Tag: earthquake in turkey

earthquake in turkey

  • Earthquake in Turkey: তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

    Earthquake in Turkey: তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়ানক ভূমিকম্পে (Earthquake in Turkey) বিধ্বস্ত হয়ে গিয়েছে দুটি দেশ। ভূমিকম্প বিধ্বস্ত সেই তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু সংখ্যা ছাড়াল ৫০ হাজার। বিভিন্ন মহল বলছে, বেসরকারিভাবে এই সংখ্যাটা আরও বেশি। শুক্রবার তুরস্ক প্রশাসন সরকারিভাবে জানিয়েছে, তাদের দেশে ৪৪ হাজার ২১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। সিরিয়ায় মৃত্যু সংখ্যা ৫ হাজার ৯১৪। দু’টি দেশ মিলিয়ে মৃত্যু সংখ্যা ছাড়াল ৫০ হাজার। মৃত্যুর সংখ্যা যে ৫০ হাজার ছাড়াবে তা অনেক আগেই অনুমান করে ফেলেছিলেন বিশেষজ্ঞ মহল। ৬ ফেব্রুয়ারি ভোররাত থেকেই পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ভূমিকম্পের (Earthquake in Turkey) পরেই শুরু হয় সেখানে মৃত্যু মিছিল এবং ঘরহারাদের কান্না। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ সেখানে ঝাঁপিয়ে পড়ে ত্রাণের কাজে। ভারতের এনডিআরএফ কর্মীরা শুরু করে অপারেশন দোস্ত। এখনও দু’দেশে উদ্ধার কাজ চলছে। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে পচাগলা দেহ।

    আরও পড়ুন: বেলাইন টয় ট্রেন, কার্শিয়াং-এ লাইনচ্যুত হয়ে উল্টে গেল টয় ট্রেন, ব্যাহত পরিষেবা 

    তুরস্কে প্রায় ২ লক্ষ বাড়ি বানিয়ে দেবে মার্কিন ব্যাঙ্কিং সংস্থা

    তুরস্ককে নতুন করে গড়তে ইতিমধ্যেই এগিয়ে এসেছে মার্কিন ব্যাঙ্কিং সংস্থা জেপি মর্গ্যান। তারা জানিয়েছে, তুরস্কে ২ লক্ষ বহুতল আবাসন এবং ৭০ হাজার গ্রামীণ বাড়ি তৈরি করবে। ইতিমধ্যেই জানা গিয়েছে তুরস্কে ধ্বংসস্তূপের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ মিলিয়ন টন। পৃথকভাবে রাষ্ট্রপুঞ্জও দুই দেশকে সাহায্য পাঠাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তুরস্ককে নতুন করে গড়ে তুলতে অন্তত এক দশক সময় লাগবে। তবে মৃত্যু সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা অনেকের। রাষ্ট্রপুঞ্জের অনুমান, শুধু তুরস্কেই ভেঙে পড়েছে ২ লক্ষ ৬৪ হাজার বাড়ি। সিরিয়াতেও অন্তত ৫০ হাজার বাড়ি ভেঙে পড়েছে বলে অনুমান তাদের। ধ্বংসস্তূপের নীচে যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তারও কোনও হিসাব নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Earthquake: বিপদের সময়ে বন্ধু! ভারতীয় সেনা অফিসারকে জড়িয়ে স্নেহ-চুম্বন তুর্কি মহিলার

    Earthquake: বিপদের সময়ে বন্ধু! ভারতীয় সেনা অফিসারকে জড়িয়ে স্নেহ-চুম্বন তুর্কি মহিলার

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নেহের পরশ! একজন ভারতীয় মহিলা সেনা অফিসারকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে গালে স্নেহের চুম্বন এঁকে দিলেন একজন তুর্কি মহিলা। বিপদের দিনে যে পাশে থাকে সেই তো বন্ধু। বন্ধুত্বের বার্তা দিয়েছে ভারত। সোমবারের বিধ্বংসী ভূমিকম্প এবং আফটারশকের পর তুরস্কের পাশাপাশি সিরিয়াকে সাহায্য করার জন্য ভারত ‘অপারেশন দোস্ত’ চালু করেছে। ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন দোস্ত’ কীভাবে তুরস্ক ও সিরিয়ায় অসহায় মানুষের জীবন বাঁচাচ্ছে, সেই ছবি দেশের পাশাপাশি সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

    অন্য ছবি

    তুরস্কে ভয়াবহ বিপর্যয়ের (Earthquake Disaster) মাঝে এ এক অন্য ছবি। ছবিতে দেখা যাচ্ছে এক তুর্কি মহিলাকে উদ্ধার করেছে ভারতীয় সেনা। তারপর ওই তুর্কি মহিলা এক ভারতীয় সেনা অফিসারের গালে চুম্বন দিচ্ছেন। দূর দেশেও যেন আত্মীয়তার ছোঁয়া। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সেনাবাহিনী এই দুই মহিলার ছবি ক্যাপশন সহ শেয়ার করেছে, “আমরা যত্নশীল”, নিখুঁতভাবে দ্রুত উদ্ধারের ঠিক পরের মুহূর্ত”….!

    সদা সক্রিয় ভারতীয় সেনা

    ইতিমধ্যেই ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ভারতীয় সেনাবাহিনী সকলের মন জয় করছেন। সেনা হাসপাতালে জখমদের প্রতিনিয়ত চিকিৎসা চালাচ্ছে ভারতীয় সেনা। তুষারপাত (Blizzard) ও হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন উদ্ধারকারীরা। চেষ্টা করছেন যত বেশি সংখ্যক মানুষের প্রাণ বাঁচানো যায়।

    ভূমিকম্পে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ধ্বংসস্তূপের স্তূপ সরিয়ে বের করে আনা হচ্ছে একের পর মৃতদেহ। একই সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। রাতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় ত্রাণ ও উদ্ধারকার্য বন্ধ রাখতে হচ্ছে। উদ্ধার অভিযানে ইতিমধ্যেই ভারত থেকে ৩টি NDRF টিম তুরস্কে পৌঁছেছে। এনডিআরএফ ডিরেক্টর অতুল কারওয়াল বলেছেন, ভারত তুরস্কে চারটি বিমান পাঠিয়েছে, দুটিতে এনডিআরএফ দল এবং দুটি সি-17 মেডিকেল টিম উদ্ধার অভিযানে ইতিমধ্যে অংশ নিয়েছে। তুরস্ক ও সিরিয়ায় আর্তদের পাশে দাঁড়িয়ে যে সক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় সেনা তার জন্য তাঁদের কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

    এনডিআরএফ ডিরেক্টর অতুল কারওয়াল বলেন, “আমরা সিরিয়ায় চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামসহ একটি সি-১৩০ বিমান পাঠিয়েছি। তুরস্ক এবং সিরিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ইতিমধ্যে ২৫০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। ১৩৫ টন ওজনের বিশেষ সরঞ্জাম এবং অন্যান্য ত্রাণ সামগ্রীও তুরস্কে পৌঁছেছে। এছাড়াও, ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি ৩০ শয্যার ‘ফিল্ড হাসপাতালের’ জন্য কর্মী ও সরঞ্জাম পাঠানো হয়েছে।” তিনি জানান, ফিল্ড হাসপাতালটি একটি সম্পূর্ণ কার্যকরী অপারেশন থিয়েটার এবং এক্স-রে এবং ভেন্টিলেটরের মতো সুবিধা রয়েছে। এনডিআরএফ দলগুলি গাজিয়ানটেপে উদ্ধার অভিযান চালাচ্ছে তখন মেডিকেল দল ইস্কেন্ডারুনে ফিল্ড হাসপাতাল গড়ে আর্তদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share