Tag: Earthquake

Earthquake

  • Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ৬ বছরের শিশুকে উদ্ধার করল এনডিআরএফ, ট্যুইট অমিত শাহের 

    Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ৬ বছরের শিশুকে উদ্ধার করল এনডিআরএফ, ট্যুইট অমিত শাহের 

    মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়াতে বিধ্বংসী ভূমিকম্পে (Earthquake)  মৃতের সংখ্যা প্রায় ২০ হাজারে ঠেকেছে। ভূমিকম্প (Earthquake) বিধ্বস্ত তুরস্কে ‘অপারেশন দোস্ত’ শুরু করেছে ভারত, ইতিমধ্যে সেখানে ত্রাণ সমেত অন্যান্য সামগ্রী নিয়ে পৌঁছেছে ৬টি বিমান।  বৃহস্পতিবার তুরস্কের গাজিয়ানটেপ শহরে ধ্বংসস্তূপ থেকে ৬ বছরের এক শিশুকে উদ্ধার করতে দেখা যাচ্ছে এনডিআরএফ-কে। ওই ভিডিও শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখলেন, এটা ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।

    ট্যুইটে কী লিখলেন অমিত শাহ

    অমিত শাহ লিখেছেন, এনডিআরএফের জন্য আমরা সবাই গর্বিত। তুরস্কের উদ্ধারকাজ করতে গিয়ে ৬ বছরের শিশুকে উদ্ধার করেছে এনডিআরএফ। মোদিজীর প্রেরণায়  এনডিআরএফকে বিশ্বের সবচেয়ে দক্ষ উদ্ধারকারী দল গড়ে তুলতে সংকল্পবদ্ধ কেন্দ্রীয় সরকার।

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সিরিয়া ও তুরস্ক মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৯,৩০০। উদ্ধারের কাজ যত এগোচ্ছে মৃতের সংখ্য়াও ততই বাড়ছে। তুরস্কের একাধিক শহরে উদ্ধারকাজ চালাচ্ছে অপারেশন দোস্ত।

    ট্যুইটে কী লিখলেন বিদেশমন্ত্রী

    বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এক ট্যুইটে লেখেন, তুরস্কের ইসকান্দারন, হাতায়, তুর্কিয়েতে হাসপাতাল খুলেছে ভারতীয় সেনা। সেখানে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন এনডিআরএফ ও অন্যান্য কর্মীরা।

    তুরস্কে কংক্রিট কাটার দিয়ে বিশাল বিশাল কংক্রিট কেটে উদ্ধারকার্য করে চালাচ্ছে এনডিআরএফ। জানা গিয়েছে, ধ্বসংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে থাকলে তাঁর হার্টবিট খুঁজে তাকে বের করার মতো পরিকাঠামো নিয়ে গিয়েছে এনডিআরএফ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Earthquake Himalayas: হিমালয়ে বড় ভূমিকম্পের সম্ভাবনা বেশি,ভয়ংকর খবর শোনালেন বিশেষজ্ঞরা

    Earthquake Himalayas: হিমালয়ে বড় ভূমিকম্পের সম্ভাবনা বেশি,ভয়ংকর খবর শোনালেন বিশেষজ্ঞরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৫ সালের নেপালের (Nepal) সেই ভয়াবহ ভূমিকম্পের(Earthquake) স্মৃতি নিশ্চয়ই সকলেরই মনে আছে। সেই ভূমিকম্পের প্রভাব পড়েছিল ভারতেও। সেই স্মৃতি ফের উসকে দিয়েছে মঙ্গলবার নেপালের ভূমিকম্পে।

    রিখটার স্কেলে (Richter scale) কম্পনের মাত্রা ৬.৩

    রিখটার স্কেলে (Richter scale) কম্পনের মাত্রা ছিল ৬.৩। আবারও এই ভূমিকম্পের প্রভাব পড়েছিল ভারতেও। দিল্লি, উত্তর প্রদেশ, বিহার-সহ একাধিক রাজ্য রাত দুটো নাগাদ পরপর দুইবার কেঁপে ওঠে। বুধবার মধ্য রাতেও ভূমিকম্প হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। একের পর এক ভূমিকম্প হওয়ার পরই উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। নেপালের মতো পরিস্থিতি যাতে ভারতেও না হয়, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।হিমালয়ে পরবর্তীতে বড়সড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। 

    ইউরেশীয়ান প্লেটের (Eurasian plate) চাপের কারণেই ভূমিকম্প হয়

    এই প্রসঙ্গে ওয়াদিয়া ইন্সটিটিউট অব হিমালয়ান জিওলজির সিনিয়র জিওগ্রাফিসিস্ট অজয় পাল সংবাদমাধ্যম জানিয়েছেন, ভারতীয় ও ইউরেশীয়ান প্লেটের সংঘর্ষের ফলেই হিমালয়ের উৎপত্তি হয়েছিল। ভূপৃষ্টের নীচে থাকা ভারতীয় প্লেটের উপরে ক্রমাগত ইউরেশীয়ান প্লেটের চাপের কারণেই ভূমিকম্প হয়। হিমালয়ের নীচে দুই পাতের সংঘর্ষে এই ভূমিকম্প অত্যন্ত স্বাভাবিক ঘটনা। গোটা হিমালয় অঞ্চলটিই ভূমিকম্প প্রবণ। ওই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও সর্বদাই থাকে।

    রিখটার স্কেল (Richter scale) কম্পনের মাত্রা হতে পারে ৭ বা তার বেশী 

    পরবর্তী সময়ে যদি হিমালয় অঞ্চলে ভূমিকম্প হয়, তবে তা অত্যন্ত শক্তিশালী হবে বলেই জানিয়েছেন তিনি।

    ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়

    সিনিয়র জিওগ্রাফিসিস্ট অজয় পাল আরও জানান, যেহেতু ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, ভূমিকম্প আগামী মাস বা ১০০ বছর পরেও হতে পারে। তাই আগে থেকে নিজেদের প্রস্তুত রাখা প্রয়োজন। এতে বড় ক্ষয়ক্ষতি যেমন এড়ানো যায়, তেমনই ভূমিকম্পও দক্ষ হাতে মোকাবিলা করা যাবে।

    জাপানের (Japan) পদ্ধতি অবলম্বন করা উচিত

    পরামর্শ হিসাবে তিনি জানিয়েছেন, ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়ি এমনভাবে বানানো উচিত, যা ভূমিকম্পেও বিশেষ প্রভাবিত হবে না। জাপানেও (Japan) এই পদ্ধতিতেই বাড়ি বানানো হয়। সেই কারণেই বারবার ছোট-বড় ভূমিকম্প হলেও, জাপানে প্রাণহানি বা সম্পত্তির বিশেষ ক্ষয়ক্ষতি হয় না। প্রত্যেক বছরই অন্তত একবার মক ড্রিল করা উচিত। যদি এই কাজগুলি করা যায়, তবে ভূমিকম্পের প্রভাব ৯৯.৯৯ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব।

    প্রসঙ্গত,বিগত ১৫০ বছরে মোট চারটি বড় ভূমিকম্প হয়েছে হিমালয়ে। ১৮৯৭ সালে শিলংয়ে ব্যাপক কম্পন অনুভূত হয়েছিল। এরপরে ১৯০৫ সালে কাঙ্গরায়, ১৯৩৪ সালে বিহার-নেপাল সীমান্তে ও ১৯৫০ সালে অসমে কম্পন অনুভূত হয়। এছাড়া ১৯৯১ সালে উত্তরকাশীতে, ১৯৯৯ সালে চামোলি ও ২০১৫ সালে নেপালেও ভয়াবহ ভূমিকম্প হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi Earthquake: ফের কাঁপল দিল্লি! ৩০ সেকেন্ডে জোড়া কম্পনের তীব্রতা ৫.৬, উৎসস্থল সেই নেপাল

    Delhi Earthquake: ফের কাঁপল দিল্লি! ৩০ সেকেন্ডে জোড়া কম্পনের তীব্রতা ৫.৬, উৎসস্থল সেই নেপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কাঁপল রাজধানী দিল্লি। সোমবার বিকেলে রাজধানী-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে জোরালো কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। বিকেল ৪টে ১৬ মিনিটে ভূমিকম্প হয়। ৩০ সেকেন্ডের মধ্যে দু’বার কেঁপে ওঠে রাজধানী এলাকা। এই নিয়ে তিন দিনে দ্বিতীয় বার কাঁপল দিল্লি। এবারেও ভূমিকম্পের উৎসস্থল নেপাল। 

    আরও পড়ুন: মধ্যরাতে নেপালে বিধ্বংসী ভূমিকম্প, মৃতের সংখ্যা একশোর বেশি

    উৎস নেপালেই

    ন্যাশানাল সেন্টার ফর সেসিমোলজির তরফে জানানো হচ্ছে, সোমবার বিকেলের ভূমিকম্পের উৎসস্থল নেপাল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে তার মাত্রা ৫.৬। শনিবার রাতেও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৪। সে বারও কম্পনের উৎসস্থল ছিল নেপাল। সেই ভূমিকম্পে কমপক্ষে ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায় নেপাল সরকারের তরফে। আহত অসংখ্য। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

    মূল কম্পনের পর ১৫৯ বার ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফ্‌টারশকে কেঁপেছিল নেপাল। বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে, ধূলিসাৎ হয়েছে রাস্তাঘাট। শনিবারের পর নেপালে রবিবারও মৃদু কম্পন হয়। তার পর সোমবার আবার জোরালো কম্পন হল নেপালে।

    আরও পড়ুুন: এটাই শেষ নয়, আরও ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে নেপালে, কেন জানেন?

    আতঙ্কিত রাজধানী

    বারবার এ হেন কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। বহুতল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আবাসিকরা। কেঁপে ওঠে বহুতল, পাখা-আলো কেঁপে ওঠার ফটো-ভিডিয়ো ইতিমধ্যেই শেয়ার হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Earthquake: ভূমিকম্পে ফের কাঁপল কাঠমাণ্ডু, রবিবার আতঙ্কে কাটল নেপালবাসীর

    Earthquake: ভূমিকম্পে ফের কাঁপল কাঠমাণ্ডু, রবিবার আতঙ্কে কাটল নেপালবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার কেঁপে উঠল নেপাল। শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছিল কাঠমাণ্ডু। তার রেশ পুরোপুরি কাটার আগেই রবিবার ভোরে আবারও একবার কেঁপে উঠল নেপাল। শুক্রবার কম্পনের মাত্রা বেশি থাকলেও, রবিবার ভোরের কম্পনের মাত্রা ছিল ৩.৬। নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিন পর পর বেশ কয়েকবার যে কম্পন অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৩।

    রিখটার স্কেলে কম্পনের মাত্রা

    শুক্রবার নেপালে যে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৪। মাঝ রাতের ওই ভূমিকম্পে মৃত্যু হয় শতাধিক মানুষের। এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনাবাহিনী, নেপালি সেন্টিনাল ও সশস্ত্র পুলিশ বাহিনী। আশপাশের এলাকা থেকে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও সংগ্রহ করা হচ্ছে। ছুটি বাতিল করা হয়েছে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে (Earthquake) বলেই খবর।   

    ১৫৯ বার কেঁপেছিল নেপালের মাটি

    ভূমিকম্পের পর পর হয় আফটার শক। সেদিনও ১৫৯ বার কেঁপেছিল নেপালের মাটি। শুক্রবারের ওই কম্পনের আঁচ এসে লেগেছিল ভারতের একটি অংশেও। কম্পন অনুভূত হয়েছিল দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারের একাংশে। রবিবার যে ভূমিকম্প হয়, তার জেরে ফের একপ্রস্ত আতঙ্ক ছড়ায়। এদিন নেপালের পাশাপাশি ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। গভীর রাতে কম্পন অনুভূত হয় ফয়জাবাদে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে কম্পন অনুভূত হলেও, ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি।

    আরও পড়ুুন: “মহাদেবের নামেও লুট করতে ছাড়ছে না কংগ্রেস”, ছত্তিশগড়ে তোপ মোদির

    এদিন গোটা ভারতে কোনও কম্পন অনুভূত না হলেও, উত্তর প্রদেশের অযোধ্যায় অনুভূত হয় কম্পন। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, অযোধ্যায় কম্পনের মাত্রা ছিল ৩.৬। উৎসস্থল ছিল অযোধ্যা থেকে ২১৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরে। প্রসঙ্গত, ২০১৫ সালেও একবার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। সেবার এই প্রাকৃতিক বিপর্যয়ের বলি হয়েছিলেন ৯ হাজার জন। শুক্রবার ভোরের কম্পন উসকে দেয় আট বছর আগের ওই স্মৃতি। ইতিমধ্যেই মৃতের সংখ্যা পার করেছে (Earthquake) ১৫০র গণ্ডী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Earthquake: দিল্লির পর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়! আতঙ্কিত এলাকাবাসী

    Earthquake: দিল্লির পর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়! আতঙ্কিত এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভূকম্পন (Earthquake) উত্তর ভারতে। দিল্লির পর এবার কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়। গতকাল, রবিবার দিল্লি সহ এনসিআরের অঞ্চল কেঁপে উঠেছিল ভূমিকম্পে। রিখটার স্কেলের এদিনের কম্পনের মাত্রা ছিল ৪।

    কখন কম্পন অনুভূত হয় (Earthquake)?

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে বলা হয়, ভূমিকম্পের (Earthquake) উৎস ছিল উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে উত্তর-পর্ব দিকে ৪৮ কিমি দূরে। এদিন সকাল ৯টা বেজে ১১ মিনিটে কম্পন অনুভব করা যায়। কম্পনের কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    দিল্লিতেও ভূমিকম্প হয়

    গতকাল দিল্লিতে ভূমিকম্পের (Earthquake) কারণে দেশের রাজধানীতে কম্পন অনুভব করা গিয়েছিল। ওই দিন ঠিক দুপুরবেলার পরে পরেই ৪টে ৮ মিনিট নাগাদ সময়ে কম্পনের জেরে কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছিল, এই ভূমিকম্পের উৎস ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিমি পূর্বে। ফলে দিল্লি সহ নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়েছিল। এছাড়াও উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছিল। উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরেও কম্পনের প্রভাব পড়ে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৬, ৬.২, ৩.৮ এবং ৩.১।

    এলাকায় এই ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়। ভয়ে মানুষ এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন। উল্লেখ্য আবারও আফগানিস্তানের এদিন ভূমিকম্প অনুভব করা যায়। এই কম্পনের কেন্দ্র ছিল হেরাট প্রদেশে এবং কম্পনের মাত্রা ছিল ৬.৩।

    ভূবিজ্ঞানীদের মতামত

    দিল্লির ভূমিকম্প (Earthquake) নিয়ে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির নির্দেশক ভূবিজ্ঞানীর ওপি মিশ্র জানিয়েছেন, “ভারতে ভূমিকম্পের প্রবণতা রয়েছে। প্রতিদিন খুব মৃদু মাত্রায় ভূমিকম্প হয়ে থাকে। জমে থাকা শক্তি মাঝে মাঝেই মুক্ত হতে থাকে। ফলে সেই থেকেই অনেক সময় কম্পন জোরাল হয়ে যায়।” ভারতের টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে ভারতীয় উপমাহদেশের ঘনঘন ভূমিকম্প হয়। সম্প্রতি সময়কালে বারবার কম্পনের কবলে পড়েছে দিল্লি। আগামী দিনে বড় বিপর্যয়ের সম্ভাবনার কথাও বিজ্ঞানীরা বলেছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Earthquake: মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরলো হাজারের গন্ডি, সাহায্যের আশ্বাস মোদির

    Earthquake: মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরলো হাজারের গন্ডি, সাহায্যের আশ্বাস মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: মরক্কোয় ভূমিকম্পের (Earthquake) বলি এক হাজারেরও বেশি মানুষ। জখম হয়েছেন বহু মানুষ। শুক্রবার রাতে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। সূত্রের খবর, চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ৩০০ বাসিন্দাকে।

    ব্যথিত প্রধানমন্ত্রী

    সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির বেশিরভাগটাই হয়েছে শহর ও শহরতলির বাইরে। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা জানার চেষ্টা করছেন মরক্কোর কর্তারা। ভূমিকম্পে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মরক্কোয় ভূমিকম্পে প্রাণহানির জন্য আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন মুহূর্তে আমি পাশে রয়েছি মরক্কোবাসীর। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। যাঁরা জখম হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে মরক্কোকে সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত ভারত।” 

    দ্বিতীয় কম্পন

    মার্কিন জিওলজিক্যাল সার্ভে থেকে জানা গিয়েছে, রাত্রি ১১.১১টা নাগাদ শুরু হয় কম্পন (Earthquake)। স্থায়িত্ব ছিল বেশ কয়েক সেকেন্ডের। মরক্কোর ন্যাশনাল সিসমিক মনিটরিং অ্যান্ড অ্যালার্ট নেটওয়ার্কের দাবি, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭। মার্কিন এজেন্সির দাবি, প্রথম কম্পনের ১৯ মিনিট পরে অনুভূত হয়েছে দ্বিতীয় কম্পন। উত্তর আফ্রিকা অঞ্চলে ভূমিকম্প হয় তুলনামূলকভাবে কম। এদিন যে কম্পন অনুভূত হয়েছে, তার উৎসস্থল ছিল মাটি থেকে ৮০০ কিলোমিটার গভীরে। এর আগে এ দেশে ভূমিকম্প হয়েছিল ২০০৪ সালে। সেবার কম্পন অনুভূত হয়েছিল উত্তর পূর্বের আল হোসেইমা এলাকায়।

    আরও পড়ুুন: নতুন বছরেই খুলছে রামমন্দিরের দ্বার, শুভদিনটি কবে জানেন?

    ভূমিকম্পে মারা গিয়েছিলেন ৬২৮ জন। এর আগে আরও একবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মরক্কো। আগাদির অঞ্চলের ওই ভূমিকম্পে মৃত্যু হয়েছিল অন্তত ১২ হাজার মানুষের। এদিন রাতে আচমকাই কেঁপে (Earthquake) ওঠে মরক্কো। কম্পন স্থায়ী ছিল ২০ সেকেন্ড। কম্পনের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বাড়ি। বাড়ির নীচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। মারাকাশের বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয়েছে চওড়া ফাটলের। ভেঙে পড়েছে বিদ্যুৎ ও টেলি যোগাযোগ ব্যবস্থা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Earthquake: গভীর রাতে দুলে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৬.০

    Earthquake: গভীর রাতে দুলে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৬.০

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস জানিয়েছে, শুক্রবার রাত ১টা নাগাদ রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে এই ভূমিকম্প (Earthquake) হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর সেভাবে পাওয়া যায়নি। ভূমিকম্পের পর আজ শনিবার আফটার শক হতে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদন লেখা পর্যন্ত সেভাবে কোনও ক্ষয়ক্ষতি অথবা প্রাণহানির খবর সামনে আসেনি।

    ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল

    এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটির (Earthquake) কেন্দ্র ছিল মাটির ৬৯ কিলোমিটার গভীরে। কিন্তু ভিন্নমত জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তারা ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)’-কে উদ্ধৃত করে জানিয়েছে যে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    ২০২৩ সালে এই নিয়ে তৃতীয় ভূমিকম্প

    প্রসঙ্গত এটাই প্রথম নয়, চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার ভূমিকম্প হল আন্দামানে। এর আগে গত জানুয়ারিতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯। গত মার্চ মাসেও নিকোবর অঞ্চলে ভূমিকম্প (Earthquake) হয়, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। ফের হল জুলাইতে। প্রসঙ্গত, গত ২০২২ সালের জুলাই মাসে ৪ ও ৫ তারিখ কম্পন অনুভূত হয়। প্রথম কম্পন অনুভূত হয়েছিল ৪ জুলাই ৫টা ৪২ মিনিটে। এরপর ৫ জুলাই সকাল থেকে ২১ বার অনুভূত হয় কম্পন।

     

    আরও পড়ুুন: “মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে…ফাঁসি হওয়া উচিত ”, বিস্ফোরক রাজ্যপাল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে! জারি সুনামি সতর্কতা

    Earthquake: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে! জারি সুনামি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে। জারি করা হল সুনামির সতর্কতা। ভারতীয় সময় সোমবার ভোর ৬টা ১১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের কম্পনের তীব্রতা ছিল ৭.২। সঙ্গে সঙ্গেই ওই দ্বীপরাষ্ট্রটিতে সুনামির সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দফতর। 

    সুনামি সতর্কতা

    নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপে এই তীব্র কম্পন অনুভূত হয়েছে। গতকাল সকালে ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। আতঙ্কিত হয়েছিলেন বাসিন্দারা। যদিও হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ট্যুইট করে কম্পনের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। 

    ক্ষয়ক্ষতির সম্ভাবনা

    ভোরবেলা ভূমিকম্পের ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ এর ফলে আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আমেরিকার সুনামি সতর্কতা দফতর এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল দ্বীপের ১০ কিলোমিটার গভীরে হওয়ায় সমুদ্রে তার প্রভাব পড়তে চলেছে। ফলে নিউজিল্যান্ডে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্বীপের বাসিন্দা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপে গত মাসেও জোরালো ভূমিকম্প হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। স্বল্প সময়ের ব্যবধানে পর পর ৭-এর অধিক মাত্রার এমন ভূমিকম্প চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: প্রথমবার ভারতে আসছেন জো বাইডেন, কেন জানেন?

    ভারতেও ভূমিকম্প

    এদিন ভারতের মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়েও অনুভূত হয়েছে মৃদু কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫। সোমবার ভোর তিনটে নাগাদ অনুভূত হয় কম্পন। গত কয়েক মাস ধরেই এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ভূমিকম্প হয়ে চলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake: কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপ

    Earthquake: কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। তার মধ্যেই পর পর তিনবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নিকোবর (Nicobar) দ্বীপ। রবিবার বিকেল ৪টে নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩। নিকোবর দ্বীপ থেকে ১০ কিমি গভীরে কম্পন অনুভূত হয়েছে। এদিন দুপুর ২টো ৫৯ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.১। প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল দুপুর ১টা ১৬ মিনিটে।

    ভূমিকম্প (Earthquake)…

    রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৯। শেষবারের মতো কম্পন অনুভূত হয় বিকেল ৪টে নাগাদ। এদিন সন্ধে পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। মার্চ মাসের শুরুতেও একবার কেঁপে উঠেছিল নিকোবর দ্বীপ। রিখটার স্কেলে সেবার কম্পনের মাত্রা ছিল ৫।

    এদিন ঘণ্টা কয়েকের ব্যবধানে পর পর তিন বার ভূমিকম্প (Earthquake) হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই পড়ে। ২০২২ সালের জুলাইয়ের শুরুতে ২৪ ঘণ্টায় সেখানে ২২ বার কম্পন অনুভূত হয়েছিল। ৬ এপ্রিলও একবার কেঁপে উঠেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৬। রাজধানী পোর্টব্লেয়ার থেকে ১৪০ কিমি উত্তর পূর্বে ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    আরও পড়ুুন: ফের প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল, গেহলটের বিরুদ্ধে অনশনে বসবেন পাইলট

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৪.৯ মাত্রার কম্পনের (Earthquake) উৎস ছিল ক্যাম্পবেল বে-র ২২৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। পরের কম্পনটির উৎস ছিল নিকোবর দ্বীপে। এটিরও সূচনা হয় মাটির ১০ কিলোমিটার নিচে। আর বিকেল ৪টের সময় যে ৫.৩ মাত্রার কম্পন অনুভূত হয়, সেটিরও উৎস ছিল নিকোবর দ্বীপে, মাটির ১০ কিলোমিটার গভীরে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake: ২ মিনিট ধরে কাঁপল দিল্লি! আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব উত্তর ভারতে

    Earthquake: ২ মিনিট ধরে কাঁপল দিল্লি! আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব উত্তর ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আতঙ্কের রাত কাটাল দিল্লিবাসী। আফগানিস্তানের ভূমিকম্পের (Afghanistan Quake) জোরালো প্রভাব পড়েছে দিল্লি সহ গোটা উত্তর ভারতে। প্রায় ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারত। সঙ্গে একের পর এক আফটারশক। কেবলমাত্র দিল্লিই নয়, কম্পন অনুভূত হয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানাতেও। 

    কাঁপল আফগানিস্তান

    মঙ্গলবার রাত ১০টা ১৭ মিনিট নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন নয়ডা অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান লাগোয়া হিন্দুকুশ এলাকায়। প্রায় দুই মিনিট ধরে সেই কম্পন স্থায়ী হয় বলে জানা গিয়েছে। ভারত ছাড়াও পাকিস্তান,  তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন, আফগানিস্তান ও কিরঘিজস্তানেও কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের জুর্ম শহর থেকে দক্ষিণ-পূর্বে ৪০ কিলোমিটার দূরে। পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তের মাঝামাঝি জায়গায় ভূমিকম্পের কারণে আফগানিস্তানে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  ১৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

    আরও পড়ুন: “দুর্নীতির টাকাতে কেউ বিশ্বভ্রমণ করেছেন, কেউ চোখের ট্রিটমেন্ট”! বিস্ফোরক সুকান্ত

    মধ্যরাত পর্যন্ত রাস্তায়

    ভূমিকম্পের উৎসস্থল মূলত আফগানিস্তান হলেও টানা ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারতের একাধিক শহর। আতঙ্কে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন বহু মানুষ। দিল্লিবাসীরা সমাজমাধ্যমে তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ বলেছেন, তাঁদের বহুতল ভূমিকম্পে দুলতে শুরু করেছিল। ফলে প্রাণের ভয়ে ১১ তলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে রাস্তায় নেমে এসেছেন বাসিন্দারা। ছোট শিশুকে কাঁথায় জড়িয়ে ঘর ছেড়ে ছুটতে দেখা গিয়েছে কাউকে। কেউ আবার ঘরে দাঁড়িয়েই সিলিং ফ্যান এবং অন্যান্য আসবাবপত্র কেঁপে ওঠার ভিডিয়ো রেকর্ড করেছেন। 

    গত বছরের শেষভাগ থেকেই দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী (Delhi)। এবারের ভূমিকম্পও সেইরকম হচ্ছে বলেই ভেবেছিলেন বাসিন্দারা। কিন্তু কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পরও যখন কম্পন অনুভূত হয়, তখনই বিপদ আঁচ করেন। তড়িঘড়ি বাড়ি ছেড়ে নীচে নেমে আসেন বাসিন্দারা। এরপর সারা রাতই কেটেছে আতঙ্কে। ফের ভূমিকম্প হতে পারে, এই ভয়ে অনেকে মধ্যরাত অবধি রাস্তাতেই বসে থাকেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share