Tag: Drone Footage

  • Pakistan Afghanistan Clashes: আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, হত ১২, জখম অন্তত ১০০

    Pakistan Afghanistan Clashes: আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, হত ১২, জখম অন্তত ১০০

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আফগান-পাকিস্তান সামরিক বাহিনীর সংঘর্ষ (Pakistan Afghanistan Clashes) শুরু সীমান্তে। বুধবার সকাল পর্যন্ত ওই সংঘর্ষ চলে বলে খবর। সংঘর্ষে প্রায় ১২ জন নিহত হয়েছে, জখমও হয়েছে অনেকে। সাম্প্রতিক বছরগুলিতে এটি দুই দেশের মধ্যে সব চেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।

    সীমান্ত চৌকি ধ্বংস (Pakistan Afghanistan Clashes)

    জানা গিয়েছে, তালিবান বাহিনী একটি (Drone Footage) পাকিস্তান সেনাবাহিনীর সীমান্ত চৌকি ধ্বংস করে এবং আফগান অবস্থান লক্ষ্য করে আক্রমণে ব্যবহৃত একটি পাকিস্তানি সামরিক ট্যাঙ্কের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। মৃতদের মধ্যে চারজন পাকিস্তানি নিরাপত্তাকর্মী রয়েছেন। জখমও হয়েছেন চারজন। তালিবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের দাবি, পাকিস্তানের হামলায় ১২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন, জখম হয়েছেন ১০০ জনেরও বেশি। ড্রোন ফুটেজে দেখা গিয়েছে, আফগান তালিবান যোদ্ধারা পাকিস্তানের সীমান্ত পোস্টগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। দুই ইসলামিক দেশই মঙ্গলবার রাতে শুরু হওয়া প্রাণঘাতী হিংসার দায় চাপিয়েছে একে অন্যের ঘাড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের স্পিন বোলদাক জেলা এবং পাকিস্তানের চামান জেলাজুড়ে।

    পাকিস্তানি পোস্টে গুলি

    পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগান বাহিনী ও পাকিস্তানি তালিবান যৌথভাবে (Pakistan Afghanistan Clashes) কোনও উসকানি ছাড়াই একটি পাকিস্তানি পোস্টে গুলি চালায়। প্রত্যুত্তরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুর্রাম জেলায় অবস্থানরত পাকিস্তানি সেনারা তীব্র প্রতিক্রিয়া জানায়। গত সপ্তাহ থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। তালিবান পাকিস্তানের বিরুদ্ধে কাবুল এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি বাজারে বিমান হামলা চালানোর অভিযোগ তোলে। এর আগেও পাকিস্তান আফগান ভূখণ্ডে হামলা চালিয়েছিল। তারা দাবি করেছিল, তাদের টার্গেট ছিল সশস্ত্র জঙ্গিদের ডেরা। তালিবান কর্তাদের মতে, আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষ স্থানীয় সময় ভোর ৪টা নাগাদ শুরু হয়, চলে সকাল ৮টা পর্যন্ত।

    সোশ্যাল মিডিয়ায়ও বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, পাকিস্তানি সেনাদের তালিবান যোদ্ধারা আটক করেছে। একটি ভিডিওতে (Drone Footage) আবার দু’জনকে কাঁদতে এবং হাত জোড় করে প্রাণভিক্ষা করতে দেখা যায়। দাবি, তারা সাম্প্রতিক সংঘর্ষে আটক হওয়া পাক সেনাবাহিনীর সদস্য (Pakistan Afghanistan Clashes)।

LinkedIn
Share