Tag: FIFA World Cup 2022

FIFA World Cup 2022

  • FIFA World Cup 2022: আজ শেষ চারের লক্ষ্যে নামছেন মেসি, নেইমার! ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে কলকাতা

    FIFA World Cup 2022: আজ শেষ চারের লক্ষ্যে নামছেন মেসি, নেইমার! ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্লক-ব্লাস্টাক শুক্রবার। তবে বলিউডের নয় ফিফা বিশ্বকাপের। শেষ চারের লক্ষ্যে আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মোহনবাগান-ইস্টবেঙ্গল নিয়ে যেমনভাবে দ্বিধাবিভক্ত বাংলার ফুটবলপ্রেমীরা। একইভাবে বাঙালি গলা ফাটায় ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে। মেসি না নেইমার তর্ক চলতেই থাকে। তবে আজ দুই দল একে অপরের মুখোমুখি নয়। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল। 

    কী বলছেন স্কালোনি

    চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত লিয়োনেল মেসিদের কাছে কঠিনতম ম্যাচ হতে চলেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ম্যাচের আগে কোচ লিয়োনেল স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা।  দি মারিয়া, লাউতারো মার্তিনেসের পাশাপাশি চোট রয়েছে রড্রিগো দি পলের। কী ভাবে সামাল দেবেন, সেটাই এখন চিন্তা স্কালোনির। তার মাঝেই নেদারল্যান্ডসের কোচ লুইস ফান হাল হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, শুক্রবার তাঁরা নামবেন প্রতিশোধের লক্ষ্যেই। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গিয়েছিল নেদারল্যান্ডসের। তার আগে ১৯৭৮ সালের ফাইনালেও আর্জেন্টিনার কাছে হারে তারা। ২০১৪-তেও নেদারল্যান্ডসের কোচ ছিলেন ফান হাল। তিনি বলেছেন, “২০১৪-য় হারের যে তিক্ত স্বাদ পেতে হয়েছিল আমাদের, তা শুক্রবার মিটিয়ে দিতে চাই। আমার মতে, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু শুক্রবার থেকেই আমাদের আসল বিশ্বকাপ শুরু হচ্ছে। আগের ম্যাচগুলোর কোনও গুরুত্ব ছিল না সেটা বলছি না। কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিল এমন দল যাদের সঙ্গে অতীতের কোনও দলেরই তুলনা চলে না।”

    অন্যদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে আলাদা করে মেসির কোনও ভূমিকা থাকছে কি না সেই প্রসঙ্গে স্কালোনি বলেছেন, “লিয়ো এমনিতেই বাকিদের থেকে আলাদা। মাঝে মাঝেই ওর ভূমিকা বদলে যায়। কিন্তু এখনই সব বলে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিতে চাই না। আমরা যে সব ম্যাচ খেলেছি সেগুলো নিশ্চয়ই প্রতিপক্ষ দেখেছে।”

    কী বলছেন তিতে 

    শুক্রবার কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেওয়ার পর সেলেকাওরা এখন মোটামুটি ছন্দে রয়েছে। তবে ক্রোয়েশিয়ার রক্ষণ এবং ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা ব্রাজিলের কোচ তিতেকে ভাবাচ্ছে। তিতের কথায়, “ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভাল। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। ধৈর্য রাখতে পারেন এবং উচ্চ পর্যায়ে খেলার জন্য যেটা দরকার সেটা রয়েছে। তবে আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভাল খেলবে তারাই জিতবে।” সঙ্গে রয়েছে চোট সমস্যাও। ডিফেন্ডার আলেক্স সান্দ্রো এখনও ফিট নন। বৃহস্পতিবার তিনি অনুশীলন করেছেন। তবে ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। সান্দ্রো সম্পর্কে তিতে বলেছেন, “ও দুপুরে অনুশীলন করবে। তবে না খেলার সম্ভাবনাই বেশি। ওর চোট একটু আলাদা। ফেরার আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছু কাজ বাকি। ডাক্তাররা অনুমতি দিলে তবেই ও খেলতে পারবে।”

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    কখন কার ম্যাচ

    ম্যাচ: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

    সময়: ভারতীয় সময় সন্ধে সাড়ে ৮টা

    স্থান: এডুকেশন সিটি স্টেডিয়াম

    ম্যাচ: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস

    সময়: ভারতীয় সময় রাত সাড়ে ১২টা

    স্থান: লুসাইল স্টেডিয়াম

  • FIFA World Cup: সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ানরা! ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    FIFA World Cup: সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ানরা! ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে নেমেছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ব্রাজিল। নেইমার ফিরে আসায় ব্রাজিল যেন তার ছন্দে ফিরে এসেছে। এদিনের ম্যাচে ব্রাজিলের কাছে এক মুহূর্তও টিকতে পারেনি সাউথ কোরিয়া। ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলের চার গোল। ম্যাচ ছিল ৯০ মিনিটের। কিন্তু ৪৫ মিনিটেই শেষ করে দিলেন রিচার্লিসনরা। ফলে সাউথ কোরিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ব্রাজিল। সাম্বা-ঝড়ে খুঁজেই পাওয়া গেল না কোরিয়ানদের।

    প্রথমার্ধেই চার গোল ব্রাজিলের

    প্রথম একাদশে খেলেছেন নেইমার। যা দেখে উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকেরা। এদিন ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন, পাকুয়েতা। ম্যাচের শুরুর সাত মিনিটেই গোল দিয়ে শুরু করেন ভিনিসিয়াস। তিন মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। আর পেনাল্টি থেকেই গোল করেন নেইমার। সাউথ কোরিয়ার সঙ্গে ব্যবধান বেড়ে হয় ২-০। নেইমারের দুরন্ত শট বাঁচানোর ক্ষমতা ছিল না কোরিয়ান কিপারের। ফলে ম্যাচের ১৩ মিনিটেই নেইমার গোল করেন। এরপর ২৯ মিনিটে গোল করেন রিচার্লিসন। ত্রিশ মিনিটের মধ্যে ৩-০ করে ফেলল ব্রাজিল। কোরিয়ানদের দেখে মনে হচ্ছিল, তাদের ম্যাচ বুঝে ওঠার আগেই একের পর এক গোল করে চলেছে ব্রাজিল ব্রিগেড। এরপর পাকুয়েতার দুরন্ত একটি গোলে ৪-০ করল ব্রাজিল।

    আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    দ্বিতীয়ার্ধের শুরুতেও নেইমারদের আক্রমণাত্মক মেজাজেই দেখাচ্ছিল। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল তাঁরা। তবে তা কার্যকরী হয়নি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও চেষ্টা করে চলেছিল গোল করার। কিন্তু বিফলে যায়। এরপর ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার হয়ে উদ্বোধনী গোলটি করে পাইক সেউং-হো। ১-৪ করল দক্ষিণ কোরিয়া। শেষের দিকে হালকা মেজাজেই খেলতে যায় ব্রাজিলকে। আর তারই সুযোগ নিয়ে ফেল সাউথ কোরিয়া। তবে, শেষ পর্যন্ত শেষ আটে ব্রাজিলই পৌঁছে যায়। 

    নেইমারের রেকর্ড

    নেইমার এই গোলের হাত ধরেই ছুঁয়ে ফেললেন পেলেকে। সেই সঙ্গে ব্রাজিলের আরও এক কিংবদন্তি রোনাল্ডোর রেকর্ডও স্পর্শ করলেন তিনি। ব্রাজিলের তৃতীয় প্লেয়ার হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এত দিন এই নজির ছিল পেলে এবং রোনাল্ডোর। সেই তালিকায় এ বার নাম লেখালেন নেইমারও।

    মুখোমুখি ক্রোয়েশিয়া ও ব্রাজিল

    সাউথ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের এই চারজন ম্যাচের ভাগ্য রচনা করে দিলেন প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। ফলে শেষ আটে পৌঁছে এবারে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। শুক্রবার রাত সাড়ে আটটায় খেলবে ব্রাজিল৷ গ্রুপ পর্বে শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছিল ব্রাজিল সমর্থকদের মনে। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে সব চিন্তা দূর করে দিলেন নেইমাররা। তাদের আবার সেই পুরনো ছন্দেই দেখা যায়। এদিন ম্যাচ শেষে ফুটবল কিংবদন্তি পেলের সুস্থতা কামনা করেন ব্রাজিল দল। পেলের নাম লেখা ব্যানার নিয়ে দাঁড়ালেন সাম্বা বাহিনী।

  • FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে কাতার বিশ্বকাপের লড়াই। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ফ্রান্স। অন্যদিকে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ইংল্যান্ড। এবার কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট। কোয়ার্টার ফাইনালের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল দুনিয়া।

    কবে, কখন, কোথায় খেলা হবে?

    আগামী ১০ ডিসেম্বর, শনিবার হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে কোয়ার্টার ফাইনাল। কাতারের আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট দল। ভারতীয় সময় রাত ১২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। অর্থাৎ ইংরেজি সময় অনুসারে খেলা হবে রবিবার গভীর রাতে।

    ফ্রান্স ও পোল্যান্ডের ম্যাচ

    গতকাল, রবিবার সন্ধ্যায় ফ্রান্স বনাম পোল্যান্ড খেলা ৩-১ গোলে শেষ হয়৷ এই খেলা হয়েছিল কাতারের আল থুমামা স্টেডিয়ামে। সেদিন দুরন্ত ছিল ফ্রান্সের পারফরম্যান্স৷ গতকাল জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে (kylian mbappe)। একটি গোল অলিভিয়ের জিহুর (Olivier Giroud)। প্রথমার্ধ শেষ হওয়ার মুখোমুখি সময়ে অর্থাৎ ম্যাচের ৪৪ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিহু৷ আর দলের হয়ে ৭৪ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। এরপর খেলার অতিরিক্ত সময়ে আরও একটি গোল করেন তিনি। এ বারের বিশ্বকাপে মোট ৫টি গোল করলেন এমবাপে। আর তাতেই গড়লেন রেকর্ড। ২৩ বছর বয়সী এমবাপে এখন পর্যন্ত ৬৩টি খেলায় ৩৩টি গোল করেছেন। অন্যদিকে ২৪ বছর বয়সের আগে পেলের বিশ্বকাপের মোট গোলের সংখ্যা ৭ টি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পোল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন রবার্ট লেয়নডস্কি। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

    আরও পড়ুন: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    মুখোমুখি ইংল্যান্ড ও সেনেগাল

    গতকাল, রবিবার অন্য একটি প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টারে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের হয়ে গোল করেছেন জর্ডন হেন্ডারসন, হ্যারি কেন ও বুকায়ো সাকা। গতকাল ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করেন হেন্ডারসন। এরপরেই গোল করেন অধিনায়ক কেন। এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে প্রথম গোল করলেন অধিনায়ক হ্যারি কেন। আর ৬৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে তিন নম্বর ও শেষ গোল করেন সাকা। পুরো ম্যাচে দাপট চলেছে শুধুই কেনদের।

    ফলে ফ্রান্স পোল্যান্ডকে ও ইংল্যান্ড সেনেগালকে হারিয়ে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। আগামী রবিবার মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। হবে জোর টক্কর! কে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারে, তারই অপেক্ষায় বিশ্ববাসী।

  • FIFA World Cup: মেসির পায়ে মারাদোনার বুনন, শেষ আটে আর্জেন্টিনা

    FIFA World Cup: মেসির পায়ে মারাদোনার বুনন, শেষ আটে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (FIFA World Cup)। টানটান উত্তেজনা। ১০০০ তম ম্যাচ মেসির। আর তাতেই বিশ্বের কাছে ফের সেরা হয়ে উঠলেন লিওনেল মেসি। ২-১ গোলে শেষ আটে জায়গা করে নিল আর্জেন্টিনা। আর অন্যদিকে নিজের ১০০০তম ম্যাচে খেলতে নেমেই করলেন গোল। আর তাতেই ফের দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল সংখ্যায় দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। ২১ টি ম্যাচে মারাদোনার গোল সংখ্যা ছিল ৮টি। মেসি ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৯ টি গোল। বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। মেসি ছাড়াও আর্জেন্টিনার হয়ে আরও একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। 

  • FIFA World Cup: বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়াম ও জার্মানির! ইতিহাস গড়ে নক আউটে সূর্যোদয়ের দেশ জাপান

    FIFA World Cup: বিশ্বকাপ থেকে বিদায় বেলজিয়াম ও জার্মানির! ইতিহাস গড়ে নক আউটে সূর্যোদয়ের দেশ জাপান

    মাধ্যম নিউজ ডেস্ক: অঘটনের বিশ্বকাপ। কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি, বেলজিয়াম। প্রথম ম্যাচে জার্মানি, তৃতীয় ম্যাচে স্পেনকে হারিয়ে চলতি বিশ্বকাপে চমক দিল জাপান। ফুটবল বিশ্বে এশিয়ার দাপট দেখাতে নক আউট পর্যায়ে চলে গেল সূর্যোদয়ের দেশ জাপান।

    বিদায় জার্মানি

    এদিন বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে থাকতে হলে জেতা ছাড়া কোনও উপায় ছিল না জার্মানির। শুরুটা সে ভাবেই করেছিলেন থমাস মুলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে সব এলোমেলো হয়ে গেল। পিছিয়ে পড়ে কোস্টারিকার বিরুদ্ধে জিতলেও শেষ ষোলোয় যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাদের। গোল পার্থক্যে গ্রুপের তিন নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জার্মানি। সেইসঙ্গে স্বপ্নভঙ্গ হল কোস্টারিকারও। জার্মানিকে হারাতে পারলে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল তাদের। কারণ, গ্রুপের অন্য ম্যাচে স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারল না কোস্টারিকা। পর পর তিনটে গোল করে ৪-২ ব্যবধানে জিতে গেল জার্মানি। ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল কোস্টারিকারও।

    বেলজিয়াম কোচের পদত্যাগ

    এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল বেলজিয়ামও। ফিফা ক্রমতালিকায় দু’নম্বরে থাকা দলের হার মেনে নিতে পারেননি দলের কোচ রবার্তো মার্তিনেস। হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি। ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে পারেননি কেভিন দ্য ব্রুইন, রোমেলো লুকাকুরা। অন্যদিকে ইতিহাস গড়ল জাপান। একই বিশ্বকাপে গ্রুপের প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। গোল করলেন রিৎসু দোয়ান এবং আও তানাকা। স্পেনের একমাত্র গোল আলভারো মোরাতার।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    গতকালের ম্যাচের ফলাফল:

    ক্রোয়েশিয়া ০ : বেলজিয়াম ০

    কানাডা ১ : মরক্কো ২

    জাপান ২ : স্পেন ১

    জার্মানি ৪ : কোস্টারিকা ২

    আজকের ম্যাচ:

    দক্ষিণ কোরিয়া-পর্তুগাল (রাত সাড়ে ৮টা)

    ঘানা-উরুগুয়ে (রাত সাড়ে ৮টা)

    সার্বিয়া-সুইৎজারল্যান্ড (রাত সাড়ে ১২টা)

    ব্রাজিল-ক্যামেরুন (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

    FIFA World Cup: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের প্রায় শেষ পর্যায়ে কাতার বিশ্বকাপ। বুধবার রাতে পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে শেষ ষোলোয় পা রেখেছে আর্জেন্টিনা। হেরেও প্রি কোয়ার্টারে উঠেছে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডও। আজ, বৃহস্পতিবার নজরে থাকবে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, জার্মানি, স্পেন, জাপানের মতো দলগুলি।  একটি ম্যাচে জয় ও একটিতে হার মিলিয়ে বেলজিয়াম ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে। নকআউটে যেতে হলে ক্রোয়েশিয়াকে হারাতেই হবে তাদের। নজর থাকবে কানাডা-মরক্কো ম্যাচের দিকেও। কানাডাকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে বেলজিয়ামকে হারিয়ে তাক লাগিয়ে দেওয়া মরক্কোর। জার্মানির কাছেও এটি মরণ বাঁচন ম্যাচ। জিততেই হবে তাঁদের।

    পেনাল্টি নষ্ট মেসির

    ম্যাচের ৩৮ মিনিটের মাথায়, পোল্যান্ড বক্সে শরীর শূন্যে ভাসিয়ে হেড করতে যান লিওনেল মেসি (Lionel Messi)। ফাউল করেন পোলিশ গোলকিপার ওয়েসেক স্কেসনে। পেনাল্টি দেন রেফারি। তবে বল সাজিয়ে তৈরি হয়েও গোল পেলেন না মেসি। তাঁর ডানদিকের শট ঝাঁপিয়ে পড়ে দুরন্ত সেভ করলেন স্কেসন। গোটা স্টেডিয়াম তখন থমথমে। মেসিও হতাশ। সমর্থকদের আশঙ্কা, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে না তো আর্জেন্টিনাকে? আশ্বস্ত করলেন ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ। দুজনই গোল করলেন দ্বিতীয়ার্ধে। পোল্যান্ডকে ২-০ গোলে চূর্ণ করে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল আর্জেন্টিনা (Argentina vs Poland)। গ্রুপ সি-র শীর্ষে থেকে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মেসিরা।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    এই ম্যাচ হেরেও নক আউটে পৌঁছে গেল পোল্যান্ড। অন্য ম্যাচে মেক্সিকো ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবকে। পোল্যান্ড ও মেক্সিকো, দুই দলেরই পয়েন্ট সমান (৪) হলেও গোলপার্থক্যে এগিয়ে থাকায় পরের রাউন্ডে গেলেন লেয়নডস্কিরা। শেষ ষোলোয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে তাঁরা।

    গতকালের ম্যাচের ফলাফল:

    তিউনিশিয়া ১ : ফ্রান্স ০

    অস্ট্রেলিয়া ১ : ডেনমার্ক ০

    পোল্যান্ড ০ : আর্জেন্টিনা ২

    সৌদি আরব ১ : মেক্সিকো ২

    আজকের ম্যাচ:

    ক্রোয়েশিয়া-বেলজিয়াম (রাত সাড়ে ৮টা)

    কানাডা-মরক্কো (রাত সাড়ে ৮টা)

    জাপান-স্পেন (রাত সাড়ে ১২টা)

    কোস্টারিকা-জার্মানি (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: ফিফা বিশ্বকাপে ভারতের তেরঙ্গা গায়ে দেখা গেল আর্জেন্টিনার এক মহিলাকে, কিন্তু কেন?

    FIFA World Cup: ফিফা বিশ্বকাপে ভারতের তেরঙ্গা গায়ে দেখা গেল আর্জেন্টিনার এক মহিলাকে, কিন্তু কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup)। বিশ্বকাপের উন্মাদনা পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি দেশে। ফুটবলপ্রেমীরা পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে এবারে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল নেটিজেনরা। আর্জেন্টিনার এক মহিলাকে ভারতের তেরঙ্গা গায়ে জড়িয়ে দেখা গেল কাতারে। আর মহিলার এমন কাণ্ড সবার নজর কেড়েছে। তবে প্রশ্ন একটাই, কেন এমনটা করলেন তিনি, কী রয়েছে এর পিছনের আসল রহস্য?

    ভারতের পতাকা গায়ে আর্জেন্টিনার মহিলা

    জানা গিয়েছে, আর্জেন্টিনার এই মহিলার নাম লেটি এস্তেভেজ। কেরালার এক ফুটবলপ্রেমী ইয়াদিল এম ইকবালের শেয়ার করা একটি ভিডিওতে লেটি এস্তেভেজকে ভারতীয় জাতীয় পতাকা গায়ে জড়িয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি ইকবাল তাঁর ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। শেয়ার করা ওই ভিডিওতেই এস্তেভেজকে তিরঙ্গা ধরে থাকতে দেখা গেছে (FIFA World Cup)।

    [insta]https://www.instagram.com/reel/ClVx-_nuMrK/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    কেন এমন করলেন এই মহিলা?

    ভিডিও-এর মাধ্যমে জানা গিয়েছে, এস্তেভেজ তিরঙ্গা পরতে চেয়েছিলেন কারণ তিনি তাঁর দেশের প্রতি ভারতীয়দের ভালবাসা দেখে অবাক হয়েছিলেন। তাই তিনি এমনটা করেছিলেন। এই ভিডিও-র শুরুতে ইকবাল এস্তেভেজকে বলেন যে, ভারতীয়রা আর্জেন্টিনা ফুটবল (FIFA World Cup) টিমের কত বড় ফ্যান, বিশেষ করে লিওনেল মেসি কতটা প্রিয় ভারতীয়দের কাছে। আর এর পরেই জানা যায় যে, ভারতীয়রা আর্জেন্টিনাকে সবসময় সাপোর্ট করায়, এই বিষয়টি তাঁর মন ছুঁয়ে গিয়েছে। ফলে তিনি ভারতের প্রতি তাঁর ধন্যবাদ জানাতেই এমনটা করেছেন তিনি।

    এই ভিডিও শেয়ার করে ইকবাল ক্যাপশনে লিখেছেন, “ফুটবল দ্বারা একত্রিত, জাতি দ্বারা বিভক্ত। আমাদের দেশকে ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ।” এই ভিডিওটিতে ইতিমধ্যেই ২লক্ষ ১৯ হাজারের বেশি লাইক এসেছে। এই ভিডিওটি শেয়ার করার জন্য নেটিজেনরা ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: আটকে গেল ইংল্যান্ড, কাতারের বিদায় নিশ্চিত, ওয়েলসের বিরুদ্ধে নাটকীয় জয় ইরানের

    FIFA World Cup: আটকে গেল ইংল্যান্ড, কাতারের বিদায় নিশ্চিত, ওয়েলসের বিরুদ্ধে নাটকীয় জয় ইরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ষষ্ঠ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলস-ইরান (Wales v Iran)। এদিন আল রায়ান স্টেডিয়াম দেখল ‘ফ্রাইডে ব্লকব্লাস্টার’। চূড়ান্ত নাটকীয় এবং রুদ্ধশ্বাস বললেও কম বলা হবে। ৯০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। ৯০ মিনিটের খেলা শেষের পরেই রেফারি জানিয়ে দেন যে, খেলা চলবে আরও নয় মিনিট। আর সেখানেই পরপর দুই গোল করে বাজিমাত করল কার্লোস কুইরোজের শিষ্যরা।  ধারে ভারে ও নামডাকে এগিয়ে থাকা ইউরোপের ফুটবল দেশ ওয়েলসের চোখের জল বার করে দিল পশ্চিম এশিয়ার দল। প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্য়র্থ হল গ্যারেথ বেলের ওয়েলস। ইরানের কাছে ০-২ ব্যবধানে হার মানতে হল ওয়েলসকে।

    আটকে গেল ইংল্যান্ড

    ফেভারিটের মতোই বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান শুরু করেছে ইংল্য়ান্ড। প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে ৬-২ গোলে জিতেছে তারা। জোড়া গোল করেন বুকায়ো সাকা। এক ঝাঁক তরুণ ফুটবলার রয়েছেন ইংল্যান্ড শিবিরে। রয়েছেন অভিজ্ঞ অধিনায়ক হ্যারি কেনও। ইরান ম্যাচে চোট পেয়েছিলেন হ্য়ারি। ফিট হয়ে নামলেও পার্থক্য় গড়ে দিতে পারলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্ডারডগ ধরা হলেও, তাদের হালকা নিলে ভুগতে হবে, এই প্রমাণ প্রথম ম্যাচেই পেয়েছিল গ্যারেথ বেলের ওয়েলস। এ বার টের পেল ইংল্যান্ডও। গোলমুখ খুলতেই পারল না ব্রিটিশরা। গোলশূন্য ম্যাচে পয়েন্ট ভাগ হয়ে গেল দুই শিবিরের মধ্যে।  

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    বিদায় কাতার

    ঘুরে দাঁড়াতে পারল না কাতার। সেনেগালের কাছে ১-৩ ব্য়বধানে হারে কাতার। বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপ এ-র অন্য ম্যাচে নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ১-১ ড্র হতেই আয়োজক কাতারের বিদায় নিশ্চিত হয়ে গেল। এরপর শুধুই মর্যাদা রক্ষার ম্যাচ বাকি রইল তাদের। 

    গতকালের ম্যাচের ফলাফল:

    ওয়েলস্‌ ০ : ইরান ২  

    কাতার ১ : সেনেগাল ৩

    নেদারল্যান্ডস ১ : ইকুয়েডর ১

    ইংল্যান্ড ০: মার্কিন যুক্তরাষ্ট্র ০

    আজকের ম্যাচ:

    টিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি) (দুপুর সাড়ে ৩টে)

    পোল্যান্ড বনাম সৌদি আরব (গ্রুপ সি) (সন্ধ্যা সাড়ে ৬টা)

    ফ্রান্স বনাম ডেনমার্ক (গ্রুপ ডি) (রাত সাড়ে ৯টা)

    আর্জেন্টিনা বনাম মেক্সিকো (গ্রুপ সি) (রাত সাড়ে ১২টা)

  • Brussels Riot: মরক্কোর কাছে হার বেলজিয়ামের, হিংসা ছড়াল ব্রাসেলসে, আটক বহু

    Brussels Riot: মরক্কোর কাছে হার বেলজিয়ামের, হিংসা ছড়াল ব্রাসেলসে, আটক বহু

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপে মজে রয়েছে পুরো বিশ্ববাসী। গতকাল ছিল বেলজিয়াম ও মরক্কোর ম্যাচ। খেলাতে হার জিত রয়েছেই, কিন্তু গতকাল এক অন্য দৃশ্যই দেখা গেল। এই হারই পরিণত হল দাঙ্গাতে (Brussels Riot)।

    অগ্নিগর্ভ ব্রাসেলস

    বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে মরক্কোর বিরুদ্ধে বেলজিয়াম ২-০ গোলে পরাজিত হওয়ার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক গাড়ি। ইলেকট্রিক স্কুটারে আগুন লাগানো হয়। ভাঙচুর চালানো হয় দোকানে। ছোঁড়া হয় পাথর। সংঘর্ষের খবর আসতেই পুলিশ ব্রাসেলসের কিছু অংশ বন্ধ করে দেয়। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভকারীদের মধ্যে প্রায় বারো জনকে আটক করা হয়েছে ও একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হয় জলকামান, কাঁদানে গ্যাস (Brussels Riot)।

    আরও পড়ুন: শেষ ম্যাচে জয় চাই! স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের আশা জিইয়ে রাখল জার্মানি

    কী ঘটে?

    সূত্রের খবর অনুযায়ী, বিশ্বকাপে রবিবার বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচে হেরে যায় বেলজিয়াম। মরক্কোর কাছে এই হার মেনে নিতে না পারায় শুরু হয় দাঙ্গা (Brussels Riot)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হিংসা ছড়িয়ে পড়ে।  ফুটবলপ্রেমীরা নিজেদের মধ্যেই বচসা, সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মরক্কোর বেশ কিছু সমর্থক জয়ের পরই দেশের পতাকা গায়ে পরে, উদযাপনের জন্য রাস্তায় নামেন। এদিকে, বেলজিয়ামের সমর্থকরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের থামাতে পুলিশ সেই মুহূর্তে উপস্থিত হয় এবং জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বেলজিয়াম পুলিশের মুখপাত্র ভ্যান দে কেরে জানিয়েছেন, “সংঘর্ষের সময় পাইরোটেকনিক সামগ্রী, প্রজেক্টাইল, লাঠি ব্যবহার করা হয়েছে। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টিও হয়। এছাড়াও এই দাঙ্গাতে এক সাংবাদিক আহত হয়েছেন। শেষপর্যন্ত স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যা সাতটা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”  

  • FIFA World Cup: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    FIFA World Cup: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন নতুন করে প্রাণ ফিরে পেল! মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দেশকে জয় এনে দিয়ে আর্জেন্টিনার খেলোয়াড় এবং সমর্থকদের এখন তেমনটাই মনে হচ্ছে। লিওনেল মেসির দুর্ধর্ষ পারফরম্যান্সে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বেঁচে রইল আর্জেন্টিনার। পরের ম্যাচে পোল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে দ্বিতীয় রাউন্ড।

    সৌদির কাছে হার

    আগের ম্যাচে সৌদির আরবের কাছে অবাক করা হারের পর আর্জেন্টিনার চাপ ছিল পাহাড় প্রমাণ। ফলে এ বার মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে লিওনেল মেসিদের চাপটা ছিল অনেক বেশি। সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর বিরুদ্ধে জয় ছাড়া বিশ্বকাপে টিকে থাকার কোনও রাস্তা ছিল না মেসিদের। কারণ সি গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে সৌদি আরব হেরে যাওয়ায়, মেসিদের চাপটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তবে সেই চাপ সামলে ফিনিক্স পাখির মত ফিরে এসেছে মেসির আর্জেন্টিনা।

    মেসির গুরুত্বপূর্ণ গোল

    ম্যাচের পর থেকেই মেসির গোল নিয়ে ট্রেন্ডিং শুরু হয়েছে ‘WHAT A Goal’, তবে বিশেষজ্ঞমহল মনে করেছে, এর থেকেও মেসি আগে ভালো গোল করেছেন। তবে এবারের গোলটি তাৎপর্যপূর্ণ ছিল ও এটি এখন পর্যন্ত তাঁর বিশ্বকাপ জীবনের গুরুত্বপূর্ণ গোল ছিল। এদিন ৬৪ মিনিটে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন সেই মেসি। ডান দিক থেকে দি মারিয়া পাস দিয়েছিলেন মেসিকে। আবার শেষে ৮৭ মিনিটে গোল করে আর্জেন্টিনার পক্ষে ব্যবধান বাড়ালেন এনজো ফার্নান্ডেজ। এরপরের লক্ষ্য পোল্যান্ড।

    আরও পড়ুন: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

    বিশ্বকাপে টিকে থাকতে কী করতে হবে মেসিদের?

    এই জয়ের মানে আর্জেন্টিনা এখন গ্রুপ সি-তে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে পোল্যান্ড। সৌদি আরব তিন পয়েন্ট নিয়ে তৃতীয় এবং মেক্সিকো মাত্র এক পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপের নীচে রয়েছে। ১৬-এর রাউন্ডে পৌঁছানোর জন্য তাঁদের এখনও অনেক কঠোর পরিশ্রম করতে হবে। সহজভাবে বলতে গেলে, কোনো জটিলতা এড়াতে আর্জেন্টিনাকে তাদের চূড়ান্ত গ্রুপের খেলা জিততে হবে। আর্জেন্টিনা তাদের শেষ গ্রুপ খেলায় পোল্যান্ডকে হারালে, তারা নকআউট রাউন্ডে চলে যাবে। একটি ড্রও তাদের জন্য যথেষ্ট হতে পারে। তবে তাদের তখন সৌদি আরব এবং মেক্সিকোর মধ্যেকার ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে, যা একই সঙ্গে খেলা হবে। আর্জেন্টিনার সঙ্গে পোল্যান্ডের ম্যাচ রয়েছে আগামী বুধবার (বৃহস্পতিবার,  ভারতীয় সময়ে ১২টা ৩০ মিনিটে)।

    মারাদোনাকে ছুঁয়ে ফেললেন মেসি

    মেক্সিকোর বিরুদ্ধে ৬৪ মিনিটে গোল করলেন লিওনেল মেসি। এই গোলের সঙ্গে সঙ্গে এ বারের বিশ্বকাপে নতুন জীবন পেলেন আর্জেন্টিনার সমর্থকরা। এ বারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। আর এর সঙ্গে সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে। বিশ্বকাপে ৮টি গোল রয়েছে মারাদোনার। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও ৮টি গোল করে ফেললেন বিশ্বকাপে। মেসি ও মারাদোনা দু’জনেই বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন।

     

LinkedIn
Share