Tag: ENG vs PAK

ENG vs PAK

  • T20 World Cup Final 2022: পাক বধ! ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

    T20 World Cup Final 2022: পাক বধ! ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষপর্যন্ত পাকিস্তানের থেকে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড (T20 World Cup Final 2022)। ৫০ ওভারের বিশ্বকাপের পরে এ বার টি-২০ বিশ্বকাপও জিতল ইংল্যান্ড। মেলবোর্নে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। পাকিস্তানকে প্রথমে ব্যাট হাতে পাঠালে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করতে পারলেন বাবর আজমরা। এরপর রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে গেলেন বাটলাররা। ২০১০ সালের পরে আরও এক বার ২০ ওভারের বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে প্রথমবার কুড়ির ফরম্যাটে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। আর এবার জস বাটলারের নেতৃত্বে ট্রফি জিতল ব্রিটিশ ব্রিগেড।

    স্বল্প রানের লক্ষ্যমাত্রা

    আজকের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। কম রানেরই লক্ষ্য ছিল। ফলে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বাটলারদের। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান রান করেছিল ২০ ওভারে ১৩৭ রান। শুধুমাত্র অধিনায়ক বাবর আজম ৩২ এবং শান মাসুদ ৩৮ রানের ইনিংস খেলেন।  ৪ ওভারে মাত্র ২২ রান দিলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন আদিল রশিদ। আবার চার ওভারে মাত্র ১২ রান দিয়েও ৩ টি উইকেট নিয়েছিলেন স্যাম ক্যারান। মাঝে শাহিন আফ্রিদি পাকিস্তানের সমর্থকদের কিছুটা আশার আলো দেখালেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হল। কারণ ইংল্যান্ডের ইনিংসে ১৬তম ওভারের শেষ দুটো বল, যা করার কথা ছিল শাহিন শাহ আফ্রিদির। কিন্তু করতে হল ইফতিকার আহমেদকে। আর তারই হয়ত খেসারত দিতে হল আজ পাকিস্তানকে। চোটের কারণে মাঠেই থাকতে পারলেন না শাহিন।

    আরও পড়ুন: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    ব্রিটিশ ব্রিগেডের জয়

    অন্যদিকে ১৩৭ রানের জবার দিতে ব্যাট হাতে নামেন ইংল্যান্ড। ব্যাট হাতে স্টোকসের দুর্দান্ত পারফরমন্সের জন্যই আজকের এই জয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। প্রথমে ব্রুক (২০) এবং পরে মইন আলীকে (১৯) সঙ্গে নিয়ে দুটি পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। প্রথমে সল্ট ও পরে স্টোকসকে নিয়ে এগিয়ে নিয়ে যায় রানের গতি। বাটলার নিজে ২৬ রানে ফিরে যান। ১৭ বলের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ১টি ছয় করেন তিনি। এরপর সল্টের সঙ্গে জুটি বাঁধেন স্টোকস। সল্ট ফিরে গেলে প্রথমে ব্রুক ও পরে মঈন আলি সঙ্গ দেন স্টোকসের। শেষ পর্যন্ত মাঠে টিকে থেকে ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন স্টোকস। এক ওভার বেঁচে থাকতেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। স্টোকসের অর্ধশতরানেই দেশকে এনে দেন টি-২০ বিশ্বকাপ।

     

LinkedIn
Share