Tag: Foreign minister Jaishankar

Foreign minister Jaishankar

  • S Jaishankar: “কন্ট্যাক্ট, কেমিস্ট্রি, ক্রেডিবিলিটি”! সাফল্যের তিনটি চাবিকাঠির কথা বললেন জয়শঙ্কর

    S Jaishankar: “কন্ট্যাক্ট, কেমিস্ট্রি, ক্রেডিবিলিটি”! সাফল্যের তিনটি চাবিকাঠির কথা বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের পেশাগত কূটনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, সাফল্যের শর্ত ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ‘লিভ হোয়াইল ইউ আর অ্যালাইভ’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সফলতার তিনটি ‘সি’ নিয়ে কথা বললেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, “কন্ট্যাক্ট (যোগাযোগ), কেমিস্ট্রি (সম্পর্কের সুমধুরতা) এবং ক্রেডিবিলিটি (বিশ্বাসযোগ্যতা) হল সফলতার চাবিকাঠি।” 

    সাফল্যের তিন চাবিকাঠি

    শিব খেরা লিখিত বইটি উদ্বোধন করার সময় জয়শঙ্কর বলেন, “সফলতার জন্য যাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা যায়, তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভুল হতে পারে, তবে ভুলের প্রতি ভয় নয়, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে তা সংশোধন করার পরবর্তী ধাপেই সফলতা নিহিত থাকে।” মজার ছলে জয়শঙ্কর জানান, বইটি ক্রনিক স্ট্রেস (অতিরিক্ত মানসিক চাপ) এড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। তাঁর কথায়, “কেরিয়ার হিসাবে মন্ত্রী হওয়া এবং ক্রনিক স্ট্রেস এড়ানো একসঙ্গে চলে না।” বিদেশমন্ত্রী হিসেবে তাঁর ছয় বছরের অভিজ্ঞতা এবং ৪১ বছরের কূটনৈতিক জীবন থেকে তাঁর অভিমত, জীবন খুবই অপ্রত্যাশিত, তবে আত্মবিশ্বাসের সঙ্গে তা পরিচালনা করা সম্ভব।

    আরও পড়ুন: ১৭৯টি সম্প্রদায়কে এসসি, এসটি এবং ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ নীতি আয়োগের

    জীবন থেকে শিক্ষা

    জয়শঙ্করের কথায়, “কোনও মানুষই নিখুঁত নয়”, আর বিশেষ করে তরুণদের তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। জয়শঙ্কর জানান, তিনি যেমন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষায় পাস করেছেন, তেমনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-এর প্রবেশিকা পরীক্ষায় পাস করেননি। প্রায় ৩০ মিনিটের বক্তৃতায়, কূটনৈতিক এই অভিজ্ঞ নেতা তাঁর পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং কোভিড সময়কালে ভারতীয় নাগরিকদের উদ্ধার এবং ইউক্রেন সংকটের সময় ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সফলতার তিনটি ‘সি’ এর উপর জোর দেন— এক) কন্ট্যাক্ট (যোগাযোগ), দুই) কেমিস্ট্রি (সম্পর্কের সুমধুরতা) এবং তিন) ক্রেডিবিলিটি (বিশ্বাসযোগ্যতা)। শিব খেরার বই সম্পর্কে জয়শঙ্কর বলেন, “ছয়টি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এই বইয়ে— ১. অপ্রত্যাশিত পরিকল্পনার জন্য প্রস্তুত থাকুন, ২. সম্পর্ক বিনিয়োগ করুন, ৩. আপস নয়, ৪. বিষাক্ত পরিবেশ এড়িয়ে চলুন, ৫. সময়ের মূল্য বুঝুন এবং ৬. ভালো ঘুম গুরুত্বপূর্ণ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • S Jaishankar: ট্যাবলোয় ইন্দিরা হত্যার দৃশ্য, “কানাডার জন্যও ভাল নয়”, বললেন জয়শঙ্কর

    S Jaishankar: ট্যাবলোয় ইন্দিরা হত্যার দৃশ্য, “কানাডার জন্যও ভাল নয়”, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) ও কানাডার (Canada) সম্পর্কের জন্য এই দৃশ্য মোটেই ভাল নয়। কানাডার ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। কানাডায় খালিস্থানপন্থীদের বাড়বাড়ন্ত নিয়েও মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী। ৬ জুন ছিল অপারেশন ব্লু-স্টারের ৩৯তম বার্ষীকি। এই উপলক্ষে কানাডার ব্র্যাম্পটন শহরে শোভাযাত্রা বের করেছিলেন খালিস্থানপন্থীরা। শোভাযাত্রায় একটি ট্যাবলোর মাধ্যমে দেখানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা দৃশ্য। সেই শোভাযাত্রার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সে সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে কানাডায় খালিস্থানপন্থীদের বাড়বাড়ন্তের বিষয়ে মুখ খোলেন ভারতের বিদেশমন্ত্রী (S Jaishankar)।

    জয়শঙ্করের প্রতিক্রিয়া

    ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ভারতীয় সেনার পোশাকে বন্দুক হাতে দাঁড়িয়ে দুই শিখ জওয়ান। সাদা শাড়ি পরিহিত এক মহিলা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে। সেই ট্যাবলোর পিছনে খালিস্থানি পতাকা হাতে হেঁটে চলেছেন বেশ কয়েকজন। এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমি মনে করি এই বিষয়টির সঙ্গে আরও বড় সমস্যা জড়িত…সত্যি কথা বলতে কী, ভোটব্যাঙ্কের রাজনীতি ছাড়া অন্য কোনও কারণে কেউ এমন করতে পারে বলে আমি মনে করি না। আমার মতে, সে দেশে বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্ত বৃহত্তর অন্তর্নিহিত সমস্যা। চরমপন্থীরা সহিংসতার পক্ষে। আমি মনে করি, এটি আমাদের দুই দেশের সম্পর্কের জন্য ভাল নয়। কানাডার জন্যও এটা ভাল নয়।

    অপারেশন ব্লু-স্টার

    প্রসঙ্গত, খালিস্থানপন্থী জঙ্গি ভিন্দ্রেওয়ালাকে খতম করতে ১৯৮৪ সালে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে অভিযান চালায় ভারতীয় সেনা। তার জেরে ওই বছরেরই ৩১ অক্টোবর শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সম্প্রতি ফের মাথাচাড়া দিয়েছে খালিস্থানপন্থীদের আন্দোলন। গ্রেফতার করা হয়েছে আন্দোলনের নেতা অমৃতপালকে। 

    সেই ঘটনার প্রেক্ষিতে নানা সময় কানাডায় আন্দোলন করেছেন খালিস্থানপন্থীরা। সম্প্রতি যে শোভাযাত্রা হয়েছিল, সেখানেও ছিলেন তাঁরাই। সেই ঘটনার জেরেই কড়া প্রতিক্রিয়া জয়শঙ্করের (S Jaishankar)।

    আরও পড়ুুন: “শুভেন্দুকে চটি দিয়ে মারতাম”, তৃণমূলের সৌগতর মন্তব্যে স্তম্ভিত রাজ্য

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share