Tag: FMGE

FMGE

  • Medical Student: ইউক্রেন, চিনে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা এদেশে পেতে পারে প্র্যাকটিসের সুযোগ?

    Medical Student: ইউক্রেন, চিনে যাওয়া ডাক্তারি পড়ুয়ারা এদেশে পেতে পারে প্র্যাকটিসের সুযোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন (China) এবং ইউক্রেনের (Ukraine) শেষ বর্ষের ডাক্তারি পড়ুয়ারা যাঁরা করোনা অতিমারি (Corona pandemic) বা যুদ্ধের (Ukraine war) কারণে তাঁদের ব্যবহারিক প্রশিক্ষণ শেষ করতে পারেননি তাঁদের বিদেশি মেডিক্যাল স্নাতক পরীক্ষায় (Foreign Medical Graduate Exam) বসতে দেওয়া হতে পারে। এমনই একটি প্রস্তাব দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। কমিশনের তরফে জানানো হয়, এটি একটি স্ক্রিনিং পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে যে পড়ুয়ারা বিদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তাঁরা দেশে অনুশীলন করতে পারবেন। 

    এই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দেশে অনুশীলন করার জন্য দুই বছরের ইন্টার্নশিপও শেষ করতে হবে, বলে জানিয়েছে কমিশন। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) প্রস্তাব অনুসারে, একটা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই পদ্ধতি গ্রহণ করা হবে। বর্তমানে, বিদেশি মেডিক্যাল স্নাতকদের ভারতে FMGE পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাঁদের নথিভুক্ত করা বিশ্ববিদ্যালয়ে অন্তত এক বছরের ইন্টার্নশিপ করতে হবে। তারপর স্থায়ীভাবে রেজিস্ট্রেশন পেতে ভারতে এক বছরের ইন্টার্নশিপ করতে হবে। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে জয়েন্ট মেইনের হল টিকিট, কী করে ডাউনলোড করবেন?

    সুপ্রিম কোর্টের নির্দেশে ন্যাশনাল মেডিক্যাল কমিশন এই প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় বর্ষের মেডিক্যাল ছাত্ররা, যাঁরা ২০২১ সালের নভেম্বরের পরে তাঁদের কলেজে যোগ দিয়েছিলেন, তাঁরা আবার ভারতীয় কলেজগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রথম ও দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থীরা, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মতো, ইউরোপের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না, তাই তাঁদেরকে এই সুযোগ দেওয়া হবে। 

    বিদেশি মেডিক্যাল স্নাতকদের জন্য ২০২১ সালে একটি নতুন নির্দেশিকা কার্যকর করা হয়। তাতে বলা হয়েছে যে শিক্ষার্থীদের একই বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের সম্পূর্ণ প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। কিন্তু করোনার কারণে চিনে ভারতীয় শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন ভারতীয় ছাত্ররা। তাই এই সিদ্ধান্ত নেওয়া হল। 

  • NMC on FMGE: চিন-ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের এফএমজিই-তে বসার অনুমতি দিল এনএমসি 

    NMC on FMGE: চিন-ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের এফএমজিই-তে বসার অনুমতি দিল এনএমসি 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে চিনইউক্রেন (China-Ukraine) থেকে কোভিড বা যুদ্ধের কারণে ফিরে আসা ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়াদের (Medical Students) ফরেন মেডিক্যাল গ্রাজুয়েট পরীক্ষায় (FMGE) বসার অনুমতি দিল জাতীয় মেডিক্যাল কমিশন (NMC)। এই পরীক্ষাটিতে পাশ করতে পারলেই দেশে চিকিৎসা করতে পারবেন ফাইনাল ইয়ারের ওই ডাক্তারি পড়ুয়ারা। 

    শুধুমাত্র যেসব পড়ুয়াদের কোর্স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে শেষ হচ্ছে, শুধুমাত্র তারাই পাবেন এই এককালীন ছাড়। এমনটাই জানিয়েছে দেশে ডাক্তারি শিক্ষার সর্বোচ্চ বডি। 

    আরও পড়ুন: ‘রাষ্ট্রপত্নী’ বিতর্কে ইতি টানতে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর

    এনএমসির তরফ থেকে বিবৃতি জারি ক্রে জানানো হয়েছে, “এফএমজিই -তে উত্তীর্ন হওয়ার পরে এই ডাক্তারি পড়ুয়াদের ২ বছরের ইন্টার্নশিপ করতে হবে। তারপরেই তাঁরা দেশে চিকিৎসা করার অনুমতি পাবেন। কারণ তাঁরা কোর্সের শেষে অফলাইন ট্রেনিং করার সুযোগ পান নি।” 

    বিবৃতিতে আরও জানানো হয়, “ওই দুবছরের ইন্টার্নশিপের পরেই ওই পড়ুয়াদের চিকিৎসা করার অনুমতি দেবে ভারত সরকার। এই সুবিধা শুধু এক বছরের জন্যেই। এমনটা নয় যে ভবিষ্যতেও এই ছাড় দেওয়া হবে।”

    এই মুহূর্তে যে নিয়মটি কার্যকর রয়েছে তা হল, এফএমজিই – তে বসতে বিদেশী পড়ুয়াদের তাঁদের কোর্সটিকে শেষ করতে হয় এবং সেই বিশ্ব বিদ্যালয় থেকেই দেড় বছরের ইন্টার্নশিপ করতে হয়।

    আরও পড়ুন: অসমে আল-কায়দা প্রধানের ভিডিওবার্তা! সতর্ক করল পুলিশ

    গত পাঁচ বছরে ইউক্রেন থেকে আসা ২১.৩% পড়ুয়াই এই পরীক্ষায় পাশ করতে পেরেছে। ২০২১ সালে ৪,৩১১ জন পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন। পাশ করেছেন ২৬.০৫% পড়ুয়া। 

    ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ফিরে এসেছেন প্রায় ২০ হাজার পড়ুয়া। শেষ হয়নি তাঁদের কোর্স। বাকি কোর্স দেশের বিশ্ববিদ্যালয়ে শেষ করার অনুমতি চেয়ে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। এইরকম কোনও নিয়ম নেই। একথা সম্প্রতি স্পষ্ট করেছে এনএমসি।

     

LinkedIn
Share