Tag: Football

Football

  • Lionel Messi: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    Lionel Messi: ইউরোপ বা আরব নয়! মেসির নতুন ঠিকানা আমেরিকার মায়ামি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরোপ বা আরব নয়। গ্রহের সেরা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) নতুন ঠিকানা এবার আমেরিকা। জানা গিয়েছে, মেজর লিগ সকারে খেলবেন ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) সই করতে চলেছেন মেসি। এলএম টেন এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই খবর। বিভিন্ন জল্পনা-কল্পনার মাঝেই তিনি বলেন, ‘আমি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ কাতার বিশ্বকাপের পর থেকে মেসির পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। গত কয়েক দিন ধরে বার বার শোনা যাচ্ছিল, মেসি তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা বা সৌদির ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন।

    কী বললেন মেসি (Lionel Messi)?

    মেসি (Lionel Messi) বলেন, ‘‘আমেরিকার ক্লাব মায়ামির সঙ্গে এখনও ১০০ শতাংশ চুক্তির কাজ শেষ হয়নি। তা শীঘ্রই হবে।’’ তিনি আরও বলেন, ‘‘প্যারিসে ২ বছর খুব খারাপ সময়ের মধ্যে কাটিয়েছি। পরিবারের উপরও সেই প্রভাব পড়েছে। ইউরোপে অন্য ক্লাবের অফার থাকলেও শুধুমাত্র বার্সেলোনায় খেলতে চেয়েছিলাম। কিন্তু লা লিগার অর্থনৈতিক কাঠামো বাধা হয়ে দাঁড়ায়।’’ মেসিকে নেওয়ার জন্য অন্য ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা। সেটা চাননি মেসি। তাই বার্সায় ফিরলেন না।

    অর্থের কারণেই কি আমেরিকায় মেসি? 

    মায়ামিতে মেসির যোগ দেওয়ার অন্যতম কারণ কি বিশাল অর্থ?  এনিয়ে কী বলছেন এলএম টেন। এই বিষয়ে মেসি বলেন, ‘‘আসলে অর্থ আমার জন্য কখনও সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। যদি এটা অর্থের বিষয় হত, তা হলে আমি সৌদি আরব অথবা অন্য কোনও জায়গাকে বেছে নিতাম। এটা ঠিক যে আমার জন্য বিশাল অর্থের প্রস্তাব ছিল। কিন্তু সত্যি হচ্ছে মায়ামিকে বেছে নেওয়ার জন্য অন্য কারণ রয়েছে। অর্থ নয়।’’  তবে কী কারণ রয়েছে তা আগামীদিনেই জানা যাবে।

    আরও পড়ুন: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Stadium in Ladakh: ভারতের উচ্চতম ফুটবল ময়দান নিয়ে ট্যুইট মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের! কোথায় জানেন?

    Stadium in Ladakh: ভারতের উচ্চতম ফুটবল ময়দান নিয়ে ট্যুইট মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের! কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার ট্যুইটার হ্যান্ডেল খুবই জনপ্রিয়। সমাজ সচেতনা হোক বা আকর্ষণীয় নতুন কিছু সৃজনশীলতা! কোনও কিছুই বাদ দেন না মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান। বর্তমানে তাঁর ট্যুইটারে ফলোয়ার সংখ্যা কোটি ছাড়িয়েছে। সম্প্রতি তাঁর ট্যুইটের বিষয়, নির্মীয়মান একটি ফুটবল মাঠ (Stadium in Ladakh)। তাঁর ট্যুইটে দেখা গেল লাদাখের ওই স্টেডিয়ামের (Stadium in Ladakh) একাধিক আকর্ষণীয় ছবি।

    শুধু তাই নয় টিভির সামনে বসে ক্রিকেট ম্যাচ দেখার চেয়ে লাদাখের ওই ফুটবল মাঠে (Stadium in Ladakh) বসে তিনি যে ফুটবল ম্যাচ দেখতে উদগ্রীব সেকথাও উল্লেখ করলেন শিল্পপতি। জানা গিয়েছে, লাদাখের ওই স্টেডিয়াম গড়ে উঠেছে ১১ হাজার ফুট উচ্চতায়। দর্শকাসন থাকছে ৩০ হাজার। ইতিমধ্যে এই ময়দান বিশ্বের প্রথম দশটি উচ্চতম স্টেডিয়ামের (Stadium in Ladakh) মধ্যে জায়গা করে নিয়েছে। দেশের মাটিতে এটাই হতে চলেছে সব থেকে উচ্চতম স্টেডিয়াম।

    খেলো ইন্ডিয়া প্রকল্পে গড়ে উঠছে এই স্টেডিয়াম (Stadium in Ladakh)

    প্রসঙ্গত, স্টেডিয়ামখানি (Stadium in Ladakh) তৈরি হচ্ছে মোদি সরকারের খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায়। এই প্রকল্প মোদি সরকারের এক বিশেষ উদ্যোগ।

    যেখানে দেশের প্রত্যন্ত প্রান্ত থেকে প্রতিভাদের খুঁজে বের করা হবে। এই প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি একাধিকবার তাঁর ভাষণে বলেছেন, এর দ্বারা একদিকে যেমন নতুন প্রতিভাদের তুলে আনা সম্ভব তেমনি পর্যটন শিল্পেও জোয়ার আনবে এই প্রকল্প। এর মাধ্যমে কর্মসংস্থানেরও সুযোগও তৈরি হবে দেশের তরুণ প্রজন্মের সামনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

     

  • Lionel Messi: দেশের হয়ে শততম গোল মেসির! বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির এলএমটেন-এর

    Lionel Messi: দেশের হয়ে শততম গোল মেসির! বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির এলএমটেন-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের হয়ে শততম গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই নজির গড়লেন তিনি। তালিকায় সবার আগে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পরে ইরানের আলি দায়ি। দু’জনকে ছুঁয়ে ফেললেন মেসি। কুরাসাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।

    শততম গোল মেসির

    ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে আর্জেন্টিনা (Argentina) বনাম কুরাসাও ফ্রেন্ডলি ম্যাচে নামার আগে মেসির গোলসংখ্যা ছিল ৯৯। অচেনা প্রতিপক্ষকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এতদিন আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরির রেকর্ড ছিল মাত্র দু’জনের কাছে। আলি দায়ি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ক্লাবের নতুন সদস্য এলএমটেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম হ্যাটট্রিক পেলেন মেসি। 

    ৮০০-এর বেশি গোলের মালিক মেসি

    শততম গোলের দেখা পেতে এদিন ম্যাচে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। ম্যাচ শুরু হওয়ার মাত্র ২০ মিনিটেই গোল করেন মেসি। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৮৬তম স্থানে থাকা কুরাসাকে এদিন কার্যত অসহায় দেখাচ্ছিল। আর্জেন্টিনার জার্সিতে ১০০তম গোলে পৌঁছতে মেসির লাগল ১৭৪টি ম্যাচ।

    আরও পড়ুন: রানাতেই ভরসা পণ্ডিতের! নীতীশকেই অধিনায়ক বাছল নাইটরা, প্রথম ম্যাচ কবে?

    আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম গোল করেছিলেন ২০০৬ সালের মার্চ মাসে। ১৭ বছর পর মেসির গোল সংখ্যা ১০০। প্রদর্শনী ম্যাচ ছাড়া ধরলে মেসির গোল সংখ্যা ৫৪। ঘরের মাঠে গত সপ্তাহে পানামাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেদিন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০ গোল করেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISL Final 2023: চিন্তা সুনীল ফ্যাক্টর! আজ আইএসএল খেতাব জিততে মরিয়া এটিকে মোহনবাগান

    ISL Final 2023: চিন্তা সুনীল ফ্যাক্টর! আজ আইএসএল খেতাব জিততে মরিয়া এটিকে মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০২ সালে সবুজ-মেরুন জার্সিতে পেশাদার ফুটবলে পথচলা শুরু। আজ সেই সবুজ-মেরুন জার্সিরই পথের কাঁটা ঘরের ছেলে সুনীল ছেত্রী। সুনীলকে আটকে ট্রফি জিততে মরিয়া এটিকে মোহনবাগানও। বিগত দুই বছরে ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছেও খালি হাতেই আইএসএল (ISL) মরসুম শেষ করতে হয়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। একবার ফাইনাল ও একবার সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল সবুজ মেরুন। আজ, শনিবার আইএসএল ট্রফি জিতে সেই আক্ষেপ ভুলতে চায় জুয়ান ফেরান্দোর দল।

    সুনীল ফ্যাক্টর 

    দেখতে দেখতে কেটে গেছে ২৩টা বছর। তবু এখনও অদম্য। অবসর নিয়ে কখনও মুখ খোলেননি। তবে এটাই হতে পারে সুনীল ছেত্রীর কাছে শেষ মরশুম। বেঙ্গালুরু এফসি–কে আইএসএল এ চ্যাম্পিয়ন করেই ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা আছে সুনীলের।  চলতি আইএসএল-এ চারটি গোল করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর পা থেকে গোল এসেছে। প্লে অফে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে। ফাইনালে এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও তিনি একটা ফ্যাক্টর। 

    আরও পড়ুন: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    জিততে মরিয়া প্রীতম

    আইএসএলের তিন মরশুমে দুই দল মোট ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে চারটি ম্য়াচ জিতেছে এটিকে মোহনবাগান, একটি ম্যাচ ড্র হয়েছে এবং মাত্র একটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। এ বার মরসুমের প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে ১-০ হারায় এটিকে মোহনবাগান। তবে ফিরতি লিগে ২-১-এ জিতে মধুর প্রতিশোধ নেয় বেঙ্গালুরু। তবে এই ম্যাচে ফের জয় চায় এটিকে। মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল জানেন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ জীবনে বারবার আসে না। আর রানার্স হলে কেউ মনে রাখে না। প্রীতমের কথায়, “আমরা জিততে এসেছি, জিতেই মাঠ ছাড়ব। মাথা গরম নয়, স্বাভাবিক ফুটবল খেলাটাই লক্ষ্য।”

    কোথায় ম্যাচ?

    ১৮ মার্চ, শনিবার, পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোরদা, গোয়ায় আয়োজিত হবে আইএসএলের ফাইনাল ম্যাচটি।

    কখন শুরু খেলা?

    সন্ধে ৭.৩০টা থেকে এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসির ফাইনাল ম্যাচটি শুরু হবে।

    কোথায় দেখবেন খেলা?

    টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কের একাধিক চ্যানেল এবং অনলাইনে হটস্টার অ্যাপ ও জিও টিভিতে দর্শকরা ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Liverpool vs Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে নয়া নজির লিভারপুলের

    Liverpool vs Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে নয়া নজির লিভারপুলের

    মাধ্যম নিউজ ডেস্ক: গোলের বন্যা। ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবি দৌড়ে ঢুকে পড়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে দিল লিভারপুল (Man Utd vs Liverpool)। খেতাবি দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়া লিভারপুলের কাছে এই ম্যাচ ছিল নিজেদের পায়ের নীচে মাটি ফিরে পাওয়ার। সেই লক্ষ্যে ম্যাচের শুরু থেকে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলেই ম্যান ইউ রক্ষণকে প্রবল চাপে ফেলে দিলেন সালাহরা। এক আধটা গোল নয়, একেবারে হাফ ডজনেরও বেশি গোল। রবিবার অ্যানফিল্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে(Man Utd vs Liverpool) নিয়ে রীতিমতো ছেলেখেলা করল লিভারপুল। 

    লিভারপুলের জয়ের নজির

    দুটি করে গোল কোডি গ্যাকপো, ডারউইন নুনেজ ও মহম্মদ সালার। এক গোল রবার্তো ফিরমিনোর। র্গেন ক্লপের দলের অভূতপূর্ব সাফল্য সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। এরিক টেন হ্যাগের দল ১১ ম্য়াচ অপরাজিত থেকে এই ম্যাচে নেমেছিল। সেই সঙ্গে ৬ বছরের ট্রফি খরাও কাটিয়েছে ম্যান ইউ। আর সেই দলই কি না দ্বিতীয়ার্ধে ৬ গোল খেয়ে বসল!অবিশ্বাস্য হলেও সত্যি। এর আগে ১৮৯৫ সালে দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তারা ৭-১ জয় পেয়েছিল। কিন্তু এদিন লিভারপুল কোনও গোল হজম করেনি। ইউনাইটেডের বিরুদ্ধে এই জয় লিভারপুলের সবচেয়ে বড় জয়ের নজির।  

    আরও পড়ুন: ভারতীয় ফুটবলে ইতিহাস! সন্তোষ ট্রফিতে ব্যবহার করা হল ‘ভার’ প্রযুক্তি

    চলতি ইপিএল আরম্ভ হওয়ার পর নিজেদের তৃতীয় ম্যাচে লিভারপুলের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের প্রথম দুই ম্যাচে হারার পর লিভারপুলকে হারিয়ে ছন্দে ফেরা শুরু করেছিল তারা। এরপরের লিগ যত এগিয়েছে ততো ম্যানচেস্টার ইউনাইটেডের উন্নতি এবং লিভারপুলের অবনতি ঘটেছে। তাই কাল লিভারপুলের ঘরের মাঠ ‘এনফিল্ডে’ও খাতায়-কলমে এগিয়েছিল রেড ডেভিলসরাই। ।

    ম্যাচের ৪৩ মিনিট পর্যন্ত রেড ডেভিলসরা কিন্তু লিভারপুলের চোখে চোখ রেখেই খেলেছে। এগিয়েও যেতে পারত তারা। কাসেমিরো লিভারপুলের জালে বলও জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। আর ইউনাইটেডের গোল বাতিল হওয়ার পরপরই গ্যাকপোর ১-০ এগিয়ে দেন লিভারপুলকে। ৪৭ মিনিটের মাথায় ২-০ করেন নুনেজ। এর ঠিক মিনিট তিনেক পরেই নিজের দ্বিতীয় গোলটি করে ৩-০ করেন গ্যাকপো। এরপর ৬৬ মিনিটে লিভারপুলের হয়ে চার নম্বর গোলটি করেন সালাহ। ৭৫ মিনিটে ফের গোল করেন নুনেজ। ৮৩ মিনিটে ৬-০ করেন সালাহ। ৮৮ মিনিটে ব্রাজিলীয় ফিরমিনো ৭-০ করেন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কারণ কী?

    Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক:  ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবকে তিনি এই বিষয়ে জানিয়েছেন যে উপযুক্ত প্রস্তাব পেলে ক্লাব ছেড়ে যেতে পারেন তিনি। আগামী মরসুমে চ্যাম্পিয়ন লিগে খেলতে চান তিনি। তাই  পোর্তুগিজ মহাতারকা ক্লাবের কাছে এই আবেদন করেছেন যে তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করেছেন তাঁর এখন দল ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি। গত শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমের থেকে এই খবরই উঠে এসেছে। 

    আরও পড়ুন: চিনে নিন বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের

    রোনাল্ডো জুভেন্টাসের হয়ে ইতালিতে তিন বছর কাটিয়ে আসেন ইংল্যান্ডের এই ক্লাবে। তিনি সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৪টি গোল করেছেন। এছাড়া ইউনাইটেডের কাছে গোটা মরশুমই ছিল হতাশার। ব্যক্তিগতভাবে তিনি ভাল খেললেও দলের পুরো পারফরম্যান্স ভাল ছিল না। যার জন্যে চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পায়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত বছরের ইউনাইটেডের টপ স্কোরার ও প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকলেও ইউনাইটেড ম্যাঞ্চেস্টার ক্লাব রোনাল্ডোকে নিয়ে হতাশ। আর এই নিয়েই বেশকিছুদিন ধরেই শোরগোল চলছে বিশ্ব ফুটবল দুনিয়ায়। 

    রোনাল্ডো ২০০৯ ও ২০১৮ সালে জুভেন্টাসের ও ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন লিগে জয়লাভ করেছিলেন ও তিনবার প্রিমিয়ার লিগে জয়ী হয়েছিলেন। যদিও খবরসূত্রে জানা যায়, আগামী বছর পর্যন্ত রোনাল্ডোর এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে। কিন্তু তার আগেই তাঁর ক্লাব ছাড়া নিয়ে বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে খেলার জগতে। তবে এরপর ক্লাব ছাড়লে কোন কোন ক্লাব থেকে তাঁর প্রস্তাব আসবে ও তিনি কোন ক্লাবে শেষপর্যন্ত যোগদান করবেন সেটিই এখন দেখার। সম্প্রতি ইউরোপা লিগে (Europa League) খেলবে ম্যান ইউ। সেই লিগে কোনও দিন খেলেননি রোনাল্ডো। বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রোনাল্ডোর সম্পর্ক কোন পথে এগোয় সেটি দেখতেই অপেক্ষায় বসে রয়েছে ফুটবলপ্রেমীরা। 

    আরও পড়ুন: সুনীলদের কোচ কী থাকবেন স্টিমাচ? দিলেন শর্ত

     

  • Emami East Bengal: ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির, নাখুশ সমর্থকদের একাংশ

    Emami East Bengal: ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ইমামির, নাখুশ সমর্থকদের একাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে মিটল ইস্টবেঙ্গলের (East Bengal) বিনিয়োগ সমস্যা। ইমামি গ্রুপের (Emami Group) সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। এই বিনিয়োগ জট মেটায় আইএসএল (ISL) খেলায় আর কোনও বাধা রইল না লাল-হলুদ দলের।

    শ্রী সিমেন্ট বিনিয়োগ তুলে নেওয়ায় সমস্যায় পড়েছিল এই ক্লাব। বিনিয়োগকারী না থাকায় আইএসএল খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু এদিন ক্লাবকর্তা দেবব্রত সরকার এবং ইমামি গ্রুপের কর্ণধারদের সামনে ইস্টবেঙ্গল-ইমামি গাঁটছড়া ঘোষণা হওয়ায় হাঁফ ছাড়লেন সমর্থকরা। আইএসএল খেলা নিয়ে অনেকে যেমন খুশি, তেমনই ইমামির সাথে সম্পর্ক জুড়ে যাওয়ায় অখুশিও অনেক সমর্থক।   

    আরও পড়ুন: চিনে নিন বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের

    মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইমামি যেভাবে বিনিয়োগে রাজি হয়ে গেল তাতে অনেক সমর্থকই নাখুশ। তাঁদের কথায়, ক্লাবের এমন একটি পদক্ষেপ আসলে সৌরভকে অপমানিতই করল। শোনা যাচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় ম্যানচেস্টার ইউনাইটেড এই ক্লাবে বিনিয়োগ করতে পারে। তার মাঝেই এই সিদ্ধান্ত সামনে আসে। এমনকী মঙ্গলবার সকালবেলাও একটি অনুষ্ঠানে এসে সৌরভ আশার কথাই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “হ্যাঁ, ওঁদের সঙ্গে কথা হচ্ছে। বাকি অনেকের সঙ্গেই কথা হচ্ছে। যতক্ষণ না ফাইনাল হচ্ছে, ততক্ষণ কিছু বলা যাবে না। ১০-১২ দিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।” 

    ইমামি গ্রুপের অন্যতম কর্তা হলেন রাধে শ্যাম আগারওয়াল। আর অপর জন রাধে শ্যাম গোয়েঙ্কা। ইমামিদের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্কও পুরনো। বিজয় মালিয়ার কিংফিশার স্পনসর হিসেবে আসার আগেও ইস্টবেঙ্গলকে স্পনসর করেছিল ইমামি গোষ্ঠী। তারা ইনভেস্টর হিসেবে আসার পরেই সেই পুরনো জার্সির ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

     

LinkedIn
Share