Tag: Final

Final

  • ICC World Cup 2023: আমেদাবাদে নীল সুনামি! টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: আমেদাবাদে নীল সুনামি! টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে নীল ঢেউ! তার মধ্যে ভারতের হয়ে টস করতে নামাটাই ভাগ্যের বিষয়, দৃপ্ত ঘোষণা রোহিত শর্মার। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে রোহিতরা। অন্য দিকে টানা আটটি ম্যাচ জিতে ট্রফির লড়াইয়ে প্যাট কামিন্সের দল। রবিবাসরীয় সন্ধ্যায় খেলার ফল কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তবে, ম্যাচের শুরুতে টস ভাগ্য গেল অস্ট্রেলিয়ার সঙ্গে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কামিন্স। হেরেও ব্যাট করার সুযোগ পেলেন রোহিতরা। চূড়ান্ত লড়াইয়ে ভারতীয় একাদশও একই রাখা হয়েছে।

    স্পিনারদের সুবিধা

    আমদাবাদে খেলা হবে কালো মাটির পিচে। ভারত-পাকিস্তান ম্যাচ খেলা হয়েছিল এই পিচে। পিচ শুকনো বলে জানা গিয়েছে। স্পিনারদের সুবিধা পাওয়ার কথা। চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করলে ভারত গড়ে ১৭৫ রানে জিতেছে ম্যাচ। আর রান তাড়া করলে গড়ে ৬৪.৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। 

     জিতলে কত পুরস্কার মূল্য ভারতের

    দুই দলের জন্যই থাকছে মোটা আর্থিক পুরস্কার। বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা ভারতীয় মূল্যে প্রায় ৮৩ কোটি টাকা। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেমিফাইনালে জেতার জন্য অবশ্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা। বিশ্বকাপ জয়ী দলকে আইসিসি পুরস্কার হিসাবে দেবে ৪০ লাখ ডলার বা প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কার মূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকার মতো। রোহিতেরা রানার্স হলে পাবেন ২০ লাখ ডলার বা প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ ভারতীয় দল রানার্স হলে পুরস্কার মূল্য হিসাবে পাবে প্রায় ১৯ কোটি ৬৬ লাখ টাকা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    ICC World Cup 2023: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি ছিলেন স্বপ্নের সওদাগর। তাঁর নিঃস্বার্থ ব্য়াটিং ও অসাধারণ অধিনায়কত্ব নিয়ে আজ কোনও প্রশ্ন উঠবে না। তিনি রোহিত শর্মা, গোটা টুর্নামেন্টে তাঁর দল দুরন্ত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মতোই ১৪০ কোটি ভারতবাসীও  রোহিতদের পাশ রয়েছে। কোনও রাগ নেই, ক্ষোভ নেই, তবে হতাশ আসমুদ্র হিমাচল। বিষণ্ণ, বিহ্বল কাশ্মীর থেকে কন্যাকুমারী। মানতে পারছিলেন না রোহিত (Rohit Sharma) নিজেও। কোনও রকমে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন। চোখের জল বাঁধ মানছিল না। দ্রুত মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন। বুক ভাঙা হৃদয়ে জানালেন বিশ্বকাপ (ICC World Cup 2023) না জিততে পারলেও, এই দলটির জন্য় তিনি গর্বিত।

    দিনটা আমাদের ছিল না

    এতটা হতাশ মুখ আগে কখনও দেখা যায়নি রোহিতকে। তবে এদিন ম্যাচের পর কোনও অজুহাত দিতে রাজি হলেন না অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, দলকে নিয়ে গর্বিত। রোহিত বলেন, “আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যে ভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।” এদিন ম্যাচ শেষে দলের পাশে থেকে ভারতীয় ক্রিকেটারদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    একটা লম্বা জুটি দরকার ছিল, বলেও জানালেন রোহিত। তাঁর কথায়,“২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হত। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”রোহিত বলেছেন, “আমরা চেয়েছিলাম ওদের উইকেটগুলো যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। শুরুতে সেটা পেরেওছিলাম। কিন্তু পরের দিকে সেটা সম্ভব হয়নি। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশেনকে অনেক শুভেচ্ছা। ওদের লম্বা জুটি আমাদের ম্যাচ থেকেই ছিটকে দিল। আবারও বলছি, যতটা পেরেছি করেছি। তবে আমার মনে হয়, ফ্লাডলাইডের আলোয় ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল।”

    আরও পড়ুন: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    পিচ নিয়ে কোনও কথা নয়

    চলতি প্রতিযোগিতায় টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিল ভারতীয় দল।  ১১ ইনিংসে রোহিতও করেছেন ৫৯৭ রান। কিন্তু এদিন যেন সব হিসেব ওলটা পালোট হয়ে গেল। পিচ নিয়েও কোনও অজুহাত দিতে চাননি রোহিত। বলেছেন, “আমরা পরে বুঝতে পেরেছিলাম আলোর নীচে ব্যাট করা সহজ হবে। চাই না এটা নিয়ে কোনও অজুহাত দিতে। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসারেরা তিনটে উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই হেড-লাবুশেনের জুটিই আমাদের শেষ করে দিল।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ভারতীয় দলে পরিবর্তন! বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে কড়া নিরাপত্তা

    ICC World Cup 2023: ভারতীয় দলে পরিবর্তন! বিশ্বকাপের মেগা ফাইনাল ঘিরে কড়া নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। মেগা ফাইনাল ঘিরে পারদ তুঙ্গে। এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই ২০ বছর আগে কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ভারতের। এবার রোহিত শর্মার হাত ধরে ঘরের মাঠে পুরনো হিসেবে চুকিয়ে নেওয়ার অপেক্ষায় গোটা দেশ।

    নিরাপত্তায় জোর

    বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জেরে রবিবার কার্যত দুর্গে পরিণত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। জানা গিয়েছে, পাঁচটি অ্যান্টি বোম্ব স্কোয়াড মোতায়েন থাকবে। স্টেডিয়ামের ভিতর থাকবে সিআরপিএফ-র একটি বিশেষ টিম। ভারতীয় বায়ুসেনার দুটি দলও নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে স্টেডিয়ামে প্রস্তুত রাখা হবে চেতক কমান্ডোদের দুটো বিশেষ দলকে। চারজন ডিআইজি ব়্যাঙ্কের অফিসার এবং ২৩ জন ডিসিপি উপস্থিত থাকবেন। এর পাশাপাশি ৩৯ জন এসিপি, ৯২ জন পুলিশ ইন্সপেক্টর, ২০০ জন পুলিশের সাব-ইন্সপেক্টর মোতায়েন থাকবে। গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অন্তত ৩০০ জন অফিসার স্টেডিয়ামে থাকবেন। সব মিলিয়ে মোট ৬ হাজার পুলিশের নিরাপত্তা থাকবে। এর মধ্যে ২০০০ পুলিশ থাকবে মাঠের ভিতরে। বাকিরা স্টেডিয়ামের বাইরে।

    ভারতীয় দলে পরিবর্তন

    আমেদাবাদের উইকেট দেখে ভারতীয় দলে পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। এই পিচে স্পিনাররা সুবিধা পাবে। তাই রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর কথা ভাবা হচ্ছে। অশ্বিন গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ছাড়া আর একটিও ম্যাচ খেলেননি। সেই ম্যাচেও ভালো বোলিং করেছিলেন। আর অজি দলে ৪ জন বাঁ হাতি ব্যাটার। ফলে অফ স্পিনারের প্রয়োজন পড়বে রোহিতের। আর আহমেদাবাদের উইকেটে যদি টার্ন ও বাউন্স থাকে তাহলে অশ্বিনের থেকে ভাল বিকল্প কিছুই হতে পারে না।

    আরও পড়ুন: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    কখন দেখবেন ম্যাচ

    ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ২ টোয়। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টস হবে দুপুর ১.৩০ টায়। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কের পর্দায়। এ ছাড়া এই ম্য়াচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।

    ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ / সিরাজ রবিচন্দ্রন অশ্বিন।

    অস্ট্রলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    ICC World Cup 2023: “কোচ দ্রাবিড়ের জন্য কাপ জিততে চাই”, ফাইনালের আগে আর কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১১ সালে দেশের মাটিতে কাপ জিতেছিল ভারত। বলা ভালো, শচীন তেন্ডুলকরের জন্য কাপটা জিততে মরিয়া ছিল গোটা দল। কারণ, মাস্টার ব্লাস্টার জীবনে অনেক সাফল্য অর্জন করলেও তাঁর ক্রিকেট বৃত্ত পূর্ণ হতো না শুধু বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপে। তাই গোটা দল সংকল্পবদ্ধ ছিল কতাপটা জিততেই হবে এবং শচীনকে উপহার দিতে হবে।

    ১২ বছর পর আরও একবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার দোরগোড়ায় টিম ইন্ডিয়া। রবিবার ফাইনাল। এখানে শচীনের মতো কেউ নেই ভারতীয় দলে। তবে এমন একজন চরিত্র আছেন, যিনিও কম যান না। তিনি রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেড কোচ। ক্রিকেটার হিসেবে তিনি অনেক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন। তবে বিশ্বকাপ জেতা হয়নি দ্য ওয়ালের। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হারতে হয়েছিল ভারতকে। অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই দলে ছিলেন দ্রাবিড়ও। তারপর সবর মতী নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। খেলা ছেড়ে দ্রাবিড় কোচ হয়েছেন। বয়সভিত্তিক থেকে সিনিয়র দলের। বিশ্বকাপের পর মেয়াদ শেষ। তাই কোচ দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জেতার ডাক দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

    কী বললেন রোহিত

    শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে আমার সিদ্ধান্তে তিনি খুশি হন না। আর সেটাই স্বাভাবিক। রাহুল ভাই যে সময় ক্রিকেট খেলেছে, বর্তমানে তার সঙ্গে ফারাক থাকবে। সব বিষয়ে মতের মিল না থাকাই স্বাভাবিক। কিন্তু রাহুল ভাই আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। প্লেয়ারদেরও নিজেদের মতো খেলার স্বাধীনতা দিয়েছে। এটাই বড় ব্যপার।’

    ২২ গজ রোজ নতুন গল্প লেখে। টিমের প্রত্যেক প্লেয়ার প্রতিদিনই ভালো খেলবে তা না-ও হতে পারে। কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে থাকাটাই ক্যাপ্টেন ও কোচের অন্যতম দায়িত্ব। দ্রাবিড় প্লেয়ার হিসেবে যা পাননি, তা কোচ হিসেবে তাঁকে দিতে চায় টিম ইন্ডিয়া। রোহিত এই প্রসঙ্গে বলেছেন, ‘কঠিন সময়ে রাহুল ভাই সব সময় প্লেয়ারদের পাশে থেকেছে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর, আমাদের অনেক বিষয় নিয়েই বলেছে। তখন রাহুল ভাই দলের সকলকে ভরসা দিয়েছে। আমরা তাই তাঁর জন্যও বিশ্বকাপ জিততে চাই।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: মাঠে মোদি-শাহ! ফাইনালে শামি-ম্যাজিক, বিরাট-দাপট দেখতে চায় দেশ

    ICC World Cup 2023: মাঠে মোদি-শাহ! ফাইনালে শামি-ম্যাজিক, বিরাট-দাপট দেখতে চায় দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মোতেরায় মহারণ! বিশ্বকাপ ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও পাল্লা কিন্তু ভারি ভারতেরই। কারণ, রোহিত বাহিনী বিশ্বকাপের আসরে অশ্বমেধের ঘোড়া। দশে-দশ করে নামছে খেতাবি লড়াইয়ে। শুধু দরকার আর একটা জয়। আর সেটা যে অসম্ভব নয়, তা একবাক্যে স্বীকার করছে গোটা দেশ। আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে, কারণ এই অস্ট্রেলিয়াকেই লিগ পর্বের প্রথম ম্যাচে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

    অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব ভারতের!

    এ যেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ের ঘটনারই পুনরাবৃত্তির আভাস। কপিল দেবের ভারত প্রথম ম্যাচে বশ মানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ফাইনালে সেই ক্যারিবিয়ানদের হারিয়ে দেশকে প্রথম বিশ্বকাপ উপহার দিয়েছিলেন অমরনাথরা। ২০১১ সালে ঘরের মাঠে ধোনির ভারত দ্বিতীয় বিশ্বকাপ উপহার দিয়েছিল। তাহলে কি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জিতবে মেন ইন ব্লু, এই প্রশ্ন সবার মুখে। গত দু’বছর ধরে বিশ্বকাপের আসরে ভারতের প্রাপ্তি বলতে শুধুই হতাশা। সেমি-ফাইনালের গণ্ডি টপকানো হয়নি। কিন্তু এবার নিউজিল্যান্ডকে শেষ চারের লড়াইয়ে শামিরা দুমড়ে মুষড়ে দিয়েছিল স্নায়ুর প্রবল চাপ কাটিয়ে। ফাইনালে তারই পুনরাবৃত্তি চাইছে আপামর ভারতবাসী।

    তৈরি নরেন্দ্র মোদি স্টেডিয়াম

    তৈরি নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেজে উঠেছে মহারণের মঞ্চ। থাকছেন নানা অনুষ্ঠান। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন ভিভিআইআপি বক্সে। তিনিও যে বিরাটদের জয় দেখতে চাইছেন। মোদির সঙ্গী হবেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্রিকেট প্রেম সকলেরই জানা। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে তিনি মাঠে গিয়েছিলেন। ফাইনাল নিজের শহরে, তিনিও যে আবেগে ভাসছেন ক্রিকেট জনতার মতোই।

    হাড্ডাহাড্ডি লড়াই

    ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগই দুরন্ত ছন্দে রয়েছে ভারতের। রোহিত ও শুভমান গিল শুরুটা করছেন জমকালো। তারপর বড় রানের ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে দাঁড় করাচ্ছেন বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। শুরুতে ধাক্কা খেলে সামলে দিচ্ছেন লোকেশ রাহুল। বোলিংয়ে ঝাঁঝ বেড়েছে শামি আসার পর। ২৩টি উইকেট নিয় তিনি শীর্ষে। বুমরাহ নতুন বলে ভয়ঙ্কর। সিরাজ একটু সামনে নিতে পারলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কপালে দুঃখ রয়েছে। মোতেরার পিচে বল ঘুরলে ভারতের বড় বাজি রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব।

    আরও পড়ুন: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    তবে অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নিলে চলবে না। টানা আটটি ম্যাচে জিতে তারাও ফাইনালে নামছে। নতুন বলে হ্যাজালউড, স্টার্ককে খেলে দিতে পারলে কাজটা সহজ হয়ে যাবে। অজিদের ব্যাটিং তেমন শক্তিশালী নয়। তবুও ওয়ার্নার, স্মিথ, মিচের মার্শকে দ্রুত আউট করার কথা ভারতীয় বোলারদের ভাবতে হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে আমদাবাদে চাঁদের হাট। রবিবার, ১৯ নভেম্বর ফাইনাল খেলায় মাঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস্‌। শুক্রবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে।  নিরাপত্তা ব্যবস্থা থেকে ট্রফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মাঠে থাকতে পারেন শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি। আসছেন বিগ-বি অমিতাভ বচ্চন, বলিউড তারকা অক্ষয় কুমার, অজয় দেবগন, রজনীকান্ত, কামাল হাসান প্রমুখ।

    বায়ুসেনার এয়ার-শো

    বিশ্বকাপ ফাইনালের দিন থাকছে আরও আয়েজন। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ রবিবার আকাশে একটি প্রদর্শনী করবে। খেলা শুরু আগে, টসের ঠিক পরেই ভারতীয় বায়ুসেনার ন’টি বিমান উইং কমান্ডার সিদেশ কার্তিকের নেতৃত্বে স্টেডিয়ামের উপর এয়ার শো দেখাবে। ১০ মিনিটের একটি প্রদর্শনী হবে। জাতীয় সঙ্গীতের সময়েও স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাবে বিশেষ বিমান। সব দলের বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকে তাঁদের বিশেষ সংবর্ধনা জানানো হবে। গান গাইবেন বলিউডের তারকা সুরকার প্রীতম।

    কঠোর নিরাপত্তা

    ফাইনাল ম্যাচের আগে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শুক্রবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করেছেন। শনিবারও দফায় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০০৩ সালের পর আবার ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে। গত মার্চে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের সময়ে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ। সেবার ম্যাচের আগে ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে মোদি এবং অস্ট্রেলিয়া দলের পাশে দাঁড়িয়ে অ্যালবানিজ জাতীয় সঙ্গীতে গলা মেলান। রোহিতের হাতে টুপি তুলে দেন মোদি এবং স্টিভ স্মিথের হাতে ব্যাগি গ্রিন তুলে দেন অ্যালবানিজ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SAFF Championship: সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

    SAFF Championship: সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship) ফাইনাল। উত্তেজনার ম্যাচ হবে এমনটাই প্রত্যাশিত। লড়াই হল সমানে সমানে। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকল ম্যাচ। এরপর অতিরিক্ত সময় পর্যন্ত গোল করতে পারল না কোনও দলই। ফলে খেলা গড়াল টাইব্রেকারে। শেষ পর্যন্ত জয় পেল ভারত। ম্যাচের নায়ক গুরপ্রীত সিং সান্ধু। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ কাপ জিতে ট্রফি জয়ের হ্যাটট্রিক করল সুনীলরা।

    ছাংতের গোলে সমতা ফেরায় ভারত

    এদিন খেলার শুরুটা ভাল হয়নি সুনীলদের। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালেও সুনীল ছেত্রীদের আগ্রাসী খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ ইগর স্টিমাচ। কিন্তু ভারত শুরু করেছিল মন্থর গতিতে। ১৫ মিনিটে কুয়েত গোল করার পর ধীরে ধীরে খেলায় ফেরেন সুনীলেরা। ৩৮ মিনিটে ভারত সমতায় ফেরে লালিয়ানজুয়ালা ছাংতের গোলে। ফাইনালে প্রথম গোলের সুযোগ পেয়েছিল ভারত। ম্যাচের ৪ মিনিটে সুনীলের হেড সরাসরি কুয়েতের গোলরক্ষকের হাতে যায়। এর মিনিট ২ পরেই কর্নার পায় ভারত। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। খেলার ১৫ মিনিটে সুপরিকল্পিত আক্রমণ থেকে গোল করেন আলখালদি। পিছিয়ে পড়ে খেলার দখল নেওয়ার চেষ্টা করেন ভারতীয় ফুটবলারেরা। ১৯ মিনিটে সুনীলের শট আটকে দেন কুয়েতের গোলরক্ষক। ৩৮ মিনিটে সাহাল সামাদ একা বল নিয়ে অনেকটা উঠে পাশ দেন সুনীলকে। তিনি আবার বল ফিরিয়ে দেন সাহালকে। তিনি বল সাজিয়ে দেন ফাঁকায় থাকা ছাঙতেকে। মঙ্গলবারই বর্ষসেরা ফুটবলার হওয়া ২৫ বছরের মণিপুরের ফুটবলার গোল করতে ভুল করেননি।

    আরও পড়ুন: জন্ম সাল রেখেই প্রকাশিত নতুন লোগো! আজ, মোহনবাগানে মার্টিনেজ

    টাইব্রেকারে দুরন্ত ভারত

    ভারত সমতায় ফেরার পর পেশির ফুটবল শুরু করে কুয়েত। মাঠে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম থেকেই কড়া হাতে ম্যাচ করেছেন রেফারি। প্রয়োজনে কার্ড দেখাতে দ্বিধা করেননি। প্রথমার্ধের শেষ দিকে কুয়েতের কোচকেও হলুদ কার্ড দেখান তিনি। ১-১ ফলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু’দলই কিছুটা সতর্ক ভাবে শুরু করেন। আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা হলেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনও দলই। যদিও গোল করার মতো একাধিক পরিস্থিতি তৈরি করেছিলেন দু’দলের ফুটবলারেরাই। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। গোল হয়নি অতিরিক্ত সময়েও।

    শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা থেকে নবমবার সাফ (SAFF Championship) ঘরে তুললেন সুনীলরা। আর সেমিফাইনালের মত ফাইনালেও নায়ক গুরপ্রীত। টাইব্রেকারে আটকে দিলেন কুয়েতকে। গুরুত্বপূর্ণ সময়ে আটকে দলকে জিতিয়ে দিলেন। নির্ধারিত সময়ে ১-১ থাকার পর পেনাল্টিতে ভারত জিতল ৫-৪ গোলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rameshbabu Praggnanandhaa: ডাচ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে অনলাইন দাবা প্রতিযোগিতার ফাইনালে ভারতের ‘বিস্ময় বালক’ প্রজ্ঞানন্দ

    Rameshbabu Praggnanandhaa: ডাচ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে অনলাইন দাবা প্রতিযোগিতার ফাইনালে ভারতের ‘বিস্ময় বালক’ প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: চেসেবেল মাস্টার্স (Chessable Masters) প্রতিযোগিতায় ডাচ গ্র্যান্ডমাস্টার অনীশ গিরিকে (Anish Giri) পরাজিত করে ফাইনালে উঠল ভারতের বিস্ময় বালক, খুদে দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)।  

    গত ফেব্রুয়ারিতে ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে কিস্তিমাত করে তাক লাগিয়ে দিয়েছিল ভারতীয় কিশোর রমেশবাবু প্রজ্ঞানন্দ। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের বাজিমাত। সম্প্রতি আরও একবার বিশ্বসেরা কার্লসেনকে হারিয়ে নজির গড়েছে সে।    

    কার্লসেনকে হারানোর পরে মেল্টওয়্যার চ্যাম্পিয়ন্স দাবা ট্যুরের নকআউট পর্বে সোমবার সকলকে চমকে দিয়ে চিনের ওয়েই ই-কে ২.৫-১.৫ হারিয়ে সেমিফাইনালে ওঠে। শেষ চারে তার সামনে ছিলেন নেদারল্যান্ডসের ভারতীয় বংশোদ্ভুত দাবাড়ু অনীশ গিরি। অন্য সেমিফাইনালে কার্লসেন খেলেন চিনের ডিংলিরেনের বিরুদ্ধে। কার্লসেনকে হারিয়ে অন্যদিকে ফাইনালে উঠেছেন ডিংলিরেন ( Ding Liren)। এবার ফাইনালে মুখোমুখি প্রজ্ঞানন্দ-ডিংরিলেন।     
     
    ১৬ বছর বয়সী প্রজ্ঞানন্দর সামনে এবার দারুণ সুযোগ একই টুর্নামেন্টে বিশ্বের এক এবং দুনম্বরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। সেমিফাইনাল ম্যাচটাও প্রজ্ঞানন্দর কাছে এক কঠিন পরীক্ষা ছিল। কারণ তার প্রতিদ্বন্দ্বীও ছিলেন সমান শক্তিশালী। প্রথম চার রাউন্ডের পর রেজাল্ট ছিল ২-২। শেষ ম্যাচ ছিল টাইব্রেকার। আর তাতে পয়েন্টের বিচারে এগিয়ে থাকার জন্য ফাইনালে উঠে যায় প্রজ্ঞানন্দ। অনীশকে ৩.৫-২.৫ পয়েন্টে হারায় সে। ভারতীয় দাবাড়ু হিসেবে প্রজ্ঞানন্দই প্রথম, যে চেসেবেল টুর্নামেন্টের ফাইনালে উঠল।  
     
    বুধবারের সেমিফাইনালে প্রজ্ঞানন্দ প্রথম দুটি রাউন্ডে ২-০ লিড নেন। দ্বিতীয় রাউন্ডে অনীশ প্রত্যাবর্তন করেন। দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট হয় ২-১। তৃতীয় রাউন্ডে অসাধারণ খেলেন অনীশ। পয়েন্ট সমানে সমানে নিয়ে আসেন ২-২ তে। কিন্তু শেষ রক্ষা হয়নি অনীশের। প্রজ্ঞানন্দ ৩.৫-২.৫ পয়েন্টে বাজিমাত করে হারিয়ে দেন নেদারল্যান্ডের অনীশ গিরিকে। 

    এই টুর্নামেন্টে অনীশ গিরি এখনও অবধি অপরাজেয় ছিলেন। প্রজ্ঞানন্দর কাছেই প্রথম হার অনীশের। ক্লাস ইলেভেনের ছাত্র প্রজ্ঞানন্দর দাবা পরীক্ষার সঙ্গে স্কুলের পরীক্ষাও চলছে। মঙ্গলবার রাতে জেতার পর ভারতীয় খুদে দাবাড়ুর প্রথম প্রতিক্রিয়াই ছিল, ‘‘কাল সকাল ৮.৪৫- এর মধ্যে স্কুলে পৌঁছতে হবে। এদিকে, এখনই রাত দুটো!’’    

     

     

LinkedIn
Share