Tag: England wins by 7 wicket

England wins by 7 wicket

  • IND vs ENG 5th Test: সিরিজ জয় অসম্পূর্ণ! ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হার ভারতের

    IND vs ENG 5th Test: সিরিজ জয় অসম্পূর্ণ! ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: হার এড়াতে পারল না টিম ইন্ডিয়া। এজবাস্টন টেস্টে যশপ্রীত বুমরার ভারতকে হারিয়ে ৭ উইকেটে জিতল ইংল্যান্ড। চতুর্থ দিনের খেলা যেখানে শেষ করেছিলেন,পঞ্চম দিন সকালে সেখান থেকেই শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাট্সম্যান জো রুট এবং জনি বেয়ারস্টো। এক দিনের মেজাজে ব্যাট করে মধ্যহ্নভোজের বিরতির আগেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা। ৩ উইকেট হারিয়েই শেষ ইনিংসে প্রয়োজনীয় ৩৭৮ রান তুলল ইংল্যান্ড। কোনও প্রত্যাঘাত করতে পারল না ভারতীয় দল (India Edgbaston)। মাত্র দেড় ঘন্টার মধ্যেই মঙ্গলবার হার মানল ভারত।

    ৩৭৮ রান করতে হবে, সেই লক্ষ্যে ইংল্যান্ডের (England) দুই ব্যাটসম্যান জো রুট (১৭৩ বলে ১৪২) ও জনি বেয়ারস্টো (১৪৫ বলে ১১৪) মিলে সহজে রান তুলে দিয়েছেন। দুই ব্রিটিশ তারকাকে দু’দিনে আউটই করতে পারলেন না ভারতীয় বোলাররা। কেন ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হল না, তা নিয়েও প্রশ্নও উঠছে। সমালোচনা চলছে বুমরার (Jasprit Bumrah) অধিনায়কত্ব নিয়েও। সময়মতো বোলিং পরিবর্তন করতে ব্যর্থ হন বুমরা। এমনকি ফিল্ড পজিশনেও গলদ ছিল বলে অভিমত ক্রীড়া বিশেষজ্ঞদের। প্রথম ইনিংসে ভাল ব্যাট করেও ছন্দ ধরে রাখতে পারল না ভারত। 

    ২০০৭ সালের পর আশা করা হয়েছিল ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। ম্যাচের শুরুতে সে সম্ভাবনা থাকলেও,  ম্যাচের শেষ দিনে এসে পুরো চিত্রটাই যেন পাল্টে গেল। বার্মিংহামের এজবাস্টনে ভারতকে হারিয়ে কার্যত ইতিহাস রচনা করল ইংল্যান্ড ক্রিকেট দল। এই জয়ের ফলে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়া করে জিতল ইংল্যান্ড। এর আগে কখনই টেস্টে ৩৬০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি ইংল্যান্ড। এ দিন এজবাস্টনে সেই রেকর্ড ভেঙেই জিতল বেন স্টোকসের দল। অন্যদিকে এই প্রথমবার ভারতের বিরুদ্ধে ৩৪০ রানের বেশি তাড়া করে জিতল ব্রিটিশ ব্রিগেড। সেইসঙ্গে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়ে গেল। 

LinkedIn
Share