Tag: England Cricket Team

England Cricket Team

  • Gautam Gambhir: কালীঘাটে পুজো দিলেন গম্ভীর, ইডেন থেকেই ভালো দিনের আশা ভারতীয় দলের

    Gautam Gambhir: কালীঘাটে পুজো দিলেন গম্ভীর, ইডেন থেকেই ভালো দিনের আশা ভারতীয় দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুঃসময় কাটাতে ঈশ্বরের শরণাপন্ন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বুধ-সন্ধেয় ক্রিকেটের নন্দনকাননে একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন গম্ভীর। তার আগে মায়ের আশীর্বাদ নিতে ছুটে গেলেন কালীঘাট মন্দিরে। আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে যাত্রা শুরু করার আগেও কালীঘাটে পুজো দিয়েছিলেন গম্ভীর। এবারও সেই ধারা বজায় রাখলেন।

    কালীঘাটে আরতি গম্ভীরের

    মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ইডেনে ভারতীয় দলের প্র্যাকটিস ছিল। তার আগে কালীঘাটে মা কালীর মন্দিরে হাজির টিম ইন্ডিয়ার হেড কোচ। সঙ্গে কয়েকজন সাপোর্ট স্টাফ। হাত জোড়‌ করে, চোখ বন্ধ করে, মনোযোগ দিয়ে দেবীর আরাধনা করতে দেখা যায় গম্ভীরকে (Gautam Gambhir। এরপর দু’হাতে মা কালীর মূর্তি ছুঁয়ে প্রণাম করেন। তারপর করেন আরতি। শেষে মা কালীর মূর্তিতে মাথা ঠুকে প্রণাম করেন গম্ভীর। ইডেন গার্ডেন থেকে অনেক কিছু পেয়েছেন। আইপিএলে ক্রিকেটার, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর, মেন্টর হিসেবেও ট্রফি জেতেন। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে গম্ভীরের জীবনে বড় অবদান রেখেছে কলকাতা। 

    ভালো দিনের আশা

    দ্রাবিড় পরবর্তী যুগে বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি এই সিরিজে কোচ গম্ভীরের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে বোর্ডের। ইতিমধ্যেই লাল বল এবং সাদা বলের ক্রিকেটে আলাদা কোচ রাখার দাবি উঠেছে। যা গম্ভীরের কানেও হয়তো গিয়েছে। মুখে স্বীকার না করলেও, যথেষ্ট চাপে আছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। জানেন, ইংল্যান্ড সিরিজ জেতা ছাড়া গতি নেই। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে তাই পুজো সারলেন গৌতি। 

    গম্ভীরের অস্ত্র

    চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের শক্তি পরখ করে নেওয়ার জন্য আজ, ইডেনে নামবে ভারত-ইংল্যান্ড (India vs England)। ইতিমধ্যেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুকের মতো মারকুটে ব্যাটারদের পাশাপাশি ৫ বোলার নিয়ে নামবে ইংল্যান্ড। তিন পেসার এবং দুই স্পিনারে দল সাজিয়েছে তারা। দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলের জার্সিতে নামবেন মহম্মদ শামি। তবে নজর থাকবে কেকেআরের দুই তারকা রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তীর দিকে। ইডেনের চেনা পিচে গম্ভীরের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন তাঁরা।

    কখন শুরু ম্যাচ?

    বুধবার অর্থাৎ ২২ জানুয়ারি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে।

    কোথায় দেখানো হবে?

    টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস ১ (এসডি এবং এইচডি) চ্যানেলে দেখা যাবে ম্যাচ। তাছাড়াও স্টার স্পোর্টস হিন্দি ১ (এসডি এবং এইচডি) -এও সরাসরি সম্প্রচার হবে ম্যাচের। ওটিটি প্লাটফর্মে হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হবে ভারত-ইংল্যান্ড ম্যাচের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • England ODI Record: ৫০ ওভারে ৪৯৮ রান! একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

    England ODI Record: ৫০ ওভারে ৪৯৮ রান! একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ODI) সর্বোচ্চ রানের ইনিংসের বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড (England)। নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলে ৪ উইকেটে ৪৯৮ রান করে জয়লাভ করে অইন মর্গ্যান (Eoin Morgan)-এর দল। শতরান করেন তিন জন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    শুধু তাই নয়, এদিন নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিল ইংল্যান্ড। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। এক দিনের ক্রিকেটে এত দিন সেটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

    [tw]


    [/tw]

    এদিনের ম্যাচে জস বাটলারকে (Jos Buttler)  এক অন্য রূপেই দেখা যায়। তিনি এদিন ৭০ বলে ১৬২ রান করেন। তিনি এদিন দ্রুততম ১৫০ রান করে একদিনের ম্যাচের ইতিহাসে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি সাতটি চার এবং ১৪টি ছয় মারেন। ছয় নম্বরে নেমে লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) ১৭ বলে ৫০ রান করেন যা ইংল্যান্ডের একদিনের ম্যাচে  দ্রুততম ৫০ রান করে এক ইতিহাস তৈরী করেছে। তিনি মোট ২২ বলে ৬৬ রান করেন।

    আরও পড়ুন: ভাঙল ১২৯ বছরের রেকর্ড! প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য কীর্তি বাংলার

    নেদারল্যান্ডের বিরুদ্ধে ওপেনার জেসন রয় (Jason Roy) ব্যর্থ হলেও পরে  রান তোলেন ইংল্যান্ডের ব্যাটাররা। ফিল সাল্ট ( Phil Salt) ৯৩ বলে ১২২ রান করেছেন। দাউইদ মালান (Dawid Malan) করেছেন ১০৯ বলে ১২৫ রান। এই ম্যাচে অধিনায়ক অইন মর্গ্যান কোনও রান করতে ব্যর্থ হন। সাল্ট ও মালান একসঙ্গে জুটিতে ২২২ রান করেছেন। আবার মালান ও বাটলার জুটিতে ওঠে ১৮৪ রান। এই ম্যাচে প্রতি ওভারে গড়ে ৯.৯৬ রান করেছেন ইংল্যান্ডের ব্যাটাররা।

     

LinkedIn
Share