Tag: Employment in India

Employment in India

  • PM Modi: ৮ কোটি কর্মসংস্থান! আরবিআইয়ের রিপোর্টে মুখ বন্ধ হয়েছে বিরোধীদের, তোপ মোদির

    PM Modi: ৮ কোটি কর্মসংস্থান! আরবিআইয়ের রিপোর্টে মুখ বন্ধ হয়েছে বিরোধীদের, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে কর্মসংস্থান, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এই সরকারি অনুষ্ঠানে ২৯,৪০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। এরপর বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘সম্প্রতি কর্মসংস্থান নিয়ে রিপোর্ট পেশ করেছে আরবিআই (RBI)। এই রিপোর্টে বলা হয়েছে, গত ৩-৪ বছরে দেশে নতুন ৮ কোটি কর্মসংস্থান তৈরি করা হয়েছে। যারা মিথ্যা প্রচার করছিল, এই রিপোর্ট দেখে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। এরা বিনিয়োগ, পরিকাঠামো, দেশের উন্নয়নের বিরোধিতা করে। সেসব এখন প্রকট হয়ে গিয়েছে। দেশের নাগরিকরা ওদের চক্রান্ত প্রত্যাখ্যান করে দিচ্ছেন।’’

    বিনিয়োগের শত্রু, দেশের পরিকাঠামোর শত্রু এবং দেশের উন্নয়নের শত্রু

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন হাজির ছিলেন মুম্বইয়ের নেস্কো এক্সামিনেশন সেন্টারে। সেখানেই তিনি এই কথাগুলি বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘যাঁরা এভাবে মিথ্যা তথ্য দেশবাসীর সামনে তুলে ধরছেন, তাঁরা আসলে বিনিয়োগের শত্রু, দেশের পরিকাঠামোর শত্রু এবং দেশের উন্নয়নের শত্রু।’’ প্রসঙ্গত, সম্প্রতি আরবিআই-এর (RBI) যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ সাল পর্যন্ত ৮ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে ভারতে। অর্থাৎ প্রতিবছর ২ কোটি যুবকের কর্মসংস্থান সম্ভব হয়েছে। এই সময়সীমার মধ্যে পৃথিবীজুড়ে করোনাভাইরাসের আক্রমণও দেখা গিয়েছে, ভারতও তার বাইরে নয়। এদেশেও লক ডাউন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে কর্মসংস্থান। সম্প্রতি গত সপ্তাহে এ নিয়ে একটি প্রেস বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক।

    বিরোধীদের মুখোশ খুলে গিয়েছে, তোপ মোদির (PM Modi) 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এদিন আরও বলেন, ‘‘স্কিল ডেভেলপমেন্ট এবং কর্মসংস্থান আমাদের দেশে প্রয়োজন, আমাদের সরকার সব সময় দেশের যুবসমাজকে কর্মসংস্থান দিতে সচেষ্ট। বিগত ৪/৫ বছর ধরে করোনা মহামারীর পরেও রেকর্ড সংখ্যক চাকরির বাজার ভারতে তৈরি হয়েছে।’’ পাশাপাশি ইন্ডি জোটকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তাদের প্রত্যেকটা নীতি হল যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, কর্মসংস্থানকে বন্ধ করা। বর্তমানে তাদের এই ধরনের মুখোশ খুলে গিয়েছে। ভারতবর্ষের মানুষ তাঁদেরকে প্রত্যাখ্যান করেছেন।’’

    আগামী বছরগুলিতে তিন কোটি গরিব মানুষের বাড়ি পাকা হতে চলেছে

    সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘জনগণ জানে এনডিএ সরকার সম্পর্কে এবং এটাও জানে যে এনডিএ দেশকে একমাত্র সুস্থিরতা দিতে পারে।’’ নরেন্দ্র মোদি আরও বলেন, ‘‘আগামী বছরগুলিতে তিন কোটি গরিব মানুষের বাড়ি পাকা হতে চলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। এর মধ্যে দরিদ্ররা রয়েছেন, দলিতরাও রয়েছেন আবার উপজাতিরাও রয়েছেন।’’ এদিন তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের সংস্কৃতি সামাজিকতা এবং জাতীয়তাবাদের জাগরণ নিয়েও বলেন। তিনি বলেন, ‘‘ছত্রপতি শিবাজী মহারাজ, বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা জ্যোতিবা ফুলে, সাবিত্রী ফুলে, লোকমান্য তিলক, বিনায়ক দামোদর সাভারকরের মতো বড় বড় মহান বীরদের আদর্শ নিয়েই আমাদের চলতে হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PMO Job Announcement: আগামী দেড় বছরেই ১০ লক্ষ নতুন কেন্দ্রীয় চাকরি! টার্গেট বেঁধে দিলেন মোদি

    PMO Job Announcement: আগামী দেড় বছরেই ১০ লক্ষ নতুন কেন্দ্রীয় চাকরি! টার্গেট বেঁধে দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কী সরকারি চাকরি করতে ইচ্ছুক? কিন্তু চাকরির অভাবে ব্যাগভর্তি ডিগ্রী থাকা সত্ত্বেও বাড়িতে বেকার হয়ে বসে আছেন? ভাবছেন কবে শিকে ছিড়বে? তাহলে আপনার জন্যে সুবর্ণ সুযোগ। কেন্দ্র সরকারের ১০ লক্ষ লোভনীয় চাকরি (Job Vacancy) অপেক্ষা করছে আপনার জন্যে। এখনই শুরু করে দিন প্রস্তুতি। 

    ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মোদি (Modi) সরকারের। আগামী দেড় বছরে ১০ লক্ষ সরকারি পদে নিয়োগের ঘোষণা করল প্রধানমন্ত্রীর দফতর (Prime Minister Office)। জানা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সব বিভাগ এবং মন্ত্রকের কর্মসংস্থান পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। দেড় বছরের মধ্যে ১০ লক্ষ পদে নিয়োগের প্রক্রিয়া সেরে ফেলতে নির্দেশ দিয়েছেন বিভিন্ন দফতরকে। একটি ট্যুইট করে পুরো বিষয়টি জানিয়েছে পিএমও। 

    আরও পড়ুন: ১৩০ শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, কীভাবে আবেদন করবেন?

    পিএমও-র ট্যুইটে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে কেন্দ্রীয় সরকারের সব দফতর এবং মন্ত্রকের মানব সম্পদের পরিস্থিতি খতিয়ে দেখার পর আগামী দেড় বছরের মধ্যে দ্রুততার সঙ্গে দশ লক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছেন৷”

    [tw]


    [/tw]

    সম্প্রতি একাধিকবার নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশের বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে সবর হয়েছে বিরোধীরা। পিএমও-র এই ট্যুইট বিরোধীদের প্রশ্নের যোগ্য জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

    আরও পড়ুন: রাজ্যে আইন মেনে হচ্ছে না ১০০ দিনের কাজ

    কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে রেলমন্ত্রক। অনেকেই মনে করছেন আগামী দিনে প্রচুর পরিমাণে নিয়োগ হতে পারে রেলে। রেল ছাড়াও ডাক বিভাগ, পিএসইউ এবং কেন্দ্র সরকারের অন্যান্য বিভাগেও কর্মসংস্থান প্রচুর পরিমাণে বাড়বে, পিএমও-র ঘোষণা থেকে তা স্পষ্ট। 

     

LinkedIn
Share