Tag: Farhan Akhtar

Farhan Akhtar

  • Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল কার্গিল বিজয় দিবসের ২৩ বছর পূর্ণ হল। ১৯৯৯ সালে আজকের দিনেই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল আমাদের ভারতবর্ষ। আর যাঁরা এই জয় এনে দিয়েছিলেন, সেই সব বীর শহীদদের স্মরণে এই দিনটি আমাদের প্রতিটি ভারতীয়দের কাছে একটি স্মরণীয়। প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) হিসেবে উদযাপন করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াকু ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গোটা ভারতবাসী। এদিন এর মধ্যে বলিউডের তারকারাও সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটে লিখেছেন, অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, “ভারতের এই বীরদের জন্যে আজ আমরা নিরাপদ।”  

    [tw]


    [/tw] 

    অজয় দেবগণ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, কার্গিল বিজয় দিবসে ভারতের শহীদ বীরদের আমার সেলাম। জয় হিন্দ।“

    [tw]


    [/tw]

    অভিষেক বচ্চন টুইট করেছেন, “কারগিল বিজয় দিবসে, যারা আমাদের মাতৃভূমিকে রক্ষা করেছেন সেই বীর শহীদদের শত-শত প্রণাম। জয় হিন্দ। কার্গিল বিজয় দিবস।”

    [tw]


    [/tw]

    অভিনেতা ফারহান আখতার তাঁর পরিচালনা করা ছবি ‘লক্ষ্য’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন ও কার্গিলে ভারতীয় সেনা ও শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    রাজকুমার রাও লিখেছেন, যারা ভারতের জন্য প্রাণ দিয়ছেন, সেইসব সাহসী যোদ্ধাদের স্যালুট।

     অভিনেত্রী তাপসী পান্নু ট্যুইটে কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    অনুপম খের সেনাদের কিছু ছবি শেয়ার করেছেন ও হিন্দিতে একটি কবিতা লিখে তাঁদের প্রণাম জানিয়েছেন।

    [tw]


    [/tw]

     

  • Farhan Akhtar: মারভেল সিরিজে দেখা যাবে বলিউড অভিনেতা ফারহান আখতারকে, উচ্ছ্বসিত ভক্তকুল  

    Farhan Akhtar: মারভেল সিরিজে দেখা যাবে বলিউড অভিনেতা ফারহান আখতারকে, উচ্ছ্বসিত ভক্তকুল  

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, জনপ্রিয় মারভেল সিরিজে নাকি অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar)। মাস কয়েকের চাপানউতরের পর সে জল্পনায় শিলমোহর পড়ল। অভিনেতা ফারহান আখতারকে নিশ্চিত ভাবে দেখা যাবে ডিজনির ‘মিস মারভেল’ (Ms Marvel) সিরিজে। ইনস্টাগ্রামে একটি খবরের শিরোনাম শেয়ার করে ফারহান নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। মারভেল স্টুডিওর (Marvel Studio) সিরিজটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। মহিলা চরিত্র ‘মিস মারভেল’-এরও প্রথম আবির্ভাব।       

    সম্ভবত অতিথিশিল্পী হিসেবেই কিছুক্ষণের জন্য হাজির হবেন ফারহান। সবটাই এখনও রহস্যে মোড়া। ইনস্টাগ্রামে ফারহান লেখেন, “নিজেকে আরও সমৃদ্ধ করা এবং শেখার জন্য আমাকে যে সুযোগ করে দেওয়া হয়েছে, তাতে আমি ভাগ্যবান। খুব মন দিয়ে করব কাজটা।” 

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Farhan Akhtar (@faroutakhtar)


    [/insta]

    হরিশ প্যাটেলের পর আরেক ভারতীয়কে দেখা যাবে মার্ভেল সিরিজে। এতে যারপরনাই খুশি ফারহান অনুরাগীরা। 

    আগামী ৮ জুন মুক্তি পাচ্ছে ‘মিস মারভেল’। ডিজনি প্লাসে প্রথম দেখা যাবে এই সিরিজ। সিরিজের ঝলক প্রকাশিত হয়েছিল বছরের শুরুতেই।  ট্রেলরে অভিনেত্রী ইমান ভেলানিকে ‘কমলা খান’ ওরফে ‘মিস মারভেল’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। গল্পের আভাসও পাওয়া যায় ট্রেলরে। কমলা তথা মিস মারভেল এক কিশোরী। স্কুলে পড়াকালীন নানা সমস্যার সম্মুখীন হয় সে। সে সবের মোকাবিলা করতে না পেরে ক্রমশই জীবনের প্রতি আস্থা হারায়। এ এক ঘুরে দাঁড়ানোর গল্প। অতিমানবিক শক্তি আসে আশির্বাদ হয়ে। জমাটি গল্প নিয়ে এগোয় এই ‘ফ্যান্টসি সিরিজ’।   

    ফারহানের এই নয়া ইনিংসে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীসহ তাঁর সহকর্মীরা। করণ জোহর, অর্জুন রামপাল থেকে শুরু করে বিদ্যা বালন, অমৃতা অরোরা, জোয়া আখতার, ফারহা খান, ম্রুণাল ঠাকুর, মুক্তি মোহনের মতো অনেক তারকাই কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

    ফারহানের স্ত্রী শিবানী দান্ডেকরেরও বেজায় খুশি।  ইনস্টাগ্রামে তিনি লেখেন, “প্রথম ঝলক দেখার জন্য অপেক্ষা করছি। তোমার জন্য ভীষণ গর্বিত ফারহান।”

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Shibani Dandekar-Akhtar (@shibanidandekar)


    [/insta]

     

LinkedIn
Share