Tag: Fifa

Fifa

  • India vs Pakistan: সাফ কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে  ৪-০ গোলে হারাল ভারত 

    India vs Pakistan: সাফ কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে  ৪-০ গোলে হারাল ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত। হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী। অপর গোল উদান্তা সিংয়ের দুরন্ত ছন্দে সুনীলের ভারত। যে খেলাই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। কানায় কানায় পূর্ণ গ্যালারি। ম্যাচ জিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন ভারত অধিনায়ক। তবে তাল কাটল বিরতির আগে কোচ ইগর স্টিমাচ লাল কার্ড দেখায়। বিপক্ষের ফুটবলারের সঙ্গে অশোভন আচরণের জন্যে ডাগআউট থেকে সরিয়ে দেওয়া হয় ভারতের কোচকে। এ ছাড়া, পাকিস্তানের বিরুদ্ধে নিখুঁত ফুটবল খেলে ব্লু টাইগাররা।

    Score Line:  ভারত ৪ (সুনীল-হ্যাটট্রিক, উদান্তা), পাকিস্তান ০

    পুরো ম্যাচে দাপট ভারতের

    কয়েক দিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেখান থেকেই এদিন খেলা শুরু করেন সুনীলরা। ম্যাচের আগাগোড়া দাপুটে ফুটবল খেলেছে ভারত। ম্যাচের ১০ মিনিটে অধিনায়কের গোলেই এগিয়ে যায় ভারত। ছ’মিনিট পরে সুনীল নিজের দ্বিতীয় গোল করেন পেনাল্টি থেকে। বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে সেটি পাকিস্তানের এক ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুনীল গোলকিপারের ডান দিকে শট মারেন। হানিফ ঠিক দিকে ঝাঁপালেও বলের নাগাল পাননি। সুনীলের গোলের সঙ্গেই উত্তাল হয়ে ওঠে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারি। 

    দ্বিতীয়ার্ধে বৃষ্টি হওয়ায় দু’দল খেলতে নামার সময় মাঠ কাদা হয়ে যায়। এতে ভারতের পাসিং ফুটবল খেলতে অসুবিধা হতে থাকে। পাকিস্তানও ভাল খেলতে পারছিল না। তবু দ্বিতীয়ার্ধে গোল হওয়া আটকায়নি। ৭২ মিনিটের মাথায় বক্সের ভিতরে আক্রমণরত সুনীলকে পিছন থেকে ঠেলে ফেলে দেন মহম্মদ সুফিয়ান। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সুনীল। চতুর্থ গোল উদান্তার। নিজেদের অর্ধ থেকে লম্বা পাস বাড়িয়েছিলেন আনোয়ার আলি। উদান্তা বল ধরে পাকিস্তানের গোলকিপারকে পরাস্ত করেন।

    উন্মাদনা গ্যালারিতে

    বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচে গ্যালারি হতাশ করেনি। পুরো সময় দলকে তাতিয়ে গিয়েছে। গ্যালারি থেকে ওঠে ইন্ডিয়া…ইন্ডিয়া…ধ্বনি। এদিন ম্যাচে দর্শক সংখ্যা ছিল প্রায় ২৩ হাজার। দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে ম্যাচ শেষে সুনীল বলেন, ‘আরও একটা ম্যাচে গোল না খাওয়া আমাদের জন্য ইতিবাচক দিক। যে কোনও টুর্নামেন্টের শুরুতে এমন বড় জয়, খুবই ভালো লাগছে। আলাদা করে বলতে হয় গ্যালারির কথা। পুরো ম্যাচেই আমাদের জন্য গলা ফাটিয়েছে। এর জন্যই তো খেলতে নামি। এরকম কানায় কানায় পূর্ণ গ্যালারি দেখে খুবই ভালো লাগছে।’

    আরও পড়ুন: “যোগের কোনও কপিরাইট নেই, নেই পেটেন্ট, রয়্যাল্টিও”, যোগ দিবসে বললেন মোদি

    লাল কার্ড স্টিমাচের

    বিরতির কিছুক্ষণ আগে বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ভারতের কোচ ইগর স্টিমাচ। ভারতের ডাগআউটের সামনে পাকিস্তানের ডিফেন্ডারের সঙ্গে লড়াইতে বলের নিয়ন্ত্রণ হারান প্রীতম কোটাল। পাকিস্তান থ্রো-ইন পায়। কিন্তু স্টিমাচ আবেদন করতে থাকেন ফাউলের। রেফারি তাতে কর্ণপাত না করায় পাকিস্তানের আবদুল্লাহ ইকবাল থ্রো করতে যাওয়ার ঠিক আগেই ভারতের কোচ পিছন থেকে তাঁর হাত থেকে বল কেড়ে নেন। পাক ফুটবলাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কয়েক জন ফুটবলার ধাক্কা মারেন স্টিমাচকে। ভারতের ফুটবলার এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। রেফারি, লাইন্সম্যান এবং দু’দলের কিছু ফুটবলারের মধ্যস্থতায় ঝামেলা থামে। এরপরেই স্টিমাচকে লাল কার্ড দেখান রেফারি। পাকিস্তানের কোচকেও হলুদ কার্ড দেখানো হয়। এ ছাড়া হলুদ কার্ড দেখানো হয় ভারতের সন্দেশ জিঙ্ঘন এবং পাকিস্তানের নবিকে।

    সুনীলের ৯০টি গোল

    আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় চার নম্বরে উঠে এলেন সুনীল ছেত্রী। লিয়োনেল মেসির ঠিক পরেই রয়েছেন তিনি। বুধবার হ্যাটট্রিকের পর সুনীলের ৯০টি গোল হল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি ২০০টি ম্যাচে ১২৩টি গোল করেছেন। এর পর ইরানের আলি দায়ি ১৪৮টি ম্যাচে ১০৯টি গোল করেছেন। তিনে মেসি। ১৭৫ ম্যাচে তাঁর গোল ১০৩। চারে সুনীল। তিনি ১৩৮তম ম্যাচে ৯০টি গোল করলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

  • FIFA World Cup: হালকা মেজাজে মরক্কো! ফাইনালের লক্ষ্যে কঠোর অনুশীলন ফ্রান্সের

    FIFA World Cup: হালকা মেজাজে মরক্কো! ফাইনালের লক্ষ্যে কঠোর অনুশীলন ফ্রান্সের

    মাধ্যম নিউজ ডেস্ক: কিলিয়ান এমবাপেকে আলাদা করে দেখছেন না, জানালেন  মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে হালকা মেজাজে অনুশীলন সারলেন মরক্কো ফুটবলাররা। ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স বরাবরই বিপক্ষের কাছে একটা বড় নাম। এক মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তারপর প্লেয়ার যখন কিলিয়ান এমবাপে। ৫টা গোল করে তিনি এখন বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে রয়েছেন। তবুও চাপ নিতে নারাজ রেগরাগুই। বলছেন, “আমাদের হারানোর কিছুই নেই। যা আছে শুধুই পাওয়ার। চাপ নিয়ে খেলবে ফ্রান্স। আমরা নিজেদের খেলা ধরে রাখব।” আর এমবাপে?  মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, ‘আমি কিলিয়ান এমবাপের জন্য কোনও আলাদা করে পরিকল্পনা বা স্ট্র্যাটেজি তৈরি করব না। ফ্রান্সের আরও তো ভালো প্লেয়ার আছে। অ্যান্টোনিও গ্রিজম্যান এখন শীর্ষে আছে। ডেমবেলে দারুণ ফর্মে। একটা উইংয়ে এমবাপে আছে। আমরা যদি এমবাপের দিকে নজর দিই তাহলে তা ভুল হবে। ওরা বিশ্ব চ্য়াম্পিয়ন, বিশ্বমানের প্লেয়ার আছে ওদের কাছে।’

    জায়ান্ট কিলার মরক্কো

    ধারে ভারে মরক্কোর থেকে অনেক এগিয়ে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আন্তর্জাতিক ম্যাচে উত্তর আফ্রিকার দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজিত ফরাসিরা। তবে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। জায়ান্ট কিলার মরক্কোকে নিয়ে এবার আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে ফ্রান্সকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাস্ত করলেও খুশি নন ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশ। কারণ সেই ম্য়াচে হ্য়ারি কেন পেনাল্টি মিস না করলে ফ্রান্সকে চ্যালেঞ্জের মুখে পড়তে হত। এই পরিস্থিতিতে রুদ্ধদ্বার অনুশীলন করছেন ফ্রান্স, চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে তাদের তরফে। প্রতিটা প্লেয়ারকে নিয়ে অঙ্ক কষছেন দেশঁ। টানা দু’বার বিশ্বকাপ জেতার হাতছানি ফ্রান্সের সামনে রয়েছে। এর আগে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়ন  হয়েছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতারে দিদিয়ের দেশঁ-র দল কাপ জিতলে, ইতালি ও ব্রাজিলের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন এমবাপেরা।

    আরও পড়ুন: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    খেলা কবে?

    ১৫ ডিসেম্বর, বুধবার গভীর রাতে (বৃহস্পতিবার) হবে খেলা 

    কোথায় হবে খেলা?

    এই ম্যাচটি আয়োজিত হবে আল বায়াত স্টেডিয়ামে

    কখন শুরু ম্যাচটি?

    ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২.৩০টায় খেলা শুরু হবে

    কোথায় দেখা যাবে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি?

    স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।

    অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

    অনলাইনে জিও সিনেমায় ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি দেখা যাবে।

  • FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ মধ্যগগনে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো ফেভারিট দলগুলি দাপটে শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে কাপ কাদের হতে উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১৮ ডিসেম্বর ফাইনাল। তবে ফিফা বসে নেই। পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

    ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি

    ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। খেলবে ৪৮ টি দেশ। কাতারের ৩২ দলের শেষ বিশ্বকাপ হচ্ছে। তবে পরের বিশ্বকাপে দল বাড়লে কী ফরম্যাটে খেলা হবে তাই নিয়ে রয়েছে যথেষ্ট কৌতুহল। ফিফা তিনটি ফরম্যাট নিয়ে চিন্তা ভাবনা করছে। এক, ৪৮ টি দলকে ভাগ করা হবে ১৬টি গ্রুপে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে তিনটি করে দল খেলবে। পরের রাউন্ডে যাবে দুটি দল। দুই, ৪৮টি দলকে ভাগ করা হতে পারে ১২টি গ্রুপে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল খেলবে। সেরা দুটি দল পরের রাউন্ড তথা রাউন্ড অব ৩২ তে উঠবে। এভাবে ২৪টি দল সরাসরি উন্নীত হবে পরের রাউন্ডে। এবার বাকি আটটি দলকে বেছে নেওয়া হবে সেরা তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে। তৃতীয় ফরম্যাট, ৪৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করতে হবে। ২৪টি দলকে আবার চারটি গ্রুপে ভাগ করা হবে। তারপর ১৬টি দলকে নিয়ে হবে পরের রাউন্ড। এবার দুই গ্রুপের সেরা দল ফাইনালে মুখোমুখি হবে।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, আগামী ফুটবল বিশ্বকাপ হবে আরও বড়। এ বারের থেকে কয়েক কোটি বেশি মানুষ বিশ্বকাপের সঙ্গে জুড়বেন। কারণ টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তনের দিকে ঝুঁকছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪। নকআউটে খেলবে মোট ৩২টি দেশ! বর্তমানে ১৬টি দেশ নকআউটের ম্যাচ খেলছে।পরিবর্তন শুধু ফরম্যাটেই নয়, ম্যাচের নিয়মেও হবে। গ্রুপ স্টেজের ম্যাচ টাই হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল বেছে নেওয়া হবে। বর্তমানে গ্রুপ স্টেজের ম্যাচে টাইব্রেকারের নিয়ম নেই। একমাত্র নকআউটের ম্যাচগুলিতে টাই হলে অতিরিক্ত সময়ের খেলা হয়ে থাকে। এক্ষেত্রে পয়েন্টে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত সময়ে ম্যাচ জিতলে তিন পয়েন্ট। আর পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল পাবে ২ পয়েন্ট। পেনাল্টি শুটে পরাজিত দলের ঝুলিতে যাবে ১ পয়েন্ট।

  • Sunil Chhetri: সুনীল ছেত্রীকে নিয়ে তথ্যচিত্র ফিফার, ভারত অধিনায়ককে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    Sunil Chhetri: সুনীল ছেত্রীকে নিয়ে তথ্যচিত্র ফিফার, ভারত অধিনায়ককে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল দলের (Indian Football captain) অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chetri) মুকুটে যোগ হল আরও একটি পালক। তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল ফিফা (FIFA)। যা নিঃসন্দেহে বিরাট এক সম্মান। ফিফার তথ্যচিত্রে জায়গা করে নেওয়ার জন্য সুনীলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    দীর্ঘ ফুটবল জীবনে বহু সাফল্য অর্জন করেছেন সুনীল ছেত্রী। পেয়েছেন বহু সম্নান ও পুরস্কারও। আন্তর্জাতিক আঙিনায় একের পর এক রেকর্ড যোগ হয়েছে তাঁর নামের পাশে। কিন্তু তা যেন বিশ্ববাসীর কাছে অজানাই থেকে গিয়েছে। আসলে ভারতীয় ফুটবল নিয়ে কখনওই তেমন আগ্রহ ছিল না বিশ্বফুটবলের প্রথম সারির দেশগুলির। ফলে সুনীলকেও অনেকেই চেনে না। তাই এগিয়ে এল ফিফা। সুনীলকে নিয়ে তৈরি হয়েছে তিন পর্বের তথ্যচিত্র। যার নাম দেওয়া হয়েছে ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক’। সোশ্যাল মিডিয়ায় সুনীলের তথ্যচিত্র প্রকাশের খবর জানানোর সময় ফিফা লিখেছে, ‘সবাই রোনাল্ডো, মেসির ব্যাপারে অনেক কিছু জানেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় সর্বাধিক গোলদাতার কাহিনী জানতে পারবেন। সুনীল ছেত্রী, ক্যাপ্টেন ফ্যানটাস্টিক এখন দেখতে পাবেন ফিফা প্লাসে।

    আন্তর্জাতিক ফুটবলে সুনীল গোল করেছেন ৮৪টি। রয়েছেন তৃতীয় স্থানে। আর তাঁর সামনে শুধু রোনাল্ডো (১১৭) ও মেসি (৯০)। সুনীলকে ফিফার এই সম্মান ভারতীয় ফুটবলকে দারুণভাবে গর্বিত করেছে। শুভেচ্ছা বন্যায় ভেসে বেড়াচ্ছেন ভারত অধিনায়ক। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, ‘অনবদ্য সুনীল ছেত্রী। তোমার এই সাফল্য দেশের ফুটবলকে আরও জনপ্রিয় করতে সাহায্য করবে।’

  • FIFA Lifts Suspension: সাসপেনশন তুলে নিল ফিফা! দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের জয়, বললেন অনুুরাগ

    FIFA Lifts Suspension: সাসপেনশন তুলে নিল ফিফা! দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের জয়, বললেন অনুুরাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে শাপমোচন। নির্বাসন মুক্ত হল ভারতীয় ফুটবল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা (FIFA)। অতএব এবার আবার সমস্ত আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করতে পারবে ভারত। এমনকী অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও আর বাধা রইল না।

    আরও পড়ুন: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ

    কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে গত ২২ অগাস্ট দিল্লি আদালত দ্বারা গঠিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) ভেঙে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপরই নরম হয় ফিফা। শীর্ষ আদালত, প্রশাসক কমিটি ভেঙে দেওয়ায় AIFF-এর দৈনন্দিন কাজের দায়িত্ব ফিরে আসে ভারপ্রাপ্ত সহ সচিব সুনন্দ ধর ও তাঁর নেতৃত্বাধীন দলের উপর। এরপরই ফিফার কাছে নির্বাসন তুলে নিতে অনুরোধ জানায় ফেডারেশন। এআইএফএফের অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার ব্যান তুলে নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ফিফার তরফে সে খবর জানিয়েও দেওয়া হয়।

    এর ফলে আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর নির্ধারিত সূচি মেনেই ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হবে। ব্যানের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আর রইল না।  একইসঙ্গে AFC Cup খেলতেও আর বাধা রইল না এটিকে মোহনবাগানের।

    ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। ট্যুইট বার্তায় তিনি জানান, এটি একটি দারুণ খবর। ভারতীয় ফুটবল এবার মসৃণ ভাবে এগোতে পারবে।

    কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান এটা ভারতীয় ফুটবলের জয়। দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীদের লড়াই সফল হল। ভারতীয় ফুটবল নিজের গতিতে এগোতে পারবে বলে জানান তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA ban on AIFF: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ

    FIFA ban on AIFF: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের আবেদন মেনে নিয়ে ফিফার নিয়মকেই মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। যে তৃতীয়পক্ষের হস্তক্ষেপে নির্বাসনের মুখে পড়তে হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে,  সেই তিন সদস্যের প্রশাসক কমিটির (সিওএ) আর কোনও ক্ষমতা থাকবে না, বলে সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রশাসক কমিটির ক্ষমতা কেড়ে সর্বোচ্চ আদালতের আশা, এবার হয়তো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা (FIFA), ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এর উপর থেকে নির্বাসন তুলে নেবে।

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনও এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে অগাস্টের শেষ সপ্তাহে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    রবিবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে একটি আবেদন নিয়ে যায়। তাতে বলা ছিল, সরকার ফিফার সমস্ত দাবি মেনে নিয়েছে এবং তাদের দাবি অনুসারে প্রশাসক কমিটির (সিওএ) শেষ চাইছে। সর্বোচ্চ আদালতের কাছে কেন্দ্রের আবেদন, সরিয়ে দেওয়া হোক সিওএ-কে। এর পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ার দাবিও জানায় কেন্দ্র। ক্ষমতাচ্যুত প্রফুল পটেল ও তার দলবলকে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে বাদ দেওয়ার আবেদনও জানানো হয়। এদিন সরকারের সেই আবেদন মেনে নেয় শীর্ষ আদালত।

    আরও পড়ুন: আর বাড়ি ফেরা হল না! প্রয়াত কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

    অন্যদিকে এদিন সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। প্রশাসক কমিটির তৈরি করা খসড়া সংবিধানকেই মান্যতা দেওয়ার আবেদন জানান তিনি। কিন্তু প্রশাসক কমিটিরই অস্তিত্ব না থাকায় ভাইচুংয়ের আর্জির কোনও ভিত্তি রইল না। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভাইচুং ভারতীয় ফুটবলের আইকন। তাঁকে আরও বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হবে।

    গত ১৬ অগস্ট ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠায় ফিফা। এর ফলে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু নির্বাসনের জেরে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে নারাজ ক্রীড়ামন্ত্রক। তাই সক্রিয় কেন্দ্র। ফিফার সঙ্গেও আলোচনা চালাচ্ছে তারা। 

  • Indian Football: ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠাল ফিফা, কী হবে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ? 

    Indian Football: ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠাল ফিফা, কী হবে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ? 

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ফুলবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (All India Football Federation) নির্বাসিত করল ফিফা (FIFA)। অনিশ্চিত হয়ে পড়ল অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপে ভারতীয় দলের অংশগ্রহণ। ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’ – এর কারণেই এই নির্বাসন বলে জানিয়েছে ফিফা। অনির্দিষ্ট কালের জন্যে ভারতকে নির্বাসিত করেছে তারা। ফিফা একটি বিবৃতি  দিয়ে জানিয়েছে, “এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দায়িত্ব নেবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।” 

    আরও পড়ুন: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তার মধ্যে এই নির্বাসনের সুরাহা না হলে ভারত থেকে সরিয়ে নেওয়া হবে বিশ্বকাপ। ফিফা বিবৃতিতে আরও বলেছে, “নির্বাসনের অর্থ হল, ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না। এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ফিফা চিন্তা-ভাবনা করছে।”

    যদিও এখনই মনোবল হারানোর কোনও কারণ নেই। ভারতের ক্রিড়া মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ফিফা। এখনও ইতিবাচক সমাধান সম্ভব বলেও নিশ্চিত করেছে তারা। 

    আরও পড়ুন: কাতারে নতুন বিয়ার পলিসি! না কি ফুটবল বিশ্বকাপের আসরে স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ

    নির্বাসন তোলার ক্ষেত্রে দুটি শর্ত দিয়েছে ফিফা। এক, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দুই, সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) হাতে নির্বাচনের মাধ্যমে পুরো দায়িত্ব তুলে দিতে হবে। এই মাসের শেষে নির্বাচন হওয়ার কথা। সেটা হলেই ভারতীয় ফুটবল ফের খেলতে পারবে বিশ্বকাপ। বিশ্বকাপের আয়োজনও করতে পারবে। এবং মোহনবাগান খেলতে পারবে এফসি কাপে। অর্থাৎ ভারতীয় ফুটবলের ভাগ্য ফেরাতে নির্বাচনই একমাত্র পথ। 

    ফিফার দেওয়া এই নির্বাসন না উঠলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে ভারতীয় ফুটবল। প্রথমত ভারত কোনও বিশ্বকাপের আয়োজন করতে পারবে না। এছাড়াও ভারতের কোনও দল কোনও আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করতে পারবে না। কোনও মহাদেশীয় টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে না কোনও ভারতীয় ফুটবল ক্লাব। 

    পুরুষদের দলের পরের মাসে সিঙ্গাপুর এবং ভিয়েতনামে খেলার কথা রয়েছে। কিন্তু নির্বাসনের জেরে এখন তাও অনিশ্চিত হয়ে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ।  

     

  • FIFA suspends AIFF: এএফসি চ্যাম্পিয়নশিপে ব্রাত্য কেরলের মহিলা ফুটবল দল! প্রধানমন্ত্রীকে আবেদন

    FIFA suspends AIFF: এএফসি চ্যাম্পিয়নশিপে ব্রাত্য কেরলের মহিলা ফুটবল দল! প্রধানমন্ত্রীকে আবেদন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশার ফানুস উড়িয়ে উজবেকিস্তানে পৌঁছেছিল গোকুলাম কেরল এফসি মহিলা ফুটবল (Gokulam Kerala Women’s Team) দল। তাদের লক্ষ্য ছিল তাসখন্দ আয়োজিত এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স মেলে ধরা। কিন্তু ফিফার (FIFA) নির্বাসনের জেরে খালি হাতেই ফিরতে হচ্ছে গোকুলামের মহিলা দলটিকে। স্বপ্ন ভেঙ্গে চুরমার। সোমবার ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) কে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করছে ফিফা। তার ফলে ফিফা কিংবা অন্য কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারত। শুধু তাই নয়, ভারতের কোনও ক্লাব দেশের বাইরে খেলতে পারবে না। তাই তাসখন্দ পৌঁছেও এএফসি (AFC) টুর্নামেন্টে না খেলেই ফিরতে হচ্ছে গোকুলামের মহিলা দলটিকে। স্বভাবতই হতাশ তারা।

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠাল ফিফা, কী হবে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ?

    কঠিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) হস্তক্ষেপ দাবি করেছে গোকুলাম এফসি। মাইক্রো ব্লগিং সাইটে পিএমও কে ট্যাগ করে একটি চিঠিতে প্রধানমন্ত্রীকে গোকুলাম লিখেছে, “দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুন যাতে আমরা এই টুর্নামেন্টে খেলতে পারি।” গোকুলাম কেরল এএফসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, “গত ১৬ অগাস্ট কোঝিকর থেকে আমরা তাসখন্দ পৌঁছাই। পরে জানতে পারি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছে ফিফা। নির্বাসনের জেরে ভারতীয় কোনও ক্লাব বিদেশে কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না। যা আমাদের কাছে খুব হতাশার। আমরা টুর্নামেন্টে খেলতে চাই। প্রধানমন্ত্রীর দফতরে চিঠিতে লিখে আমরা আবেদন জানিয়েছি।”

    আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    গোকুলামের ২৩ জন মহিলা ফুটবলার এখন উজবেকিস্তানের রাজধানীতে রয়েছেন। আগামী ২৬ অগাস্ট টুর্নামেন্টে শুরু হওয়ার কথা। সেখানে ইরানের ক্লাব বাম খাতুন এফসি ছিল গোকুলামের প্রতিপক্ষ। কিন্তু ফিফার নির্দেশ পাওয়ার পরেই এএফসি জানিয়ে দেয়, ভারতীয় ক্লাবটি খেলতে পারবে না। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি নিযুক্ত হয়েছিল। ফেডারেশনের নির্বাচন করার দায়িত্ব তাদের হাতেই। কিন্তু ফিফার বক্তব্য, কোনও দেশের ফুটবল সংসস্থার উপর তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সেটা মানা হবে না। সেই মতোই ব্যাবস্থা নিয়েছে ফিফা। এখন দেখার জল কতদূর গড়ায়।

  • FIFA ban: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    FIFA ban: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোর অনিশ্চয়তায় ভারতীয় ফুটবল (Indian Football)। ফিফার (FIFA) নির্বাসন নিয়ে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। সোমবার রাতে ফিফার পক্ষ থেকে নির্বাচনের নোটিশ পাওয়ার পর শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এই মামলা দ্রুত শুনানির আবেদন জানায় কেন্দ্র সরকারও।

    বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এ এস বোপান্না এবং জেবি পাড্রি ওয়ালার বেঞ্চে ফিফার নির্বাচন সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে। সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, “সমস্যা সমাধানের জন্য বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। আলোচনার ফল কি দাঁড়াচ্ছে তা জানার জন্য আমাদের কয়েকদিন অপেক্ষা করা উচিত। তাই সোমবার পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া উচিত।” তুষার মেহতার আবেদনে সারা দিয়ে শীর্ষ আদালত ২২ শে অগাস্ট সোমবার পর্যন্ত শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়।

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠাল ফিফা, কী হবে সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ?

    তুষার মেহতা আরও জানান, ফিফা কর্তাদের সঙ্গে আলোচনায় সক্রিয় ভূমিকা নিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের প্রশাসক কমিটি। এখনও পর্যন্ত দুদফা কথাবার্তা হয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ তাই সক্রিয় ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সদর্থক ভূমিকায় আশা করা যায় সমস্যা দ্রুত মিটবে।

    আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়নশিপে ব্রাত্য কেরলের মহিলা ফুটবল দল! প্রধানমন্ত্রীকে আবেদন

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে দীর্ঘদিন নির্বাচন হয়নি। সংস্থার সভাপতি পদে বছরের পর বছর ছিলেন প্রফুল্ল প্যাটেল। সম্প্রতি তাঁকে পদত্যাগ করতে হয়। সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের প্রশাসক কমিটি ফেডারেশনের কাজকর্ম চালাচ্ছিলেন। নতুন সংবিধান মেনে ২৮ অগাস্ট ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অজুহাত দেখিয়ে ফিফা যেভাবে ভারতকে কালো তালিকা ভুক্ত করেছে তা মোটেও গ্রহণযোগ্য নয় বলে অভিমত বিশেষজ্ঞদের। 

  • FIFA World Cup: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    FIFA World Cup: এগিয়ে এল বিশ্বকাপের দিন! জেনে নিন কবে থেকে শুরু ফুটবলের মহাযুদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলে গেল কাতার বিশ্বকাপ শুরুর দিন। নির্ধারিত সূচির এক দিন আগেই শুরু হবে ফুটবলের মহারণ। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা। ২১ নভেম্বর, সোমবারের বদলে ২০ নভেম্বর, রবিবার শুরু হবে কাতার বিশ্বকাপ। অনেক হিসেব নিকেশের পর মধ্যপ্রাচ্যের দেশটির আবহাওয়ার কথা মাথায় রেখে ২১ নভেম্বর থেকে ফুটবল বিশ্বকাপ (Football World Cup) শুরুর দিন ঠিক হয়েছিল। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে সেনেগাল বনাম নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড বনাম ইরান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর আয়োজক কাতার নামত গ্রুপ পর্বের লড়াইয়ে। অতীতের এই পরিকল্পনায় আসছে পরিবর্তন।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, ফুটবল বিশ্বকাপ এক দিন এগিয়ে আনতে চলেছে ফিফা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশকে খেলার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। আগের সূচি অনুযায়ী ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, ২০ নভেম্বর আয়োজক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। 

    বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ফিফা কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কাউন্সিলের অনুমোদন পেতে সমস্যা হবে না বলে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি ছাড়াও কাউন্সিলের সদস্য মহাদেশীয় ফুটবল নিয়ামক সংস্থার প্রধানরা। কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর কাতার বিশ্বকাপ শুরুর নতুন দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে ফিফা।

    নতুন সূচি অনুযায়ী কাতার বিশ্বকাপের ফাইনালের দিন অবশ্য পরিবর্তন হচ্ছে না। ফাইনাল হবে ১৮ ডিসেম্বরেই। গত চারটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলেছে আয়োজক দেশ। এ বারের সূচিতেও প্রথম দিন ২১ নভেম্বরেই ছিল কাতার-ইকুয়েডর ম্যাচ। কিন্তু সেটি ছিল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচ। সেই ম্যাচটিই এক দিন এগিয়ে আনা হল। ফিফা সূত্রে জানা গিয়েছে বিশ্বকাপের বাকি সূচিতে পরিবর্তন হচ্ছে না।

     

     

LinkedIn
Share