Tag: Disney Hotstar

Disney Hotstar

  • IND vs PAK: “বাজে কথা নয়”! পাক টিম ডিরেক্টর মিকি আর্থারের মন্তব্যের সমালোচনায় আক্রমরা

    IND vs PAK: “বাজে কথা নয়”! পাক টিম ডিরেক্টর মিকি আর্থারের মন্তব্যের সমালোচনায় আক্রমরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিউয়ারশিপে নতুন রেকর্ড তৈরি করল ভারত-পাকিস্কান ম্যাচ। এবার বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) ফ্রিতে সম্প্রচার করছে স্টার। হটস্টার (IND vs PAK) মোবাইলে বিনামূল্যে দেখানো হচ্ছে বিশ্বকাপ। ভারত-পাকিস্তান বাইশগজের যুদ্ধ মানেই মেগা ইভেন্ট। তা-ও যদি হয় বিশ্বকাপ।, তাহলে তো আর কথাই নেই। যে যেখানেই থাকুন ম্যাচ দেখা চাই। এবার ভারত পাকিস্তান ম্যাচ ডিজনি হটস্টারে দেখেছেন ৩.৫ কোটি। অর্থাৎ, এদিন ম্যাচ চলাকালীন ৩.৫ কোটি ডিভাইস থেকে স্ট্রিম করা হয়েছে ডিজনি হটস্টার। এটা হটস্টারের রেকর্ড। টিভিতে স্টার স্পোর্টসে কতজন দেখেছেন সেটা জানা যাবে আরও কয়েকদিন পরে। সেটা যোগ করলে সংখ্যাটা আরও বাড়বে। 

    অতীত রেকর্ড  ভেঙে গেল

    ডিজনি হটস্টারের কর্তা সাজিথ শিবানন্দন বলেন, ‘আমরা সব সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই যারা ভারত পাকিস্তান ম্যাচ (IND vs PAK) ডিজনি হটস্টারে দেখেছেন। আপনাদের ভালোবাসা আমাদের সম্ভব করেছে অতীতের সব রেকর্ড ভেঙে দিতে। আমরা ক্রিকেটে অতীতের সব রেকর্ড ভেঙে ৩.৫ কোটি দর্শক পেয়েছি। ক্রিকেটিয় শত্রুতা যতই বাড়বে আমাদের ক্রিকেটের সম্প্রচারের অভিজ্ঞতা ততই বাড়বে।’ এই ম্যাচ আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের রেকর্ড ভেঙে দিল। ২০২৩ সালে আইপিএল ফাইনালে জিও সিনেমায় দেখেছিলেন ৩.২ কোটি মানুষ। 

    আরও পড়ুন: বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত! সবার নিচে অস্ট্রেলিয়া, আর কে কোথায়?

    মিকির মন্তব্যে সমালোচনার ঝড়

    শনিবার বিশ্বকাপে ভারতের কাছে হারের পর আইসিসি এবং বিসিসিআইয়ের সমালোচনা করেছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। জানিয়েছিলেন, বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ (IND vs PAK)  তাঁর কাছে আইসিসির ইভেন্টের থেকে বেশি বিসিসিআই ইভেন্ট বলেই মনে হয়েছে। সেই মন্তব্য নিয়ে খোদ পাকিস্তানেই প্রবল সমালোচনার মুখে পড়লেন মিকি। পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার তাঁর সমালোচনা করেছেন। তাঁদের মতে, নিজের যে কাজ সেটা না করে মিকি অকারণে বিতর্ক বাড়াচ্ছেন। মিকি আর্থারকে নিয়ে বলতে গিয়ে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রাম বলেন, ‘কুলদীপের বিরুদ্ধে কী পরিকল্পনা ছিল পাকিস্তান দলের? আমরা সেই সব কথা শুনতে চাই। এই ধরনের আলতু ফালতু (বিসিসিআইয়ের ইভেন্ট) কথা নয়। এই ধরনের কথা বলে এত বড় পরাজয় থেকে দূরে পালানো যাবে না।’  মিকির মন্তব্যের সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরও।

    ভারতকে দেখে শেখা উচিত

    বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তানি কিপার ব্যাটার মইন খানও। তাঁর মতে, ‘মিকি আর্থার পুরো ফোকাসটাই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাকিস্তানের মানুষ এই হারে অত্যন্ত হতাশ। তার পরে এই ধরনের ইমোশনাল কথাবার্তা বলার কী মানে?’ পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকও মিকির কথায় বিস্মিত। তাঁর মতে, ভারতের সমালোচনা না করে মিকির উচিত যে ভাবে তারা বিশ্বকাপ আয়োজন করেছে এবং নিজের দলকে সমর্থন করার জন্যে উৎসাহিত করেছে তা থেকে পাকিস্তানের শেখা। শোয়েবের কথায়, “ভারতের প্রশংসা করা উচিত। আমাদের দেশেও এ রকম কোনও প্রতিযোগিতা হলে ঘরের মাঠের পরিবেশ কাজে লাগাতে হবে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Loki Season 2: হটস্টারে ফিরছে রহস্যময় ‘লোকি’, অপেক্ষা আর মাত্র কয়েক দিনের

    Loki Season 2: হটস্টারে ফিরছে রহস্যময় ‘লোকি’, অপেক্ষা আর মাত্র কয়েক দিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নর্স পুরাণের পথভ্রষ্ট এক চরিত্র লোকি। তিনি দেবতাদের পক্ষেও ছিলেন না, আবার বিপক্ষেও না। তাঁর একমাত্র লক্ষ্য ছিল রাজা হওয়া! এই চরিত্রের সঙ্গে রুপোলী পর্দায় আমাদের প্রথম আলাপ হয়, থর সিনেমার হাত ধরে। তারপর অ্যাভেঞ্জার সিরিজে ব্যাপক জনপ্রিয়তা পায় এই চরিত্রটি। ভক্তদের আবদারে মার্ভেল স্টুডিও (Marvel Studio) লোকিকে নিয়ে একটি স্বতন্ত্র নিয়ে আসে গত বছর। ব্যাপক প্রশংসিত হয় সেই সিরিজ। আবার ফিরছে লোকি ডিজনি+হটস্টারে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ২০২৩- এই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘লোকি সিজন ২’ (Loki season 2)।     

    আরও পড়ুন: নাচ ও অ্যাকশন করা নিষেধ ছিল হৃত্বিকের! ‘বিক্রম বেদা’ ছবির গান মুক্তিতে শোনালেন তাঁর জীবনের এক অজানা কথা

    লোকির ভূমিকায় ফের দেখা যাবে টম হিডলস্টোনকে (Tom Hiddleston)। এই সিজনে ফিরবেন ওয়েন উইলসন (Owen Wilson), সোফিয়া ডি মার্টিনোও (Sophia Di Martino)। সিলভির ভূমিকায় ফিরছেন সোফিয়া ডি মার্টিনো। কিন্তু তাঁর চরিত্র এই সিরিজে কতটা গুরুত্ব পাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই এওটি সাক্ষাৎকারে টম হিডলস্টোন জানিয়েছেন লোকি- র সব চরিত্ররাই ফিরবে এই সিজনে। সোফিয়া ডি মার্টিনো গত বছর জানিয়েছিলেন, তিনি সিরিজের বিষয়ও তখনও কিছু জানতেন না। তবে সিলিভি চরিত্রেই ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।   

    আরও পড়ুন: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    সিজন ২- র গল্প কী হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে দর্শকদের কিছুটা আভাস দিয়েছে টম হিডলস্টোন এবং ওয়েন উইলসন। তাঁরা জানান, আগের সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই সিজনের গল্প। 

    মুন নাইটের আরন মুরহেড এবং জাস্টিন বেনসন এবার লোকি সিজন ২- এর কয়েকটি এপিসোডে নির্দেশনা দেবেন। গল্প লিখেছেন এরিক মার্টিন। এর আগের এপিসোডগুলিও তিনিই লিখেছিলেন। 

    এখনও লোকি সিজন ২ তৈরির কাজ জারি রয়েছে। ট্রেলরের জন্যে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। তার আগেই মার্ভেল ভক্তদের জন্যে চলে আসবে টিজার। কিছুদিনের মধ্যেই একটি নতুন মার্ভেল সিরিজ আসতে চলেছে। সেই সিরিজের শেষ লগ্নেই মুক্তি পেতে পারে লোকি সিজন ২- এর টিজার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ms. Marvel: ‘মিস মার্ভেল’-এ ভারত পাকিস্তান বিভাজনের দৃশ্য দেখে চোখে জল দর্শকদের

    Ms. Marvel: ‘মিস মার্ভেল’-এ ভারত পাকিস্তান বিভাজনের দৃশ্য দেখে চোখে জল দর্শকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ওয়েব সিরিজ হিসাবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে উঠেছে ‘মিস মার্ভেল’ (Ms Marvel)। ওটিটি (OTT) প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে (Disney Hotstar) এই ওয়েব সিরিজটি রিলিজ করা হয়েছে। হটস্টারের বিভিন্ন ওয়েব সিরিজের থেকে এই সিরিজটি বিশেষ খ্যাতি অর্জন করেছে। কারণ এই সিরিজটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (MCU) সেট করা হলেও এই ওয়েব সিরিজটির মাধ্যমে ভারতপাকিস্তান বিভাজনের (India-Pakistan Partition) ছবি তুলে ধরা হয়েছে, যা ভারতীয়দের মন জয় করে নিয়েছে। বিভাজনের ভয়াবহতা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দর্শকদের চোখে জল এনে দিয়েছে এই ওয়েব সিরিজটি।

    এই সিরিজের কাহিনির কেন্দ্রে রয়েছে কমলা খান (Kamala Khan) নামে এক কিশোরী। সে ক্যাপ্টেন মার্ভেলের (Captain Marvel) ভক্ত। সে এক পাকিস্তানি-মার্কিন কিশোরী। এই ভূমিকায় অভিনয় করছেন ইমান ভেলানি (Iman Vellani) নামের অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ইমান কানাডার নাগরিক হলেও, তিনি পাকিস্তানি বংশোদ্ভুত।

    গল্পে দেখানো হয়েছে, কমলা তার মায়ের সঙ্গে করাচি গিয়েছে যেখানে তার দিদা থাকেন। আর এই সময়েই বিভাজনের ঘটনাটি তুলে ধরা হয় যা ভারতীয়দের মুগ্ধ করেছে। এমনকি এই সিরিজের অনুরাগীরা দুবার অস্কার জয়ী পরিচালক শারমিন ওবেড-চিনয় (Sharmeen Obaid-Chenoy) ও কাহিনীটির লেখক বিশা কে আলির (Bisha K Ali) প্রশংসা করেছেন ও ট্যুইটারে সেই বিষয়ে কমেন্ট করেছেন।

    আরও পড়ুন: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    সিরিজের চতুর্থ পর্বেই এই ঘটনাটি দেখানো হয়েছে। এর পাশাপাশি করাচি রেলওয়ে স্টেশনের ভয়াবহ ছবিও দেখানো হয়েছে, যখন পাকিস্তান থেকে মানুষেরা তাঁদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সিরিজের একটি দৃশ্যে কমলার দিদাকে বলতে দেখা যায়, “আমার পাসপোর্ট পাকিস্তানি কিন্তু আমার শিকড় ভারতীয়। আর মাঝখানে রক্ত ​​আর বেদনা দিয়ে গড়া একটা সীমানা।“ আর এই সিনটি অনুরাগীদের মুগ্ধ করেছে। এর পাশাপাশি এটি দর্শকদের বিশেষ পছন্দের হওয়ার কারণ হল, এতে ফারহান আখতারও (Farhan Akhtar) রয়েছেন। তাঁর অভিনীত চরিত্রটির নাম ওয়ালিদ (Waleed)। যদিও খুব ছোট একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    দর্শকদের মধ্যে কেউ বলেন, “কমলার দিদা বিভাজনের গল্পটি সঠিকভাবে বর্ণনা করতে পেরেছেন।“

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: মেক-আপই ‘হিরোর’ ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এমন পাঁচটি সিনেমা

    কেউ বলেছেন, “মিস মার্ভেলের বিভাজনের দৃশ্যটি বাস্তবের ঘটনাই লাগছে। আমি খুশী যে এখানে বিভাজনের আসল কাহিনীটি লুকোনো হচ্ছে না।“

    [tw]


    [/tw]

    কেউ আবার এই সিরিজটিকে ‘মার্ভেল স্টুডিও’-এর ‘মাস্টারপিস’ বলেছেন।

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

     

LinkedIn
Share