Tag: DU Merit List

DU Merit List

  • Delhi University Admission: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে

    Delhi University Admission: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়  (Delhi University) সোমবার স্নাতক বিষয়ের ভর্তির তারিখ ১২ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রথম আসন বরাদ্দের তালিকা ১৮ অক্টোবর প্রকাশিত হবে। আসন বরাদ্দের তিনটি রাউন্ড করা হবে  অন্তিমে রাউণ্ডে সিট বরাদ্দ করা হবে।

    দিল্লী ইউনিভার্সিটি গত মাসে ৭০ হাজার আসন ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়। এবছর দ্বাদশ শ্রেণীর রেজাল্টের পরিবর্তে ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল।১২ সেপ্টেমর এক সাথেই সিট বরাদ্দের সাথে সাথে ভর্তি নেওয়া হবে ছাত্রটিকে। তিন ধাপে পরিচালিত এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে সিএসএএস (Common Seat Allocation System)। আবেদনপত্র জমা, বিষয় নির্বাচন এবং সবশেষে আসন বরাদ্দ ও ভর্তি। সোমবার এই পোর্টালটি বন্ধ হবার কথা থাকলেও আরও দুদিন সময় বাড়ানো হয়েছে।

    সোমবার রাত ৮ টা পর্যন্ত এই পোর্টালে ২ লক্ষ ১৫ হাজার চারশো ছিয়াশি জন ছাত্র নিজের নাম নথিভুক্ত করেছে।

    [tw]


    [/tw]

    শুক্রবার দিল্লী ইউনিভার্সিটি একটি সিমুলেটেড তালিকা প্রকাশ করবে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা কোন কলেজে চান্স পেতে পারে তার সম্ভাব্য ধারণা পেয়ে যাবে। যদিও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের তাঁদের পছন্দগুলি পরিবর্তনের সুযোগ দেবে। সংশোধন করার জন্য দিল্লী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী পোর্টাল বুধবার বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এর পরে আর নতুন করে কোনও সংশোধনের সুযোগ থাকবে না ছাত্রদের হাতে।

    আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন

    বিশ্ববিদ্যালয় OBC-NCL, EWS, SC, ST, সংখ্যালঘু, PwBD এবং CW প্রার্থীদের জন্য পুনরায় নথি আপলোড করার সুবিধা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ক্ষেত্রে আপলোড করা নথির ভিত্তিতে সিট বরাদ্দ হলেও কলেজে নির্দিষ্ট দিনে শারীরিক ভাবে কাগজপত্র ভেরিফিকেশনের সময় কেউ ভুল তথ্য বা উপযুক্ত নথি দেখাতে না পারলে তার ভর্তি বাতিল করে হবে।

    প্রথম রাউন্ড ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। বরাদ্দকৃত আসন গ্রহণের প্রক্রিয়া ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে।এর পর ধাপে ধাপে চলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • DU Merit List: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন

    DU Merit List: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন

    মাধ্যমে নিউজ ডেস্ক: এই মুহূর্তে উচ্চ শিক্ষার পড়ুয়া নিজেদের কলেজ, পছন্দের বিষয় বাছতে ব্যস্ত। কলেজ এবং বিষয় ঠিক করে বাছাটা অত্যন্ত জরুরি। তাদের ভর্তির আবেদন প্রক্রিয়ার এই পছন্দ তালিকার বিষয়টি অত্যন্ত জরুরি। কারণ প্রার্থীদের জন্য আসন বরাদ্দ করা হবে তাদের তালিকাভুক্ত পছন্দের ভিত্তিতে এবং দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) তাদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর (CUET) ভিত্তিতে যে মেধা তালিকা প্রকাশ করবে তার ভিত্তিতে। মেধা তালিকায় তাদের অবস্থানের ভিত্তিতে, একজন প্রার্থীকে তাদের তালিকায় সর্বোচ্চ সম্ভাব্য পছন্দ বরাদ্দ করা হবে।
     
    এই পছন্দ তালিকা তৈরির প্রক্রিয়াটি ১০ ​​অক্টোবর পর্যন্ত চলবে। কোন কলেজ এবং কোন প্রোগ্রামে সবথেকে বেশি আবেদন করেছেন পড়ুয়ারা এখানে তালিকা রয়েছে। এখানে ৫০টি কলেজ এবং প্রোগ্রামের একটি তালিকা (DU Merit List) রয়েছে যা এখন পর্যন্ত সর্বাধিক সংখ্যক প্রার্থী তাদের পছন্দ হিসেবে তালিকাভুক্ত করেছেন। এই তালিকায় দেখা যাবে, মোট কতবার একটি প্রোগ্রামকে পছন্দ করেছেন পড়ুয়ারা।    

    1 Ramjas College B.Com 35295
    2 Kirori Mal College B.Com 35246
    3 Sri Venketeswara College B.Com 33634
    4 Delhi College of Arts and Commerce B.Com 33044
    5 Shaheed Bhagat Singh College B.Com 31279
    6 Hans Raj College B.Com (Hons.) 31033
    7 Shri Ram College of Commerce B.Com (Hons.) 30928
    8 Hindu College B.Com (Hons.) 30795
    9 Hindu College B.A. (Hons.) English 30630
    10 Atma Ram Sanatan Dharma College B.Com 30625
    11 Hans Raj College B.A. (Hons.) English 30320
    12 Sri Guru Gobind Singh College of Commerce B.Com 29844
    13 Dyal Singh College B.Com 29753
    14 St. Stephen’s College B.A. (Hons.) English 29562
    15 Ramjas College B.Com (Hons.) 29165
    16 Kirori Mal College B.Com (Hons.) 29127
    17 Sri Guru Tegh Bahadur Khalsa College B.Com 29110
    18 Motilal Nehru College B.Com 28908
    19 Aryabhatta College B.Com 28715
    20 Sri Venketeswara College B.Com (Hons.) 28224
    21 Kirori Mal College B.A. (Hons.) English 28220
    22 Hindu College B.A. (Hons.) Political Science 27915
    23 Ramanujan College B.Com 27831
    24 Ramjas College B.A. (Hons.) English 27303
    25 Dr. Bhim Rao Ambedkar College B.Com 26910
    26 Delhi College of Arts and Commerce B.Com (Hons.) 26754
    27 Shivaji College B.Com 26371
    28 Ram Lal Anand College B.Com 26191
    29 Kirori Mal College B.A. (Hons.) Political Science 26178
    30 Ramjas College B.A. (Hons.) Political Science 25806
    31 Sri Venketeswara College B.A. (Hons.) English 25756
    32 Shaheed Bhagat Singh College B.Com (Hons.) 25727
    33 Satyawati College B.Com 25567
    34 Sri Aurobindo College (Day) B.Com 25454
    35 Sri Guru Gobind Singh College of Commerce B.Com (Hons.) 25048
    36 Atma Ram Sanatan Dharma College B.Com (Hons.) 25006
    37 Zakir Husain Delhi College B.Com 24839
    38 P.G.D.A.V. College B.Com 24806
    39 Shyam Lal College B.Com 24672
    40 Sri Guru Nanak Dev Khalsa College B.Com 24430
    41 Sri Venketeswara College B.A. (Hons.) Political Science 24375
    42 Deen Dayal Upadhyaya College B.Com (Hons.) 24053
    43 Delhi College of Arts and Commerce B.A. (Hons.) English 23853
    44 Sri Guru Tegh Bahadur Khalsa College B.Com (Hons.) 23780
    45 Dyal Singh College B.Com (Hons.) 23445
    46 Hindu College B.A. (Hons.) History 23375
    47 Hans Raj College B.A. (Hons.) History 22998
    48 Motilal Nehru College B.Com (Hons.) 22984
    49 Atma Ram Sanatan Dharma College B.A. (Hons.) English 22938
    50 Delhi College of Arts and Commerce B.A. (Hons.) Political Science 22794

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
LinkedIn
Share