Tag: Film

Film

  • Shiboprosad Mukherjee: এই প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি সংসদে প্রদর্শিত হবে, আপ্লুত শিবপ্রসাদ

    Shiboprosad Mukherjee: এই প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি সংসদে প্রদর্শিত হবে, আপ্লুত শিবপ্রসাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগে একাধিক ছবি অবশ্য দেখানো হয়েছে রাজ্যসভা বা লোকসভায়। এবার এই প্রথম কোনও বাঙালি পরিচালকের সিনেমা প্রদর্শিত হবে রাজ্যসভায়। সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে এই ছবি দেখানো হবে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ দেখানো হবে রাজ্যসভায়।

    অভিনয়ে কে কে আছেন (Shiboprosad Mukherjee)?

    এই সিনেমা ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে। সিনেমাটি ওয়েব প্ল্যাটফর্ম মায় ওটিটি-তেও দেখা যাচ্ছে। এই সিনেমায় অভিনয় করেছেন, মিমি চক্রবর্তী, নীনা কুলকার্ণি, মনোজ জোশি, শিব পণ্ডিত, কবীর পাওয়ার এবং আরও অনেকে। শিবপ্রসাদ-নন্দিতার মতো, এই ছবির হাত ধরে, প্রথমবার হিন্দি ছবিতে ডেবিউ হয়েছে মিমি চক্রবর্তীরও। তবে ছবিতে প্রধান চরিত্রের ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল। আগামী ২৩ মার্চ সকাল সাড়ে ১১টা নাগাদ রাজ্যসভায় দেখানো হবে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। জানা গিয়েছে শিবপ্রসাদের (Shiboprosad Mukherjee) উইন্ডোজ প্রযোজনার এই ছবিটি বাংলা ‘পোস্ত’ সিনেমার হিন্দি সংস্করণ। সৌমিত্রের জায়গায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল।

    কী বললেন শিবপ্রসাদ

    সিনেমার বাঙালি পরিচালক শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) বলেছেন, “আমার বন্ধু দেবাশীষ অনেক দিন যাবৎ দিল্লিতে থাকেন, ওঁর অনেক দিনের ইচ্ছে ছিল সংসদে এই সিনেমা দেখানো হোক। আমার প্রথম হিন্দি সিনেমা মানুষের ভালোবাসা এবং উৎসাহে ধন্য হয়েছে। একবার মুম্বইতে চিত্র পরিচালক মাজিদ মাজিদির সঙ্গে আলাপ হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন সিনেমা হল নদীর মতো বয়ে চলা একটি প্রবাহ। সিনেমা নিজের দর্শক নিজেই খুঁজে নেয়। এই সিনেমার ক্ষেত্রে তাই ঘটেছে।”

    পরেশ রাওয়ালের বক্তব্য

    সিনেমায় প্রধান চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল সিনেমার পরিচালক শিবপ্রসাদকে (Shiboprosad Mukherjee) বলেছেন, “এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ সিনেমায় আমাকে কাজের সুযোগ দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। পরিচালক হিসাবে আপনার জীবনের সাফল্য কামনা করি। এই সিনেমায় আমি কাজ করতে না পারলে হয়তো আমার জীবন অসম্পূর্ণ থাকত। সিনেমায় অত্যন্ত সুন্দর বার্তাবহ পরিমণ্ডল নির্মাণ করেছেন। আপনাকে শ্রদ্ধা এবং সম্মান জানাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Adipurush Controversy: ‘আদিপুরুষ’- এ হিন্দু সংস্কৃতি নিয়ে উপহাস করা হয়েছে, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    Adipurush Controversy: ‘আদিপুরুষ’- এ হিন্দু সংস্কৃতি নিয়ে উপহাস করা হয়েছে, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত বিগ বেজেট ছবি ‘আদিপুরুষ’- (Adipurush Controversy) এর প্রথম টিজার। টিজার মুক্তি পাওয়ার পর থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না এই ছবির। প্রথমে ছবির ভিএফএক্স ব্যাপকভাবে সমালোচিত হয়। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল ‘আদিপুরুষ’- এর নির্মাতাদের বিরুদ্ধে।  

    ইতিমধ্যেই সিনেমাটি নিষিদ্ধ করার দাবি তুলেছে ধর্মীয় হিন্দু সংগঠনগুলি। এবার এই সিনেমার বিরুদ্ধে হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মকে উপহাস করার অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। ভিএইচপি- র দাবি, ‘আদিপুরুষ’-এর টিজারে রাম, হনুমান এবং রাবণের চিত্র ঠিকভাবে উপস্থাপিত করা হয়নি। সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছে এই সংগঠন। এই সিনেমা কোনওভাবেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

    ভিএইচপি- র সম্বল ইউনিটের প্রচার প্রধান অজয় ​​শর্মা সংবাদমাধ্যমকে বলেন, “ভগবান রাম, রাবণ এবং লক্ষ্মণকে যেভাবে ‘আদিপুরুষ’-এ চিত্রিত করা হয়েছে, তা হিন্দুধর্মের উপহাস। হিন্দু সমাজের মূল্যবোধকে উপহাস করা হয়েছে। এটা মেনে নেওয়া হবে না। রাবণকে যেভাবে চিত্রিত করা হয়েছে এখানে, রামায়ণ এবং অন্যান্য ধর্মীয় শাস্ত্রের সঙ্গে তার কোনও মিল নেই।”

    অযোধ্যার রাম মন্দিরের তরফ থেকেও এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলা হয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বলেন, “টিজারে যেভাবে রাম ও রাবণের চরিত্রকে দেখানো হয়েছে তার সঙ্গে পৌরাণিক চরিত্রের কোনও মিল নেই। এই চরিত্রায়ন সম্পূর্ণ ভুল এবং নিন্দনীয়। এই ছবিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আমরা।”

    উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকও এ ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষেই সওয়াল করেছেন। বিজেপি মুখপাত্র মালবিকা অবিনাশ বলেছেন, “ছবিতে যে রাবণকে আকাশে উড়তে দেখা যাচ্ছে, সে আদৌ ভারতীয়? চোখে নীল মেকআপ, চামড়ার জ্যাকেট পরা ও কী মূর্তি! কেবলমাত্র সৃষ্টির অধিকার আছে বলেই যা খুশি করা যায় না বোধহয়! ছবি বানানো কোনও অপরাধ নয়। কিন্তু যা ইচ্ছে তাই করা উচিৎ নয়।” 

    আরও পড়ুন: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর টিজার, মুগ্ধ দর্শক

    সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ট্রোলড হয়েছে ছবির টিজার। রাবণের বেশে সইফকে দেখে হতভম্ব অনেকেই। অনেকের মতেই, লম্বা ঘন দাড়ি, ছোট ছোট চুল আর চোখে সুরমা পরা সইফকে রাবণ তো মনে হচ্ছেই না, বরং আলাউদ্দিন খিলজি বা বাবর বেশি মনে হচ্ছে। একজন লিখেছেন, সইফকে দেখে ঔরঙ্গজেবের মতো লাগছে না? রাবণের মতো একেবারেই দেখাচ্ছে না। রাবণ উত্তর ভারতের হিন্দু ব্রাহ্মণ ছিলেন। কিন্তু সইফকে দেখে মনে হচ্ছে যেন কোনো ইসলামিক অনুপ্রবেশকারী। এই দাবিও করেছেন অনেকে। আবার কেউ লিখেছেন, রাবণের বদলে রিজওয়ান বানিয়ে দেওয়া হয়েছে সইফকে। 

    গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে আদিপুরুষের প্রথম টিজার। পৌরাণিক এই গল্পে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। সীতার ভূমিকায় কৃতি স্যানন এবং রাবণের ভূমিকায় সইফ আলি খান। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের শুরুর দিকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Alia Bhatt Baby Bump: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি 

    Alia Bhatt Baby Bump: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি 

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত কাপুর দম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কোনওভাবেই কাজ বন্ধ করেননি আলিয়া ভাট (Alia Bhatt)। চলছে জোর কদমে বাড়ির প্রচার। আর তাতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করছে ভাট কন্যা। রাখছেন না পেশাদারিত্বে কোনও খামতি। শুক্রবার ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে হাজির ছিলেন। অতি যত্নে ‘শো অফ’ করলেন ‘বেবি বাম্প’ (Baby Bump)। তাঁর পরনে ছিল কালো লেগিংসের সঙ্গে গোলাপি রঙের স্বচ্ছ টপ। আর তাতে আরও বেশি করে দৃশ্যমান হচ্ছিল আলিয়ার ‘বেবি বাম্প’।  

    আরও পড়ুন: গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা
     
    এদিন ‘ব্রহ্মাস্ত্র’ প্রচার সেরে বেরিয়ে আসার সময় পাপারাৎজিদেরর ক্যামেরায় বন্দি হয়েছেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor)। 

    প্রেগন্যান্সি ফ্যাশনে ভক্তদের মন জয় করেছেন আলিয়া। দম্পতিকে খুশির মেজাজে দেখা গেল এদিন। সামনেই মুক্তি পেতে চলেছে এই যুগলের একসঙ্গে প্রথম ছবি। আর নভেম্বর আসতে চলেছে পরিবারের নতুন সদস্য। সব মিলিয়ে এই মুহূর্তে ‘ক্লাউড নাইনে’ বিরাজ করছেন রনলিয়া। 

    আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Manav Manglani (@manav.manglani)

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Viral Bhayani (@viralbhayani)

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

    আলিয়া নিজেও ছবির প্রমোশনের সময় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘আলো আসতে আর মাত্র দু’সপ্তাহের অপেক্ষা।’ আলো বলতে ব্রহ্মাস্ত্র  ছবির কথা বলেছেন নায়িকা। আলিয়ার এই পোস্টের নিচে ‘লাভ রিঅ্যাক্ট’ করেছেন তাঁর ননদ করিশ্মা কাপুর এবং করিনা কাপুর। তাঁর আরও এক ননদ ঋদ্ধিমা কাপুর সাহানি কমেন্ট করেছেন ‘গ্লো-বিউটি’। ভালোবাসা প্রকাশ করেছেন বিপাশা বসু। কমেন্ট করেছেন করিনার ননদ সাবা আলি খান। এছাড়াও আরও অনেক তারকাকেই কমেন্ট করতে দেখা গিয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

    Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমার ছবি বয়কট করবেন না।আমি আমার দেশকে ভালোবাসি।” নেটিজেনদের এমনই আবেদন জানালেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন আমির খান (Aamir Khan)। হলিউডি জনপ্রিয় ছবি ‘ফরেস্ট  গাম্প’-এর(Forest Gump) রিমেকে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘লাল সিং চাড্ডা'(Laal Singh Chaddha)।  মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। 

    কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে বয়কটের ডাক দিয়েছেন নেট নাগরিকরা। “ভারত জুড়ে বাড়ছে অসহনীয়তা”— ২০১৫ সালে এক  সাক্ষাৎকারে আমিরের এই পুরনো মন্তব্যকে ঘিরেই এই জনরোষ। ফের নতুন করে সরব আমজনতা। আমির সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাদের দেশ সহনশীল, কিন্তু এখানকার মানুষ এই পরিবেশকে অসুস্থ করে তুলছেন।” ৭ বছর পরে এই মন্তব্যেই বিপদে আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’। ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। ট্যুইটারে ট্রেন্ড করছে #BoycottLaalSinghChaddha। এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন খোদ অভিনেতা।

    আরও পড়ুন: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

    সাংবাদিক সম্মেলনে আমিরকে প্রশ্ন করা হয়, তাঁর মন্তব্য নিয়ে সম্প্রতি যে জনরোষ তৈরি হয়েছে, তাই নিয়ে অভিনেতার কী মত? আমির বলেন, “আমি সত্যিই দুঃখিত। দুঃখিত এই কারণে যে কিছু মানুষ মনে মনে সত্যিই বিশ্বাস করেন যে আমি ভারতকে ভালোবাসি না। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। খুবই দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ এটা মনে করেন।” 

    তিনি আরও বলেন, “আমি দেশকে ভালবাসি। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। যাঁরা বলছেন বা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন, আমি দেশকে ভালবাসি না, তাঁরা ভুল ভাবছেন। আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত।” 

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    টম হ্যাঙ্কসের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্পের রিমেক লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডার ভূমিকায় দেখা যাবে আমির খানকে। আমির খানের প্রেমিকার চরিত্রে দেখা যাবে করিনা কাপুর খানকে। এছাড়াও আমিরের মায়ের চরিত্রে দেখা যাবে মোনা সিংকে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। ছবিটি পরিচালনা করেছেন, অদ্বৈত চন্দন। 

     

     

  • National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পুরোনো ছন্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Film Award) বিজয়ীদের তালিকা প্রকাশ করল ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ (Directorate of Film Festival Department)। এবার মঞ্চে উঠেই পুরস্কার নিলেন বিজয়ীরা। গত দুবছর করোনার কারণে ভার্চুয়ালি পালন হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। তাই এবার মনোনয়ন তালিকায় রয়েছে ২০২০ সালের কিছু সিনেমা। 

    আরও পড়ুন: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    এবার সেরা ফিচার ছবির স্বীকৃতি পেল সুরারাই পোত্রু। সেরা জনপ্রিয় ছবি তানহাজি। সেরা ছবির তালিকায় রয়েছে বাংলার ছবিও। সেরা সিনেম্যাটোগ্রাফি এবং সেরা বাংলা ছবির জন্যে পুরস্কার পেল অভিযাত্রিক। 

    আরও পড়ুন: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

    সেরা পরিচালকের শিরোপা পেলেন সচীদানন্দন কে আর। মরণোত্তর এই সম্মান পেলেন সচীদানন্দন, ওরফে সচী। ২০২০ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হন এই পরিচালক। 

    এক নজরে সেরাদের তালিকা  

    সেরা ফিচার ছবি: সুরারাই পোত্রু

    সেরা পরিচালক: সচীদানন্দন কে আর

    সেরা জনপ্রিয় ছবি: তানহাজি

    সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা

    সেরা শিশুদের ছবি: সুমি

    সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজ়ির জন্য অজয় দেবগন

    সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি

    সেরা সাপোর্টিং অভিনেতা: বিজু মেনন

    সেরা সাপোর্টিং অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী

    সেরা শিশু শিল্পী: ‘তকতক’ ছবির জন্য অনীষ মঙ্গেশ গোসাভি এবং ‘সুমি’ ছবির জন্য আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর

    সেরা সঙ্গীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো

    সেরা মহিলা গায়ক: নানছাম্মা

    সেরা মহিলা গায়িকা: সাইনা

    সেরা অডিয়োগ্রাফি: দোল্লু 

    সেরা সিনেম্যাটোগ্রাফি: অভিযাত্রিক

    সেরা নন-ফিচার ছবি: থ্রি সিস্টার্স

    সেরা পোশাক পরিকল্পনা: তানহাজি

    সেরা মেকআপ: নাট্যম

    সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু

    সেরা অসমীয়া ছবি: ব্রিজ

    সেরা বাংলা ছবি: অভিযাত্রিক

    সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র

    সেরা তেলুগু ছবি: কালার ফটো

    সেরা তামিল ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    বিশেষ জুরি পুরষ্কার

    হিন্দিতে সেরা ফিচার ছবি: তুলসীদাস জুনিয়র

    কন্নড়ের সেরা ফিচার ছবি: দোল্লু 

    মালায়ালামের সেরা ফিচার ছবি: থিঙ্কলাজচা নিশ্চয়াম

    তামিলের সেরা ফিচার ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    হরিয়ানভিতে সেরা ফিচার ছবি: দাদা লখমি
     
    ডিমাসায় সেরা ফিচার ছবি: সামখোর

    টুলুতে সেরা ফিচার ছবি: জিটিগে  

    সেরা নন ফিচার ছবি

    পারিবারিক মূল্যবোধের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্র: কুমকুমারচান, অভিজিৎ অরবিন্দ দলভি

    সেরা পরিচালনা: ওহ দ্যাটস ভানু, আরভি রামানি

    সেরা সঙ্গীত পরিচালনা: ১২৩২ কিমি- মারাঙ্গে তো ওয়াহিন জাকার, বিশাল ভরদ্বাজ

    সেরা সিনেমাটোগ্রাফি: সাবদিকুন্না কালাপ্পা, নিখিল এস প্রবীণ

    সেরা অডিওগ্রাফি: পার্ল অফ দ্য ডেজার্ট, অজিত সিং রাঠোর

    সেরা সম্পাদনা: বর্ডারল্যান্ডস, অনাদি আথালে

    সেরা ন্যারেশন ভয়েসওভার: র‌্যাপসোডি অফ রেইনস , শোভা থারুর শ্রীনিবাসন

    বেস্ট অন লোকেশন সাউন্ড: জাদুই জঙ্গল, সন্দীপ ভাটি এবং প্রদীপ লেখওয়ার 

    সিনেমার সেরা বই: কিশ্বর দেশাইয়ের দ্য লংগেস্ট কিস 

    সিনেমার সেরা বই (বিশেষ উল্লেখ): এমটি অনুনাহভাঙ্গালুদে পুস্তকাম, অনুপ রামকৃষ্ণান এবং সূর্য দেবের কালি পাইনে কালিরা সিনেমা

    সেরা চলচ্চিত্র সমালোচক: এই বছর কোন বিজয়ী নেই।

    সর্বাধিক চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাজ্য: মধ্যপ্রদেশ

     

     

     

     

     

  • Rocketry Movie: এক ফ্রেমে শাহরুখ, মাধবন, নাম্বি, রণবীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

    Rocketry Movie: এক ফ্রেমে শাহরুখ, মাধবন, নাম্বি, রণবীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ফের খবরে শাহরুখ খান (Shahrukh Khan)এবং আর মাধবন (R Madhavan)। মুক্তি পেয়েছে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’(Rocketry: The Nambi Effect)। তামিল, হিন্দি, ইংরেজিতে মুক্তি পেয়েছে ছবিটি। পরিচালক হিসেবে আর মাধবনের ডেবিউ হল এই ছবির হাত ধরে। রকেট বিজ্ঞানী নাম্বি নারায়ণনের চরিত্রে অভিনয় করেছেন মাধবন। ছবিটিতে কেমিও করেছেন কিং খান। শাহরুখ এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন, যে সাক্ষাৎকার নেবে নাম্বির। প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরলেন শাহরুখ খান। ‘জিরো’ ছিল তাঁর অভিনীত শেষ ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। তাই এতদিন পরে বলিউড কিং- এর কামব্যাকে বেজায় খুশি ভক্তরা।

    আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে ভেঙেছিলেন নিজের চোয়াল! খোলসা করলেন আর মাধবন  

    মুক্তির আগে থেকেই মাধবন পরিচালিত ছবিটি সংবাদ শিরোনামে। সম্প্রতি এই সিনেমা সংক্রান্ত একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণনের (Nambi Narayanan) সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে শাহরুখ খান, রণবীর কাপুর (Ranbir Kapoor), করণ জোহর (Karan Johar), আর মাধবন, আয়ন মুখার্জীদের (Ayan Mukherjee)। ছবিতে দেখা যাচ্ছে নাম্বি নারায়ণনের মতোই হুবহু সেজে রয়েছেন আর মাধবন। ছবিটি ‘রকেট্রি’- শুটিং সেট- এর। এক ফ্রেমে তিন সুপারস্টারকে দেখে উচ্ছসিত ভক্তকুল।   

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Team Shah Rukh Khan (@teamshahrukhkhan)


    [/insta]

    ২০১৮ সালে শাহরুখের জিরো ছবিতে কেমিও করেছিলেন মাধবন। আর তখনই এই সিনেমার গল্প শুনিয়েছিলেন শাহরুখকে। শুনেই পছন্দ হয়ে যায় বাদশার। এমনকী, নিজের জন্মদিনের পার্টিতেও মাধবনকে বলেছিলেন, ‘ম্যাডি আমি তোমার ছবিতে কিন্তু কাজ করতে চাই। আমাকে জানিও কখন কী হচ্ছে।’

    আরও পড়ুন: পাঁজি দেখে মঙ্গলে রকেট পাঠায় ইসরো, মন্তব্যে ট্রোলড মাধবন

    কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আর মাধবনের (R Madhavan) ছবি ‘রকেট্রি- দ্য নাম্বি এফেক্ট’। ছবিটি যেমন বক্স অফিসে সাফল্য পাচ্ছে, তেমনই এই ছবির জন্য মাধবন প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে।

    কেরিয়ারের মধ্যগগনে থাকতেই নামের পাশে সেঁটে গিয়েছিল ‘দেশদ্রোহী’ তকমা। চরবৃত্তির অভিযোগে চাকরি গিয়েছিল, জেলও খাটতে হয়েছিল বিজ্ঞানী নাম্বি নারায়ণনকে। সেই বদনাম কাটিয়ে উঠতে সময় লেগেছে দুদশকেরও বেশি। অবশেষে সুবিচার পেলেও, সেই সময় আর ফিরে আসেনি। ক্ষতিপূরণে অর্থ পেলেও সত্যিকারের ক্ষতিটা পূরণ করা যায়নি। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের একটি কলঙ্কিত অধ্যায়কেই দেখানো হয়েছে এই ছবিতে। দেশের প্রতি তাঁর ভালোবাসা এবং চাকরির প্রতি নিষ্ঠা থাকায় কত বড় মূল্য দিতে হয়েছিল এই বিজ্ঞানীকে, সেই কাহিনীই তুলে ধরা হয়েছে। নাম্বির পিএইচডি প্রোগ্রামে সুযোগ পাওয়া থেকে নাসাতে চাকরি পাওয়া পর্যন্ত সবকিছুই দেখানো হয়েছে এই ছবিতে।      

     

LinkedIn
Share