Tag: Flipkart Big Billion Days sale 2022

Flipkart Big Billion Days sale 2022

  • Flipkart Sale: শুরু হল ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডে’জ’, সদস্যদের জন্য থাকছে বিশেষ সুবিধা

    Flipkart Sale: শুরু হল ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডে’জ’, সদস্যদের জন্য থাকছে বিশেষ সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হয়ে গেল ফ্লিপকার্টের (Flipkart) ‘দ্য বিগ বিলিয়ন ডে’জ’ (‘The Big Billion Days’)। উৎসবের মরশুমে আর কী চাই! কারণ এই বিগ বিলিয়ন ডেইসে থাকে জামা-কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিস প্রায় সবেতেই আকর্ষণীয় ছাড়। পুজোতে তো কেনাকাটা করতেই হবে। তাই অনলাইন শপিং থেকে এখন ভালো আর কী হতে পারে! এই সেল ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে জানেন কী, যারা ফ্লিপকার্টের প্লাস মেম্বার (Plus Member) তাঁরা সেল শুরু হওয়ার ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিন আগে থেকেই আকর্ষণীয় ছাড়ে জিনিসপত্র কিনতে পারবেন।

    কী এই ফ্লিপকার্ট প্লাস?

    যারা ফ্লিপকার্টে একটি নির্দিষ্ট পরিমাণে শপিং করেছেন, তাদের জন্য কেবল এই ফ্লিপকার্ট প্লাস মেম্বার হওয়ার সুযোগ রয়েছে। গ্রাহকদের সঙ্গে সংস্থার সম্পর্ক উন্নত করতে এবং তাঁদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য এমন পরিষেবা তৈরি করেছে ফ্লিপকার্ট। প্লাসে যোগদান করার জন্য, আপনাকে কেনাকাটা করে ১২ মাসে কমপক্ষে ২০০টি সুপারকয়েন অর্জন করতে হবে। এই প্লাস মেম্বার হলে ছাড়ের ওপরেও অনেক সুবিধা পাওয়া যায়। যেমন- গ্রাহকরা বিনামূল্যে শিপিং, আরলি অ্যাক্সেস টু সেল (early access to sales), সুপারকয়েন ব্যবহার করে জিনিসের দামও কমানোর সুযোগ থাকে। আর তাই প্লাস মেম্বার হলেই সেল শুরুর আগে আপনি সেলের দামে যা কিছু কিনতে পারবেন (Early Access To Sale)।

    আরও পড়ুন: শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল! জানুন কিসে মিলবে ছাড়

    পুজোর আগে এই ছাড়ের জন্যই অনেকেই অপেক্ষায় বসে থাকেন। কারণ এটি বছরের সবচেয়ে বেশি ছাড় দেওয়ার সময়। এবছর ইলেকট্রনিক গ্যাজেট এবং স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিভি, ল্যাপটপ ইত্যাদি ডিভাইসে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ফ্লিপকার্টের সঙ্গে কিছু ব্যাঙ্কেরও চুক্তি করা থাকে, যাতে সেই নির্দিষ্ট ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে অতিরিক্ত ছাড় পাওয়া যায়। এবছর, ICICI ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে ফ্লিপকার্ট। এর ফলে এই ব্যাঙ্কগুলোর কার্ড ব্যবহার করলে গ্রাহকদের ক্রয়ের উপর ১০ শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়া হবে। 

  • Amazon Sale: শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল! জানুন কিসে মিলবে ছাড়

    Amazon Sale: শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল! জানুন কিসে মিলবে ছাড়

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজো মানেই কেনাকাটা। নতুন জামা, জুতো থেকে ‘নিউ ফোন’। আর কেনাকাটা মানে  এখন শুধু হাতিবাগান বা গড়িয়াহাট নয়, কোভিড পরবর্তী বিকিকিনি মানেই ‘অনলাইন শপিং’। তাই উৎসবের কিছুদিন আগেই বড় ছাড়ের (Sell) ঘোষণা অ্যামাজনে (Amazon)। সপ্তাহের শুরুতেই Amazon Great Indian Festival Sale 2022 ঘোষণা করেছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা। নিজেদের ওয়েবসাইটে তারা জানিয়েছে শীঘ্রই এই সেল শুরু হবে। বিভিন্ন গ্যাজেটে আকর্ষণীয় ছাড়ের সঙ্গেই গ্রাহকরা ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার পাবেন। একই সঙ্গে থাকছে নো কস্ট ইএমআই-এর সুযোগ। তবে কবে থেকে এই সেল শুরু হবে তা জানায়নি সংস্থা। 

    আরও পড়ুন: ভারতের অর্থনীতির হাল স্থিতিশীল, বৃদ্ধির হারও আশাব্যঞ্জক, জানাল মুডি’জ

    এই সেলে স্মার্টফোন, স্মার্টওয়াচ, কম্পিউটার যন্ত্রাংশ, স্মার্ট গ্যাজেট ও অ্যামাজন অ্যালেক্সা (Amazon Alexa) চালিত বিভিন্ন ডিভাইসে মিলবে বিশেষ ছাড়। এসবিআই (SBI) ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই সেল চলাকালীন অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও প্রথমবারের জন্য অ্যামাজন থেকে কেনাকাটা করলে মিলবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এই সেল শুরুর আগেই Amazon Prime সদস্যরা বিভিন্ন ডিলে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    বিভিন্ন স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়ের সঙ্গেই এই সেলে মোবাইল ফোন অ্যাকসেসারিজ, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসে মিলবে দুর্দান্ত ছাড়। বিভিন্ন ডিভাইসের সঙ্গে পাওয়া যাবে কম্বো অফার। একই সঙ্গে এই সেল চলাকালীন ৬০টি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে অ্যামাজন। গত সপ্তাহেই বিগ বিলিয়ন ডে (Big Billion Days 2022) এর ঘোষণা করেছিল ফ্লিপকার্ট (Flipkart)। এর পরে অ্যামাজনের সেল ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। এখন উৎসব শুরুর আগেই বাজার ধরতে জোর টক্কর দুই ই-কমার্স সংস্থার মধ্যে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share