Tag: Elon Musk

Elon Musk

  • Twitter: শাহরুখ-অমিতাভ থেকে কোহলি-রোহিত, ট্যুইটারে ‘ব্লু টিক’ হারালেন বহু সেলেব্রিটি, তালিকায় কারা?

    Twitter: শাহরুখ-অমিতাভ থেকে কোহলি-রোহিত, ট্যুইটারে ‘ব্লু টিক’ হারালেন বহু সেলেব্রিটি, তালিকায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারে ‘বিশেষ’ হওয়ার পরিচিতি স্বরূপ ব্লু টিক (Twitter Blue Subscription) হারালেন শাহরুখ খান (Shah Rukh Khan) , অমিতাভ বচ্চন  (Amitabh Bachchan) থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi), যোগী আদিত্য়নাথ (Yogi Adityanath)। বলিউড তারকা, রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু গণ্যমান্য, বৃহস্পতিবার থেকে তাঁদের নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন হারান।

    কারা কারা হারালেন ব্লু টিক

    সেলিব্রিটি এবং তারকাদের আসল প্রোফাইলকে চিহ্নিত করতে এতদিন ব্লু-টিক ছিল অন্যতম ভরসা। সম্প্রতি ট্যুইটারে একের পর এক  নিয়ম পরিবর্তন হয়েছে। ব্লু টিক চিহ্ন পাওয়ার জন্য় আর্থিক মূল্য় ঘোষণা করেছে ট্যুইটার। সেই নিয়মের জেরেই ব্লু টিক হারালেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আলিয়া ভট্টের মতো বি-টাউন তারকারা। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, যোগী আদিত্য়নাথের মতো রাজনীতিবিদ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেট তারকাও হারালেন ব্লু-টিক। ‘ব্লু টিক’ হারিয়েছেন, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারাও। বিশেষ হওয়ার চিহ্ন হারিয়েছেন বিল গেটস থেকে শুরু করে পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্ব।

    কেন হারালেন ব্লু টিক

    এবার থেকে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন না থাকলে  আর অ্যাকাউন্টে ব্লু টিক রাখা যাবে না। পয়লা এপ্রিলেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা পিছিয়ে ২০ এপ্রিলে করা হয়। সারা বিশ্বেই  এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানায় ইলন মাস্কের ট্যুইটার। মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছে, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের ট্যুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, সে ক্ষেত্রে খরচ করতে হবে অনেক বেশি, প্রায় ৮২ হাজার টাকা। যাঁরা আগেভাগেই এই টাকা দিয়ে রেখেছিলেন, ট্যুইটারে তাঁদের নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন রয়েছে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বরাদ্দ বকেয়া টাকা চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

    ব্লু টিক থাকলে কী হবে

    ট্যুইটারের তরফে জানানো হয়েছে, যে ইউজারের ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে সেখানে ইউজাররা কম বিজ্ঞাপন দেখতে পাবেন। এর পাশাপাশি বড় ট্যুইট করার সুযোগ থাকবে এবং আসন্ন ফিচারগুলির দ্রুত অ্যাকসেস পাবেন। ব্লু টিক থাকা মানে একজন ইউজারের ট্যুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট এবং সেখানের তথ্যকে মান্যতা দিতে হবে। এই ইউজারেরদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে একজন ইউজার ট্যুইট করার ৩০ মিনিট পরে পর্যন্ত তা এডিটের অপশন পাবেন। এছাড়াও ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শেয়ার করার সুযোগও পাবেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Twitter: খরচে লাগাম টানতে দিল্লি-মুম্বাইয়ের অফিস বন্ধ করল ট্যুইটার, কাজ হবে বাড়ি থেকেই

    Twitter: খরচে লাগাম টানতে দিল্লি-মুম্বাইয়ের অফিস বন্ধ করল ট্যুইটার, কাজ হবে বাড়ি থেকেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধ্বস্ত ট্যুইটারের (Twitter) আর্থিক পরিস্থিতি। এমতাবস্থায় খরচ কমাতে ভারতের অধিকাংশ অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক। জানা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লি ও মুম্বাইয়ের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ি বসেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। ভারতে শুধুমাত্র বেঙ্গালুরুতেই এখনও ট্যুইটারের অফিস রয়েছে। ট্যুইটারের ভরাডুবির মধ্যেই এই মাইক্রো ব্লগিং সাইট সংস্থা কেনেন পৃথিবীর ধনীতম ব্যক্তি তথা টেসলা কর্ণধার ইলন মাস্ক। কেনার পর থেকেই খরচ কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। সম্প্রতি বহু কর্মীও ছাঁটাই করা হয়েছে সংস্থাটি থেকে। এবার দফতর বন্ধ করার পথে হাঁটলেন এই ধনকুবের। 

    জানা গিয়েছে, ট্যুইটারের (Twitter) তিনটি অফিস ছিল ভারতে। সেখানে অন্তত ২০০ জন কর্মী কাজ করতেন। কিন্তু গত বছর ট্যুইটারের মালিকানা বদলের পরেই ছেঁটে ফেলা হয়েছে প্রায় ৯০ শতাংশ কর্মীকে। খরচ কমাতে বিশ্বজুড়েই অসংখ্য টুইটার কর্মীকে ছেঁটে ফেলেছেন মাস্ক। ভারতেও তার প্রভাব পড়েছে। মাত্র কয়েকজন কর্মীকে দিয়েই ভারতে কাজ সারছে এই মাইক্রো ব্লগিং সাইটটি।   

    এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার হঠাতই অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেয় ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষ। তিনটি দফতরের মধ্যে দু’টিই বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি ও মুম্বাইয়ের অফিসের কর্মীদের বলা হয়েছে, আপাতত বাড়িতে বসেই কাজ চালাতে হবে। তবে কতদিন এভাবে কাজ করতে হবে সেই বিষয়ে সংস্থা কিছু জানায়নি কর্মীদের। 

    ইলন মাস্কের বক্তব্য, ভারতে সেভাবে ব্যবসা করতে পারছে না ট্যুইটার (Twitter)। যদিও একাধিক সমীক্ষার দাবি, আগামী দিনে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বহু উন্নতির সুযোগ রয়েছে ভারতে। তবে মাস্কের দাবি, ভারত ট্যুইটারকে ব্যবসায়িক লাভ দিতে ব্যর্থ। তাই খরচ কমাতে ভারতের অফিস বন্ধ করা হয়েছে। যদিও বেঙ্গালুরুতে এখনও ট্যুইটারের অফিস চলছে। সেখানে মূলত ইঞ্জিনিয়াররাই কাজ করেন। সেই অফিসও যেকোনও মুহূর্তে বন্ধ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: বদলির নির্দেশ না মানলে বন্ধ হবে শিক্ষকদের বেতন, কড়া বার্তা হাইকোর্টের

    পলিসিগত বদলের কারণে ইতিমধ্যেই বহু বিজ্ঞাপনদাতাকে হারিয়েছে ট্যুইটার (Twitter)। সংস্থার খরচ টানতে নিলামে তুলতে হয়েছে সানফ্রান্সিসকো হেড কোয়ার্টারের একাধিক আসবাব, কফি মেশিনও। বেচে দিতে হয়েছে সংস্থার লোগো স্থাপত্যটি। তাতেও মেটানো যাচ্ছে না সংস্থার হেডকোয়ার্টারের ভাড়া। এখানেই শেষ নয়, খরচ টানতে ট্যুইটারে ইউজারদের হ্যান্ডেল নেমগুলিও নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এলন। তবে তাতেও সংস্থার অর্থনীতির হাল ফেরাতে পারছেন না ইলন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Twitter: ট্যুইটারে আসতে চলেছে বড় আকারের ট্যুইট সহ একাধিক ফিচার, ঘোষণা ইলন মাস্কের

    Twitter: ট্যুইটারে আসতে চলেছে বড় আকারের ট্যুইট সহ একাধিক ফিচার, ঘোষণা ইলন মাস্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেসলার কর্ণধার ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন। কর্মী ছাঁটাইয়ের জন্য একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন ইলন। কিন্তু এবার আর কর্মী ছাঁটাই, বিতর্ক নয়, ট্যুইটারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ঘোষণা করলেন মাস্ক। তিনি জানিয়েছেন, এবার থেকে ছোট ট্যুইট নয়, বড়সড় ট্যুইট করতে পারবেন ব্যবহারকারীরা। ট্যুইটার ইন্টারফেসকে এক নতুন রূপ দিতে ইলন মাস্ক আনতে চলেছেন একাধিক বৈশিষ্ট্য। তবে সেই বৈশিষ্ট্যগুলো কী কী জেনে নিন।

    ট্যুইটারের ইন্টারফেসে একাধিক পরিবর্তন

    রবিবার ট্যুইট করে মাইক্রোব্লগিং সাইটটির সিইও ইলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটারের বহু প্রতীক্ষিত ‘ইউজার ইন্টারফেস’ (ইউআই)-এ বদল আসতে চলেছে। তার মধ্যে অন্যতম হল ২৮০ ক্যারেক্টারের বেশি ট্যুইট করার সুবিধা। এছাড়াও তিনি ট্যুইটারে লিখেছেন, “চলতি সপ্তাহের শেষ থেকে রেকমেন্ডড ট্যুইট বা অনুসরণ করা ট্যুইট ডান বা বাঁ-দিকে সহজে সরিয়ে ট্যুইট দেখা যাবে।” ট্যুইটারে এবার ওয়েব ব্রাউজারের মত ‘বুকমার্ক বাটন’-ও থাকবে বলে জানিয়েছেন মাস্ক। ওই ট্যুইটে তিনি আরও লিখেছেন, “এক সপ্তাহ পরে ট্যুইটে ‘বুকমার্ক বাটন’ দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথম থেকে বড় আকারের ট্যুইট আসছে।”

    নতুন বৈশিষ্ট্য নিয়েও বিতর্ক

    ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক ইউজার ইন্টারফেস পরিবর্তনের কথা ঘোষণা করলে এটি নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্যুইটার ইউজারদের মতে, ২৮০ ক্যারেক্টারের বেশি ট্যুইটের কোনও প্রয়োজনই নেই। নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে বা সংক্ষিপ্ত রূপই ট্যুইটারের বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু ২৮০-এর বেশি ক্যারেক্টারের পরিবর্তনটি আনলে ট্যুইটারের বিশেষত্বই থাকবে না। যাঁরা ট্যুইটারের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা জানিয়েছেন, সংক্ষিপ্ত ট্যুইটের সঙ্গে যে খবরের ‘থ্রেড’ জুড়ে দেওয়া হয়, সেখানে ‘ক্লিক’ করলেই গোটা বিষয়টি সবিস্তার জানা যায়। তাই বড় আকারের ট্যুইটের কোনও প্রয়োজনই নেই।

  • Elon Musk: বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্ষতি! ২০০ বিলিয়ন ডলার হারিয়ে রেকর্ড ইলনের

    Elon Musk: বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্ষতি! ২০০ বিলিয়ন ডলার হারিয়ে রেকর্ড ইলনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্পত্তি খুঁইয়ে রেকর্ড গড়তে চলেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ২০০ বিলিয়ন ডলার ব্যক্তিগত সম্পদের মাইলফলক ছুঁয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর ঠিক এক বছর পর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলার খোয়ানোর রেকর্ড গড়লেন ইলন মাস্ক। ৫১ বছর বয়সি মাস্কের সম্পদ কমছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে টেসলার শেয়ারের পতনের পরে তাঁর সম্পদ ১৩৭ বিলিয়নে নেমে এসেছে। মঙ্গলবারও টেসলার শেয়ারের দাম কমেছে ১১ শতাংশ।

    সম্পত্তি খুঁইয়ে ইলন মাস্কের রেকর্ড

    ২০২১ সালের নভেম্বরেও ৩৪০ বিলিয়ন ডলারের সম্পদ ছিল ইলনের (Elon Musk)। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে কিছু গাড়িতে টেসলাকে নজিরবিহীন ছাড় দিতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে। আর এর পরেই শোনা যাচ্ছে, তাঁর ২০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। আর এটি বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্ষতি। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সে উঠে এসেছে ইলন মাস্কের এই বিপুল ক্ষতি। ২০২১-এর জানুয়ারিতে অ্যামাজন কর্তা জেফ বেজোসের পরই ছিলেন মাস্ক, যিনি ২০০ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু আজ তাঁরই এমন পরিস্থিতি।

    আরও পড়ুন:বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    অনুমান করা হয়েছে, গাড়ি সংস্থা টেসলার শেয়ার কমে যাওয়াতেই এই বিপত্তি। সম্প্রতি ১৩৭ ডলার কমেছে সেই শেয়ার। গত ২৭ ডিসেম্বর ১১ শতাংশ শেয়ার হারিয়েছে টেসলা। বর্তমানে আমেরিকায় ৭৫০০ ডলার ছাড় দিচ্ছে টেসলা।

    গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতেই চলে এসেছে ইলন মাস্কের (Elon Musk) নাম। টেসলা-র সিইও মাস্কের সম্পত্তি হু হু করে বেড়েছিল। এর পর ট্যুইটার অধিগ্রহণ করার পরেও একাধিক বিতর্কের সম্মুখীন হতে হয় তাঁকে। তাঁর ট্যুইটার মালিক হওয়া নিয়েও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। আর এবারে জোর ধাক্কা খেলেন ইলন মাস্ক। একলাফে ২০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তাঁর, যা বিশ্বের ইতিহাসে প্রথম। এর আগে একবারে এত পরিমাণ লোকসান কারও হয়নি বলে জানা গিয়েছে।

  • Elon Musk: তাঁর মতো ‘বোকা’ পেলে ছেড়ে দেবেন ট্যুইটারের সিইও পদ, জানালেন ইলন মাস্ক

    Elon Musk: তাঁর মতো ‘বোকা’ পেলে ছেড়ে দেবেন ট্যুইটারের সিইও পদ, জানালেন ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের সিইও পদ ছেড়ে দেবেন। একথা নিজেই জানালেন টেসলার কর্নধার ইলন মাস্ক (Elon Musk)। রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি গণভোটের আয়োজন করেছিলেন তিনি। সেই গণভোটে দ্বিধাহীনভাবে ট্যুইটারবাসীরা তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। রায় দিয়েছেন, ইলনের ট্যুইটারের সিইও পদ ছেড়ে দেওয়া উচিত। তার পরেই পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি জানিয়েছেন, তিনি তাঁর মতো বোকা এক জনের অপেক্ষায় রয়েছেন। তাঁকে পেলেই, পদ ছেড়ে দেবেন ইলন।

    কেন এই সিদ্ধান্ত?   

    এই প্রথম ট্যুইটারের পদ ছাড়ার বিষয়ে এত খোলামেলা করলেন ইলন (Elon Musk)। রবিবারের ভোটে বেশির ভাগ ট্যুইটার ব্যবহারকারী জানিয়েছেন, পদ ছাড়াই উচিত ইলনের। প্রসঙ্গত, ভোটের পোস্টটিতে ইলন লিখেছিলেন, এই ভোটের রায় মাথা পেতে নিতে তিনি বাধ্য।

    আরও পড়ুন: বড়দিনের আগেই শীত কমার সম্ভাবনা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ  
     
    বেশ কিছু দিন ধরেই ইলনের (Elon Musk) ট্যুইটারের সিইও পদ ছাড়ার দাবি তুলেছে বিভিন্ন মহল। প্রশ্ন উঠছে, ট্যুইটারে অতিরিক্ত সময় দেওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে ইলনের টেসলার ব্যবসা। তিনিই টেসলার ডিজ়াইন এবং ইঞ্জিনিয়ারিং শাখাটির দায়িত্বে রয়েছেন। প্রভাবশালী বিভিন্ন মহল থেকে বেশ কিছুদিন ধরেই ইলনকে ট্যুইটারের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্যে চাপ দেওয়া হচ্ছিল। রবিবার সেই কারণেই এই গণভোটের আয়োজন। মানুষের রায় নিজে পরখ করে দেখে নিতে চেয়েছিলেন ইলন। বেশ কিছুদিন ধরেই এই চিন্তা ভাবাচ্ছে ইলন মাস্ককে। কিছুদিন বলছিলেন, তাঁর উপর কাজের চাপ অনেকটা বেড়ে গিয়েছে। তাতে বেজায় সমস্যায় পড়ছেন তিনি। এবার প্রশ্ন উঠছে তাহলে ইলনের পরিবর্তে কার কাঁধে উঠবে মাইক্রো ব্লগিং সাইটের গুরুভার? সে বিষয়ে এখনও কিছু জানাননি ইলন। ইলন রসিকতা করে জানিয়েছেন, তিনি এমন এক জনকে খুঁজছেন যিনি তাঁর মতোই ‘বোকা’! সেই ‘বোকা’ মানুষের সন্ধান চালাচ্ছেন তিনি।       

    তবে এই গণভোট থেকে একটি বিষয় স্পষ্ট যে, তিনি ট্যুইটার নিয়ে আশাহত। ট্যুইটারের দায়িত্ব থেকে নিষ্কৃতি চাইছেন তিনিও। তাই এখন সিলিকন ভ্যালিতে খুঁজে বেড়াচ্ছেন তাঁর মতো ‘বোকা’ কাউকে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Twitter: ২৮০ থেকে বেড়ে ৪২০ হচ্ছে ট্যুইট ক্যারেক্টারের সংখ্যা! কী বলছেন ইলন মাস্ক?

    Twitter: ২৮০ থেকে বেড়ে ৪২০ হচ্ছে ট্যুইট ক্যারেক্টারের সংখ্যা! কী বলছেন ইলন মাস্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার কি বাড়তে চলেছে ট্যুইটারের (Twitter) ক্যারেক্টার সংখ্যা? জল্পনা চলছিলই। এবার তাতে নতুন ইন্ধন জোগালেন সংস্থার বর্তমান মালিক ইলন মাস্ক (Elon Musk)।

    একেবারে প্রথমদিকে, ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টারের ঊর্ধ্বসীমা ছিল। তারপর, ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল। এবার ফের এই সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদিও এ ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষের তরফে। 

    অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের (Twitter) দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। একের পর এক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে খবরের শিরোনামে থেকেছেন বারবার। তাঁর আমলে একাধিক পরিবর্তনও দেখা গিয়েছে এই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে। ট্যুইট করার ক্ষেত্রে এবার ক্যারেক্টার সংখ্যা বাড়ানোর ভাবনাচিন্তা চালাচ্ছে তাঁর সংস্থা, এমন ইঙ্গিত দিয়ে রাখলেন ইলন মাস্ক।

    শোনা যাচ্ছে, ট্যুইটারের নতুন ভার্সানের (Twitter Features) ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বেড়ে ৪২০ হতে পারে। হয়তো, এক সপ্তাহের মধ্যেই এই পরিবর্তন হতে পারে। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। এরসঙ্গে এও জানা যাচ্ছে যে, ট্যুইটারে (Twitter) যেসব অ্যাকাউন্ট আগেই নিষিদ্ধ করা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    এক ট্যুইটারাটির প্রস্তাব 

    এর আগেও ট্যুইটারের একাধিক নিয়মকানুনে পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। স্পষ্ট ভাবে তিনি এও জানিয়েছেন যে, নতুন নিয়ম নীতি না মানলে ইউজারকে ট্যুইটার (Twitter) থেকে নিষিদ্ধ করা হতে পারে। সম্প্রতি, এক ট্যুইটারাটি বা ব্যবহারকারী মাস্ককে প্রস্তাব দিয়েছেন যে ট্যুইট করার ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বাড়িয়ে ৪২০ করা হোক। সেই ট্যুইটের জবাবে ইলন মাস্ক বলেছেন ভাল আইডিয়া। এর থেকেই অনুমান করা হয়েছে যে ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা হয়তো এবার বাড়তে চলেছে সংস্থা।

    বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে নতুন ফিচার (Twitter Features) চালু করার আগে হয়তো ট্যুইটারে একটি পোল চালু করতে পারেন ইলন মাস্ক। অর্থাৎ ইউজারদের কাছেই জানতে চাওয়া হবে যে ক্যারেক্টার বাড়ানো উচিত কিনা, আর বাড়ালেও কত সংখ্যা করা উচিত। তারপর ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্যুইটারে (Twitter) এভাবে ভোটের মাধ্যমেই ‘এডিট’ অপশনও চালু হয়েছিল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Twitter Blue Tick: ট্যুইটার ব্লু টিক সুবিধা পুনরায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত করলেন ইলন মাস্ক

    Twitter Blue Tick: ট্যুইটার ব্লু টিক সুবিধা পুনরায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত করলেন ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ট্যুইটার ব্লু টিকের রিলঞ্চ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, যতদিন না ভুয়ো প্রোফাইল চিহ্নিতকরণের প্রযুক্তির বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছেন, ততদিন প্রোফাইলকে ভেরিফায়েড ঘোষণা করার এই প্রক্রিয়া বন্ধ রাখা হবে। 

     


    ১০ নভেম্বর আইফোন, আইপ্যাড ব্যবহারকারীদের জন্যে ব্লু টিকের সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেছে ট্যুইটার। নিজের প্রোফাইলকে ভেরিফায়েড করতে আপনাকে খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। এই বিশেষ প্ল্যান সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে প্রতি মাসে ৮ মার্কিন ডলার খরচা করতে হবে। ৭.৯৯ ডলারের এই প্ল্যান সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার প্রোফাইলে ব্লু টিক ভেরিফিকেশন পেয়ে যাবেন। 

    আরও পড়ুন: খড়ের গাদায় মিলল বোমার পাহাড়ের হদিশ, ত্রস্ত কুলপির গ্রাম

    এর আগে ২৯ নভেম্বর ব্লু টিক ফিচার ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। ট্যুইটারে মাস্ক লিখেছিলেন, ২৯ নভেম্বর থেকে নতুন করে আসতে চলেছে ট্যুইটার ব্লুটিক। এই প্লাটফর্মে আরও ভাল পরিষেবা দিতেই নতুন করে আনা হচ্ছে এই সার্ভিস। কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণা করলেন। 

    এর আগে কারা পেতেন এই বিশেষ সুবিধা?

    আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য তারকাদের জন্য দেওয়া হত এই বিশেষ সুবিধা। বর্তমানে এই ব্লুটিক সাবস্ক্রিপশন যে কেউ টাকা দিয়ে নিতে পারবে। চলতি মাসের শুরুতে টুইটারের রাজস্ব বাড়াতে এই ব্লুটিকের কথা বলেন মাস্ক। মূলত, বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতেই নতুন করে আনার কথা ছিল এই ফিচার। 

    আইফোনের ট্যুইটার অ্যাপের বিষয়ে একটি নোটিফিকেশনে বলা হয়েছে, ট্যুইটার ব্লুতে আরও নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। এখন সাবস্ক্রাইব করলে প্রতিমাসে ৭.৯৯ মার্কিন ডলারেই এই সুবিধা পাওয়া যাবে।  

    ট্যুইটার আরও জানায়, ট্যুইটার ব্লু ব্যবহারকারীদের হ্যান্ডেলে তারকাদের মতোই ব্লু টিক থাকবে। নতুন ফিচারগুলি সম্পর্কেও জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বিজ্ঞাপনের পরিমাণ অর্ধেক করা হবে, আরও দীর্ঘ ভিডিও পোস্ট করা যাবে, কন্টেন্ট- এর প্রায়োরিটি র‍্যাঙ্কিং করা হবে। এতে স্প্যাম, বটের পরিমাণ কমে আসবে। 

    এদিকে কিছুদিন আগেই ফিরেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। এজন্য আয়োজন করা হয়েছিল আস্ত একটা ভোটের। ওই ভোটে সংখ্যাগরিষ্ঠের মত যায় ট্রাম্পের পক্ষে। তার পরেই ফেরে ট্রাম্পের অ্যাকাউন্ট। ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফিরতেই দেখা যায়, তাঁর ফলোয়ারের সংখ্যা আগে যেখানে এক মিলিয়ন ছিল, মাত্র ৩০ মিনিটের মধ্যেই তা বেড়ে হয় ২.১ মিলিয়ন। ট্রাম্পের অ্যাকাউন্ট খোলার খবরটি শেয়ার করে ট্যুইটারের সিইও ইলন মাস্ক ট্যুইট করেন, মানুষ চেয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালু হবে। জনগণের কণ্ঠস্বরই ভগবানের কণ্ঠস্বর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Twitter Layoffs: অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পর এবারে ৪৪০০ ‘চুক্তিভিত্তিক কর্মী’ বরখাস্ত করল ট্যুইটার

    Twitter Layoffs: অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পর এবারে ৪৪০০ ‘চুক্তিভিত্তিক কর্মী’ বরখাস্ত করল ট্যুইটার

    মাধ্যম নিউজ ডেস্ক: টেসলার মালিক ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটার কেনার পর থেকেই শুরু করেছে গণছাঁটাই (Twitter Layoffs)। ক্ষমতা হাতে আসার পর থেকেই শুরু হয়েছে একের পর এক কর্মী ছাঁটাই। ইতিমধ্যেই প্রায় ৩,৭০০ জন কর্মী অর্থাৎ সংস্থার প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছে। আর এই কর্মী ছাঁটাইয়ের আঁচ এসে পড়ল চুক্তিভিত্তিক কর্মীদের উপরেও। কারণ সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সংস্থার স্থায়ী কর্মীদের ছাঁটাই করার পর এবারে প্রায় ৪,৪০০ অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই করা হয়েছে। ফলে ক্ষোভে ফুঁসছেন ট্যুইটারের অস্থায়ী কর্মীরা।

    চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই

    রিপোর্ট অনুযায়ী, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম এবার চুক্তিতে থাকা কর্মচারীদের ছাঁটাই করেছে (Twitter Layoffs)। এই প্রসঙ্গে ট্যুইট করেছেন প্ল্যাটফর্মারের কেসি নিউটন। তিনি লিখেছেন, ‘অস্থায়ী কর্মীদের নোটিশও দেওয়া হয়নি। শুধুমাত্র ই-মেল পাঠিয়ে ৫৫০০ জনের মধ্যে ৪৪০০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ম্যানেজাররাও বিষয়টা জানতেন না। সিস্টেমে কর্মীদের না পেয়ে তাঁরা ছাঁটাইয়ের ব্যাপারটা বুঝতে পারেন’। অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মীরাও আচমকা বুঝতে পারেন, ট্যুইটারের সিস্টেমে অ্যাক্সেস নেই তাঁদের। এরপর জানতে পারেন, তাঁরা আর কোম্পানির হয়ে কাজ করবেন না।

    আরও পড়ুন: ট্যুইটার দেউলিয়ার পথে! নয়া আশঙ্কার মাঝে ‘সপ্তাহে ৮০ ঘণ্টা’ কাজের আদেশ ইলনের

    সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে ট্যুইটার কেনেন ধনকুবের ইলন মাস্ক। কোম্পানির সিইও পরাগ আগরওয়াল সহ আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন তিনি (Twitter Layoffs)। ট্যুইটার অধিগ্রহণ করতেই প্রথমে সরিয়ে ফেলা হয় ভারতীয় বংশোদ্ভূত ট্যুইটারের শীর্ষ কর্তাদের, আর তারপর ভারতে কর্মীদেরও সরিয়ে ফেলা হয়েছে (Twitter Layoffs)। গণছাঁটাইয়ের মাঝেই সংস্থার কর্মীদরে উপর একাধিক নিষেধাজ্ঞাও জারি করেছেন মাস্ক। তিনি জানিয়েছেন, কর্মীদের সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে হবে, বিনামূল্যে খাবার দেওয়া আর হবে না। এমনকি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমও সম্পূর্ণভাবে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্যুইটার কর্তা। আবার এসবের মধ্যেই ইলন নিজেই ট্যুইটার দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সংস্থার কর্মীদের আরও বেশি করে কাজ করারও নির্দেশ দিয়েছেন।

    এত কর্মী ছাঁটাইয়ের পর ইলন মাস্ককে এর আগেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। আর এবারে চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাইয়ের কথা ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে (Twitter Layoffs)। পরবর্তীতে আর কী কী করতে চলেছেন ইলন মাস্ক, সেটাই এখন দেখার।

  • Elon Musk: ট্যুইটার দেউলিয়ার পথে! নয়া আশঙ্কার মাঝে ‘সপ্তাহে ৮০ ঘণ্টা’ কাজের আদেশ ইলনের

    Elon Musk: ট্যুইটার দেউলিয়ার পথে! নয়া আশঙ্কার মাঝে ‘সপ্তাহে ৮০ ঘণ্টা’ কাজের আদেশ ইলনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারে ফের নতুন সংকট! ৪৪ বিলিয়ন ডলার দিয়ে ট্যুইটার কেনার পর থেকেই একের পর এক নয়া সিদ্ধান্তের ঘোষণা করছে ইলন মাস্ক (Elon Musk)। আর এসব সিদ্ধান্তের জেরে একাধিক সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে টেসলা কর্তা-কে। সূত্রের খবর অনুযায়ী, এই পরিস্থিতিতে আরও অর্থ জেনারেট করতে না পারলে দেউলিয়া হতে পারে কোম্পানি, বৃহস্পতিবার (১১ নভেম্বর) এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক। ইতিমধ্যেই দুই সপ্তাহে ট্যুইটারের দায়িত্ব নিতেই অর্ধেক কর্মী ছাঁটাই করে ফেলেছেন তিনি। এবার ফের তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করে কর্মীদের জন্য আরও একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ইলন (Elon Musk)।

    ঋণের বোঝা ট্যুইটারের উপর

    আবার ট্যুইটারের গণছাঁটাইয়ের পরিস্থিতি দেখে অনেক ট্যুইটারের দুই উচ্চপদস্থ কর্তা স্বেচ্ছায় ট্যুইটার থেকে পদত্যাগ করেছেন। যার মধ্যে আছেন এক্সিকিউটিভ ইয়োয়েল রোথ, রবিন হুইলার। কিন্তু মাস্ক তাঁকে কোম্পানিতে কাজ করার জন্য পরে রাজি করেছেন। মাস্কের (Elon Musk) কোম্পানিকে প্রায় ১৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছেন, যা এখন সাতটি ওয়াল স্ট্রিট ব্যাংকের হাতে রয়েছে। কোম্পানির প্রতি আস্থা এতটাই কমে গেছে যে, ব্লুমবার্গ নিউজ জানিয়েছে যে, মাস্কের দেউলিয়া হওয়ার মন্তব্যের আগেও কিছু তহবিল ডলারে ৬০ সেন্টের মতো ঋণ কেনার প্রস্তাব দিয়েছিল। সাধারণত এই অফারটি আর্থিক সংকটে বলে মনে করা কোম্পানিগুলির জন্য তৈরি করা হয়।

    আরও পড়ুন: ভারতের প্রায় ৯০ শতাংশ কর্মী ছাঁটাই করল ট্যুইটার

    কর্মীদের উপর একাধিক নিষেধাজ্ঞা

    এরপরেই মাস্ক (Elon Musk) তাঁর বক্তব্যে এই কোম্পানির দেউলিয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ও বেশ কিছু সতর্কতা জারি করেছেন। তিনি জানিয়েছেন, কর্মীদের সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে হবে, বিনামূল্যে খাবার দেওয়া আর হবে না এবং বাড়ি থেকে কাজ করার প্রক্রিয়াটি বন্ধ করতে হবে। অর্থাৎ যেসকল কর্মীরা বাড়ি থেকে কাজ (work from home) করার সুযোগ পেতেন, তাঁদেরকেও অফিসে আসতে হবে। কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণভাবে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন ইলন। আবার কর্মীদের রীতিমতো হুঁশিয়ারির সুরে ইলন মেলে লিখেছেন, “আপনারা যদি অফিসে ফিরে আসতে না চান, তবে আপনাদের ইস্তফাপত্র আমি গ্রহণ করছি।”

    এরপর ইলন (Elon Musk) আরও জানিয়েছেন, কোম্পানির প্রয়োজনের ভিত্তিতে ট্যুইটার ব্লু-টিকের পরিষেবা দ্রুত শুরু করতে হবে। এই পরিস্থিতিতে আরও অর্থ উপার্জন করা প্রয়োজন বলে মনে করছেন ট্যুইটার-কর্তা। ফলে কীভাবে কোম্পানির এই পরিস্থিতির মধ্যে ইলন মাস্ক ফের ট্যুইটারকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, সেটিই এখন দেখার অপেক্ষায়।

LinkedIn
Share