Tag: Eastern Railway

Eastern Railway

  • Madhyamik 2024: আজ শুরু হচ্ছে মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধায় উদ্যোগ রেল, মেট্রোর

    Madhyamik 2024: আজ শুরু হচ্ছে মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধায় উদ্যোগ রেল, মেট্রোর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুক্রবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024)। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯,২৩,০১৩ জন। এদের মধ্যে পুরুষের সংখ্যা- ৪,০৫,৯৯৪। মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৬৭৫টি। পরীক্ষার সূচিতেও এসেছে বদল। দুপুর ১১:৪৫ এর বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ৯টা ৪৫ থেকে। তা শেষ হবে ১টা নাগাদ।

    পর্ষদের বিশেষ ব্যবস্থা গ্রহণ

    মাধ্যমিক পরীক্ষার্থীরা (Madhyamik 2024) যে কোনও সমস্য়ায় পড়লে পর্ষদের তরফ থেকে হেল্প নম্বর দেওয়া হয়েছে। বিভিন্ন জোন অনুসারে নম্বরগুলি ভাগ করা হয়েছে। পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারবে নিম্নলিখিত নম্বরগুলিতে।

        পর্ষদের কন্ট্রোল রুমের নম্বর: 033-2359-2277, 2321-3844
        উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর: 9147135748
        বর্ধমান আঞ্চলিক অফিসের নম্বর: 9147135747
        মেদিনীপুর আঞ্চলিক অফিসের নম্বর : 9147135752

    ভারতীয় রেলের বিশেষ ব্যবস্থা

    মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik 2024) সুবিধার জন্য উদ্যোগ নিল পূর্ব রেল। জানা গিয়েছে, পূর্ব রেলের ২১টি লোকাল ট্রেন বেশ কয়েকটি হল্ট স্টেশনে থামবে পরীক্ষার দিনগুলিতে। সাধারণত এই স্টেশনগুলিতে ট্রেন দাঁড়ায় না, তবে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রেল এমন সিদ্ধান্ত নিল। কয়েকদিন আগেই এনিয়ে বিবৃতি সামনে এসেছে পূর্ব রেলের। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার দিনগুলিতে শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও জালালখালি হল্ট স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলি। অন্যদিকে বারাসত-বনগাঁ সেকশনে সানহাটি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে ২১টি লোকাল ট্রেন। আবার মেট্রোতেও বিশেষ পরিষেবার ঘোষণা করা হল। 

    আরও পড়ুুন: বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল জেএমএম সুপ্রিমো হেমন্তকে

    পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে কলকাতা মেট্রোও। পরীক্ষার দিনগুলিতে শনিবার সকাল ৮:২০ মিনিট থেকে ৯ টার মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে। আবার দুপুরে ১টা থেকে ২ টোর মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে। দুটি মেট্রোর মাঝখানে কমানো হবে সময়ের ব্যবধানও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Railways: আমূল বদলে যাচ্ছে মালদা টাউন স্টেশন, জেনে নিন কী কী সুবিধা মিলবে

    Indian Railways: আমূল বদলে যাচ্ছে মালদা টাউন স্টেশন, জেনে নিন কী কী সুবিধা মিলবে

    মাধ্যম নিউজ ডেস্ক: আমূল বদলে যাচ্ছে মালদা টাউন স্টেশন (Indian Railways)। আজকের মালদা টাউন স্টেশন এবং ভবিষ্যতের পরিকল্পিত মালদা টাউন স্টেশনের মধ্যে যে বিরাট পার্থক্য থাকবে, তা বাংলার মানুষের জন্য লাভজনক হবে বলেই পুর্ব রেল মনে করছে। কেন্দ্রীয় সরকার অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন রেল স্টেশনের আমূল পরিবর্তন আনতে  চলেছে, যার মধ্যে মালদা টাউন একটি অন্যতম স্টেশন। পূর্ব রেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই পরিবর্তন যজ্ঞের জন্য মালদা টাউন স্টেশনের ক্ষেত্রে মোট বিনিয়োগ হবে ৪৩ কোটি টাকা।

    নতুন আঙ্গিকের স্টেশনে কী কী থাকবে? (Indian Railways)

    রেলের দাবি, পরিবর্তনের পরবর্তীকালে মালদা টাউন স্টেশনকে দেখা যাবে এক সম্পূর্ণ অন্য এবং নূতন আঙ্গিকে। কারণ এই স্টেশনে হবে নতুন স্টেশন ভবন, প্রাইভেট দু’চাকা এবং চারচাকা গাড়ি পার্কিং-এর বন্দোবস্ত, পৃথক অ্যারাইভাল এবং ডিপার্চার ব্লক, ওয়াকওয়ে, স্টেশন সারকুলেটিং এরিয়ার উন্নতিবিধান, আমূল বদলে যাওয়া প্ল্যাটফর্ম, অত্যাধুনিক ফিটিং সহ ঝাঁ চকচকে টয়লেট। এছাড়াও থাকবে সমস্ত সুবিধাযুক্ত ওয়েটিং লাউঞ্জ, ফুড প্লাজা এবং সর্বোপরি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল, যাতে স্থানীয় কারিগর এবং শিল্পীরা তাঁদের উৎপাদিত পণ্য বৃহত্তর বাজারে নিয়ে যেতে পারেন। এই উন্নত পরিকাঠামোর ফলে মালদা টাউন স্টেশন স্টেশন কেবলমাত্র যাত্রী পরিষেবা কেন্দ্রই নয়, ভবিষ্যতে একটি ব্যবসায়িক তথা অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।এই উন্নতি বিধানের কাজের গতি দ্রুততর করতে পূর্ব রেলের (Indian Railways) সমস্ত স্তরে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যত শীঘ্র সম্ভব এই উন্নতমানের স্টেশনের বাস্তবায়ন করা যায়।

    আগেও গুরুত্ব পেয়েছে মালদা টাউন স্টেশন (Indian Railways)

    পূর্ব রেল ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিককালে যাত্ৰীদের সুবিধার্থে মালদা টাউন স্টেশনে অনেকগুলি নতুন ট্রেনের স্টপেজ হয়েছে এবং আগামী দিনেও হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতবর্ষের প্রথম অমৃত ভারত ট্রেন যেটি মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরু অবধি চলছে। এছাড়াও, আগরতলা-আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশন হয়ে যাচ্ছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই  রেল (Indian Railways) এই পদক্ষেপগুলি নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Burdwan: বর্ধমান স্টেশনের বিপর্যয়কাণ্ড! পূর্ব রেলের কতগুলি জলের ট্যাঙ্ক ভাঙা পড়ছে জানেন?

    Burdwan: বর্ধমান স্টেশনের বিপর্যয়কাণ্ড! পূর্ব রেলের কতগুলি জলের ট্যাঙ্ক ভাঙা পড়ছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ধমান (Burdwan) স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে চারজনের মৃত্যু হয়। ৩৪ জন যাত্রী জখম হন। সেই ঘটনার পরই এবার নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। নতুন করে এই ধরনের বিপর্যয় যাতে না হয়, তার জন্য রেলের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    রেলের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হল?

    পূর্ব রেলের অধীনে বিভিন্ন স্টেশন চত্বরে একটি করে জলাধার আছে। এর মধ্যে একাধিক জলের ট্যাঙ্ক ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। এই তালিকায় রয়েছে হাওড়া ডিভিশনের তিনটি, আসানসোল ডিভিশনের আটটি এবং মালদা ডিভিশনের একটি জলের ট্যাঙ্ক। বিপদ এড়াতে এই সব ক’টি ট্যাঙ্ককেই ভেঙে ফেলা হবে। পূর্ব রেলের অধীনে বিভিন্ন স্টেশন চত্বরে সব মিলিয়ে মোট ৪৮টি জলাধার আছে। সেগুলির সব ক’টিকেই নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই তালিকায় আছে শিয়ালদা ডিভিশনের সাতটি, আসানসোল ডিভিশনের ২৩টি, হাওড়া ডিভিশনের ১৪টি এবং মালদা ডিভিশনে চারটি ট্যাঙ্ক। প্রসঙ্গত, হেরিটেজ তকমা পাওয়া বর্ধমান (Burdwan) স্টেশনে গত ১৩ ডিসেম্বর দুপুর ১২টা নাগাদ বিপর্যয় ঘটে। স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা ১৮৯০ সালে তৈরি ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ে। ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মের শেডের উপর আছড়ে পড়ে বিপুল পরিমাণ জল ও ভাঙা ট্যাঙ্কের ধাতব অংশ। ওই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। মৃতদের নাম ক্রান্তি বাহাদুর (১৪), সোনারাম টুডু (৩৫), মফিজা বেগম (৩৫) এবং সুধীর সূত্রধর। ক্রান্তি এবং সোনারাম দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্ধমান শহরের লাকুড্ডির বাসিন্দা ছিলেন মফিজা। এই ঘটনার পরই রেল কর্তৃপক্ষ বহু পুরানো জলাধার ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    পূর্ব রেলের আধিকারিক কী বললেন?

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, বর্ধমান (Burdwan) স্টেশনের বিপর্যয়ের পর বিভিন্ন স্টেশনে আরও কিছু জলাধার চিহ্নিত করা হয়েছে। বিপজ্জনক হিসেবে সেগুলিকেও পরে নষ্ট করে ফেলা হবে। আপাতত নষ্ট করার আগে সব চিহ্নিত জলাধারগুলিতে ধারণ ক্ষমতার অর্ধেক জল ভরা হবে। যদি মনে হয় কোনওটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন, সেগুলির সংস্কার করা হবে। সে কাজেও হাত দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা হবে বলে আশা করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: নতুন বছরের শুরুতে পাঁচটি স্টেশনকে ঢেলে সংস্কারের উদ্যোগ, তালিকায় কাদের নাম রয়েছে জানেন?

    Asansol: নতুন বছরের শুরুতে পাঁচটি স্টেশনকে ঢেলে সংস্কারের উদ্যোগ, তালিকায় কাদের নাম রয়েছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতে আসানসোল (Asansol) ডিভিশনের পাঁচটি স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল রেলমন্ত্রক। অমৃত ভারত প্রকল্পে এই উন্নয়নমূলক কাজ করা হবে। ইতিমধ্যে রেল মন্ত্রক অর্থ অনুমোদনও করেছে। আর সেই সব স্টেশনে কাজ শুরু হওয়ার পথে। নতুন করে পাঁচটি স্টেশনকে সংস্কার করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীও খুশি।

    ঢেলে সংস্কার করা হচ্ছে কোন পাঁচটি স্টেশন? (Asansol)

    রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলের আসানসোল (Asansol) ডিভিশনের আসানসোল, রানিগঞ্জ, অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং ঝাড়খণ্ডের কুমারডুবি-এই পাঁচটি স্টেশনের আধুনিকীকরণের কাজ নতুন বছরের গোড়া থেকে শুরু হবে। এর জন্য রেল মন্ত্রক প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই আসানসোল স্টেশনে কাজ শুরু হয়েছে। শুরুতে অমৃত ভারত প্রকল্পে রানিগঞ্জ স্টেশনের নাম ছিল না। অথচ এই স্টেশন ১৮৫৫ সালে তৈরি হয়েছিল। হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত রেল চালু হওয়ার পর তা সম্প্রসারণের কাজ বর্ধমান হয়ে রানিগঞ্জ পর্যন্ত হয়েছিল। তাই, এলাকার মানুষ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সরব হন। রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। পরে এই স্টেশনের নাম নথিভুক্ত করা হয়।

    কী কী উন্নয়নমূলক কাজ করা হবে?

    রেল সূত্রে খবর, রানিগঞ্জে চলমান সিঁড়ি, লিফ্‌ট, আধুনিক যাত্রী প্রতীক্ষালয়, পাণ্ডবেশ্বরে সৌন্দর্যায়ন, অন্ডালে লিফ্‌ট, চলমান সিঁড়ি, ফুট ওভারব্রিজ তৈরি হবে। পাশাপাশি, পাণ্ডবেশ্বর লাগোয়া ঝাঁঝরা, সোনপুর বাজারি খনি থেকে রেলের রেকে প্রচুর পরিমাণে কয়লা পরিবহণ করা হয়। তাই পাণ্ডবেশ্বর স্টেশনটির পাশাপাশি এলাকার উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে রেলের। আর এই কাজের জন্য রানিগঞ্জের জন্য ৩৫ কোটি, পাণ্ডবেশ্বর স্টেশনের জন্য ২১ কোটি, অন্ডালের জন্য ২০ কোটি এবং কুমারডুবি স্টেশনের আধুনিকীকরণের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    রেল আধিকারিকের কী বক্তব্য?

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, প্রথম ধাপে আসানসোলের (Asansol) সঙ্গে বাকি চারটি স্টেশনের কাজও চলবে। নতুন বছরেই কাজ শুরু হবে। আসানসোল রেল ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল কুমারডুবি। সেখানে নতুন স্টেশন ভবন, অত্যাধুনিক যাত্রী প্রতীক্ষালয়, দু’টি চলমান সিঁড়ি, লিফট তৈরি করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Poush Mela Santiniketan: শান্তিনিকেতনে পৌষমেলার জন্য চলবে ‘স্পেশাল ট্রেন’, ঘোষণা পূর্ব রেলের

    Poush Mela Santiniketan: শান্তিনিকেতনে পৌষমেলার জন্য চলবে ‘স্পেশাল ট্রেন’, ঘোষণা পূর্ব রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিনিকেতনের পৌষমেলায় ‘পৌষমেলা স্পেশাল ট্রেন’ (Poush Mela Santiniketan) চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল। সূত্রে জানা গিয়েছে, পর্যটকদের যাতায়েত সুবিধার জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যদিও সাময়িক ভাবে বিগত কয়েক বছর এই মেলা বন্ধ থাকলেও এবছর ফের মেলা অনুষ্ঠিত হতে চলেছে। প্রচুর পর্যটকদের ভিড় হবার আশঙ্কায় এই স্পেশাল ট্রেন চলবে।

    রেলের সূত্রে কী জানা গিয়েছে (Poush Mela Santiniketan)?

    গত কয়েক বছর ধরে বোলপুরের শান্তিনিকেতনে মেলা বন্ধ ছিল। এই বছর ফের মেলা হওয়ার কথা জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। ফলে এই বছর বেশ মেলার কারণে ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে মেলার (Poush Mela Santiniketan) আগত পর্যটকরা জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন। আগামী ২৫, ২৬, ২৭ ডিসেম্বর হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে। এই সকল ট্রেনগুলি ব্যান্ডেল, বর্ধমান হয়ে রামপুরহাট পর্যন্ত চলবে। মেলার জন্য এই প্রত্যেকদিন সকাল ৭ টা ১৫ মিনিট পর্যন্ত হাওড়া থেকে চলবে এই পৌষমেলা স্পেশাল ট্রেন। এই ট্রেন সকাল ১১ টার মধ্যে পৌঁছে যাবে রামপুরহাটে। আবার বিকাল ৩ টার সময় রামপুরহাট থেকে চলবে এবং হাওড়ায় পৌঁছাবে সন্ধ্যে ৭ টায়। সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনের যাত্রাপথে যে যে স্টেশনে দাঁড়াবে তা হল ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, আহমেদপুর, সাঁইথিয়া।

    মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “এই স্পেশাল ট্রেন মেলার (Poush Mela Santiniketan) দর্শনার্থীদের কাছে বাজেট ফ্রেন্ডলি হবে। ট্রেনের মধ্যে জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণ করা যাবে।”

    উল্লেখ্য, এই মেলা খুবই ঐতিহ্যবাহী মেলা। কিন্তু বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়ে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। অবশ্য বন্ধের পিছনে স্থানীয় তৃণমূল নেতাদের বিশ্বভারতীর মেলারমাঠ দখল এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশকে ধ্বংস করার বিষয়ে শাসক দলের রাজনীতি উঠেছিল। পাশাপাশি ক্যাম্পাসের ছাত্র, গবেষক, আশ্রমিক এবং স্থানীয় মানুষ পৌষমেলার দাবিতে বারবার আন্দোলন করতে দেখা যায়। যদিও নতুন অস্থায়ী উপাচার্য নিযুক্ত হওয়ার বিশেষ বৈঠকে ‘মেলার প্রস্তুতিতে সময়ের অভাবে’র কথা না বললেও আবার স্থানীয় মানুষের দাবিতে মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Train Canceled: যাত্রী দুর্ভোগের আশঙ্কা! ফের শিয়ালদহ শাখায় ট্রেন বন্ধ

    Train Canceled: যাত্রী দুর্ভোগের আশঙ্কা! ফের শিয়ালদহ শাখায় ট্রেন বন্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহশেষে ভোগান্তির শিকার হতে পারেন রেল যাত্রীরা। রক্ষণাবেক্ষণের জরুরি কাজের জন্য আগামী শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে পরদিন সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রায় ১০ ঘণ্টা শিয়ালদহ শাখায় (Sealdah branch) ট্রেন চলাচল ব্যহত হবে।

    দুঃখপ্রকাশ পূর্ব রেলের

    পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশকিছু লোকাল ট্রেন (Local train) বাতিল করা হয়েছে। তার পাশাপাশি কয়েকটি দূরপাল্লা ট্রেনের রুট (long distance) পরিবর্তনও করা হয়েছে। যার জেরে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের হয়রানির জন্য রেলের পক্ষ থেকে আগাম দুঃখপ্রকাশ করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

    লোকাল ট্রেনে প্রভাব

    শনিবার রাতে শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং বারাকপুর লোকাল বাতিল করা হচ্ছে। পরদিন, রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল ছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু’জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। এ ছাড়াও, শিয়ালদহ থেকে দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বন্ধ থাকবে। 

    আরও পড়ুন: আপাতত বৃষ্টি নেই, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই গরমে নাজেহাল শহরবাসী

    দূরপাল্লার ট্রেনে প্রভাব

    লোকাল ট্রেন ছাড়াও প্রভাব পড়বে দূরপাল্লা ট্রেনের সূচিতেও। পূর্ব রেল সূত্রে খবর, শনিবার পদাতিক ও আজমের এক্সপ্রেস শিয়ালদহে আসবে না। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে শিয়ালদহমুখী পদাতিক এবং অজমের এক্সপ্রেস শনিবার কলকাতা স্টেশনে আসবে। ওই দু’টি ট্রেন শনিবার কলকাতা টার্মিনাল থেকেই ছাড়বে। এ ছাড়া, ওই দু’দিনের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ অভিমুখে রওনা হবে। যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন, তাই আগে থেকেই ট্রেন বন্ধের বিষয়টি জানিয়ে দিল রেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Bangladesh train services: দু’বছর পর ফের চালু হল ভারত-বাংলাদেশ রেল পরিষেবা

    India-Bangladesh train services: দু’বছর পর ফের চালু হল ভারত-বাংলাদেশ রেল পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝে প্রায় দু’বছরের বিরতি কাটিয়ে ভারত-বাংলাদেশের (India-Bangladesh Relations) মধ্যে ফের চালু হল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। রবিবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। একই সঙ্গে কলকাতা থেকে খুলনার উদ্দেশে রওনা দিয়েছে বন্ধন এক্সপ্রেস (Bandhan Express)। ইস্টার্ন রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। 

    রবিবার সকাল ৭টা ১০ নাগাদ কলকাতা স্টেশন থেকে রওনা দেয় ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস। দুই বছর বাদে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে এদিন যাত্রী-সংখ্যা অল্প ছিল। উৎসাহ দেখা গেছে কলকাতার রেল কর্তৃপপক্ষের মধ্যেও। এদিন ৯ জন বাংলাদেশি এবং ১০ জন ভারতীয়-সহ মোট ১৯ জন যাত্রী নিয়ে কলকাতা স্টেশন থেকে ১০ বগির বন্ধন এক্সপ্রেস ছাড়ে। অভিবাসন এবং নিরাপত্তারক্ষীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ডগ স্কোয়াড বিএসএফ, আরপিএফ এবং সিআরপিএফ কলকাতা স্টেশনটি ঘিরে ফেলেছিল। ট্রেন ছাড়ার ১ ঘণ্টা আগে ইমিগ্রেশন কাউন্টারে যাত্রীরা আসা শুরু করেন। এরপর প্রত্যেকের টিকিট এবং পাসপোর্ট চেক করে যাত্রীদের আসন গ্রহণ করতে বলা হয়। নির্দিষ্ট সময়ে কলকাতা থেকে ছাড়ে বন্ধন এক্সপ্রেস।

    অন্যদিকে, রবিবার ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় মৈত্রী এক্সপ্রেস।  বাংলাদেশের সময় অনুযায়ী, সকাল ৮টা ১৫ মিনিটে  ১৬৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। এর উদ্বোধন করেন সেদেশের রেলওয়ে আধিকারিক ধীরেন্দ্র নাথ মজুমদার। ট্রেনটিতে আসন রয়েছে ৪৫৬টি। এর মধ্যে ভারতীয় যাত্রী ১৬ জন। আর একজন ইন্দোনেশিয়ার নাগরিক। বিকেল চারটে কলকাতা স্টেশনে পৌঁছায় মৈত্রী এক্সপ্রেস। সোমবার আবার কলকাতা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

    করোনাকালে সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে ২০২০-র ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল (India Bangladesh passenger train service) বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২৬ মাস পর সেই কাঁটা সরল বলে মনে করা হচ্ছে। বৃহস্পতি ও রবি, সপ্তাহে দু’দিন করে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস (Kolkata-Khulna Bandhan express) চলবে বলে ঠিক হয়েছে। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (Dhaka Kolkata Maitree express) চলবে সপ্তাহে পাঁচদিন। অন্যদিকে, রেল সূত্রে খবর, চার দশক পর ১ জুন থেকে ফের চালু হচ্ছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী একমাত্র ট্রেন মিতালি এক্সপ্রেস।  বুধবার ভার্চুয়াল মাধ্যমে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Baishnaw) এবং বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন। 

LinkedIn
Share