Tag: Fake Passport

Fake Passport

  • Fake Passport: পোস্ট অফিস কর্মীকে হাত করে রাজ্যে সক্রিয় জাল পাসপোর্ট চক্র, কী করে আড়ালে চলছিল দুষ্কর্ম?

    Fake Passport: পোস্ট অফিস কর্মীকে হাত করে রাজ্যে সক্রিয় জাল পাসপোর্ট চক্র, কী করে আড়ালে চলছিল দুষ্কর্ম?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসিরহাট বা পঞ্চসায়র ডাকঘরই নয়, ভুয়ো পাসপোর্ট- চক্রের (Fake Passport) সঙ্গে যোগসূত্র মিলেছে রাজ্যের আরও বেশ কয়েকটি ডাকঘরের। সেগুলি কলকাতার উপকণ্ঠে অবস্থিত। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত ডাককর্মী সমরেশ বিশ্বাসের চক্রের হাত ধরে শেষ পাঁচ বছরে প্রায় তিন হাজার ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি হয়েছে। এই খবর সামনে আসতেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে। উদ্বেগ বেড়েছে আম-নাগরিকদের মধ্যে।

    তল্লাশিতে কী কী মিলল? (Fake Passport)

    এই পাসপোর্ট চক্রের (Fake Passport) ঘটনায় গ্রেফতার হওয়া সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস আগে থেকে আর এক অভিযুক্ত দীপঙ্কর দাসের মাধ্যমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাসপোর্টের জন্য ভুয়ো পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, এমনকী জন্মের শংসাপত্র তৈরি করাত। এর পরে সেগুলি দিয়ে ডাকঘরের পাসপোর্ট সেবা কেন্দ্রে আবেদন জমা দেওয়া হত। এক পুলিশ অফিসার জানান, সংশ্লিষ্ট আবেদনপত্রগুলি এতটুকু যাচাই না করেই জমা নিয়ে নিত এই মামলায় ধৃত তারকনাথ সেনের মতো ডাকঘরের কর্মীরা। ফলে, কোনও রকম পরীক্ষ নিরীক্ষা ছাড়াই জমা পড়ে যেত ভুয়ো নথি ও তথ্য। প্রসঙ্গত, বসিরহাট ডাকঘরের কর্মী তারককেও ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ধৃত দীপঙ্কর দাস যার নির্দেশে ভুয়ো নথি তৈরি করত, সেই ব্যক্তির খোঁজে বুধ এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। ওই ব্যক্তির ভাড়া করা অফিস থেকেই মঙ্গলবার উদ্ধার করা হয়েছিল প্রচুর জাল নথি, নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্য সামগ্রী। মিলেছিল দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিল, ৩৬টি ভারতীয় পাসপোর্টের ফোটোকপি এবং শেনগেন ও ব্রিটেনের ভিসা।

    আরও পড়ুন: রাজ্যে এলেন অমিত শাহ, দিনভর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    কীভাবে জাল করা হত পাসপোর্ট?

    জাল পাসপোর্ট (Fake Passport) তৈরি করে কীভাবেই বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে যাচ্ছে সেই পাসপোর্ট? প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পোস্ট অফিসের (Post Office) কিছু লোকজন এর সঙ্গে জড়িত আছে। ওরা কেমিকেল দিয়ে পাসপোর্টের যে আসল খাম সেটা খুলে ফেলছে। তারপর তার ভিতরে নকল পাসপোর্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জাল পাসপোর্ট সুনির্দিষ্ট জায়গায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের দিচ্ছে তাদের কিন্তু ওরা চেনে না।” এখানেই শেষ নয়। সত্যজিতবাবু প্রশ্ন তুলছেন পাসপোর্ট অফিস থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়েও। এমনকী ভুয়ো পাসপোর্ট পেতে এখানকার স্থানীয়রাও সাহায্য করছে বলে দাবি তাঁর। বলছেন, ‘‘কেউ নিয়ে যাচ্ছে সঙ্গে করে। অন্য ব্যক্তিকে দেখিয়ে বলছে এ আমাদের এখানে ২৫ বছর ধরে রয়েছে। অথচ সে এখানে ছিলই না। হয়ত বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছে। তারাই ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে।”

    পাসপোর্ট চক্রের সিংহভাগ জাল কোথায় ছিল?

    সূত্রের খবর, সমরেশের পাসপোর্ট চক্রের (Fake Passport) সিংহভাগ জাল ছড়িয়েছিল দুই চব্বিশ পরগনা, নদিয়ার মতো জেলাতে। তবে তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গাতেই তাঁদের গতিবিধি নজরে এসেছে। তবে এই তিন জেলার ডাক বিভাগের অফিসার, কর্মী, পাসপোর্ট সেবা কেন্দ্রের অফিসাররাও এখন কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল বিভাগের গোয়েন্দাদের নজরে রয়েছেন। যারা এই সমস্ত পাসপোর্ট ব্যবহার করেছেন তাঁরা এখন কোথায় রয়েছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই সমস্ত পাসপোর্ট ব্যবহার করে অনেকে বিদেশেও পাড়ি দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Fake Passport: জাল নথি দিয়ে বাংলাদেশিদের জন্য আসল পাসপোর্ট তৈরির চক্র ফাঁস রাজ্যে! গ্রেফতার ৪

    Fake Passport: জাল নথি দিয়ে বাংলাদেশিদের জন্য আসল পাসপোর্ট তৈরির চক্র ফাঁস রাজ্যে! গ্রেফতার ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো নথি দিয়ে আসল ভারতীয় পাসপোর্ট করে দেওয়ার চক্র ফাঁস হয়েছে রাজ্যে। গত ৫ অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ। হাসিনাকে দেশ থেকে বিতারিত করার পর প্রচুর জঙ্গি, দুষ্কৃতী এবং জেহাদিরা উন্মুক্ত হয়ে ঘোরাফেরা করছে। ভারত-বাংলাদেশ (Bangladesh) সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত প্রশাসন। কিন্তু এর মধ্যেই ভারতের জাল নথি দিয়ে আসল পাসপোর্ট (Fake Passport) তৈরির চক্র সামনে এসেছে। জানা গিয়েছে, ২ থেকে ৫ লক্ষ টাকা দিলে বাংলাদেশিরা খুব অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছে। উল্লেখ্য, ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পালিয়ে যাওয়া জঙ্গিদের মধ্যে এখনও ৭৪ জনকে গ্রেফতার করা যায়নি। ফলে একটা আশঙ্কা থাকছেই ভারতের নিরাপত্তা নিয়ে।

    ৭৩ জন বাংলাদেশি নাগরিকের হাতে পৌছেছে পাসপোর্ট (Fake Passpor)

    ভারতীয় প্রাক্তন সেনা আধিকারিকদের সন্দেহ বাংলাদেশের (Bangladesh) দুষ্কৃতীরা এই দেহে ঢুকে গোপনে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট (Fake Passport) বানিয়ে ফেলছে না তো! জানা গিয়েছে, এই রকম ভাবে পাসপোর্ট তৈরি করতে সহযোগিতা করছেন পোস্ট অফিসের স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা। সম্প্রতি চারজনকে সন্দেহজনক কাজের জন্য গ্রেফতার করা হয়েছে। আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, “ইতিমধ্যে মোট ৭৩ জন বাংলাদেশি নাগরিকের হাতে ভারতীয় পাসপোর্ট পৌঁছে গিয়েছে।” একই ভাবে পুলিশ জানিয়েছে ওই সংখ্যা বেড়ে এখন ২৫০ পর্যন্ত হতে পারে।

    গ্রেফতার চার সন্দেহভাজন কারা?

    পাসপোর্ট (Fake Passport) জালিয়াতির জন্য পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছে তার মধ্যে রয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটার তারকনাথ সেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল। বারাসতের বাসিন্দা সমরেশ বিশ্বাস এবং তাঁর ছেলে রিপন। পুলিশ জানিয়েছে, দীপক নিজে ভুয়ো তথ্য দিয়ে পাসপোর্টগুলি তৈরি করত। ডাকের মাধ্যমে পোস্ট অফিসে এলে এগুলিকে সংগ্রহ করে নিজেরাই ঠিক জায়গায় (Bangladesh) পাচার করে দিত। এতেই চিন্তা বেড়েছে তদন্তকারীদের।

    আরও পড়ুনঃ “কংগ্রেস অম্বেডকরকে যে অপমান করেছে, তা ভোলার নয়”, সংসদে তোপ প্রধানমন্ত্রী মোদির

    কীভাবে বানানো হতো?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে যার পাসপোর্ট (Fake Passport) বানানো হবে তার ভুয়ো পরিচয়পত্র এবং জাল শিক্ষাগত সার্টিফিকেট তৈরি করা হত। এরপর সেই সার্টিফিকেটের ভিত্তিতে পাসপোর্টের জন্য আবেদন করা হত। সেই তথ্য যাচাই করার পর তৈরি হত পাসপোর্ট। ফলে সব জাল নথির ভিত্তিতে তৈরি হতো আসল ভারতীয় পাসপোর্ট। নতুন পাসপোর্টের খামের উপর কায়দা করে ভুল ঠিকানা দেওয়া হত, ফলে সেগুলি ডাকে পাঠালে ঘুরে আবার পোস্ট অফিসেই ফিরে আসত। এরপর ২-৫ লক্ষ টাকার বিনিময়ে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হত নির্দিষ্ট ঠিকানায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi: একাধিক ভুয়ো পাসপোর্ট সিন্ডিকেটের খোঁজ, ১৩জন বাংলাদেশি সহ ১৯ বিদেশি নাগরিক আটক

    Delhi: একাধিক ভুয়ো পাসপোর্ট সিন্ডিকেটের খোঁজ, ১৩জন বাংলাদেশি সহ ১৯ বিদেশি নাগরিক আটক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নাগরিকত্বের ভুয়ো নথি তৈরি করে দেশে গা ঢাকা দিয়ে থাকেন অনেকে। চলতি বছর, দিল্লি পুলিশ (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট ভারত জুড়ে একাধিক ভুয়া পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত ১৯ বিদেশি নাগরিক, এর মধ্যে ১৩ জন বাংলাদেশি, ৩ জন মায়ানমারী, ৩ জন নেপালি এবং ১ জন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, ২৩ জন এজেন্টকে আটক করা হয়েছে, যার মধ্যে ১ জন বাংলাদেশি এবং ১ জন মায়ানমারের নাগরিকও রয়েছেন। 

    জাল পাসপোর্ট চক্র

    দিল্লি পুলিশ (Delhi) কমিশনার (এয়ারপোর্ট) উষা রঙ্গনানি জানিয়েছেন, “ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দর পুলিশ সফলভাবে একাধিক ভুয়া পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এই নেটওয়ার্কগুলি প্রতিবেশী দেশগুলির বিদেশি নাগরিকদের নিয়ে গঠিত। যারা প্রায়ই ভারতে বেআইনি প্রবেশ করে। জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করার চেষ্টা করে।” এই সিন্ডিকেটের মাধ্যমে পাসপোর্ট জালিয়াতি শুধু বেআইনি নয়, এটি বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুতর সমস্যা তৈরি করে। জাল পাসপোর্টগুলি সারা বিশ্বে ট্যুরিজমের উপরও প্রভাব ফেলে। মানব পাচার, সন্ত্রাসবাদ, আর্থিক জালিয়াতির মতো অপরাধে সহায়তা করতে পারে এই নেটওয়ার্কগুলি।

    আরও পড়ুন: ‘‘বিজেপি সংবিধানকে বাঁচায়, কংগ্রেস তা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে’’, সংসদে রাজনাথ

    কঠোর পদক্ষেপ

    দিল্লি পুলিশ (Delhi) এই নেটওয়ার্কগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ২০২৪ সালের মার্চে, এক বাংলাদেশি নাগরিক আরব থেকে ফেরার সময় একটি জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে ধরা পড়েন। তদন্তে জানা যায় যে, তিনি ২০২০ সালে মেঘালয় সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরে পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেছিলেন। এর পরবর্তী তদন্তে একটি শক্তিশালী সিন্ডিকেটের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পাসপোর্ট তৈরি করছিল। এছাড়া, নভেম্বর মাসেও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তিনি ভারতে বেআইনি ভাবে প্রবেশ করে, একটি জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে রাশিয়া যাচ্ছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ এজেন্টকেও আটক করা হয়। অক্টোবরে, দুটি বাংলাদেশি নাগরিককে হংকং থেকে ফিরতে গেলে জাল পাসপোর্ট নিয়ে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, এই সিন্ডিকেটগুলি নেপাল, মায়ানমার, আফগানিস্তান এবং বাংলাদেশে সংগঠিত অপরাধীদের মধ্যে গড়ে উঠেছে। যারা জাল নথি তৈরির মাধ্যমে ভারতে প্রবেশের পথ তৈরি করে এবং অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Fake Passport: পাকিস্তানের আইএসআইয়ের জন্যও তৈরি হত জাল পাসপোর্ট! খতিয়ে দেখছে সিবিআই

    Fake Passport: পাকিস্তানের আইএসআইয়ের জন্যও তৈরি হত জাল পাসপোর্ট! খতিয়ে দেখছে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: জাল পাসপোর্টকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে! কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা জেনেছেন, জাল পাসপোর্ট (Fake Passport) তৈরির একটি চক্র রয়েছে। এই চক্রই জাল পাসপোর্ট তৈরির বরাত পায়। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইও এদের বরাত দেয়।

    পাসপোর্ট যেত আইএসআইয়ের হাতে

    বাংলাদেশের কোনও নাগরিকের নামে তৈরি হওয়া পাসপোর্ট চলে যায় আইএসআইয়ের হাতে। জঙ্গিরা যাতে ভায়া বাংলাদেশ ভারতে ঢুকতে পারে, তাই এমনতর ব্যবস্থা। এদের পাশাপাশি জাল পাসপোর্ট তৈরি করত জেএমবি এবং আকিসের মতো জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলের সদস্যরাও। এই চক্রের পান্ডারা গত কয়েক মাসে বেশ সক্রিয় হয়ে উঠেছে বলে জেনেছেন গোয়েন্দারা। সিবিআই জেনেছে, মূলত দুটি রুট দিয়ে ভারতে ঢোকে জাল পাসপোর্টধারী জঙ্গিরা। এক, বাংলাদেশ হয়ে হিলি সীমান্ত টপকে এবং দুই, উত্তরবঙ্গ দিয়ে।

    জাল পাসপোর্ট চক্রের জাল 

    সিবিআইয়ের দাবি, এই জাল পাসপোর্ট চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। গ্যাংটকের পাসপোর্ট অফিসের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফিসার গৌতম সাহাকে গ্রেফতারের পর এবার তদন্তকারীদের নজরে রয়েছেন কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসের এক কর্তাও। শনিবার দিনভর (Fake Passport) অভিযান চালিয়ে গৌতমের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল দীপু ছেত্রী নামে এক এজেন্টকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মিডলম্যান বরুণজিৎ সিং রাঠোরকে। গভীর রাতে গ্রেফতার করা হয় তাকেও। জাল পাসপোর্ট তৈরি করে অনুপ্রবেশ করার মামলায় কলকাতা সহ রাজ্যের নানা প্রান্ত এবং গ্যাংটকের পাসপোর্ট অফিসের ২৫ জন কর্তা, একাধিক কর্মী ও এজেন্টের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমের ৫০টি জায়গায় তল্লাশি করা হয়েছে।

    আরও পড়ুুন: শিশু-কিশোরীদের ধর্ষণ-খুন করে মাংস ভক্ষণ! নিঠারিকাণ্ডে দুই আসামিরই ফাঁসি রদ

    ভুয়ো পাসপোর্ট (Fake Passport) চক্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলে জানতে পেরেছে সিবিআই। নেপালের একাধিক বাসিন্দার জন্মের শংসাপত্র সহ বিভিন্ন জাল কাগজপত্র ব্যবহার করে তাঁদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জাল পাসপোর্ট তৈরির কাজে দার্জিলিংয়ের এক অফিসার যুক্ত বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এক এজেন্ট প্রথমে ১৮টি ও পরে আরও ৯টি পাসপোর্ট তৈরির জন্য অফিসারদের ঘুষ দিয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই। এই ঘুষ নেওয়া আধিকারিকদের নামের তালিকাও তৈরি করছেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া ফোনের কললিস্ট থেকে গোয়েন্দারা জেনেছেন বিপুল অর্থ লেনদেন হয়েছে। ওই টাকা কোথায় গিয়েছে, তাও জানতে চাইছেন তদন্তকারীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Fake Passport: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    Fake Passport: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে পাসপোর্ট জাল (Fake Passport) করে গ্রেফতার তিন জন। তাও যে কারো পাসপোর্ট না। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশর্য রাই- এর জাল পাসপোর্ট নিয়ে ঘুরছিলেন ওই ব্যক্তিরা। জন্মস্থান লেখা গুজরাট। প্রতারকদের কাছে মিলল এমনই জালপত্র। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গ্রেটার নয়ডা এলাকায়। তল্লাশি অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশ পুলিশ ওই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেটার নয়ডা এলাকার থানায় নিয়ে গিয়েছে। এরপরই তাঁদের গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল এই চক্র।

    আরও পড়ুন: নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত হবু স্বামী ও দেওর

    কী জানা গেল?  

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১ কোটি ৮০ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি একটি ওষুধের কোম্পানি চালান। ম্যাট্রিমোনিয়াল সাইট এবং ডেটিং অ্যাপের মাধ্যমে লোকজনকে খুঁজে প্রতারণা চালাত চক্রটি। এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও এই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।    

    গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তির থেকে একটি জাল (Fake Passport) পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। ভুয়ো পাসপোর্টে অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের ছবি ছিল। জন্মস্থানের জায়গায় লেখা ছিল গুজরাট  ভাবনগর। জন্ম তারিখ দেওয়া রয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। তাদের কাছ থেকে নগদ আড়াই লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১১ কোটি টাকার জাল নোট এবং লক্ষ লক্ষ টাকার নকল বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ঐশ্বর্যের পাসপোর্ট কেন জাল করা হল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককেও নিজেদের জালে (Fake Passport) ফেলেছিলেন এই তিন ব্যক্তি। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে দিয়ে স্তন ক্যানসার নিরাময়ের ওষুধ বানানোর নাম করে যৌগ কোলানাট কিনিয়েছিলেন অভিযুক্তরা। ধৃতদের কাছে কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি।

    এর আগেও ঐশর্যর পাসপোর্ট নকল করার ঘটনা সামনে এসেছে। ২০১২ সালে অভিনেত্রীর জাল পাসপোর্ট (Fake Passport) উদ্ধার হয় গুজরাট থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

LinkedIn
Share