Tag: Fake School

Fake School

  • Manipur: সিবিএসই বোর্ডের ২৫টি স্কুলকে ভুয়ো ঘোষণা করল মণিপুর শিক্ষা দফতর

    Manipur: সিবিএসই বোর্ডের ২৫টি স্কুলকে ভুয়ো ঘোষণা করল মণিপুর শিক্ষা দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে (Manipur) ২৫টি সিবিএসই স্কুলকে ভুয়ো বলে ঘোষণা করা করল রাজ্যের শিক্ষা দফতর। গত ৩ মে গোষ্ঠী সংঘর্ষ যখন চলছিল সেই সময় চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলায় বেশ কিছু স্কুলে কুকি জঙ্গিদের কার্যকলাপ সক্রিয় ছিল বলে জনা গিয়েছে। এই সব স্কুলগুলি সিবিএসই বোর্ড পরিচালিত বলে খবর। উল্লেখ্য কুকি সমাজের এক ব্যক্তি গত ১৪ ডিসেম্বর একাটি সামজিক মাধ্যমে জানিয়ে ছিলেন, চুরাচাঁদপুরে ২০ এবং কাংপোকপিতে ১৬ টি স্কুলের অনুমোদন ছিল। উল্লেখ্য যখন হিংসার আবহ চলছিল সেই সময়ে কিভবে সিবিএসই-র অনুমোদন পেয়েছিল তাই এখন বড় প্রশ্ন।

    মণিপুর শিক্ষা দফতরের বক্তব্য (Manipur)

    প্রাথমিক ভাবে তদন্ত করে মণিপুরের শিক্ষা দফতরের সহকারী সেক্রেটারি অঞ্জলি চংথাম বলেন, “২০২৩ সালে চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলায় রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে কোনও রকম অনুমোদন দেওয়া হয়নি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরিচালিত এই স্কুলগুলিকে। সেই সঙ্গে নো অবজেকশেনের কোনও রকম শংসাপত্র দেওয়া হয়নি।” উল্লেখ্য এই বছরের ২০২৩ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সিবিএসই স্কুলের অটোমেশন সিস্টেম অনুসারে দেশে মোট ২৮৯৪২ টির মধ্যে ১০৭ টি এই মণিপুর রাজ্যে অনুমোদিত হয়েছে। ফলে সবটা পরিকল্পনা কিনা তাও সন্দেহ করা হচ্ছে। 

    শিক্ষামন্ত্রী অনুসন্ধান করতে দিল্লি গিয়েছেন

    মণিপুরের (Manipur) শিক্ষামন্ত্রী বসন্ত সিংহ এবং রাজ্যের শিক্ষা কমিশনার জ্ঞান প্রকাশ ইতিমধ্যে দিল্লিতে গিয়েছিলেন ভুয়ো স্কুলের বিষয়ে অনুসন্ধান করতে। সূত্রে জানা গিয়েছে, সিবিএসই মাত্র সাত দিনেই ২৫টি স্কুলের অনুমোদন দেওয়া হয়েছিল। উল্লেখ্য এখনও স্কুলের নাম এখনও ওয়েবসাইটে পাওয়া গিয়েছে। অনুমোদনের প্রক্রিয়াকে একপ্রকার কারসাজি হিসবে দেখেছে মণিপুরের শিক্ষা দফতর। ফলে কীভবে দিল্লি থেকে এই ধরনের অনুমোদন দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    হিংসার মধ্যে এই স্কুলের কিছু ভূমিকা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। অবশ্য সাধারণ মানুষের আরও বলে থাকে গোষ্ঠী সংঘর্ষের সময় জঙ্গি মদতপুষ্ট কুকিরা যদি এয়ার লাইসেন্সের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করতে পারে তাহলে সিবিএসই স্কুলের অনুমোদ বিষয়ে কারচুপি করাও খুব একটা কঠিন কিছু হবেনা। উল্লেখ্য, গত কয়েক মাসের মণিপুরের হিংসায় ২০০ জনের বেশি মানুষের হত্যা হয়েছে। ২০০০ জনের বেশি মানুষ প্রত্যক্ষ ভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: নেই বৈধ কাগজপত্র-অনুমোদন, সরকারি কমিউনিটি হলেই চলছে বেসরকারি স্কুল!

    Jalpaiguri: নেই বৈধ কাগজপত্র-অনুমোদন, সরকারি কমিউনিটি হলেই চলছে বেসরকারি স্কুল!

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি কমিউনিটি হলে চলছে বেসরকারি সিবিএসই-র স্কুল। সূত্রে জানা গিয়েছে, স্কুলের বৈধ কাগজপত্র এবং অনুমোদন নেই। এলাকাবাসীর অভিযোগ, সরকারি কমিউনিটি হলের জায়গা দখল করে কার্যত বিনা অনুমাতিতে বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল চালানো হচ্ছে। ঘটনা ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য ১৮ নম্বর টাকিমারি চড় এলাকায় পঞ্চায়েত সমিতি এই কমিউনিটি হলটি তৈরি করেছিল। কিন্তু বর্তমানে তা বেসরকারি স্কুলের দখলে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রধান স্কুল মালিককে সহযোগিতা করেছেন। ফলে এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরকারি সম্পত্তিকে ব্যবহার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল এলাকাবাসীদের মধ্যে।

    স্কুলের মালিক কে (Jalpaiguri)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলের নাম সারদা শিশু তীর্থ। স্কুলটি সিবিএসই অনুমোদিত। স্কুলের মালিকের নাম হানিফ চৌধরি। তাঁর বাড়ি জলপাইগুড়ি (Jalpaiguri) থানার অন্তর্গত গেট বাজার এলাকায়। স্কুলের বেতন ভর্তিতে ২০০০ টাকা এবং মাসিক বেতন ৫০০ টাকা। স্কুলের এক শিক্ষিকা বলেন, স্কুলের মালিক স্থানীয় পঞ্চায়েত প্রধানের মৌখিক অনুমতি নিয়ে এই স্কুল চালাচ্ছেন। সরকারি সম্পত্তির মধ্যে কীভাবে চলছে বেসরকারি স্কুল? এটাই এলাকাবাসীর কাছে বড় প্রশ্ন। প্রশাসন এবং শাসক দলের কাছে কি কোনও খবর নেই? নাকি সব জেনেশুনেই চলছে স্কুল। এমনটাই মনে করছেন এলাকার মানুষ।

    স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য

    মান্তাদড়ি (Jalpaiguri) গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বলেন, “বিষয় সম্পর্কে আমি কিছু জানি না। স্কুলটি অবৈধ। সরকারি জায়গা দখল করে স্কুল করা অনৈতিক। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলবো।

    উল্লেখ্য স্কুলের মালিক হানিফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে তাঁকে পাওয়া যায়নি। প্রাইমারি স্কুলের ডিআই জানিয়েছেন, “স্কুল সম্পর্কে আমার কিছু জানা নেই। এইভাবে স্কুল করা যায় না। তবে এনওসি ছাড়া কীভাবে স্কুল খুললেন মানিক। সেই বিষয়ে তদন্ত করে দেখতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share