Tag: earthquake in india

earthquake in india

  • Nepal: মধ্যরাতে কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে মাত্রা ৬.১, কম্পন অনুভূত বিহার, বাংলাতেও

    Nepal: মধ্যরাতে কেঁপে উঠল নেপাল, রিখটার স্কেলে মাত্রা ৬.১, কম্পন অনুভূত বিহার, বাংলাতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল (Nepal)। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.১। জানা গিয়েছে, বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় ২টো ৫১ মিনিট নাগাদ হঠাৎই কেঁপে ওঠে নেপালের মধ্য এবং পূর্বাংশ। ভূ-কম্পন অনুভূত হয় শিলিগুড়ি এবং পাটনাতেও। বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে, ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। জানা গিয়েছে, মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎপত্তিস্থলটি। নেপালের বাসিন্দা গণেশ নেপালি সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে ঘম ভেঙে গেল। ভূমিকম্প বুঝতে পেরেই আমরা দৌড়ে পালিয়ে যাই বাড়ি থেকে।”

    আতঙ্কে অনেকেই ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন

    এনিয়ে নেপালের (Nepal) ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা কম্পনের মাত্রা ৬.১ বলে জানালেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্সের মতে, এদিনের ভূমিকম্পের মাত্রা ৫.৬। অন্যদিকে ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, এদিনের কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পে বিহার, সিকিম, দার্জিলিং, শিলিগুড়িতেও বাড়িঘর কেঁপে ওঠে বলে খবর। আতঙ্কে অনেকেই ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। তবে সেভাবে কোথাও ক্ষতি হয়নি। নেপালের (Nepal) বেশ কিছু বাড়ি ও পুলিশ পোস্টে ফাটল দেখা গিয়েছে।

    কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে নেপাল ও তিব্বতের সীমান্তে

    সেদেশের বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে নেপাল (Nepal) ও তিব্বতের সীমান্তে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এনিয়ে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদসংস্থা। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর অবশ্য সেভাবে মেলেনি। তবে স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাপ করছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল যেখানে, সেই ভোটে কোশি এলাকার পুরসভার চেয়ারম্যান হলেন পাসাং শেরপা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “ভূমিকম্পের জেরে দুগুনাগড়িতে ধস নেমেছে। তবে আশেপাশে বাড়ি না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি।”

  • Earthquake: তুরস্ক থেকে বহু দূরে ভারতে ভূমিকম্পের শঙ্কা কতটা জানেন?

    Earthquake: তুরস্ক থেকে বহু দূরে ভারতে ভূমিকম্পের শঙ্কা কতটা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়া-তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের কারণ ছিল আনাতোলিয়া চ্যুতি। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যার কোনও হিসেব নেই। এখন সবথেকে বড় প্রশ্ন তুরস্ক থেকে বহু দূরে অবস্থিত ভারত কতটা নিরাপদ। সম্প্রতি দিল্লি, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে একাধিকবার কম্পণ অনুভূত হয়েছে। তবে সেই কম্পণের মাত্রা খুব বেশি ছিল না। কিন্তু বারবার ভূমিকম্পের কম্পণে কেঁপে ওঠায় স্বাভাবিক ভাবেই চিন্তার আশঙ্কা থাকছে। 

    ভারতে ভূ-কম্পনের শঙ্কা

    সারা বিশ্ব অনেকগুলো টেকটোনিক প্লেটের মাধ্যমে বিভক্ত হয়ে রয়েছে। যখন এসব প্লেট নড়াচড়া করে, যেসব দেশ বা এলাকা সেই প্লেটগুলোর ওপরে অবস্থিত, সেখানে ভূমিকম্প দেখা যায়। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী ভূমিকম্প কবলিত এলাকা হিসাবে দেশের বেশ কয়েকটি রাজ্যকে ৫টি জোনে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে সবথেকে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে জোন ৫-এ। জম্মু, কাশ্মীর, হিমাচল প্রদেশের পশ্চিম এলাকা, উত্তরাখণ্ডের উত্তর অংশ, গুজরাটের কচ্ছ উপকূল, বিহারের উত্তর অংশ, উত্তর-পূর্বের সমস্ত রাজ্য, আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জ রয়েছে জোন-৫-এ। বাংলা রয়েছে জোন-৪-এ। রাজধানী দিল্লিও রয়েছে জোন-৪-এ।

    আরও পড়ুন: প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল! কঠিন সময়ে তুরস্ক ও সিরািয়ার পাশে ভারত

    হিমালয়ের পাদদেশে নেপাল যে টেকটোনিক প্লেটের ওপরে বসে রয়েছে, সেটার ওপরেই রয়েছে ভারতের উত্তর অংশ। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের কর্মকর্তা রজার মুসন বিবিসিকে জানিয়েছেন, সেখানে কোন ভূমিকম্প হলে শনিবারের তুরস্কের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশেষ করে কাঠমান্ডুর মতো শহরগুলো বিশেষ ঝুঁকিতে রয়েছে। কারণ এই শহরটি নরম শিলা পাথরের পুরু স্তরের ওপরে তৈরি হয়েছে। ফলে ভূমিকম্প হলে সেখানে কম্পন বেশি অনুভূত হবে। ২০১৫ সালে ইন্ডিয়ান প্লেট এবং তিব্বত প্লেটের সংঘর্ষে নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু আর এক লাখের বেশি মানুষ আহত হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share