Tag: drug-free Bharat

drug-free Bharat

  • Drug Free Bharat: মাদক মুক্ত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, জানালেন অমিত শাহ

    Drug Free Bharat: মাদক মুক্ত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, জানালেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদক কারবারীদের শাস্তি দিতে কোনও খামতি রাখবে না সরকার, হুঁশিয়ারি দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ওপর থেকে নীচ এবং নীচ থেকে ওপর গোটা দেশজুড়ে তল্লাশি চালানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিককালে ১২টি আলাদা মামলায় ২৯টি মাদক চোরাচালানকারীকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে। মাদক মুক্ত (Drug Free Bharat) ভারত গঠনের আহ্বান জানালেন তিনি।

    যুবসমাজের প্রতি আহ্বান

    সামাজিক মাধ্যমে একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার টাকার বিনিময়ে যুব সমাজকে ড্রাগের নেশায় আচ্ছন্ন করার বিরুদ্ধে সার্বিক লড়াই শুরু করেছে। তিনি জানান, নিখুঁত তদন্তের সাহায্যে মাদক চোরাচালানকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। আগামী দিনে মাদক মুক্ত ভারত গঠন (Drug Free Bharat) করবে কেন্দ্রীয় সরকার। এর জন্য ছাত্রছাত্রী সহ সমাজের প্রত্যেককে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদকাসক্তির ঝুঁকি থেকে সমাজকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। সচেতনতা হচ্ছে মূল বিষয়। এমনই অভিমত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

    ২৯ জন মাদক পাচারকারী গ্রেফতার

    রবিবার সমাজ মাধ্যমে শাহ (Amit Shah) লেখেন, মোদি সরকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করতে একেবারে সদা প্রস্তুত, যারা দেশের যুবকদের মাদকাসক্তির অন্ধকার অমাবস্যায় ফেলে দিয়ে অর্থের লোভে মগ্ন থাকে। নিচ থেকে শীর্ষ পর্যন্ত এবং শীর্ষ থেকে নিচ পর্যন্ত এক নিখুঁত তদন্তের ফলে ভারতব্যাপী ১২টি আলাদা মামলায় ২৯ জন মাদক পাচারকারী আদালতে দণ্ডিত হয়েছে। শাহ জানান, মোদি সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় ন্যাশনাল কন্ট্রোল ব্যুরো (NCB) এই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। আমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, কোচিন, দেরাদুন, দিল্লি, হায়দ্রাবাদ, ইন্দোর, কলকাতা এবং লখনউ থেকে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে শাহ জানান, মাদক সমস্যার বিরুদ্ধে সরকার আরও তীব্রভাবে লড়াই চালিয়ে যাবে। একটি মাদক মুক্ত ভারত (Drug Free Bharat) গড়ে তোলা হবে। দেশজুড়ে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হয়েছে, যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

  • Largest Drug Bust: গুজরাট উপকূলে বাজেয়াপ্ত ২২ হাজার কোটির মাদক! গ্রেফতার পাঁচ পাকিস্তানি

    Largest Drug Bust: গুজরাট উপকূলে বাজেয়াপ্ত ২২ হাজার কোটির মাদক! গ্রেফতার পাঁচ পাকিস্তানি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ মাদক উদ্ধার (Largest Drug Bust) গুজরাট উপকূলে, যার আনুমানিক মূল্য ২২ হাজার কোটি টাকা। ভারতীয় নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির যৌথ অভিযানে গুজরাটের সমুদ্র উপকূলে ৩,৩০০ কেজির মাদক বাজেয়াপ্ত হল। এই অভিযানে সামিল ছিল গুজরাট পুলিশও। জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই মাদকের মধ্যে ৩,০৮৯ কেজি চরস রয়েছে। এছাড়া ১৫৮ গ্রাম মেথামফেটামিন এবং ২৫ কেজির মরফিন রয়েছে। মাদক বোঝাই নৌকাটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সওয়ারী পাঁচজনকে গ্রেফতারও করেছে ভারতীয় নৌসেনা। ধৃতরা প্রত্যেকেই পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন আরব সাগরে নজরদারি চালানো একটি এয়ারক্রাফট বিষয়টি প্রথমে জানায় নৌ সেনাকে। তারপর সেই খবর পৌঁছায় নৌসেনার যুদ্ধ জাহাজের কাছে (Largest Drug Bust)। এবং পরে সন্দেহজনক ওই ছোট জাহাজটিকে আটক করে নৌসেনা।

    এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত শাহের

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘‘প্রধানমন্ত্রী মাদক-মুক্ত ভারত গড়তে চান। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এজেন্সিগুলি আজ উপকূলে মাদক বাজেয়াপ্ত করে বিশাল সাফল্য পেয়েছে। এনসিবি, নৌসেনা, গুজরাত পুলিশ একসঙ্গে অভিযান চালিয়ে ৩ হাজার ১৩২ কেজি মাদক বাজেয়াপ্ত করেছে। আমাদের সরকার যে মাদক-মুক্ত (Largest Drug Bust) দেশ গড়তে চায়, সেই দায়বদ্ধতাকেই মান্যতা দিয়েছে এই ঐতিহাসিক সাফল্য। এই সাফল্যে আমি এনসিবি, নৌসেনা এবং গুজরাত পুলিশকে শুভেচ্ছা জানাই।’’

    নৌসেনার বিবৃতি

    ভারতীয় নৌবাহিনী একটি বিবৃতিতে বলেছে, ‘‘এনসিবি এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ অভিযানে ওই ছোট জাহাজ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এর আগে এত পরিমাণ মাদক একসঙ্গে উদ্ধার (Largest Drug Bust) হয়নি। আটক করা নৌকা, মাদক এবং ধৃতদের ভারতীয় বন্দরে আইন প্রয়োগকারী এক সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share