Tag: Educational Partnerships

Educational Partnerships

  • India-US Educational Partnership: শিক্ষাক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়াতে আমেরিকায় গেল ভারতীয় প্রতিনিধি দল

    India-US Educational Partnership: শিক্ষাক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়াতে আমেরিকায় গেল ভারতীয় প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উৎসাহী দু’দেশের সরকার। ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী দু’দেশের কূটনৈতিক মহল। তাই শিক্ষাক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়াতে আমেরিকায় গেল ভারতীয় প্রতিনিধি দল। ওই দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু। হরিয়ানার ঋষিহুড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সুরেশ প্রভু জানান, আমেরিকা ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  মধ্যে সেমেস্টার করে পাঠদান, ফ্যাকাল্টি পরিবর্তন, একসঙ্গে গবেষণা, যৌথ ডিগ্রি প্রদান প্রসঙ্গে কথাবার্তা হবে। খতিয়ে দেখা হবে আমেরিকার বিভিন্ন প্রান্তের শিক্ষা পদ্ধতি।
    আমেরিকার বোস্টন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জলস, সান-ফ্রান্সিসকো-সহ বিভিন্ন প্রদেশে যাবে ওই প্রতিনিধি দল। সেখানে ভারতীয় পড়ুয়াদের সঙ্গে কথা বলা হবে। আলোচনা হবে সেখানকার বাণিজ্যিক সংস্থা, শিক্ষাবিদ , গবেষকদের সঙ্গে। দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাঁদের স্বচ্ছ্ব ধারণাও দেবে ওই দল।

LinkedIn
Share