Tag: Entertainment news

Entertainment news

  • Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

    Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমার ছবি বয়কট করবেন না।আমি আমার দেশকে ভালোবাসি।” নেটিজেনদের এমনই আবেদন জানালেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন আমির খান (Aamir Khan)। হলিউডি জনপ্রিয় ছবি ‘ফরেস্ট  গাম্প’-এর(Forest Gump) রিমেকে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘লাল সিং চাড্ডা'(Laal Singh Chaddha)।  মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। 

    কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে বয়কটের ডাক দিয়েছেন নেট নাগরিকরা। “ভারত জুড়ে বাড়ছে অসহনীয়তা”— ২০১৫ সালে এক  সাক্ষাৎকারে আমিরের এই পুরনো মন্তব্যকে ঘিরেই এই জনরোষ। ফের নতুন করে সরব আমজনতা। আমির সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাদের দেশ সহনশীল, কিন্তু এখানকার মানুষ এই পরিবেশকে অসুস্থ করে তুলছেন।” ৭ বছর পরে এই মন্তব্যেই বিপদে আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’। ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। ট্যুইটারে ট্রেন্ড করছে #BoycottLaalSinghChaddha। এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন খোদ অভিনেতা।

    আরও পড়ুন: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

    সাংবাদিক সম্মেলনে আমিরকে প্রশ্ন করা হয়, তাঁর মন্তব্য নিয়ে সম্প্রতি যে জনরোষ তৈরি হয়েছে, তাই নিয়ে অভিনেতার কী মত? আমির বলেন, “আমি সত্যিই দুঃখিত। দুঃখিত এই কারণে যে কিছু মানুষ মনে মনে সত্যিই বিশ্বাস করেন যে আমি ভারতকে ভালোবাসি না। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। খুবই দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ এটা মনে করেন।” 

    তিনি আরও বলেন, “আমি দেশকে ভালবাসি। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। যাঁরা বলছেন বা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন, আমি দেশকে ভালবাসি না, তাঁরা ভুল ভাবছেন। আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত।” 

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    টম হ্যাঙ্কসের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্পের রিমেক লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডার ভূমিকায় দেখা যাবে আমির খানকে। আমির খানের প্রেমিকার চরিত্রে দেখা যাবে করিনা কাপুর খানকে। এছাড়াও আমিরের মায়ের চরিত্রে দেখা যাবে মোনা সিংকে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। ছবিটি পরিচালনা করেছেন, অদ্বৈত চন্দন। 

     

     

  • Ranveer Singh: বাদশার প্রতিবেশী বাজিরাও! রণবীরের নতুন ফ্ল্যাটের দাম শুনলে আকাশ থেকে পড়বেন

    Ranveer Singh: বাদশার প্রতিবেশী বাজিরাও! রণবীরের নতুন ফ্ল্যাটের দাম শুনলে আকাশ থেকে পড়বেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বি-টাউনের সেলেবদের মুম্বইয়ের জুহু (Juhu) ও বান্দ্রা (Bandra) খুবই পছন্দের জায়গা কারণ শাহরুখ (Shahrukh) থেকে সালমান খান (Salman Khan) সহ প্রায় অনেক অভিনেতা-অভিনেত্রীদের এই জায়গাতেই থাকতে দেখা যায়। এবারে তাঁদের তালিকায় নাম জুড়ে গেল রণবীর সিং (Ranveer Singh)-এর। শুধু তাই নয়, শাহরুখ খানের প্রতিবেশী হলেন রণবীর সিং। কারণ মন্নতের পাশেই একটি কোয়াড্রুপ্লে (Quadruplex Apartment) কিনে ফেললেন তিনি। রণবীর এবং তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভাবনানির সংস্থা “Oh Five Oh Media Works LLP” যৌথভাবে মুম্বইয়ের বান্দ্রার ওই বাড়িটি কিনেছে। এর জন্য তাঁদের খরচ করতে হয়েছে ১১৯ কোটি টাকা।

    আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

    খবরসূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা। এই বাড়ি কিনে বলিউডের বিলাসবহুল বাংলোর মালিকদের তালিকায় জায়গা করে নিয়েছেন রণবীর। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা তিনি কিনে নিয়েছেন। বিলাসবহুল এই বিল্ডিং-এ থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও। এই কোয়াড্রুপ্লে বাড়ির কার্পেট এরিয়া ১১ হাজার ২৬৬ বর্গফুট। এবং ১৩০০ বর্গফুটের একটি বিলাসবহুল ছাদও রয়েছে। বাড়িটি কেনার জন্য মোট ১১৮ কোটি ৯৪ লাখ টাকা দিতে হয়েছে রণবীর সিং ও তাঁর বাবকে। রেজিস্ট্রেশন করার সময় ৭.১৩ কোটি টাকা দিতে হয়েছে তাঁদের।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    এ প্রসঙ্গে বান্দ্রার এক রিয়েলটর সংবাদমাধ্যমকে জানান, সাগর রেশমের পুরনো একটি বিল্ডিংকে নতুন করে তৈরি করা হচ্ছে। যার নিচের ফ্লোরগুলি বাড়ির পুরনো মালিকরা পাবেন। ১৬ তলায় ৪ BHK ফ্ল্যাট রয়েছে। বাকি তিনটি ১৭ থেকে ১৯ ফ্লোর জুড়ে একটি পেন্টহাউজ রয়েছে। আর এটাই কিনে নিয়েছেন রণবীর। আর এরপরেই দেখা যায়, তাঁর বাড়িটির অবস্থান শাহরুখের মন্নত ও সালমানের গ্যালাক্সি রেসিডেন্সির একেবারে মাঝে। 

  • Madhubala – Dilip Kumar: জানেন কী কেন ভেঙে গিয়েছিল মধুবালা-দিলীপ কুমারের ভালোবাসার সম্পর্ক?

    Madhubala – Dilip Kumar: জানেন কী কেন ভেঙে গিয়েছিল মধুবালা-দিলীপ কুমারের ভালোবাসার সম্পর্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ন-বছর চলেছিল বিখ্যাত তারকা মধুবালা(Madhubala) ও দিলীপ কুমারের (Dilip Kumar) প্রেমপর্ব। এমনকি তাঁরা বিয়েও করতে চলেছিল। কিন্তু পরিণতি পায়নি সেই প্রেম। সম্পর্ক আকস্মিকই ভেঙে গিয়েছিল, ফলে তারকা জুটির অনুরাগীদের মনও ভেঙে যায়। তবে কেনই বা তাঁদের সম্পর্কে বিচ্ছেদ এল তা নিয়ে হাজারো প্রশ্ন তাঁদের ভক্তদের। সব জল্পনার অবসান করে এই সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মধুবালার বোন মধুর ভূষণ(Madhur Bhushan)।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে মধুর ভূষণ সংবাদমাধ্যমে জানান, ‘নয়া দৌড়’ (Naya Daur) ছবির শ্যুটিংয়ের জন্য মধুবালাকে যেতে দেয়নি তাঁর বাবা আতাউল্লা খান (Ataullah Khan)। এরপর ছবির পরিচালক বিআর চোপড়া (BR Chopra) কোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী ও তাঁর বাবার নামে। সেই মামলায় মধুবালার বিপক্ষে সাক্ষ্য দেন দিলীপ কুমার। তিনি দিলীপ কুমারকে অনুরোধ জানান, তাঁর বাবার কাছে এই আচরণের জন্য ক্ষমা চাইতে। কিন্তু আতাউল্লাহর কাছে ক্ষমা চাননি দিলীপ কুমার। মন ভেঙে যায় মধুবালার। এছাড়াও তাঁর বাবার বিরুদ্ধে যেতে নারাজ ছিলেন তিনি। সুতরাং শুধুমাত্র ক্ষমা না চাওয়ার কারণে ভেঙে যায় দিলীপ কুমার-মধুবালার দীর্ঘ দিনের প্রেম। ১৯৫১ সালে ‘তারানা’ ছবির সেটে শুরু হয়েছিল মধুবালা-দিলীপের প্রেম কাহিনির।

    আরও পড়ুন: দিলীপ কুমারের স্মৃতিতে কান্নায় ভেঙে পড়লেন সায়রা বানু

    মধুবালার বোন আরও জানিয়েছেন, মধুবালা কখনও চাননি যে সবাই এমনটা জানুক যে, তিনি তাঁর ভালোবাসার জন্য বাবাকে অমান্য করেছেন। তিনি একজন ভালো মেয়ে হতে চেয়েছিলেন, তাই তিনি দিলীপ সাবকে আর বিয়ে করেননি। তিনিও কখনও চাননি যে জনসম্মুখে তাঁর বাবাকেই এই বিচ্ছেদের জন্য দোষী মনে করা হয়। তাই এইসব থেকে দূরে থাকতে তিনি দিলীপ সাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ১৯৬০ সালে কিশোর কুমারের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। বহু পুরুষের কাঙ্খিত নারী ছিলেন তিনি। তাঁর সৌন্দর্য, মায়াবী হাসি, ব্যক্তিত্ব আর অভিনয়ে মুগ্ধ ছিল সারা দেশের মানুষ। তবে তাঁর জীবন ছিল ট্র্যাজেডি-তে ভরা। সিনেমার গল্পকে হার মানায় মধুবালার জীবন-কাহিনি। মাত্র ৩৬ বছর বেঁচে ছিলেন তিনি। অথচ এই অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন ছাপ রেখে গেছেন মধুবালা, যা কখনও ভোলার নয়। এখনও তাঁর রূপ, অভিনয় নিয়ে চর্চা হয়। চর্চা হয় দিলীপ কুমারের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে। এতদিন পর সেই বিচ্ছেদের কারণ সামনে আনলেন মধুবালার বোন। 

  • Brahmastra Trilogy: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    Brahmastra Trilogy: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    মাধ্যম নিউজ ডেস্ক: সমস্ত অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র ট্রিলজির স্টার স্টুডিওজ, ধর্ম প্রোডাকশনস,  ১৫ জুন, প্রকাশ্যে আনলেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’  পার্ট ১-এর ট্রেলার। বুধবার ট্রেলারটি প্রকাশ্যে আসার পর অনুরাগীদের উন্মাদনা আরও তুঙ্গে। অ্যাকশন, রহস্য, ভিএফএক্স-এ ভরা অয়ন মুখার্জী পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ -এর ট্রেলার। ভিএফএক্স-এর এমন যাদুতে সবার তাক লাগিয়ে দিয়েছে। দর্শকরা মনে করছেন, বলিউডে এমন চোখ ধাঁধানো ভিএফএক্স এর আগে হয়ত তারা দেখেনি। তাই এর জন্য দর্শকরা যে কতটা আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন, তা বলাার আর কোনও জায়গা রাখে না।

    আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

    এই ছবিতে আলিয়া ও রণবীরের সঙ্গে রয়েছে অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। নাগার্জুনের উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। যখন এই মুভির ট্রেলার বলিপাড়ায় ও দর্শকদের মনে ঝড় তুলেছে, তারই মধ্যে দর্শকরা মুভির আরও দুটি পার্ট নিয়ে আলোচনা করতে শুরু করেছে এবং তারা বিশেষভাবে আগ্রহী যে কবে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজির আরও দুটো পার্ট। তাই সমস্ত জল্পনার অবসান করে অয়ন মুখার্জী জানিয়েছেন, মুভির প্রথম অংশ মুক্তি পাওয়ার পরেই দ্বিতীয় ও তৃতীয় পার্টের শ্যুটিং নিয়ে পরিকল্পনা করা শুরু হবে। তিনি আরও জানিয়েছেন যে, ট্রায়োলজির প্রতিটি পার্টের গল্প একই থাকবে কিন্তু নতুন ক্যারেক্টার আনা হবে ও ব্রহ্মাস্ত্র কাহিনীর নতুন দিক তুলে ধরা হবে।

    উল্লেখ্য, ব্রহ্মাস্ত্র জল-আগুন-বায়ুর পৌরাণিক একটি গল্প  যাকে আধুনিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে এই মুভিতে কিং খানের উপস্থিতি নিয়েও বেশ জল্পনা শুরু হয়েছে। কারণ অনেকেরই মনে হয়েছে যে, শিবের অবতারে ট্রেলারে শাহরুখ খানকে দেখা যায়।

    আরও পড়ুন:বলিপাড়ায় নতুন ধামাকা! ‘বাপ’-এ এবারে একসঙ্গে বলিউডের চার তারকা

    এই ছবি নিয়ে অয়ন মুখার্জী আরও বলেন যে, তিনি ৯ বছর আগে এই মুভির উপর কাজ করতে শুরু করেছিলেন, যখন তিনি ‘Yeh Jawaani Hain Deewani’ শ্যুটিং শেষ করেন। এবং তারপর রণবীর কাপুরের সঙ্গে এই ছবিতে কাজ করার কথা চললেও রণবীর ‘সঞ্জু’ ছবিতেই আগে কাজ করেছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই ছবির মুক্তি পিছানোর পর অবশেষে আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

  • Kishore Kumar: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    Kishore Kumar: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সবার মনের মানুষ  ছিলেন কিশোর কুমার। মাত্র ৫৮ বছর বয়সেই চলে যান এই কিংবদন্তী সঙ্গীত শিল্পী। কিন্তু আপনি কি জানতেন এই স্বনামধন্য গায়কের চারটি বিয়ে ছিল? তাঁর স্ত্রীর নাম ছিল- রুমা গুহ ঠাকুরতা (Ruma Guha Thakurta), মধুবালা (Madhubala), যোগিতা বালি(Yogeeta Bali) এবং লীনা চান্দাভাকর (Leena Chandavarkar)। কিশোর কুমারের প্রথম স্ত্রী এবং বাঙালি গায়িকা-অভিনেত্রী রুমার ছেলেই গায়ক অমিত কুমার।

    আরও পড়ুন: বেহাল ব্যবস্থাপনাই প্রাণ কাড়ল কে কে-র! দাবি বিশেষজ্ঞ থেকে ভক্তদের

    একটি সংবাদমাধ্যমে কিশোর কুমারের পুত্র অমিত কুমার তাঁর পিতার বিবাহজীবন নিয়ে বলেন। তিনি জানান, তাঁর মায়ের সঙ্গে ডিভোর্স চলাকালীনই মধুবালার প্রেমে পড়ে যান কিশোর কুমার এবং তাঁর চতুর্থ স্ত্রী লীনার সঙ্গে আরও একটি পুত্র আছে যার নাম সুমিত কুমার। কিশোর কুমারের চারটি বিয়ে নিয়ে সরারসরি জিজ্ঞাসাবাদ করলে অমিত কুমার জানান, এটি তাঁর ব্যক্তিগত জীবন ছিল তাই তিনি কখনও তাঁর বাবাকে এই নিয়ে প্রশ্ন করেননি। কিন্তু তিনি সবসময় একটি পরিবার চেয়েছিলেন এবং তাঁকে এই নিয়ে ভুল বোঝানো হয়েছিল বলে দাবি করেছেন অমিত কুমার। তিনি আরও বলেছেন যে, তাঁর সৎ মা লীনা একজন দারুণ লেখিকা ছিলেন ও তাঁর জন্য গানও লিখেছিলেন। কিশোর-পুত্র তথা গায়ক আরও বলেন, যেদিন তাঁর বাবা-মায়ের ডিভোর্স হয়েছিল, তাঁর  বাবা নিজের মাইনর মরিস (Morris Minor) গাড়িটি বাংলোতে কবর দিয়েছিলেন। নায়ক হিসেবে প্রথম ছবি ‘আন্দোলন’-এর পর তিনি তাঁর মায়ের সঙ্গে এটি কিনেছিলেন এবং এই জন্যই তিনি হয়েছিলেন কিশোর কুমার।

    তিনি দাবি করেন, ১৯৫০ সালে তাঁর বাবা-মায়ের বিয়ে হলে, ১৯৫২ সালে তাঁর জন্মানোর পর কিশোর কুমার চেয়েছিলেন যে তাঁর মা যেন গৃহবধূ হয়ে থাকে। তাই মনে করা হয় যে , অমিতাভ বচ্চন(Amitabh Bacchan) এবং জয়া বচ্চন (Jaya Bacchan) অভিনীত হৃষিকেশ মুখার্জীর (Hrishikesh Mukherjee) ‘অভিমান’(Abhimaan), সিনেমাটি  কিশোর এবং রুমার গল্প থেকে অনুপ্রাণিত হয়েছিল।

    আরও পড়ুন: আইফা অ্যাওয়ার্ডে অনুরাগীদের মনে ঝড় তুললেন নোরা ফতেহি ও নারগিস ফাখরি

    উল্লেখ্য, রুমা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ভাইঝি এবং তিনি দিলীপ কুমারের (Dilip Kumar) প্রথম ছবি ‘জোয়ার ভাটা’(Jwar Bhata), ‘আফসার’(Afsaar) এবং ‘মাশাল’-এর (Mashaal) মতো ছবিতে অভিনয় করেছিলেন। তিনি সত্যজিৎ রায়ের দুটি বাংলা ছবি ‘গণশত্রু’(Ganashatru) ও ‘অভিযান’ (Abhijan) সিনেমাতেও কাজ করেছিলেন ।  কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেছিলেন তিনি এবং তাঁর আরও দুটি সন্তান হয়। ২০১৯ সালে ৮৪ বছর বয়সে কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

  • New Movie Baap: বলিপাড়ায় নতুন ধামাকা! ‘বাপ’-এ এবারে একসঙ্গে বলিউডের চার তারকা

    New Movie Baap: বলিপাড়ায় নতুন ধামাকা! ‘বাপ’-এ এবারে একসঙ্গে বলিউডের চার তারকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের (Bollywood) এই নতুন সিনেমায় এক, দুই নয়, একেবারে চারজন বড় বড় তারকাকে দেখা যাবে একই পর্দায়। বলিউড থেকে এই খবরটি আসা মাত্র সিনেমাপ্রেমীদের মধ্যে এক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানা যায়, এই সিনেমায় চারজন অভিনেতাই ‘অ্যাকশনের বাপ’। এক সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সানি দেওল(Sunny Deol), সঞ্জয় দত্ত (Sanjay Dutt)  এবং জ্যাকি শ্রফকে (Jackie Shroff)। তাই বলাই বাহুল্য যে এই সিনেমাটি একটি নতুন চমক নিয়ে আসতে চলেছে।

    পরিচালকের আসনে রয়েছেন বিবেক চৌহান(Vivek Chauhan)। ছবির যৌথ প্রযোজনায় জি স্টুডিও (Zee Studio) এবং আহমেদ খান (Ahmed Khan)। এই অ্যাকশন মুভির জন্য আহমেদ খান, জি স্টুডিওর সঙ্গে এই উদ্যোগ নিয়েছেন। এটিই বলিউডে প্রথম যে, একই সিনেমার পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের চার তারকাকে।

    আরও পড়ুন: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    আশির দশকে এই চার অভিনেতারা বড়পর্দায় অ্যাকশনের ঝড় তুলেছিলেন। সেই ঝড়কেই ফের পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক। বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি মাসেই শুরু হবে এই ছবির শুটিং। শোনা যাচ্ছে, এই ছবির শ্যুটিং মুম্বই-এর স্টুডিও ছাড়াও বিভিন্ন জায়গায় করা হবে। খবরসূত্রে জানা যায়, আশির দশকের এই অ্যাকশন স্টারদের বড় পর্দায় পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছেন আহমেদ খান, তবে কিছু ট্যুইস্টের সঙ্গে। তাই এবারে চারজনের জুটি বেঁধেছেন মুভির প্রযোজক টিম। গত একবছর ধরে এই ছবি নিয়ে আলোচনার পর জানা যায়, এই বছরেই শুরু হতে চলেছে শ্যুটিং।

    উল্লেখ্য, সানি দেওলের হাতে বর্তমানে ‘গদর ২’ (Gadar 2) এবং ‘চুপ’ (Chup)-এর মতো ছবিও রয়েছে। যদিও গদর তার ২০০১ সালের ব্লকবাস্টার, গদর-এর সিক্যুয়াল। ‘চুপ’ পরিচালনা করেছেন আর বাল্কি(R Balki) এবং এতে প্রধান চরিত্রে ডুলকার সালমানও (Dulquer Salmaan) রয়েছেন। অন্যদিকে সঞ্জয় দত্ত এবছর কেজিএফ ২ (KGF 2)-এ  এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন। এই বছরে তার অন্যান্য মুভির মধ্যে রয়েছে ‘শামশেরা’ (Shamshera)। এদিকে আহমেদ খান ওম: দ্য ব্যাটল উইদিন(Om: The Battle Within)-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটি জুলাই মাসেই মুক্তি হতে পারে। তবে এই ‘অ্যাকশন বাপ’-দের একসঙ্গে দেখবার জন্য আগ্রহের সঙ্গে বসে রয়েছেন দর্শক সহ বলিপাড়াও।

    আরও পড়ুন:চার হাত, চার পা নিয়ে জন্মানো একরত্তি মেয়েকে নতুন জীবন দিলেন সোনু সুদ

  • Bhool Bhulaiyaa 2: ১০০ কোটির গণ্ডি পার করার পথে ‘ভুল ভুলাইয়া ২’

    Bhool Bhulaiyaa 2: ১০০ কোটির গণ্ডি পার করার পথে ‘ভুল ভুলাইয়া ২’

    মাধ্যম নিউজ ডেস্ক: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2) সিনেমা হলে মুক্তি পাওয়ার এক সপ্তাহ কেটে গিয়েছে। সিনেমা হলে আসার পর থেকেই চুটিয়ে ব্যবসা করে চলেছে এই বলিউড (Bollywood) ছবি। প্রায় ১০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে এই হরর কমেডি (Horror Comedy)। কার্তিক আরিয়ান ছাড়াও ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani), তাব্বু (Tabu)। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব (Rajpal Yadav)। ছবি মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবিটি।

    এই ছবিটি কার্তিক আরিয়ানের জন্য সবচেয়ে বড় ওপেনার তথা ২০২২ সালে বলিউডের সবচেয়ে বড় ওপেনার হিসেবে গণ্য করা হয়েছে। কারণ ২০২২-এ মুক্তি পাওয়া আগের ছবিগুলি যেমন- ‘রানওয়ে ৩৪’ ‘হিরোপান্তি’ ‘বচ্চন পাণ্ডে’, একটিও বক্স অফিসে তথা মানুষের মনে তেমন জায়গা করে নিতে পারেনি। কোভিডের (Covid-19) সময় থেকে বলিউড ইন্ডাস্ট্রির যে দুর্দশা হয়েছিল সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে ‘ভুল ভুলাইয়া ২’ ।

    ছবি মুক্তির প্রথম দিনে ১৩.৫ কোটির ব্যবসা করার পর থেকেই পুরো সপ্তাহ জুড়ে ভালোই ব্যবসা করে চলেছে। দ্বিতীয় দিনে ১৮ কোটি, তৃতীয় দিনে ২৩.৩৫ কোটি অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় দিন মিলে মোট ৫৪.৮৫ কোটির ব্যবসা করতে পেরেছে এই ছবিটি। এই ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসাও করতে দেখা গিয়েছে দর্শকদের। প্রথম সপ্তাহেই মোট ৫৮ লাখ টাকার টিকিট বিক্রি করতে পেরেছে।

    ছবিটির প্রথম সপ্তাহে মোট ৯০ কোটি টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’। সিনেমা হলে একই সঙ্গে চলছে কঙ্গনা রানাউতের (Kangna) ‘ধাকড়’ (Dhakkad)। সেই ছবিকে ইতিমধ্যেই অনেক পেছনে ফেলেছে এই হরর কমেডি ছবিটি। ফলে এর থেকে বোঝা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ১০০ কোটির গণ্ডি অনায়াসেই পার করে ফেলবে এই ছবিটি। তবে ‘ভুল ভুলাইয়া ২’ কে টক্কর দিতে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত ‘আনেক’, টম ক্রুজ (Tom Cruise) অভিনীত ‘টপ গান ম্যাভেরিক’ (Top Gun Maverick)। এক নজরে দেখে নিন কোন দিনে কত টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’।

    প্রথম দিন – ১৩.৫ কোটি

    দ্বিতীয় দিন- ১৮ কোটি

    তৃতীয় দিন- ২৩.৩৫ কোটি

    চতুর্থ দিন- ১০.৭৫ কোটি

    পঞ্চম দিন- ৯.৫০ কোটি

    ষষ্ঠ দিন- ৮.২৫ কোটি

    সপ্তম দিন- ৭.২৫ কোটি

  • Singer KK Death: মাথায়-ঠোঁটে চোটের চিহ্ন! কে কে-র মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

    Singer KK Death: মাথায়-ঠোঁটে চোটের চিহ্ন! কে কে-র মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য

    মাধ্যম নিউজ ডেস্ক:  বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) ওরফে কে কে-র (K K) মৃত্যুতে অভিযোগ দায়ের হয়েছে নিউমার্কেট থানায় (New Market Police Station)। বুধবার সকালে কে কে-র সঙ্গীরা গায়কের অস্বাভাবিক মৃত্যুর (Unusual Death) মামলা (FIR) দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।  অভিযোগ দায়ের হওয়ার পরেই নিউ মার্কেট এলাকায় যে হোটেলে কেকে ছিলেন, সেখানকার ম্যানেজার এবং হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

    মঙ্গলবার সন্ধ্যেয় এক কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চেই (Nazrul Manch) অসুস্থ বোধ করেন গায়ক। মঞ্চে দাঁড়িয়েই ভীষণ ঘামতে থাকেন। গরম লাগছে বলে বার বার এসি চালাতেও বলেন উদ্যোক্তাদের। বন্ধ করতে বলেন আলো। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। হোটেলে পড়ে গিয়ে মাথাতেও চোট পান। এফআইআরে তার উল্লেখও রয়েছে। তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কে কে। অটোপ্সি রিপোর্ট সামনে এলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। এসএসকেএম হাসপাতালে অটোপ্সি হবে গায়কের পার্থিব শরীরের। 

    আরও পড়ুন: “সব বয়সের মানুষের মন ছুঁয়েছে তাঁর গান”, কেকে-র মৃত্যুতে শোকবার্তা মোদির

    গতকালের অনুষ্ঠানে উপস্থিত থাকা কে কে-র কিছু ভক্ত অনুষ্ঠান উদ্যোক্তাদের গাফিলতিকেই গায়কের মৃত্যুর জন্যে দায়ী করছেন। তাঁদের প্রশ্ন, অডিটোরিয়ামের আসন সংখ্যার প্রায় চারগুণ দর্শক কী করে ঢুকে পড়ল? কী করছিল কর্তৃপক্ষ? তাঁদের আরও দাবি, বদ্ধ অডিটোরিয়ামে বেশিরভাগ এসি-ই কাজ করছিল না। তাই ভীষণ গরমে অসুস্থ হয়ে পড়েন তাঁদের প্রিয় গায়ক। 

    জানা গিয়েছে, ২৪০০ আসন সংখ্যার নজরুল মঞ্চে এদিন ঢুকে পড়ে আট হাজার মানুষ। ভিড় সামলাতে অপারগ হয় অনুষ্ঠান উদ্যোক্তারা। এত মানুষের ভিড়ে গরম লাগতে শুরু করে গায়কের। বার বার ঘাম মুছতে দেখা যায় তাঁকে। গানের মাঝে মাঝে অনেকক্ষণ বিরতিও নেন। অসুস্থতার ছবি স্পষ্ট হয়ে উঠেছিল গায়কের মুখে। 

    আরও পড়ুন: তবুও শ্রোতারা তাঁকে দিল না ছুটি…গানই শেষ সঙ্গী, দর্শকই বন্ধু, সুরলোকে কে কে

    অডিটোরিয়ামে অব্যবস্থার কথা স্বীকার করে নিয়েছেন নজরুল মঞ্চে কর্মরত এক কর্মী। তাঁর কথায়, তিনি ১২ বছরে এ দৃশ্য দেখেননি। আসন সংখ্যার চেয়ে বহুগুণ বেশি মানুষ ঢুকে যায়। এসি ঠিক ছিল। কিন্তু এত মানুষের ভিড়ে কাজ করছিল না সে যন্ত্র। দরজা খোলা থাকায় এসির হাওয়াও বেরিয়ে যাচ্ছিল। 

    কেকে-র সহকারীদের বক্তব্য, হোটেলের ঘরে পৌঁছেই মাটিতে লুটিয়ে পড়েন গায়ক। বমিও করেন। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, গায়ককে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তাঁর মাথায় ও ঠোঁটে চোট ছিল। 

     

  • KK Demise: শিল্পী বেঁচে থাকে তাঁর সৃষ্টিতে! কে কে-এর কালজয়ী ১০টি গান

    KK Demise: শিল্পী বেঁচে থাকে তাঁর সৃষ্টিতে! কে কে-এর কালজয়ী ১০টি গান

    মাধ্যম নিউজ ডেস্ক: “গাইল সে শেষ গান, পরে শেষ মালা..”।  শিল্পীর ছুটি নেই। সে বেঁচে থাকে তাঁর সৃষ্টির মধ্য দিয়ে। গান গাইতে গাইতেই সুরলোকে পারি দিলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কে কে (K K Demise)। মাত্র ৫৪ বছর বয়সে থেমে গেল কণ্ঠ। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে।

    কিন্তু শিল্পীর কি আর মৃত্যু হয়? তাঁদের সৃষ্টি থেকে যায় ভক্ত ও শ্রোতাদের মনে। বার বার কলকাতাকে প্রিয় শহর বলেছেন কে কে। তাই এখানে আসার আগে উৎসাহী কে কে ফেসবুক পোস্টে বলেন, ”কলকাতা, গেট রেডি। আমি আসছি। ৩০ এবং ৩১ মে শহরে শো রয়েছে। ৩০ তারিখ বিবেকানন্দ কলেজের আয়োজিত ফেস্টে নজরুল মঞ্চে এবং গুরুদাস মহাবিদ্যালয়ের জন্য শো ৩১ মে।” তিনি এলেন, গাইলেন, রেখে গেলেন ‘পেয়ার কে পল…’।
     
    দেখে নিন কেকে এর কালজয়ী ১০টি গান:

    ১) পল্ (Pal)
    KK এর বিখ্যাত মিউজিক অ্যালবাম ‘পল্’ ৯০ এর দশকের বিখ্যাত গানগুলোর একটি। মানুষ এখনও তার অ্যালবাম ‘পল’পছন্দ করে।  লাইভ কনসার্টে এটিই তার শেষ গাওয়া গান।

    ২) তু হি মেরি সব হে ( Tu HI Meri Shab Hai)
    কঙ্গনা রানাউত, ইমরান হাশমি এবং শাইনি আহুজা অভিনীত ফিল্ম গ্যাংস্টার-এর বিখ্যাত গান ‘তু হি মেরি সব হ্যায়’ কে কে তার সুরেলা কণ্ঠে গেয়েছিলেন।

    ৩) আওয়ারাপন বাঞ্জারাপন ( Awarapan Banjarapan)
    জিসম ছবির ‘আওয়ারাপন বাঞ্জারাপন’ গানটিও কেকে-এর সেরা গানগুলির মধ্যে একটি।  গায়কের গানটি শ্রোতাদের খুব পছন্দ।

    ৪) ম্যায়নে দিল সে কাহা (Maine Dil Se Kaha)
    রোগ ছবির ‘ম্যায়নে দিল সে কাহা’ গানটিও কে কে তার নিজের সুর দিয়ে সাজিয়েছিলেন।  

    ৫) খুদা জানে (Khuda Jaane)
    কে কে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘বাচনা এ হাসিনো’-এর বিখ্যাত গান ‘খুদা জানে’ গেয়েছেন।  এই গানটি শীর্ষ রোমান্টিক গানের মধ্যে একটি।

    আরও পড়ুুুুন: তবুও শ্রোতারা তাঁকে দিল না ছুটি…গানই শেষ সঙ্গী, দর্শকই বন্ধু, সুরলোকে কে কে

    ৬) তদাপ তদাপ (Tadap Tadap)
    প্লেব্যাকে তাঁর প্রথম বড় ব্রেক বলিউডে সঞ্জয় লীলা বনশালীর সুপারহিট ছবি ‘হম দিল দে চুকে সনম’। সালমান খান, ঐশ্বর্যা রাই এবং অজয় ​​দেবগণ অভিনীত এই সিনেমায় গাওয়া কে কে-এর ‘তড়প তড়প কে’ গানটি বহু ভগ্ন হৃদয়ের মলম হয়ে উঠেছিল।এর আগে মাচিস ছবি দিয়ে বলিউডে জার্নি শুরু কে কে-র। ‘ছোড় আয়ে হাম ও গলিয়া’ গানে হরিহরণের সঙ্গে গান গেয়েছিলেন কে কে। 

    ৭) জারা সি দিল মে দে ( Zaraa Si Dil Main)
    ইমরান হাশমির সুপারহিট ছবি ‘জন্নত’-এর বিখ্যাত গান ‘জারা সি দিল মে দে’ এখনও শ্রোতাদের প্রিয় গানগুলির মধ্যে একটি।  এই গানে কণ্ঠ দিয়েছেন কেকেও।

    ৮) বিতে লামহে (Beete Lamhein)
    কে কে ইমরান হাশমির ফিল্ম ‘দ্য ট্রেন’-এর বিখ্যাত গান ‘বিতে লামহে’ ও গেয়েছেন।  এই গানটি বিরহের মধ্যে পথ দেখায়।

    ৯) সাচ কেহ রাহা হ্যায় দিওয়ানা ( Sach Keh Raha Hai)
    এর সুপারহিট হিন্দি ছবি ‘রেহনা হ্যায় তেরে দিল মে’-র বাম্পার হিট গান ‘সচ কহ রহা হ্যায় দিওয়ানা’। আসমুদ্র হিমাচল এই গানে মেতে উঠেছিল… ভালোবাসা জাহিরেও যেন মুশকিল আসান ছিল কে কে-র এই গান।

    ১০) ইয়ারোঁ দোস্তি বাদি হাসিন হ্যায় (Yaro Dosti Badi Hassin Hai)
    কে কে এর কণ্ঠে গাওয়া ‘ইয়ারোঁ দোস্তি বাদি হাসিন হ্যায়’ গানটি নব্বই দশকের একটি বিখ্যাত গান।  আজও এই গানটি শুনলে সবার মনে পড়ে তাদের বন্ধু ও বন্ধুত্বের কথা।  কে কে-এর এই গানটি সত্যিই বন্ধুত্বকে সংজ্ঞায়িত করে।

    এছাড়া, তাঁর গাওয়া কালজয়ী গানগুলির তালিকায় রয়েছে—

     

    ক্যায়া মুঝে প্য়ায়ার হ্যায় (ছবি: ও লমহে্)

    আঁখো মে তেরে (ছবি: ওম শান্তি ওম)

    তু জো মিলা (ছবি: বজরঙ্গী ভাইজান)

    তু আশিকী হ্যায় (ছবি: ঝনকার বিট্স)

    আলবিদা (ছবি: লাইফ ইন আ মেট্রো)

  • R Madhavan: চরিত্রের প্রয়োজনে ভেঙেছিলেন নিজের চোয়াল! খোলসা করলেন আর মাধবন

    R Madhavan: চরিত্রের প্রয়োজনে ভেঙেছিলেন নিজের চোয়াল! খোলসা করলেন আর মাধবন

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি কখনো  ইসরোর(ISRO) বৈজ্ঞানিক নাম্বি নারায়নের (Nambi Narayan) নাম শুনেছেন, যাঁকে গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল?‌ আপনি না জেনে থাকলেও এবার জানতে পারবেন কারণ বলিউড অভিনেতা আর মাধবন (R Madhavan) তাঁরই গল্প নিয়ে হাজির হয়েছেন। কারণ আর মাধবন ‘‌রকেট্রি:‌ দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry: The Nambi Effect) ‌-এর  মাধ্যমে নাম্বি নারায়নের জীবনকাহিনী তুলে ধরবেন। মাধবন এই ছবির মাধ্যমেই তাঁর পরিচালনার প্রথম কাজ শুরু করতে চলেছেন ও এই সিনেমায় প্রধান অভিনেতাও তিনি। পরিচালনা ও অভিনয় ছাড়াও তিনি সিনেমার গল্প ও গান লিখেছেন।

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    তবে আপনি জানলে অবাক হবেন যে এই সিনেমার জন্য মাধবন কী কী করেছেন। মাধবন এক সংবাদ মাধ্যমে নিজেকে নাম্বি নারায়ণ  গড়ে তোলার কথা জানিয়েছেন। তিনি এই সিনেমায় নাম্বি নারায়ণের মত লুকস আনার জন্যে নিজের চোয়াল পর্যন্ত ভাঙতে রাজি হয়েছেন। মাধবনের দাঁতও যাতে  নাম্বি নারায়ণের মত দেখতে হয় তার জন্য তিনি এই কাজ করেছেন। তাঁর এটি করতে প্রায় এক থেকে দেড় বছর লেগেছে। তবে আর মাধবনের এটিই প্রথম ও শেষ পরিচালনা। কারণ তিনি জানিয়েছেন, তিনি নিজেকে অভিনেতা হিসাবেই দেখতে চান। 

    আরও পড়ুন: বলিউড মাদক মামলায় এনসিবির খসড়া চার্জশিটে উঠল রিয়া, সৌভিকের নাম

    তিনি আরও জানিয়েছেন যে  এই সিনেমা পরিচালনার জন্য অন্য পরিচালক ছিল। কিন্তু সিনেমার শ্যুটিং শুরু হওয়ার এক মাস আগে পরিচালক এই সিনেমা পরিচালনা করতে না পারায়, শেষপর্যন্ত তাঁকেই এই দায়িত্ব নিতে হয়। এবং এই সিনেমাটি করে তিনি দৃঢ়বিশ্বাসী যে তিনি ছবিতে নাম্বির জীবনকাহিনী কে ঠিক পথেই তুলে ধরতে পেরেছেন। তিনি কখনোই নিজেকে পরিচালক পদের জন্য যোগ্য, এই বিষয়টি প্রমাণ করতে চাননি। প্রথম থেকেই তাঁর প্রধান উদ্দেশ্য ছিল নাম্বি নারায়ণের জীবনের গল্পকে ভারতবাসীর সামনে তুলে ধরা।

    প্রসঙ্গত, আগামী ১ জুলাই মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। হিন্দির পাশাপাশি তেলুগু, কন্নড় এবং মালায়ালম ভাষাতেও দেখা যাবে ছবিটি। 

LinkedIn
Share