Tag: First Indian Princess

First Indian Princess

  • Disney: খুব শীঘ্রই এবার ডিজনিতে দেখা মিলবে ভারতীয় রাজকন্যার!

    Disney: খুব শীঘ্রই এবার ডিজনিতে দেখা মিলবে ভারতীয় রাজকন্যার!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ডিজনি’র (Disney) প্রযোজনায় নতুন একটি মিউজিক্যাল ছবি আসতে চলেছে। আর তাতেই প্রথম বার দেখা যাবে ভারতীয় রাজকুমারী। পরিচালনা করছেন ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিজ’-এর নির্মাতা গুরিন্দর চড্ডা।
    ডিজনির (Disney) ইতিহাসে এটা প্রথম। এতদিন শুধুমাত্র শ্বেতাঙ্গ রাজকুমারীদেরই দেখা যেত ডিজনির (Disney) বিভিন্ন ছবিতে। স্লিপিং বিউটি থেকে শুরু করে ‘ফ্রোজ়েন’-এর এলসা কিংবা অ্যানা, ডিজনি রাজকুমারীরা সবাই শ্বেতাঙ্গ। এতে বর্ণবৈষম্য বাড়ছিল। তাই আনা হল মোয়ানাকে, বর্ণবৈষম্য দূর করার চেষ্টা চলছে এইভাবেই। কিন্তু ডিজনিতে ভারতীয় রাজকন্যা কখনও দেখা যায়নি। সেই অভাব এ বার পূরণ হতে চলেছে শীঘ্রই।

    আমেরিকার প্রতিবেদন কী বলছে… 

    আমেরিকার একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ডিজনি’র (Disney) প্রযোজনায় আসতে চলেছে নতুন মিউজিক্যাল ছবি। যাতে প্রথমবার আত্মপ্রকাশ করবে ভারতীয় রাজকুমারী। পরিচালনায় ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিজ’-এর নির্মাতা গুরিন্দর চাড্ডা এবং পল ম্যায়েদা বার্জেস। গুরিন্দর চাড্ডা একজন ভারতীয় বংশোদ্ভূত। তাঁর হাত ধরেই ভারতীয় রাজকুমারী এবার জায়গা পেতে চলেছে ডিজনিতে।

    চিত্রনাট্য লিখেছেন তাঁরাই। গুরিন্দর চাড্ডা ছবিটির প্রযোজনারও দায়িত্ব নিয়েছেন। যদিও ছবির নাম কিংবা বিষয়বস্তু নিয়ে এখনও কিছু জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। জানা গিয়েছে, গোটা কাজটি দেখাশোনা করছেন ‘ওয়াল্ট ডিজনি মোশন পিকচার প্রোডাকশন’-এর প্রেসিডেন্ট শন বেইলি।

    আরও পড়ুন: ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’, ভাইরাল গানে নাচলেন মাধুরী দীক্ষিত

    গুরিন্দর নিজে একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থার মালিক। যার নাম ‘বেন্ড ইট ফিল্মস’। তাঁর ছবিগুলি ইতিমধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে। সূত্রের খবর, ২০১৫ থেকে তাঁর এই প্রযোজনা সংস্থা প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। দু’বার আন্তর্জাতিক পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিল তাঁর ছবি ‘ভাজি অন দ্য বিচ’ এবং ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’। যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সেসময়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share