৫০০ কোটি টাকা খরচ করবে। তবে ডিজনি কত টাকা খরচ কড়া হবে সেই কথা এখনও  প্রকাশ করেনি তারা। তবে দুই কোম্পানির এক সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে ১২০টি টিভি চ্যানেল এবং দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এক সঙ্গে কাজ করবে বলে জানা গিয়েছে। এই ব্যবসায়িক চুক্তির কথা ঘোষণা করে একসঙ্গে বিবৃতি দেয় ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। উভয় পক্ষের তরফ থেকে বলা হয়, ‘‘ভারতে বিনোদন ও খেলার সবচেয়ে বড় ওটিটি মাধ্যম হিসাবে গড়ে উঠবে এই সংস্থা।’’ 

            

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Disney: মন্দার প্রভাব! সারা বিশ্বে ৭,০০০ কর্মী ছাঁটাই করল ডিজনি

    Disney: মন্দার প্রভাব! সারা বিশ্বে ৭,০০০ কর্মী ছাঁটাই করল ডিজনি

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ধাক্কায় বিশ্বব্যপী সাত হাজার কর্মী ছাঁটাই করল বিনোদন জগতের প্রথম সারির সংস্থা ডিজনি। বেশ কিছুদিন ধরেই টেক কোম্পানিগুলিতে ছাঁটাইয়ের ধারা চলছে।  ইতিমধ্যেই, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলি বহু কর্মীকে বরখাস্ত করেছে। এবার সেই তালিকায় সংযোজিত হল ডিজনির নাম। সংস্থার দাবি, তাঁদের গ্রাহক সংখ্যা কমেছে। নেটফ্লিক্স সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মের তুলনায় গত কয়েকমাসে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা কমেছে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, ডিজনির সিইও বব ইগার।

    মন্দার প্রভাব

    করোনা মহামারীর পর বিশ্বব্যাপী ক্রমেই চওড়া হচ্ছে আর্থিক মন্দার জের। একের পর এক বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। সেই তালিকায় এবার যুক্ত হল বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনিও। কোম্পানির ডিরেক্টর বব ইগার বলেন,”আমি এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বজুড়ে আমাদের কর্মীদের প্রতিভাকে আমি অত্যন্ত সম্মান করি। তাঁদের কাজের প্রশংসা করি। কিন্তু অর্থনৈতিক মন্দার বাজারে সংস্থাকে ধরে রাখতে এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।” 

    সাশ্রয় লক্ষ্য

    ২০২১-২০২২বার্ষিক প্রতিবেদন অনুসারে, উল্লিখিত বছরে ২রা অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ১৯০,০০০ লোককে নিযুক্ত করেছে সংস্থা, যাদের মধ্যে ৮০ শতাংশই ছিল পূর্ণকালীন সময়ের। স্ট্রিমিং পরিষেবা সংস্থা আরও জানিয়েছে  গত ত্রৈমাসিকে প্রথমবারের মতো সংস্থার গ্রাহক সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়ে সংস্থায়। এর ফলে স্ট্রিমিং মিডিয়া ইউনিট এক বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছে। এক শতাংশ ব্যবহারকারীও কমেছে। তাই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে ডিজনিকে। কর্মী সংখ্যা কমানোর মধ্য দিয়ে কোম্পানি ৫.৫ বিলিয়ন ডলার সাশ্রয় করতে চায়।

    আরও পড়ুন: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই! জুড়ে যাবে দুটি ভিন্ন লাইন

    বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলিতে ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।  সোমবারই প্রযুক্তি সংস্থা জুম তাদের ১৩০০ কর্মীকে অপসারণের কথা ঘোষণা করেছিল।  ডেল তার ছয় হাজারেরও বেশি কর্মচারীকে অপসারণের পথে হাঁটছে। মন্দার প্রভাবে গত জানুয়ারি মাসেই বিভিন্ন প্রযুক্তি সংস্থা প্রায় ৫০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। বুধবার সেই একই পথে হাঁটল ডিজনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Disney: খুব শীঘ্রই এবার ডিজনিতে দেখা মিলবে ভারতীয় রাজকন্যার!

    Disney: খুব শীঘ্রই এবার ডিজনিতে দেখা মিলবে ভারতীয় রাজকন্যার!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ডিজনি’র (Disney) প্রযোজনায় নতুন একটি মিউজিক্যাল ছবি আসতে চলেছে। আর তাতেই প্রথম বার দেখা যাবে ভারতীয় রাজকুমারী। পরিচালনা করছেন ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিজ’-এর নির্মাতা গুরিন্দর চড্ডা।
    ডিজনির (Disney) ইতিহাসে এটা প্রথম। এতদিন শুধুমাত্র শ্বেতাঙ্গ রাজকুমারীদেরই দেখা যেত ডিজনির (Disney) বিভিন্ন ছবিতে। স্লিপিং বিউটি থেকে শুরু করে ‘ফ্রোজ়েন’-এর এলসা কিংবা অ্যানা, ডিজনি রাজকুমারীরা সবাই শ্বেতাঙ্গ। এতে বর্ণবৈষম্য বাড়ছিল। তাই আনা হল মোয়ানাকে, বর্ণবৈষম্য দূর করার চেষ্টা চলছে এইভাবেই। কিন্তু ডিজনিতে ভারতীয় রাজকন্যা কখনও দেখা যায়নি। সেই অভাব এ বার পূরণ হতে চলেছে শীঘ্রই।

    আমেরিকার প্রতিবেদন কী বলছে… 

    আমেরিকার একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ডিজনি’র (Disney) প্রযোজনায় আসতে চলেছে নতুন মিউজিক্যাল ছবি। যাতে প্রথমবার আত্মপ্রকাশ করবে ভারতীয় রাজকুমারী। পরিচালনায় ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিজ’-এর নির্মাতা গুরিন্দর চাড্ডা এবং পল ম্যায়েদা বার্জেস। গুরিন্দর চাড্ডা একজন ভারতীয় বংশোদ্ভূত। তাঁর হাত ধরেই ভারতীয় রাজকুমারী এবার জায়গা পেতে চলেছে ডিজনিতে।

    চিত্রনাট্য লিখেছেন তাঁরাই। গুরিন্দর চাড্ডা ছবিটির প্রযোজনারও দায়িত্ব নিয়েছেন। যদিও ছবির নাম কিংবা বিষয়বস্তু নিয়ে এখনও কিছু জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। জানা গিয়েছে, গোটা কাজটি দেখাশোনা করছেন ‘ওয়াল্ট ডিজনি মোশন পিকচার প্রোডাকশন’-এর প্রেসিডেন্ট শন বেইলি।

    আরও পড়ুন: ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’, ভাইরাল গানে নাচলেন মাধুরী দীক্ষিত

    গুরিন্দর নিজে একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থার মালিক। যার নাম ‘বেন্ড ইট ফিল্মস’। তাঁর ছবিগুলি ইতিমধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে। সূত্রের খবর, ২০১৫ থেকে তাঁর এই প্রযোজনা সংস্থা প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। দু’বার আন্তর্জাতিক পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিল তাঁর ছবি ‘ভাজি অন দ্য বিচ’ এবং ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’। যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সেসময়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share