Tag: Dumka Murder

Dumka Murder

  • Dumka Murder: জীবন্ত পুড়িয়ে মারার আগেও অঙ্কিতার বাড়িতে হামলা চালিয়েছিল শাহরুখ?

    Dumka Murder: জীবন্ত পুড়িয়ে মারার আগেও অঙ্কিতার বাড়িতে হামলা চালিয়েছিল শাহরুখ?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুমকার (Dumka) কিশোরী ছাত্রী অঙ্কিতা সিংকে (Ankita Singh) জীবন্ত পুড়িয়ে মারার দিন কয়েক আগে তার বাড়ির জানালা ভেঙেছিল অভিযুক্ত উত্যক্তকারী (Stalker) শাহরুখ (Shahrukh)। সেই সময় তার ভাই সলমান অঙ্কিতার পরিবারের কাছে এসে ক্ষমাও চেয়েছিল। পুলিশে অভিযোগ দায়ের না করতে অনুরোধও করেছিল।    

    ২২ অগাস্ট রাতে দুমকার জারুয়াডি কসবার ঘরে ঘুমোচ্ছিল বছর ষোলোর অঙ্কিতা সিং। অভিযোগ, বছর ২৩ শাহরুখ হুসেন গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই কিশোরীর গায়ে। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৮ অগাস্ট মৃত্যু হয় ওই কিশোরীর। শাহরুখের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই ওই কিশোরীর এহেন পরিণতি বলে দাবি অঙ্কিতার পরিবারের।

    জানা গিয়েছে, অঙ্কিতার চরম পরিণতির দিন পাঁচেক আগে তার বাড়িতে এসেছিলেন শাহরুখ। এনিয়ে তার সঙ্গে অঙ্কিতার পরিবারের সদস্যদের ঝগড়াও হয়। তখনই রাগের বশে সে জানালার কাচ ভেঙে দেয় বলে অভিযোগ। তার পরেই সলমান তাঁর মামাকে নিয়ে অঙ্কিতার বাড়িতে আসে। দাদার কৃতকর্মের জন্য ক্ষমাও চায়। থানায় অভিযোগ দায়ের না করতে অনুরোধ করে। অঙ্কিতার কাকার আক্ষেপ, আমরা যদি তখনই ব্যবস্থা নিতাম, তাহলে অঙ্কিতার এই পরিণতি হত না। ঘটনাটিকে লাভ জিহাদ আখ্যা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। অভিযুক্তের ফাঁসির দাবিও জানানো হয়েছে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আশ্বাস দিয়েছেন দ্রুত বিচারের।

    আরও পড়ুন :‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    এদিকে, শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্কা কানুনগো জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিতে এই সপ্তাহেই তিনি যাবেন দুমকা। ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে ঝাড়খণ্ড পুলিশকে চিঠি লিখেছে জাতীয় মহিলা কমশন। দুমকার শিশু কল্যাণ কমিটির দাবি, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অনুযায়ী অঙ্কিতার বয়স ১৬, যদিও পুলিশ দাবি করছে, সে প্রাপ্ত বয়স্ক। অন্যদিকে, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশকে আদালতে রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Dumka Murder: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    Dumka Murder: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুত্বের প্রস্তাব ফেরানোয় বছর ষোলোর এক কিশোরীকে (Teen) গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে উত্তপ্ত ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা (Dumka)। নয়া বিপাকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) জোট সরকার। ঘটনাটিকে লাভ জেহাদ (Love Jihad) বলে অভিহিত করেছেন বিজেপি নেতৃত্ব। অভিযুক্ত মুসলিম যুবককে বাঁচানোর চেষ্টা করছেন দুমকার ডিএসপি নুর মুস্তাফা, অভিযোগ গেরুয়া শিবিরের।

    ২২ অগাস্ট রাতে দুমকার জারুয়াডি কসবার ঘরে ঘুমোচ্ছিলেন বছর ষোলোর অঙ্কিতা সিং। অভিযোগ, বছর ২৩ শাহরুখ হুসেন গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই কিশোরীর গায়ে। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৮ অগাস্ট মৃত্যু হয় ওই কিশোরীর।

    ঘটনার জেরে সরব হয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। দোষী যুবকের শাস্তির দাবিতে মিছিল করেছে করণী সেনা। মৃতদেহের অন্ত্যেষ্টিতেও বাধা দেয় তারা। শেষমেশ সোমবার সকালে হয় শেষকৃত্য। ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদও (VHP)। পরিষদের ঝাড়খণ্ডের প্রান্ত প্রচারক বীরেন্দ্র সাহু অভিযুক্ত জিহাদির ফাঁসির সাজা দাবি করেন। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গ্রেফতার করা হয়েছে ছোট্টু খান নামে আরও একজনকে। অশান্তি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সংক্ষেপে সিট গঠন করেছে ঝাড়খণ্ড পুলিশ। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। অভিযুক্তের দ্রুত সাজা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

    আরও পড়ুন : সরকার বাঁচাতে জোটের বিধায়কদের নিয়ে অতিথিশালায় সোরেন, ফের কোথায় যাচ্ছেন জানেন?

    এদিকে, মৃত কিশোরীর পরিবারের দাবি, শাহরুখ একটি বস্তিতে থাকত। এক বছরেরও বেশি সময় ধরে সে অঙ্কিতাকে উত্যক্ত করে চলেছিল। স্কুল যাওয়ার পথেও তার পিছু নিত। কোনওভাবে ফোন নম্বর জোগাড় করে অঙ্কিতাকে বিরক্ত করত। অঙ্কিতার বাবা সঞ্জীব বলেন, মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে চেয়েছিল শাহরুখ। মেয়ে না বলায় তাকে পুলিশ অফিসার বানিয়ে জীবনে প্রতিষ্ঠিত করে দেওয়ার টোপও দিয়েছিল শাহরুখ। তাঁর দাবি, শাহরুখ প্রায়ই মেয়েকে বলত, আমাকে বিয়ে কর, ইসলাম ধর্ম গ্রহণ কর। না হলে তোমার লাইফ হেল করে দেব। তাঁর দাবি, অঙ্কিতা ছেলেটিকে ভালবাসত না। সে ছিল উত্যক্তকারী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share