Tag: Elon Musk

Elon Musk

  • Elon Musk: বিশ্বের প্রথম মানুষ! ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন ইলন মাস্ক

    Elon Musk: বিশ্বের প্রথম মানুষ! ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: মাস্ক-এর বাজিমাত। রেকর্ড গড়ে বিশ্বের প্রথম ধনকুবের হিসেবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন ইলন মাস্ক (Elon Musk)। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলা কর্তা। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ।

    ট্রাম্প আসতেই টেসলার টেক্কা

    ট্রাম্প ক্ষমতায় আসতেই পোয়াবারো ইলন মাস্কের (Elon Musk)। ব্লুমবার্গের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ৪৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে ইলন মাস্কের কাছে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা দাঁড়ায় ৩৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি। ইলন মাস্কের মালিকানাধীন টেসলা এবং স্পেসএক্স, দুই সংস্থাই সম্প্রতি বিরাট লাভের মুখ দেখেছে। এর মধ্যে টেসলার স্টকের দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। তার জেরেই লাফিয়ে বেড়েছে মার্কিন এই ধনকুবেরের সম্পত্তির পরিমাণ। বিশ্লেষকদের মতে, টেসলার এই উত্থানের নেপথ্যে রয়েছে দুটি কারণ। প্রথমত, হবু মার্কিন প্রেসিডেন্ট রোবটচালিত গাড়ির পক্ষে সওয়াল করবেন। পাশাপাশি টেসলার প্রতিদ্বন্দ্বী গাড়ি প্রস্তুতকারীদের কর সংক্রান্ত সুযোগসুবিধাতেও কোপ বসাবেন ট্রাম্প। সেই কারণেই টেসলার উপর আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে চড়চড়িয়ে বেড়েছে মাস্কের সম্পত্তির পরিমাণ।

    মাস্কের মুনাফা

    টেসলার পাশাপাশি মাস্কের (Elon Musk) স্পেসএক্স এবং এক্সআই-ও সর্বকালের সেরা মুনাফা পেয়েছে। বুধবাই নতুন এক চুক্তি সেরেছে এই সংস্থা। গোটা বিশ্বে এই সংস্থাই সবচেয়ে মূল্যবান স্টার্টআপ। ট্রাম্প জেতার পর থেকে যেন ‘আচ্ছে দিন’ শুরু হয়েছে মাস্কের। নয়া মার্কিন প্রশাসনে গুরুদায়িত্ব পেয়েছেন তিনি। এবার বিপুল সম্পত্তির অধিকারী হয়ে গড়ে ফেললেন নয়া রেকর্ড। শোনা যায়, ট্রাম্পের নির্বাচনী খরচের অনেকটাই বহন করেছিলেন মাস্ক। তাই ট্রাম্প জয়ের পর থেকে লাফিয়ে বেড়েছে মাস্কের সম্পদের পরিমাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • GSAT 20 Satellite: মাঝ আকাশেও ইন্টারনেট পরিষেবা! মাস্কের রকেটে চেপে মহাকাশে ভারতের ‘জিস্যাট ২০’

    GSAT 20 Satellite: মাঝ আকাশেও ইন্টারনেট পরিষেবা! মাস্কের রকেটে চেপে মহাকাশে ভারতের ‘জিস্যাট ২০’

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে পাড়ি দিল ইসরোর (ISRO) অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট ২০’ (GSAT 20 Satellite)। ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার ‘ফ্যালকন ৯’ রকেটে চড়ে মহাকাশে যাত্রা করল ‘জিস্যাট ২০’। ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করা হয়। যাত্রাপথে সময় লেগেছে ৩৪ মিনিট। ইসরো সূত্রে জানানো হয়েছে, এই উপগ্রহ ১৪ বছর কর্মক্ষম থাকবে। ভারতের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে এই উপগ্রহ।

    কোথা থেকে উৎক্ষেপণ

    চলতি বছরে ৩ জানুয়ারি ইসরোর (ISRO) বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করে। ইসরোর ‘জিস্যাট২০’ (GSAT 20 Satellite) উপগ্রহটি ৪ হাজার ৭০০ কিলোগ্রাম ভারী। এত ভারী উপগ্রহকে মহাকাশে পাঠানোর মতো রকেট ইসরোর হাতে নেই। তাই স্পেসএক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো এখনও পর্যন্ত ৪৩০টি বিদেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে।  ইসরো এবং ‘স্পেস এক্স’-এর যৌথ উদ্যোগে এটিই প্রথম উৎক্ষেপণ। সোমবার মধ্যরাতে কেপ ক্যানভেরালের স্পেস কমপ্লেক্স ৪০ থেকে উৎক্ষেপিত হয় ইসরোর এই কৃত্রিম উপগ্রহ। এই অঞ্চলটি আমেরিকার মহাকাশ বাহিনীর (আমেরিকার সশস্ত্র বাহিনীর একটি অঙ্গ) অধীনে রয়েছে। স্পেস কমপ্লেক্সের এই উৎক্ষেপণস্থলটি বর্তমানে ব্যবহার করে মাস্কের সংস্থা।

    কী কাজে লাগবে ‘জিস্যাট ২০’

    ইসরো জানিয়েছে, ‘জিস্যাট২০’ (GSAT 20 Satellite) হল একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। ভারতের ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করবে কৃত্রিম এই উপগ্রহ। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা, মাঝ আকাশে বিমানের ভিতরেও ইন্টারনেট পরিষেবার মতো একাধিক সুবিধা পাওয়া যাবে। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ কেপ ক্যানাভেরাল থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন। তিনি জানিয়েছেন, উৎক্ষপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথ প্রতিস্থাপিত হয়েছে।

    ‘জিস্যাট ২০’ উৎক্ষেপণের সময়ে বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টার থেকে প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি ১৪ বছর সচল থাকবে। তার জন্য দেশের মাটিতে সমস্ত পরিকাঠামো তৈরি রয়েছে। এই স্যাটেলাইট ‘জিএসএটি-এন২’ (GSAT N2) নামেও পরিচিত। শুধু এক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ নয়। ইসরো এবং স্পেসএক্স যৌথভাবে ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়েও কাজ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Elon Musk: শীঘ্রই ভারতে আসছে স্টারলিঙ্ক! কেন্দ্রের ডেটা স্থানীয়করণ শর্তে রাজি মাস্কের স্পেসএক্স

    Elon Musk: শীঘ্রই ভারতে আসছে স্টারলিঙ্ক! কেন্দ্রের ডেটা স্থানীয়করণ শর্তে রাজি মাস্কের স্পেসএক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: ইলন মাস্কের (Elon Musk) স্পেসএক্স, যা বেশ কয়েকটি দেশে স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে, এবার ভারতেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে, স্পেসএক্সের স্টারলিঙ্কের (SpaceX Starlink) কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সংস্থাটি ডেটা বা তথ্যের বিষয়ে স্থানীয়করণ এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থার জন্য ভারত সরকারের শর্তে সম্মতি দিয়েছে।

    ভারতে স্টারলিঙ্ক লঞ্চের ইঙ্গিত (Elon Musk)

    মানি কন্ট্রোলের একটি খবরে জানা গিয়েছে, স্টারলিঙ্কের লাইসেন্সের আবেদন আবার ট্র্যাকে ফিরে এসেছে। কারণ মাস্ক তাঁর মালিকানাধীন কোম্পানি ভারত সরকারের দেওয়া শর্তে সম্মত হয়েছে। স্টারলিঙ্ক (SpaceX Starlink) বেশ কিছুদিন ধরেই ভারতীয় বাজারে প্রবেশের চেষ্টা করছিল। সাম্প্রতিক এই অগ্রগতিতে অদূর ভবিষ্যতে ভারতে স্টারলিঙ্ক নেটওয়ার্ক সূচনার ইঙ্গিত দিতে পারে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “টেলিকমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি বৈঠকে স্টারলিঙ্ক (SpaceX Starlink) নীতিগতভাবে সরকারের প্রয়োজনীয়তার সঙ্গে সম্মতি দিয়েছে। ইলন মাস্ক (Elon Musk) হলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ের পর তিনি অনেক বেশি প্রভাবশালী হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। মাস্ক প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন করেছিলেন এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনও করেছিলেন। মার্কিন মুলুকে নতুন ট্রাম্প সরকারেও তিনি প্রধান ভূমিকা পালন করতে চলেছেন।”

    আরও পড়ুনঃ রাশিয়ায় তৈরি প্রথম স্টেল্থ ফ্রিগেট ‘তুশিল’ ডিসেম্বরেই আসছে ভারতের হাতে

    কে এই ইলন মাস্ক (Elon Musk)?

    ইলন মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগকারী। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের সিইও ও প্রধান প্রযুক্তি আধিকারিক। তিনি একই ভাবে আবার বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের-ও প্রধান কার্যনির্বাহী আধিকারিক। তিনি পণ্য প্রস্তুতকারক সোলারসিটির চেয়ারম্যান। সেই সঙ্গে তিনি দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতাও। একই ভাবে নিউরালিঙ্কের সহযোগী প্রতিষ্ঠাতা, ওপেনএআইয়ের সহযোগী প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। তিনি পেপালেরও (PayPal) একজন সহযোগী-প্রতিষ্ঠাতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunita Williams: ‘২০২৫ সালের ফেব্রুয়ারিতে মহাকাশ থেকে ফিরতে পারেন সুনীতা’, জানাল নাসা

    Sunita Williams: ‘২০২৫ সালের ফেব্রুয়ারিতে মহাকাশ থেকে ফিরতে পারেন সুনীতা’, জানাল নাসা

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। সঙ্গে রয়েছেন সহকর্মী বুচ উইলমোর। প্রাথমিকভাবে তাঁদের মিশন প্রায় আটদিন স্থায়ী হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু, স্টারলাইনারে প্রপালশন সিস্টেমে সমস্যার কারণে এটি বাড়ানো হয়েছে। তাঁদের পৃথিবীতে ফেরানো নিয়ে বড় ঘোষণা করল নাসা।

    কী জানিয়েছে নাসা? (Sunita Williams)

    নাসার কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, ইঞ্জিনিয়াররা সুনীতাদের (Sunita Williams) বোয়িং স্টারলাইনার মহাকাশ যানের যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য দিনরাত কাজ করছেন। প্রয়োজনে বোয়িং-এর পরিবর্তে সাহায্য নিতে হতে পারে স্পেস-এক্স মহাকাশ যানেরও। মহাকাশচারীদের বোয়িংয়ে ফেরানোর ঝুঁকি নেওয়া হবে, না কি স্পেস এক্সের সাহায্য নেওয়া হবে সে নিয়েও নাসার (NASA) বিজ্ঞানীদের মধ্যে চলছিল মত বিরোধ। শেষমেশ নাসা জানিয়েছে, তাঁদের ফেরাতে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্তও সময় লেগে যেতে পারে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই স্পেস এক্সের ক্রু ড্রাগনে পৃথিবীতে ফিরবেন তাঁরা।

    আরও পড়ুন: ‘‘হিন্দুদের ওপর, মন্দিরে হামলায় উদ্বিগ্ন’’, বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের

    ৫ জুন পাড়ি দিয়েছিলেন সুনীতা

    মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে গত ৫ জুন মার্কিন মহাকাশ সংস্থা নাসার ওই দুই নভশ্চর পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। দীর্ঘ অপেক্ষা এবং প্রস্তুতির পর এটিই ছিল বোয়িং-এর প্রথম মহাকাশচারীদের (Sunita Williams) নিয়ে যাত্রা। এই ‘ক্রু ফ্লাইট টেস্ট’ অভিযানের উদ্দেশ্য বেসরকারি উদ্যোগে সাধারণের জন্য বাণিজ্যিকভাবে মহাকাশ সফরের রাস্তা সুগম করা। মহাকাশে যাওয়ার পর হঠাৎই মহাকাশ যানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। স্টারলাইনার ওড়ার আগে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল। যাত্রাপথে আরও নানা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। রকেটের পাঁচটি ‘ম্যানুভরিং থ্রাস্টার’ খারাপ হয়ে যায়, সমস্যা দেখা দেয় একটি ধীর গতির ‘প্রপেল্যান্ট ভালভ্’-এও। সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়ে সুনীতাদের ফেরা।

    ইলন মাস্কের সংস্থার মহাকাশযান যাচ্ছে মহাকাশে

    ইতিমধ্যেই ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে যৌথ ভাবে নতুন একটি মহাকাশযান মহাকাশ স্টেশনে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। মিশনটির নাম দেওয়া হয়েছে ‘ক্রু-৯’। আগামী সেপ্টেম্বর মাসে ওই মহাকাশযান দু’জন বিজ্ঞানীকে নিয়ে রওনা দেবে মহাকাশ স্টেশনের উদ্দেশে। এই যানে মাত্র দু’জনেরই স্থান সঙ্কুলানের মতো ব্যবস্থা রয়েছে। মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের (Sunita Williams) নিয়ে ফের পৃথিবীর দিকে পাড়ি দেবে যানটি। আপাতত তাঁদের সুস্থভাবে ফেরানোই বিজ্ঞানীদের উদ্দেশ্য। নাসা (NASA) জানাচ্ছে, সব ঠিকঠাক চললে ফেব্রুয়ারি মাসে ফিরতে পারেন সুনীতারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Elon Musk: নীতি বদল ইলন মাস্কের! ট্রাম্পের ভোটপ্রচারে টাকা দিলেন আমেরিকার ধনকুবের

    Elon Musk: নীতি বদল ইলন মাস্কের! ট্রাম্পের ভোটপ্রচারে টাকা দিলেন আমেরিকার ধনকুবের

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ‘নিরপেক্ষ নীতি’ ত্যাগ করলেন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) রাজনৈতিক অনুদান দিলেন টেসলা কর্তা। আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। তবে ট্রাম্পকে ভোটপ্রচারে সহায়তা করার জন্য মাস্ক ঠিক কত টাকা দিয়েছেন, তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। 

    নিরপেক্ষতার কথা! (Elon Musk)

    মাস্কের (Elon Musk) পূর্বপুরুষেরা দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকায় গিয়েছিলেন। সেই সূত্রে মাস্করা অভিবাসনের আওতায় পড়েন। ট্রাম্প নীতিগত ভাবে অভিবাসন বন্ধ করার পক্ষপাতী। সেই ট্রাম্পকে মাস্কের অর্থসাহায্য করার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতদিন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিরপেক্ষ স্থান বজায় রাখার পক্ষেই সওয়াল করেছিলেন ইলন। এর আগে মাস্ক দাবি করেছিলেন, তিনি রাজনৈতিক ভাবে নিজের মত সামনে আনতে চান না। তাই ট্রাম্প (Donald Trump)  কিংবা জো বাইডেন, কারও নির্বাচনী প্রচারেই তিনি অর্থব্যয় করবেন না।

    আরও পড়ুন: ব্রিটেনের কুর্সিতে লেবার পার্টি, স্টার্মার-রাজত্বে ভারত-ব্রিটেন সম্পর্ক কেমন হবে?

    কত পরিমাণ অর্থ (Donald Trump) 

    সূত্রের খবর, ট্রাম্পকে ‘উল্লেখযোগ্য’ পরিমাণে অর্থ দিয়েছেন মাস্ক (Elon Musk)। তবে নির্দিষ্ট অঙ্কটা সামনে আনা হয়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রাম্পের (Donald Trump) প্রচারের কাজে নিযুক্ত সংস্থা ‘আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি’-কে অনুদানের টাকা তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত অনুদান পাওয়ার নিরিখে প্রতিদ্বন্দ্বী বাইডেনের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নেমেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সে দিন বাইডেনের কাঁপা-কাঁপা গলা, বক্তব্যের খেই হারিয়ে ফেলা নিয়ে চর্চা শুরু হয় ডেমোক্র্যাটদের মধ্যেই। এমনকি প্রার্থী বদল করার প্রস্তাবও আসে। কিন্তু নিজের স্থানে অনড় থাকেন বাইডেন। তিনি নির্বাচনে লড়বেন এবং ট্রাম্পকে হারাবেন বলেও তাঁর বিশ্বাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • EVM Hacking: ‘‘টেসলার সব গাড়িকেও হ্যাক করা সম্ভব’’, মাস্কের ইভিএম-ট্যুইটের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী

    EVM Hacking: ‘‘টেসলার সব গাড়িকেও হ্যাক করা সম্ভব’’, মাস্কের ইভিএম-ট্যুইটের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী

    নিউজ ডেস্ক: সম্প্রতি মিটেছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর এরই মধ্যে ভোটে ইভিএম ব্যবহার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন টেসলা প্রধান। টেসলার সিইও ইলন মাস্ক (Elon Musk) এ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, ইভিএম হ্যাক (EVM Hacking) হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানুষ অথবা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ইভিএমের হিসেব গুলিয়ে দেওয়া সম্ভব। আর মাস্কের এই মন্তব্যের পরেই এবার তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। 

    ইলন মাস্ক-এর মন্তব্য (EVM Hacking) 

    রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডলে একটি ট্যুইট করেন মাস্ক। সেখানে মাস্ক (Elon Musk) লেখেন, “আমাদের ইভিএম ত্যাগ করা উচিত। কারণ মানুষ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র দ্বারা এটিকে প্রভাবিত (Hack) করার সম্ভাবনা বেশি।” 

    আরও পড়ুন: ছত্তীসগড়ের পর এবার ঝাড়খণ্ড! পুলিশের হাতে নিহত চার মাওবাদী

    বিজেপি নেতার প্রতিক্রিয়া  

    মাস্কের এই ইভিএম-বিরোধী (EVM Hacking) পোস্টের বিরোধিতা করে এবার পাল্টা ট্যুইট করেন বিজেপি নেতা তথা প্রাক্তন ইলেকট্রনিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তাঁর বক্তব্য, “ইভিএম হ্যাক করা সম্ভব নয়। মাস্কের বক্তব্যের কোনও সত্যতা নেই। ভারতে এসে এই সংক্রান্ত পাঠ হাতে কলমে নেওয়া উচিত তাঁর।” মাস্কের মন্তব্যের সমালোচনা করে চন্দ্রশেখর বলেন যে, “মাস্কের কথার অর্থ হল কেউ নিরাপদ ডিজিটাল হার্ডওয়্যার তৈরি করতে পারে না। তার এই ধারণা ভুল। আমেরিকা কিংবা অন্য জায়গায় ইন্টারনেট নিয়ন্ত্রিত ভোটিং মেশিনের বদলে সাধারণ যন্ত্রাংশ ব্যবহার করা হয়। সেখানে মাস্কের ওই বক্তব্য প্রযোজ্য হতে পারে।”

    মাস্কের (Elon Musk) টুইটটি শেয়ার করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চ্যাট জিপিটির প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেন, ব্লু টুথ, ইন্টারনেট, ওয়াইফাই কোনও কিছু দিয়েই ইভিএমকে হ্যাক করা যায় না। চন্দ্রশেখরের টুইটের নীচে মাস্কের মন্তব্য, “যে কোনও কিছুই হ্যাক করা যেতে পারে।” আর এর পরেই চন্দ্রশেখর মাস্কের এই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা বলেন, ‘‘তাহলে তো টেসলার সব গাড়িকেও হ্যাক করা সম্ভব।’’    
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • EVM: ‘‘ইভিএম হ্যাক হতে পারে’’, ইলন মাস্কের মন্তব্যের কী জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী?

    EVM: ‘‘ইভিএম হ্যাক হতে পারে’’, ইলন মাস্কের মন্তব্যের কী জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই ভারতে শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ইভিএম-এর মাধ্যমে। সেই ইভিএম (EVM) নিয়ে প্রশ্ন তুললেন টেসলা কর্তা ইলন মাক্স। এক্স-এর মালিকের মতে, ইভিএমও হ্যাক হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-র মাধ্যমে অথবা মানবিক বুদ্ধির মাধ্যমে ইভিএমকে হ্যাক করা সম্ভব। এর পাল্টা প্রতিক্রিয়া শোনা গিয়েছে বিজেপি নেতা তথা প্রাক্তন ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের কাছ থেকে। ইলন মাস্কের দাবিকে নস্যাৎ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ইলন মাক্সের এই মত আমেরিকার জন্য প্রযোজ্য হতে পারে। কারণ সেখানে ইভিএম-এর সঙ্গে ইন্টারনেটের যোগ থাকে। কিন্তু ভারতে ব্যবহৃত ইভিএম আলাদাভাবে তৈরি করা হয় এবং এখানে ইভিএম-এর সঙ্গে ব্লুটুথ, ওয়াইফাই, ইন্টারনেট কোনও কিছুরই যোগ থাকে না।

    মাস্কের ট্যুইট

    ইভিএম হ্যাক নিয়ে ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM)  ব্যবহার করা উচিত নয়। মানুষ বা এআই দ্বারা হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। তার ফল হতে পারে খারাপ।’’

    ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জবাব

    ইলেন মাস্কের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক্স মাধ্যমে টেসলা কর্তাকে ট্যাগ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের দাবি, এটা এমন একটা বার্তা যাতে মনে হচ্ছে কেউ কোনদিন সুরক্ষিত ডিজিটাল হার্ডওয়ার তৈরি করতেই পারবে না। এর পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী টেসলা কর্তাকে কটাক্ষ করে লিখেছেন, তিনি অত্যন্ত খুশি হবেন যদি তিনি ইলন মাস্ককে শেখাতে পারেন যে কীভাবে সুরক্ষিত ইভিএম (EVM)  তৈরি করা হয়। প্রসঙ্গত, ইভিএম নিয়ে বিরোধীদের নানা দাবিকে ইতিমধ্যেই একাধিকবার নস্যাৎ করেছে সুপ্রিম কোর্ট। ইভিএমকে ক্লিনচিট দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ইভিএম-এর ভোট সম্পূর্ণভাবে স্বচ্ছ বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India US Relation: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক ভারত, ফের রাষ্ট্রসংঘে সুর চড়াল আমেরিকাও

    India US Relation: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক ভারত, ফের রাষ্ট্রসংঘে সুর চড়াল আমেরিকাও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হোক ভারতকে। দিন কয়েক আগে টেসলার সিইও ইলন মাস্ক এমনই দাবি করেছিলেন (India US Relation)। এবার তাঁর সুরে সুর মেলাল আমেরিকাও। যদিও মাস্কের ঢের আগেই এই একই দাবি জানিয়েছিল জো বাইডেনের দেশ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫। এই দেশগুলির প্রত্যেকেরই ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে।

    নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের দাবি (India US Relation)

    বাকি চার দেশ ভারতের স্থায়ী সদস্য হওয়ার পক্ষে জোরালো সওয়াল করলেও, চিনের ভেটোর জেরে প্রতিবারই ছিটকে যেতে হয়েছে ভারতকে। লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপির তরফে যে ইস্তাহার (সঙ্কল্পপত্র) প্রকাশ করা হয়েছে, তাতেও বলা হয়েছে ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যে পরিণত করতে জোরদার চেষ্টা চালানো হবে। এহেন (India US Relation) আবহেই মাস্ক দাবি করলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পাওয়া উচিত ভারতের। একই দাবি আবারও করল আমেরিকা।

    কী বললেন বেদান্ত প্যাটেল?

    বৃহস্পতিবার মার্কিন বিদেশ দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ পেতে বাড়তি সমর্থন মিলেছে।” মাস্কের দাবির প্রেক্ষিতে বেদান্ত বলেন, “প্রেসিডেন্ট (জো বাইডেন) এ ব্যাপারে আগেও বলেছেন রাষ্ট্রসংঘের প্রায় সব সাধারণ সভায়। সেক্রেটারি সে বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন।” তিনি বলেন, “আমরা চাই নিরাপত্তা পরিষদ-সহ রাষ্ট্রসংঘের সব ক্ষেত্রে সংস্কার হওয়া প্রয়োজন। কারণ আমরা বাস করছি একবিংশ শতাব্দীতে। রাষ্ট্রসংঘে সংস্কারের যে প্রয়োজন রয়েছে, তা আমরা স্বীকার করি।”

    আরও পড়ুুন: ‘‘আরও বেশি করে ভোট দিন’’, পাঁচ ভাষায় প্রথম বারের ভোটারদের আবেদন মোদির

    জানুয়ারি মাসেই টেসলার সিইও মাস্ক বলেছিলেন, “নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ নেই, এটা মেনে নেওয়া যাচ্ছে না।” এক্স হ্যান্ডেলে করা পোস্টে মাস্ক লিখেছিলেন, “কিছু ক্ষেত্রে রাষ্ট্রসংঘের কাঠামোয় সংস্কার সাধন করা প্রয়োজন। কিন্তু সমস্যা হল, যে সব দেশের হাতে প্রভূত ক্ষমতা রয়েছে, তারা তা ছাড়তে রাজি নয়। ভারতের মতো জনবহুল একটি দেশের নিরাপত্তা পরিষদে ঠাঁই না হওয়াটা আশ্চর্যের বিষয়। সামগ্রিকভাবে আফ্রিকারও স্থায়ী সদস্য পদ পাওয়া উচিত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (India US Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Elon Musk: ভারতে আসছেন টেসলা কর্তা, মোদির সঙ্গে বৈঠকের পরেই লগ্নির ঘোষণা মাস্কের!

    Elon Musk: ভারতে আসছেন টেসলা কর্তা, মোদির সঙ্গে বৈঠকের পরেই লগ্নির ঘোষণা মাস্কের!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে মোটা অঙ্কের লগ্নির ব্যাপারে কথা দিয়েছিলেন আগেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে ভারত সফরে আসছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। দেশ ফুটছে রাজনীতির আঁচে। এহেন আবহে চলতি মাসেই ভারত সফরে আসছেন টেসলা কর্তা। ভারতে নয়া কারখানা গড়তে আগ্রহী মাস্ক। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই সম্ভবত এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিশ্বের অন্যতম ধনকুবের।

    কবে আসছেন টেসলা কর্তা?

    তবে ঠিক কবে ভারতে আসবেন টেসলা কর্তা, কবেইবা বসবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে, সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। তবে সূত্রের খবর, এপ্রিলের শেষ সপ্তাহেই ভারত সফরে আসতে চলেছেন মাস্ক (Elon Musk)। এই সফরেই দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এপ্রিলেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ভোট হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। তার পর আরও কয়েকটি দফার নির্বাচন হবে চলতি মাসেই। সেই সময়ই ভারতে আসছেন মাস্ক। নাম প্রকাশে অনিচ্ছুক টেসলার এক আধিকারিক বলেন, “এপ্রিল মাসে লোকসভা নির্বাচন চলাকালীনই ভারত সফরে যাবেন ইলন মাস্ক।”

    আরও পড়ুুন: বাংলার জামাইকে প্রার্থী করে আসানসোলে কিস্তিমাত পদ্মের, বিপাকে ঘাসফুল

    সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল ঢের আগে

    গত জুনে তিন দিনের আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরেই নিউ ইয়র্কে মাস্কের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। তখনই ভারতের সম্ভাবনা ও প্রধানমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন টেসলা কর্তা। আগ্রহ প্রকাশ করেন ভারতে বিনিয়োগের বিষয়ে। মাস্ক ভারতে দুই বিলিয়ন মার্কিন ডলার লগ্নি করার চিন্তাভাবনা করছেন বলেও জানা গিয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে সেই বৈঠক শেষে মাস্ক বলেছিলেন, “দারুণ একটা বৈঠক হল প্রধানমন্ত্রীর সঙ্গে। তাঁকে আমি খুবই পছন্দ করি। কয়েক বছর আগে (২০১৫ সালে) তিনি আমাদের কারখানায় এসেছিলেন। আমরা একে অপরকে বেশ কয়েক বছর আগে থেকেই চিনি।” সেই সময়ই তিনি বলেছিলেন, “ভারতের ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ উৎসাহিত। আমার ধারণা, বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারতের সম্ভাবনা বেশি রয়েছে।” জানা গিয়েছে, সেই সূত্রেই এবার ভারতে আসতে চলেছেন মাস্ক। সূত্রের খবর, ভারতে কারখানা চালু হলেই বছরে উৎপাদন করা হবে ৫ লক্ষ গাড়ি। গাড়ির দাম হবে ২০ লক্ষের মধ্যেই (Elon Musk)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Tesla Car: শীঘ্রই ভারতে গাড়ি উৎপাদন করবে মাস্কের ‘টেসলা’, কেন্দ্রের অনুমোদন জানুয়ারির মধ্যেই?

    Tesla Car: শীঘ্রই ভারতে গাড়ি উৎপাদন করবে মাস্কের ‘টেসলা’, কেন্দ্রের অনুমোদন জানুয়ারির মধ্যেই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইলন মাস্কের গাড়ি সংস্থা টেসলা (Tesla Car) যাতে ভারতে তাড়াতাড়ি উৎপাদন শুরু করতে পারে, সেজন্য দ্রুত গতিতে কাজ শুরু করল মোদি সরকার। জানা গিয়েছে, গাড়ি কারখানা তৈরির যাবতীয় অনুমোদন ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই ইলন মাস্কের সংস্থাকে দিতে চলেছে কেন্দ্র। বৈদ্যুতিক গাড়ি তৈরি নিয়ে বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের বৈঠক অনুষ্ঠিত হয় চলতি সপ্তাহের সোমবার। সেই বৈঠকেই টেসলার (Tesla Car) বিনিয়োগ প্রস্তাব নিয়ে একপ্রস্থ আলোচনা হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। ওই বৈঠকের বিষয়ে ওয়াকিবহাল এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘‘যদিও বৈদ্যুতিক গাড়ি নিয়ে সাধারণ নীতি নির্ধারণের জন্য বৈঠক ডাকা হয়েছিল, তাও ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে টেসলার প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টির দ্রুত নিষ্পত্তি নিয়েও আলোচনা হয়।’’

    চলতি বছরের জুনে বৈঠক হয় মোদি-মাস্কের

    প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তাঁর সঙ্গে বৈঠক হয় টেসলা (Tesla Car) কর্তা ইলন মাস্কের। এরপরই ভারতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন ‘এক্স’-এর মালিক। এরপরেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক, ভারী শিল্পমন্ত্রক টেসলার এই পরিকল্পনাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায়, সেই বিষয়ে আলোচনা শুরু করে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ইলন মাস্ক আবেদন করেছেন বৈদ্যুতিক গাড়ির উপর ৪০ শতাংশ হারে আমদানি শুল্ক নেওয়ার।

    পরিবেশ বান্ধব গাড়ি উৎপাদন ও বিক্রিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র

    বর্তমানে ৪০ হাজার মার্কিন ডলারের কম মূল্যের গাড়ি আমদানির ক্ষেত্রে ৬০ শতাংশ হারে এবং তার বেশি দামের গাড়ি আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হয়। আমাদের দেশ ভারতবর্ষে বৈদ্যুতিক গাড়ি এবং চিরাচরিত ইঞ্জিন চালিত গাড়িগুলির ক্ষেত্রে আমদানি শুল্কের কোনও ফারাক নেই। দুটোর ক্ষেত্রেই একই শুল্ক (Tesla Car) দিতে হয়। বর্তমান সময়ে পরিবেশ বান্ধব গাড়ি উৎপাদন ও বিক্রিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। সে ক্ষেত্রে ওয়াকিবহাল মহলের ধারণা, শুল্ক কমই নেওয়া হবে। তবে এই সুবিধা যে শুধু টেসলা পাবে এমন নয়। সমস্ত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থাকেই  এই সুবিধা দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share