Tag: Football World Cup

Football World Cup

  • Fifa World Cup: বিশ্বকাপের প্রাইজ মানি কত জানেন?

    Fifa World Cup: বিশ্বকাপের প্রাইজ মানি কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। এখন চর্চায় কাতার ফুটবল বিশ্বকাপ। আজ থেকে শুরু হচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। এবার আয়োজক দেশ কাতার। এর আগেরবার বিশ্বকাপ হয়েছিল রাশিয়ায়, ২০১৮ সালে। এবার বিশ্বকাপে (Fifa World Cup) খেলছে ৩২টি দল। খেলা হবে ৬৪টি ম্যাচ। এই ৩২টি দেশের দলের মধ্যে থেকে সেরা হিসেবে বেছে নেওয়া হবে একটি মাত্র দেশকে। কাতারে যে ফুটবল মহোৎসবের আয়োজন করা হয়েছে, তা ভারত থেকে লাইভ দেখা যাবে বিকেল সাড়ে ৩টেয়, সন্ধে সাড়ে ৬টায়, রাত সাড়ে ৮টায়, রাত সাড়ে ৯টায় এবং রাত্রি সাড়ে ১২টায়। 

    বিশ্বকাপের প্রাইজমানি কত জানেন?

    ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লক্ষ ডলার। কাতার, আরবের এই দেশটিতে টাকা-পয়সার যে কোনও কমতি নেই তা সর্বজন বিদিত। এবার পুরস্কার মূল্য আগেরবারের থেকেও অনেকটাই বেশি। ফিফার তরফে এবার পুরস্কার মূল্য ধার্য করা হয়েছে মোট ৪৪ কোটি ডলার (৩৫৭৩ কোটি ভারতীয় টাকা)। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে পুরস্কার অর্থ ছিল ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে যোগ দেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে।

    আরও পড়ুন: কাতারে বিশ্বকাপে বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, হতাশ সুরাপ্রেমীরা

    যে দলগুলি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে, তাদের পুরস্কার মূল্য মাথা পিছু ৯০ লক্ষ ডলার (৭৪ কোটি টাকা)। প্রি-কোয়ার্টার ফাইনাল বা শেষ ষোলোয় পৌঁছনো দলগুলি পাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার (১০৬ কোটি টাকা)। শেষ আটে উঠলে পাওয়া যাবে ১ কোটি ৭০ লক্ষ ডলার (১৩৮ কোটি টাকা)। চতুর্থ স্থানাধিকারী দল পাবে ২৫ মিলিয়ন ডলার (২০৪ কোটি টাকা)। তৃতীয় স্থানে পৌঁছনো দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার (২২০ কোটি টাকা)। ফাইনালে যে দল হারবে অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে ৩০ মিলিয়ন ডলার (২৪৫ কোটি টাকা)। প্রথম স্থানে থাকা বিশ্বকাপজয়ী দল পাবে ৪ কোটি ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৪৪  কোটি টাকা)।   

    বিশ্বকাপের টেলিকাস্টিংয়ের ব্রডকাস্ট রাইটস কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভায়াকম ১৮ মিডিয়া। খেলা সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এই চ্যানেলটি এসডি এবং এইচডি লাইভ ব্রডকাস্ট দেখাবে। ধারা বিবরণী শোনা যাবে ইংরেজি এবং হিন্দিতে। যাঁরা ফোন কিংবা ল্যাপটপে ফিফা ওয়ার্ড কাপের ম্যাচগুলি দেখতে চান, তাঁরা লাইভ ম্যাচ দেখতে পাবেন রিলায়েন্স জিও সিনেমা অ্যাপে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Brazil 2022 World Cup Team: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    Brazil 2022 World Cup Team: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কাই সত্যি হলো। চোটের কারণে কাতার বিশ্বকাপে নেই ব্রাজিলের ফিলিপে কুটিনহো। সোমবার ব্রাজিলের কোচ তিতে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন। যা নিয়ে ফুটবল মহলের আগ্রহ ছিল তুঙ্গে। বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন ব্রাজিলের কোচ। নজন ফরওয়ার্ড রেখে দল সাজিয়েছেন তিনি। যা থেকে স্পষ্ট মরুভূমির দেশ কাতারে আক্রমণের ঢেউ তুলবেন নেইমাররা।

    আরও পড়ুন: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    ব্রাজিল বিশ্বকাপ দলে জায়গা হয়নি ফির্মিনহর। বড় চমক ৩৯ বছর বয়সী ডিফেন্ডার ড্যানি আলভেসের অন্তর্ভুক্তি। এত বয়সে অতীতে আর কোনও ফুটবলার ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলেননি। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির ছিল ৩৭ বছরে বিশ্বকাপ খেলা দলমা সেন্টজের। তাঁকে পিছনে ফেললেন ড্যানি আলভেজ। আসলে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার ওপর জোর দিয়েছেন কোচ তিতে। কারণ তিনি জানেন বিশ্বকাপ জিততে গেলে শুধু গোল করলেই চলবে না রক্ষণকেও মজবুত করতে হবে। সে ক্ষেত্রে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে তাই আলভেজের পাশাপাশি আর এক বর্ষীয়ান ডিফেন্ডার থিয়েগো সিলভার ওপরও ভরসা রেখেছেন তিনি। সিলভার এটি চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে।

    আরও পড়ুন: দলীয় সংহতির প্রমাণ! শামিদের বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

    কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ শে নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে নেইমাররা খেলবেন সুইজারল্যান্ড এর বিপক্ষে খেলাটি হবে ২৮শে নভেম্বর। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ২ ডিসেম্বর। তিতের ছেলেদের লড়তে হবে ক্যামেরুনের বিরুদ্ধে।

    ব্রাজিল দল—

    গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন সান্তানা, ওয়েভারটন পেরেরা।

    ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, ব্রেমের, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা।

    মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, এভার্টন রিবেইরো, ফাবিয়ানহো, ফ্রেড, লুকাস পাকেতা।

    ফরোয়ার্ড: নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি ডস স্যান্টোস ও ভিনিসিয়াস জুনিয়র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share